নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বিএনপি না থাকলে তেলাপোকাও পাখি...

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩



১. সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে সাকিব ও মাশরাফি যদি তাদের নির্বাচনী আসনের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পেয়ে যায় তাহলে কারো আপত্তি থাকার কথা নয়। তবে তারও আগে সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের পছন্দ করা দলের কর্মীদের ভোটেও নির্বাচিত হতে হবে। কিন্তু দেশের নাম যেহেতু বাংলাদেশ। দলের নাম যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি। দুই সতীন যেখানে নিজেদের পছন্দের লোককে দাঁড়াতে বললেই সিদ্ধান্ত কার্যকর হয়ে যায় সেখানে এসব চিন্তা না করাই ভাল...

২. বাংলাদেশ ক্রিকেট টিমে চান্স পাওয়া খুবই সহজ। মানে যারা ভাল খেলে তাদের বেশী দিন ভাল খেলতে হয় না। অল্প কিছুদিন ভাল খেললেই তাদের জাতীয় দলে নেয়া হয়। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশী ডেব্যুট্যান্ট প্রসব করে। একবার প্রথম আলোতে ঠাট্টা করে লিখেছিল - মুড়ি মুড়কির মত পরিপক্ক হওয়ার আগেই খেলোয়াড়দের অভিষেক করানো হচ্ছে। টেস্ট ক্যাপ লাগবে, টেস্ট ক্যাপ? view this linkআবার দ্রুত সেসব খেলোয়াড় হারিয়েও যায়। টেস্ট ক্যাপের মত এমপি হওয়াও এখন অনেক সহজ...

৩. আমি কখনোই সাকিব-মাশরাফিকে নিয়ে অতি আদিখ্যেতা দেখাতাম না। আমি ওদেরকে ভাল খেলোয়াড় হিসেবেই দেখি। কিন্তু ব্লগ, ফেসবুকে যেভাবে ওদের তোষণ করা হয় তা দেখে আমি অবাক হয়ে যাই। তো, এখন তাদের ভক্তরা দুই ভাগ হয়ে গিয়েছে তাদের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তে। এ বিষয়ে ব্লগে ২/৩ টা মন্তব্যে বলেছি, জোর করে ক্ষমতায় থাকতে চাওয়া একটা দলের সাথে যোগ দিয়ে তারা অনেকের ঘৃণার পাত্র হল। আফটার অল, এখন সময় ও জরিপ হল, 'এন্টি আওয়ামী লীগ'-এর...

৪. আর যে ভক্তগণ খুশী হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলছি যে, সাকিব মাশরাফি খেলোয়াড় থাকা অবস্থায় নির্বাচনে দাঁড়াতে পারবেন না। কারণ, তেনারা বিসিবি'র চুক্তিভূক্ত খেলোয়াড়। মাসিক বেতনভূক্ত। বিসিবি হলো একটা সরকারী প্রতিষ্ঠান। আর সরকারী চাকুরী থাকা অবস্থায় কেউ প্রার্থী হতে পারেন না। এমন কি চাকুরি ছাড়লেও ১ বছরের আগে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। অবশ্য আওয়ামী লীগ সরকার কেমন আইন মানে তা তো গত ১০ বছরেই দেখা গিয়েছে...

সর্বশেষ আপডেট - সাকিব নাকি নির্বাচন করছেন না। দেখা যাক...
view this link

মন্তব্য ৭৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: রাজনীতি তারা করতেই পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদেরকে দল-মতের উর্ধ্বে থাকতে হয়।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদেরকে কে এই বুদ্ধি দিল মাথায় আসছে না। আরো পরেও দেশ সেবা করা যেত। আর দেশ সেবা করতে হলে এম পি হওয়া ছাড়াও করা যায়...

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: সখ যখন করেছে তখন না হয় তারা একটু এম পি হোক।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। অল্প বয়সে অনেক কিছুরই শখ জাগে মানুষের। তাও যদি হয় খুব সহজে...

