নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ম্যাকগাইভারগিরি...

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১



১. বিটিভি'র স্বর্ণযুগে সবচেয়ে জনপ্রিয় ইংরেজি সিরিজ ছিল 'ম্যাকগাইভার'। ছোট বড় সবার কাছেই জনপ্রিয় ছিল। পরবর্তীতে হয়তো বাংলা ডাবিংকৃত 'আলিফ লায়লা'কে সবাই সর্বকালের সেরা সিরিজ বলতে পারে। তবে ছেলেদের কাছে ম্যাকগাইভার ছিল রিয়েল হিরো যে কিনা সাধারণ জিনিসপত্র দিয়ে বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে উদ্ধার করত সবাইকে। '৯১-এর ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে টিভি টাওয়ার ভেঙে যাওয়াতে অনেক দিন বিটিভি দেখা যায়নি। পরবর্তীতে ম্যাকগাইভারের বাদ পড়া পর্বগুলো পুনঃপ্রচার করা হয়েছিল চট্টগ্রামের দর্শকদের অনুরোধে...

২. ম্যাকগাইভার তার বেশীর ভাগ কাজগুলো করত একটা পকেট নাইফ দিয়ে। আর তার বান্ধবী/মেয়েদের ক্লিপ দিয়ে তালা বা লক খোলার দৃশ্য ছিল নিয়মিত। সম্ভবত ম্যাকগাইভারেই প্রথম দেখানো হয় ক্লিপ দিয়ে কোন তালা খোলা যায় খুব সহজে...

৩. সেবার কোরবানী দেয়া হয়েছিল গ্রামে। কোরবানীর গোশত নিয়ে সন্ধ্যার মধ্যেই ফেনী থেকে চলে আসি চট্টগ্রামে। পরিবারের বাকী সদস্যরা পরদিন আসবে। আমি তখন ভাবলাম একা থাকার চেয়ে হালিশহরে বন্ধুর বাসায় রাত কাটাবো। আড্ডাবাজি চলবে। ওর বাসাতে আমার নিয়মিত যাওয়া আসা ছিল। তখনও মোবাইল আসেনি। তাই ও জানতো না আমি আসব। রেডি হয়ে গেলাম দ্রুত। ঘরের তালা ও চাবি এক রুম থেকে নিয়ে আমি অন্য রুমে যাই আয়নাতে চুল আঁচড়াতে। তারপর তালা নিয়ে রুমের দরজাতে লাগিয়ে দেই। সাধারণতে যে রুমে টাকা ও অলংকার থাকে সেই রুমের দরজা ও মেইন দরজাতে আমরা তালা লাগাই। বন্ধুর বাসাতে যাব সেই খুশীতে আমি ভুলে ড্রেসিং টেবিলের উপর চাবি রেখে বাইরে তালা লাগিয়ে দিয়েছিলাম...

৪. চাবি ঐ রুমে থাকায় আমার পক্ষে আর সম্ভব নয় মেইন দরজায় তালা লাগানো। কারণ, চাবি সব এক সাথে থাকে। তখন গেলাম আপার রুমে। দেখলাম ওয়ারড্রোবের উপর কিছু কালো ক্লিপ। সেগুলো দিয়ে ম্যাকগাইভারের মত কিছুক্ষণ গুতাগুতি করলাম। কিন্তু কাজ হল না! আমি ভাবতাম ক্লিপ দিয়ে গুতাগুতি করলেই বোধহয় তালা খুলে যায়!!...

৫. সেদিন আর বন্ধুর বাসায় যাওয়া হল না। বাসায় বাবা মা আসলে বকা শুনতে হবে। তাই সকালে উঠে তালা চাবি ওয়ালাকে এনে তালা খোলালাম। মিস্ত্রি তালা খুলে চলে যাওয়ার কিছুক্ষণ পরই সবাই বাসায় আসলো। কেউ টের পায়নি বন্ধ তালা খোলা হয়েছিল। আজ পর্যন্ত কেউ জানে না এই ঘটনা...

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



আমার শতশত ব্যাপার আছে, যেগুলো আমি কখনো কাউকে বলিনি; অন্যকেহও যখন আমাকে তাদের দরকারী কথা বলে, আমি সেগুলো কারো সাথে জীবনেও আলাপ করি না।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো কয়েকটা ঘটনা আছে যা আজ অব্দি পরিবারের কেউ জানে না। অন্য কেউ বিশ্বাস করে কিছু বললে তা আরেকজনকে না জানানোই সঠিক...