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আবু তালেব শেখ বলেছেন: উনাদের (সাকি+ মাশ) সম্মান উনারা নিজেরাই খর্ব করছেন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনারা অবসরে গিয়েও রাজনীতি করতে পারতেন। এরকম একটা অগণতান্ত্রিক পরিবেশে তাদের এই সিদ্ধান্ত বিস্ময়েরই জন্ম দিচ্ছে...

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার মতে তাদের এসবে না যাওয়াই উচিত । তারা দেশের আইকন তাদের সবাই ব্যবহার করতে চাইবে ।

এভাবে নিজেদের ব্যবহার হতে না দেয়াই উচিত ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে আওয়ামী লীগ বোঝাতে চাইবে দেশ সেরা খেলোয়াড়ও তাদের দলে। তারা কেন এমন সিদ্ধান্ত নিল নাকি বাধ্য হয়েছে তাও বুঝতে পারছি না...

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের জন্য রাজনীতিতে আসলে ভালো। আওয়ামী বা বিম্পি হয়ে লাভ নেই। সম্মান, জনপ্রিয়তা কিছুই থাকবে না।

চাইলে তারা স্বতন্ত্র থেকে অংশ নিতে পারে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দুই দল দেশের জন্য রাজনীতি করে না বলেই তো এত প্রশ্ন উঠছে। স্বতন্ত্র হলেও তারা এতটা সমালোচনার শিকার হত না...

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এরা ক্রিকেটের মাট ও মন্ত্রণালয়, একই সাথে দু'দিক কেমনে কাবার দিবে?
হয়ত খেলার পর ধারাভাষ্যকারের প্রশ্নের উত্তরে তখন দেশীয় নেত্রিদের প্রশংসার সয়লাব ভইবে!

এরা যদি পাকিস্তানের ইমরান খানের রাজনীতি করার ইচ্ছে থাকে, তবে কি আওয়ামীলীগই বাংলাদেশকে পাকিস্তান করার উদ্যোগ নিয়েছে!


১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতীয় দলের সেরা দুই খেলোয়াড় নির্বাচনে দাঁড়ানো ও নির্বাচিত হওয়া মানে আওয়ামী লীগের বৈধতা দেয়ার একটা টেকনিক হতে পারে। যদিও এখনও নিশ্চিত নয় তারা প্রার্থী হচ্ছেন কিনা(মনোনয়ন পত্র কিনবেন অবশ্য)...

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

প্রশ্নবোধক (?) বলেছেন: আমি ভাবছি, মাশরাফি ও শাকিব যে আসন থেকে নির্বাচন করবে, সে আসনে যে সকল নেতা কর্মী এতদিন নিজেদের সময়,সম্পদ,মেধা দিয়ে আওয়ামীলীগকে ধরে রেখেছে। এক সিদ্ধান্তে তাদের মুখে ঝামা ঘসে দেওয়া হলো না? দলের জন্য শ্রম দিয়ে শেষে পাবেন হাড্ডি আর নেপোই এসে দই মেরে দিয়ে যাবে?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম তো প্রায় প্রতিটা আসনেই হয়। ত্যাগীদের মূল্যায়ণ করা হয় না। হঠাৎ করে কোন ব্যবসায়ী, আইনজীবি বা অন্য পেশার লোককে মনোনয়ন দেয়া হয়। এ জন্য রাজনীতিতে উন্নতি হচ্ছে না। ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ণ করতে হবে...

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

প্রশ্নবোধক (?) বলেছেন: মহামান্য রাষ্ট্রপতি তো এক ভাষণে বলেছেন, " যতদিন দেশের রাজনীতি রাজনীতিবিদদের কাছে ফিরে না এসে ব্যবসায়ী, অবঃ আর্মি অফিসার, আইনজীবি সহ পয়সাবানদের গোলামী করবে, ততদিন দেশের মুক্তি নাই।"

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। অন্য পেশা থেকে আসতে মানা নেই। কিন্তু সেটা যেন হয় প্রক্রিয়ার মাধ্যমে। হঠাৎ করে নয়...