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

আবু তালেব শেখ বলেছেন: সপ্নের মাঝে আমিও সুপারম্যান হয়।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বাস্তবে ম্যকগাইভারের মত চেষ্টা করেছিলাম। আপনি আবার বাস্তবে সুপারম্যানের মত কিছু চেষ্টা কইরেন না =p~ ...

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

তারেক ফাহিম বলেছেন: আমরাতো জেনে গেলাম ;)

কল্পনায় কত কি হই, আর বাস্তবে ঘোড়ার ডিম :P

আমিও মাঝের মধ্যে অনেক কিছু হতাম কল্পনায়। |-)

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কল্পনা নয় বাস্তবেই তো চেষ্টা করেছিলাম। তবে মুভিতে যা দেখি তা যে বাস্তব নয় তাই প্রমাণ হল...

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

ঢাবিয়ান বলেছেন: সিক্স মিলিয়ন ডলারম্যান সেজে স্লোমোশনে উচু বিল্ডিং থেকে লাফ দিয়ে মৃত্যুর ঘটনাও ছিল সেই সময়ে।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিক্স মিলিয়ন ডলার ম্যান, বায়োনিক ওম্যান-এর সময় আমি খুবই পিচ্চি ছিলাম। তাই সেগুলো মনে নেই এখন আর। ম্যাকগাইভার এখনও জীবন্ত। গ্রামে গেলে মন খারাপ হত ম্যাকগাইভারের পর্ব না দেখার জন্য। কারণ, গ্রামে বিদ্যুৎ তখনো আসেনি। নতুন ম্যাকগাইভার দেখি। কিন্তু আগের টার মত মজা পাই না...

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ম্যাকগাইভার আমার ও প্রিয় ছিল

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্য নায়কদের মত পিস্তল বা মারামারি ছাড়া সাধারণ আশে পাশের জিনিস ব্যবহার করার বুদ্ধি সম্পন্ন সিরিজকে সবাই-ই পছন্দ করত...

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন ভাইয়া । তখন অনেক ছোট, বেশী কিছু মনে নেই শুধু দু একটি দৃশ্য ভাসা ভাসা চোখের সামনে আর স্টারটিং টা। আমার এক ফুপাতো ভাই ছিল তখন আমার চেয়ে একটু বড়। সে ম্যাকগাইভারের মত ওসব কাজ কর্ম করার চেষ্টা করতো ওটা দেখে দেখে ।

আলিফ লায়লাও অনেক প্রিয় । কেন জানি এখনও আলিফ লায়লা দেখতে মজা লাগে ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ম্যাকগাইভারের বেশ কয়েকটা দৃশ্য এখনো চোখে ভাসে...

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা মনে পরেছে।
৯১-এর ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে টিভি টাওয়ার ভেঙে যাওয়াতে কয়েক মাস টিভি দেখা যায়নি।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন রেডিও শুনতে হত সবাইকে...

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন:

সুন্দর লিখেছেন। তবে আমার পছন্দ সুপারম্যান।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুপার হিরোদের মধ্যে সুপারম্যান আপনার পছন্দ। কিন্তু নন সুপার হিরোদের মধ্যে ম্যাকগাইভারকে রাখতেই হবে...

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

ওমেরা বলেছেন: ঠিক আছে আপনার ম্যাকগাইভারগিরি আমরা জানলাম কিন্ত কাউকে বলব না।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। এই জন্যই তো ছদ্মনামে লিখি :D ...

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

সনেট কবি বলেছেন: সব কথা বলতে হয়না।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। অনেক কথাই গোপন রাখা ভাল...

১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

সৈকত জোহা বলেছেন: আপনাকে খুব চেনা মনে হচ্ছে। আমার বাসাও হালিশহর । এই ঘটনা কোন বড় ভাইয়ের কাছে শুনেছিলাম বোধহয়

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাকতালীয় হতেই পারে!...

১২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

সৈকত জোহা বলেছেন: ঘটনা যদি সত্য হয়ে থাকে এবং আপনি যদি গরীবে নেওয়াজ স্কুলে পড়ে থাকেন তবে কাকতালীয় নয়

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না তাহলে আমি সেই লোক নই!...

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ইশ! এমন একজন মানুষ যদি হতে পারতাম যে কিনা আকাশে উড়তে পারে তাহলে কতই না ভালো লাগতো! B-)

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে তো কথাই ছিল না। সবাই সুখেই থাকত...

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

রাকু হাসান বলেছেন:

আলিফ লায়লা খুব প্রিয় ছিল । ম্যাকাইভার খুব বেশি দেকার সুযোগ হয়নি ।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় থাকলে কখনও ডাউনলোড করে দেখে নিবেন...