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের টাকা এবং নাম থাকলে ক্ষমতার দিকে চোখ যায়। তাদের চোখ এখন ক্ষমতার দিকে। এটা স্বাভাবিক। এখন আওয়ামী আমলে তাদের জন্য এম্পি হওয়াটা সহজ। তাই সুযোগটা কাজে লাগিয়েছেন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই লোভটা সাধারণত অবসর জীবনে হয়। যেমন- আজকেই দেখলাম সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক গভর্নর ফরাস উদ্দিন মনোনয়নপত্র নিয়েছেন। কিন্তু সাকিব-মাশরাফি এই বয়সে এই লোভ করাটা কতটা দেশের জন্য কতটা ব্যক্তিগত তা নিয়ে চিন্তার অবকাশ আছে...

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

মাহমুদুর রহমান বলেছেন: বিএনপি না থাকলে তেলাপোকাও পাখি...

শিরোনাম,সনেটকবির মন্তব্য পড়ে কতক্ষন হাসলাম।
এমপি হওয়ার স্বাদ যেহেতু তাঁরা নিতে চাইছে নিক,রাজনীতি করে একটু ভিন্ন স্বাদ নিতে চাইছে আমিও বলি নিক ।বয়স কম মানুষের মাঝে আবেগ একটু বেশীই কাজ করে।আবেগের বসে একজনের প্রেমে পড়ে ব্যর্থ হয়ে মানুষ সাহিত্যিক হয়েছেন কবি হয়েছেন।তাঁরা বেশী কিছু না হোক,অন্ততপক্ষে মানুষের ঘৃণার পাত্রে পরিনত হবেন।
ক্রিকেট খেলায় তাঁদের যে পারফর্মেন্স,রাজনীতির মাঠে না জানি কেমন পারফর্মেন্স দেখান আল্লাহই ভালো জানেন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগে থেকেই তাদের পারফরমেন্স খারাপ হলেই সবাই বলত, এম পি হওয়ার স্বপ্ন দেখছে। যদিও তখন সেটা ছিল গুজব। এখন তো সত্যই হয়ে গেল। আর খারাপ খেললেই তাদের একই রাজনীতির দোষ দেয়া হবে। আমার চিন্তা হচ্ছে তাদের খেলোয়াড়ী জীবনের শেষ হয়ে যাবে কিনা। যদি অন্য দল ক্ষমতায় আসে...

১১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @সরকারী চাকুরী থাকা অবস্থায় কেউ প্রার্থী হতে পারেন না।
রেফারেন্স/সূত্র দিন তো।(অল্প এককটু খুঁজলাম পাচ্ছি না)



@প্রশ্নবোধক (?)
সহমত। (এরা সংসদকে এফডিসি বানিয়ে ছাড়বে)

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: view this link

কেউ যদি প্রজাতন্ত্রের বা পৌরসভার অথবা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত থাকেন তিনিও পৌরসভা নির্বাচনে মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী হতে পারবেন না।

(এটা যদিও পৌরসভা নির্বাচনের জন্য। তবে জাতীয় নির্বাচনেও একই আইন যদি আমি ভুল না করে থাকি)

১২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

সাইন বোর্ড বলেছেন: যেখানে নমিনেশন পাওয়া মানেই এমপি, সেখানে এমন সুযোগ তারা ছাড়বে কেন ?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ ডাকছে এখন, 'এম পি পদ লাগবে? এম পি পদ?'

১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

নীল আকাশ বলেছেন: ফুটবল মাঠে সবাই তো গোলকীপার ছাড়াই গোল দিতে চায়, এদের আর দোষ কি? আর লীগের তো ফ্রি ফ্রি এড হয়ে গেল। Win win for both পার্টি। আরও কত তামাশা দেখবেন সামনে, শুধুই অপেক্ষা করুন।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সত্যিই আওয়ামী লীগ পাকা খেলোয়াড়। কীভাবে দেশের সেরা ২ খেলোয়াড়কে কব্জা করল...

১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

মাহমুদুর রহমান বলেছেন: আমার চিন্তা হচ্ছে তাদের খেলোয়াড়ী জীবনের শেষ হয়ে যাবে কিনা। যদি অন্য দল ক্ষমতায় আসে...
আমাদের দেশে যেহেতু প্রতিহিংসার রাজনীতি হয়।যেমন আওয়ামীলীগ বিএনপিকে দেখতে পারে না,না বিএনপি আওয়ামীলীগকে।তাহলে খেলোয়াড়রা যেহেতু লীগের পক্ষে এম্পি হতে যাচ্ছেন সেক্ষেত্রে অন্যদল ক্ষমতায় আসলে তাঁদের বিদেশ পাড়ি দেয়া ছাড়া কোন উপায় দেখছি না।যদিও অন্যদল ক্ষমতায় না আসার সম্ভাবনাই বেশী।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাশরাফি জাতীয় দল থেকে অবসর নিবে নিবে করছে। সাকিব আরও ৪/৫ বছর খেলতে পারবে। যদি সরকার পরিবর্তন হয় তাহলে হয়ত বাদ পড়তে পারেন। তবে বিপিএল, আইপিএল তো আছেই। যদিও আপনার শেষ কথাটাই সত্য হওয়ার সম্ভাবনা বেশী...

১৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতি সবে শুরু, সবুর করুন
আরও চমক থাকতে পারে

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খেলা হবে...

১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



শেখ ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে, মিলিটারী এই পথ খুলে গেছে; আপনি তো মিলিটারীর ভালো সমর্থক; এখন গার্বেজ বহন করেন।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিলিটারিদের নিয়ন্ত্রিত জীবন যাপন আমার ভাল লাগে। তাদের অন্য কারো চেয়ে বেশী দেশপ্রেমিক মনে হয়। আমি স্কুলে বিমান বাহিনীর সদস্য ছিলাম। ক্যাম্প, ফায়ারিং, প্যারেড নিয়মিত করেছি...

১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


এরা মানুষ হাসাবে; তবে, এরা এক বিষয়ে "প্রফেশানেল", বেগম জিয়ার থেকে ভালো হবে কমপক্ষে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা হচ্ছে আওয়ামী লীগের কলাগাছের সর্বশেষ সংযোজন। দক্ষ হবেন কিনা সেটা সময়ই বলে দিবে...

১৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৮

আলআমিন১২৩ বলেছেন: ১৭ নং মন্তব্য-কিসের মধ্যে কি-পান্তাভাতে ঘি...

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি দেশের ১ নং সমস্যা মনে করেন খালেদা জিয়াকে...

১৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
মাসরাফি ঠিক আছে।
সে দির্ঘদিন এলাকায় জনসংযোগ করে গেছে। মুক্তিযুদ্ধ পক্ষ তথা আওয়ামীলীগের পক্ষে।

তবে সাকিবের নির্বাচনে আসা ঠিক না, তাকে মুক্তিযুদ্ধ পক্ষের বলে মনে হয় না। বরং সে পরেরবার বড়জোড় বিম্পিতে যোগ দিতে পারে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে দুই দলই দুই খেলোয়াড়কে দিয়ে মাঠ গরম রাখতে পারত...

২০| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " মিলিটারিদের নিয়ন্ত্রিত জীবন যাপন আমার ভাল লাগে। তাদের অন্য কারো চেয়ে বেশী দেশপ্রেমিক মনে হয়। আমি স্কুলে বিমান বাহিনীর সদস্য ছিলাম। ক্যাম্প, ফায়ারিং, প্যারেড নিয়মিত করেছি.. "

-আপনি হয়তো সৈনিক হতেন; তৃতীয় বিশ্বের মিলিটারী অফিসারদের ক্লাব আপনি টের পাননি; আপনি পাকিস্তান, মিশর, বার্মার মিলিটারীর দেশ প্রেম টেম টের পাচ্ছেন?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ জন্যই তো বলা হয়, যে কোন খারাপ গণতন্ত্রের চেয়েও সামরিক শাসন খারাপ...

২১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " মিলিটারিদের নিয়ন্ত্রিত জীবন যাপন আমার ভাল লাগে। তাদের অন্য কারো চেয়ে বেশী দেশপ্রেমিক মনে হয়। আমি স্কুলে বিমান বাহিনীর সদস্য ছিলাম। ক্যাম্প, ফায়ারিং, প্যারেড নিয়মিত করেছি.. "

পাকিস্তানে মিলিটারী আজীবন আছে; বিএনপি'র লোকেরা আসলে পাকিস্তানী মনোভাবের, আপনার সাথে মিল আছে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ...