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪১

অনল চৌধুরী বলেছেন: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর এদেশে প্রথম টিভি চালু হওয়ার পর থেকেই হলিউডে নির্মিত বিভিন্ন টিভি ধারাবাহিক দেখানো শুরু হয়।সম্ভবত প্রথমটা ছিলো দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই।
এরপর থেকেই অারো বহু জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়।এগুলির মধ্যে ৬০ থেকে ৯০ এর দশকে ব্যাপক জনপ্রিয় ছিলো Tarzan(Johny Weismuller) Incredible Hulk,Six million dollar man,Man from Atlantis,Mash,The land of the giants,Magnum PI,Papper chess,Shogun(জাপানী-বৃটিশ যৌথ প্রযোজনা),Dallas,Dynasty,Winds of war,The three stooges,The fall guy,Knight Rider,The A team,Buck,Rogers in the twenty-fifth century,Bring them back alive,Tells of the gold monkey,Scarecrow and Mrs King,Voygers,Starman,String Ray,V,North and south,Battlestar Galactica,Air wolf,Roots.
এসব ছবি দেখার জন্য ছোট-বড় সবাই সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে থাকার চেষ্টা করতো।কারণ তখন চ্যানেলই ছিলো মাত্র একটা।
এই ধারাতেই ১৯৮৯ সালের আগষ্ট থেকে প্রচার শুরু হয় ম্যাকগাইভারের।অঅমি তখন নবম শ্রেণীতেত পড়তাম।তখন ছিলো এ্যামেরিকার সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধের যুগ।সমাজতন্ত্রকে তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যাঙ্গ করে নিয়মিত নির্মিত হতো হলিউডের চলচ্চিত্র ও টিভি ধারাবাহিক।
হলিউডের অন্যান্য ধারাবাহিকের চেয়েও এই ধারাবাহিকটা বেশী সমাজতন্ত্র বিরোধী ছিলো।প্রথম কয়েকটা পর্বেই দেখানো হয়েছিলো পূর্ব জার্মানী, রুমানিয়া,বুলগেরিয়া-এইসব সমাজতান্ত্রক দেশে অত্যাচারের কাহিনী এবং ম্যাকগাইভারের এসব দেশের নেতা ও সৈন্যদের পরাজিত করা কাহিনী।জটা পুরো ৩ বছর চলার পর ১৯৯২ সালের সম্ভবত ডিসেম্বরে শেষ হয়।

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে...

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯

কে ত ন বলেছেন:

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় কত নিষ্ঠুর...

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরনো দিন মনে পড়ে গেল।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো কখনোই ভোলার নয়...

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪১

সদানন্দ দেবনাথ বলেছেন: খুব মজা পেলাম শেষে।তবে হ্যা সে কিন্তু আসলেই হিরো।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাকে সহজে ভোলা যাবে না...

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৩

অনল চৌধুরী বলেছেন: এসব টিভি ধারাবাহিক এখন যে কেউ ইউটিউবে দেখতে পাবেন।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। আর ডাউনলোডের জন্য অনেক ওয়েব সাইট-ও আছে...

২০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১২

অনল চৌধুরী বলেছেন: জেমস বন্ড খ্যাত রজার মুর অভিনীত দুিইটা টিভি সিরিজও বিটিভিতে দেখানো হয়েছিলা।এগুলি হল The Saint ও The Persuaders!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন হয়ত বেশী ছোট ছিলাম মনে নেই...

২১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৮

অনল চৌধুরী বলেছেন: সেই সময় অামিও দেখিনি।
১৯৮৯ সালে বিটিভির ২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে পুরানো অনেক অনুষ্ঠার প্রচার করা হয়েছিলো,যেগুলির মধ্যে এই দুই ধারাবাহিকের একটা করে পর্ব ছিলো।
তখনই জানতে পেরেছি।
আমি ছোটবেলা থেকেই প্রায় সব বিষয় নিয়ে গবেষণা করি।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেতো আপনার লেখা ও মন্তব্যেই বোঝা যায়...

২২| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

অনল চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
যেকোন বিষয়ে তথ্যের দরকার হলে জিজ্ঞাসা করতে পারেন।
অাশাকরি সাহায্য করতে পারবো।

২৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

সুমন কর বলেছেন: হুম, আসলেই অনেক জনপ্রিয় ছিল এবং থাকবে........

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। মন্তব্য ও পড়ার জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.