২২| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০২

কালো_পালকের_কলম বলেছেন: সোনার বাংলাদেশ....... সব ডিজিটাল

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখে থাকা ছাড়া আর কিছু করার নেই...

২৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

ভবিষ্যত বলেছেন: এটা সরকারী দলের একটা নতুন ফঁাদ। আর মাশরাফী, সাকিব, সাবানা আরো জনপ্রিয় ব্যকি্ত্ব রা হবে সে ফাঁদের শিকার... বিগত ১০ বছর যুদ্ধাঅপরাধী এই কলাটাকে আমাদের মত গাধা জনগনের সামনে ঝুলিয়ে সরকার বহুত পকেট ভারী করেছে..সামনে আরো ১০-২০ বছরে্ এই রকম আরো রকমারী পন্থা দেখা যাবে।...

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওদের চালগুলোও অভিনব। তারকাদের এম পি বানিয়ে নির্বাচন গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা...

২৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

ব্লগ মাস্টার বলেছেন: সাকিব ও মাশরাফি এরা দুজনই এখনো শিশু এদের দুধ দাঁতও পরেনি এখনো এরা নির্বাচনে না জড়ানই ভালো।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনই রাজনীতিতে জড়ানো উচিত হবে না...

২৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

পদ্মপুকুর বলেছেন: সত্যের ছায়ার সাথে একমত

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...

২৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

ব্লু হোয়েল বলেছেন: আবার বিএনপি থাকলে টিকটিকিও হাঙ্গর ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...

২৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনাম ও লেখা ভাল লাগলো।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...

২৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খেলার বয়স পার করে রাজনীতি করলে বেশী ভালো হবে।
এখন না আসাই ভালো হবে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই বলতে চেয়েছি...

২৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাজনীতির মঞ্চে নামার জন্য মাশরাফিকে নিয়ে যে পরিমান গালাগালি এবং কুৎসিত কথা বার্তা দেখলাম, তাতে আবারো নিশ্চিত - এই দেশে রাজনীতি কোন সুস্থ এবং স্বাভাবিক মানুষের জন্য না।

নিজের পক্ষে যে না, তার কোন সম্মান নাই - এটাই বাংলাদেশের রাজনীতির আসল এবং মুল কথা। কথা বলার অধিকার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা - ইত্যাদি শুধুই মাঠের ভাষনের জন্য নির্ধারিত। এর চর্চা জীবনে কখনও আমাদের দেশে হয় নি আর হবেও না।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রানিং অধিনায়ক হিসেবে সরকারী দলের প্রার্থী হওয়ার চিন্তা করলে সমালোচিত হতেই হবে...

৩০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তারা এমপি হবে এ বিষয়টি এখনো নিশ্চিত নয়।
তবে ইতিমধ্যেই আপনার মত কিছু লোকের আহাজারি দেখে আফসোস হচ্ছে!
আহারে !!!

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অলরেডি সাকিব নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মাশরাফি মনোনয়ন কিনেছে। তাদের এম পি বানানোর চিন্তা না থাকলে আওয়ামী লীগ থেকে রিস্ক নেয়াও হত না, আবার মাশরাফিও এত কাঁচা কাজ করত না...

৩১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাদেরকে কে এই বুদ্ধি দিল মাথায় আসছে না। আরো পরেও দেশ সেবা করা যেত। আর দেশ সেবা করতে হলে এম পি হওয়া ছাড়াও করা যায়...

আমার মনের কথাটা বলেছেন।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি করুক সমস্যা নেই। কিন্তু এখন তো সেই সময় না। রানিং জাতীয় দলের খেলোয়াড়, অধিনায়ক কেন রাজনীতিতে জড়াবে?

৩২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



বিএনপি না থাকলে, সব চেয়ে বড় কাজ যেটি হয়, "এই স্বাধীন দেশে কোন রাজাকার মন্ত্রী থাকে না"।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজাকার সব বঙ্গবন্ধুর ক্ষমা পাওয়ার পর বাংলাদেশী হয়ে গিয়েছে। আইন অনুযায়ী আর বাধা নেই। আইন থাকলে ভিন্ন কথা...

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: জাতীয় দলের অধিনায়ককে মনোয়নপত্র দিয়ে এই সরকার প্রমান করেছে যে জাতীয় ক্রিকেট দল তাদের দলীয় সম্পত্তি।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ তিতা সত্য কথা বলার জন্য...

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পলিটিক্স এখন পলিউটান্ট এন্ড গার্বেজ অব কলকারখানা সো, ম্যাশ এন্ড সাকিব এই লাইনে না আসলেই ভালো করতো। কয়েকদিন বাদে ওবায়দুল কাদের সাহেবের মতো বকাবকি শুরু করে দিয়ে ফেসবুক পাবলিকদের পক্ষ থেকে নানা মূখী আইক্কাওয়ালা গিরাওয়ালা বাম্বু খাইতে থাকবে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে কতটা দেশ সেবা, কতটা খেলোয়াড় পরবর্তী জীবনের চাহিদা, কতটা চাপ সেটা বোঝা যাচ্ছে না...

৩৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: ১) খেলোয়াড় অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া ঠিক হয়নি ।
২) রাজনীতি তারা করতেই পারে ,ভাল মানুষের রাজনীতিতে দরকার আছে । তারা ভবিষ্যৎ এ কি করবে আমরা জানিনা । ভাল করার সম্ভাবনা তো কিছুটা আছে ।
৩) অনেকেই এদের হেটার্স হয়ে গেছে , তাদের গালি দিচ্ছে , এটা নিচু মানসিকতার পরিচয় ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে ৫ বছর আগে। গুম, খুন, হত্যার বিচার নেই। ছাত্রলীগের বিচার নেই। প্রশ্নফাঁস, লুটপাট চলছেই। এ অবস্থায় সরকারী দলের সমর্থক হলে তো হেটার্স বাড়বেই...

৩৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সৈয়দ ইসলাম বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাজনীতির মঞ্চে নামার জন্য মাশরাফিকে নিয়ে যে পরিমান গালাগালি এবং কুৎসিত কথা বার্তা দেখলাম, তাতে আবারো নিশ্চিত - এই দেশে রাজনীতি কোন সুস্থ এবং স্বাভাবিক মানুষের জন্য না।

নিজের পক্ষে যে না, তার কোন সম্মান নাই - এটাই বাংলাদেশের রাজনীতির আসল এবং মুল কথা। কথা বলার অধিকার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা - ইত্যাদি শুধুই মাঠের ভাষনের জন্য নির্ধারিত। এর চর্চা জীবনে কখনও আমাদের দেশে হয় নি আর হবেও না।


কথাগুলোর সাথে পুরো একমত

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একে তো রাজনীতি নষ্টদের অধিকারে আছে। তার উপর এই সরকারের সাথে থাকা। তাই বেশী বিতর্ক...

৩৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

জাতির বোঝা বলেছেন: ঐক্যফ্র‌ন্টের প্রধানমন্ত্রী প্রার্থী কে?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটে জিতলে সিদ্ধান্ত হবে সম্ভবত...

৩৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভোট মানে রাজনৈতিক দলগুলোর বা নেতাদের জবাবদিহিতা ।নিরপক্ষেভাবে প্রতিযোগিতামূলক ভোট রাষ্ট্রের জন্য খুব জরুরি ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা দিতে ভয় পায় বর্তমান সরকার...

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজার নীতি = রাজনীতি
এই ভয়ংকর খেলাতে ক্রিকেটার রা ক্ষতিগ্রস্ত হবেন, তাছাড়া ভালো খেলার পরও ক্রিকেটেই তারা রাজনীতি করে টিকে আছেন, আর কতো রাজনীতি করতে হবে ?

বাংলাদেশ দুইটি পরিবারের কাছে জিম্মী, আর এই দুই পরিবারের পকেটে বসে চা বিস্কুট খাচ্ছে “জামাত, জাতীয় পার্টি, জাসদ ইনু মিনু গালফোলা কামাল আর বেহায়া বদরুদ্দিন বদরদ্দোজ্জা” !!!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাশরাফির মত মানুষ কীভাবে এই ফাঁদে পা দিল? জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.