নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কী আশায় নির্বাচনে গেল(মানে যাচ্ছে)?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫



১. অফিসের বাংলাদেশী টি বয় ঠিক এই প্রশ্নটিই আমাকে এই মাত্র চা দিয়ে করল। আমি তাৎক্ষণিক ভাবে কোন উত্তর দিতে পারলাম না তাকে। আমি নিয়মিতই তাকে রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেই। কিন্তু এ উত্তরটা আমার আসলেই জানা নেই। শেখ হাসিনাই থাকছেন সরকার প্রধান, সেই এম পি, মন্ত্রীরাই বহাল থাকবেন, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচন পালনে ব্যর্থ নুরুল হুদাই ইসি থাকছেন, আর্মিও সীমিত আকারে থাকবে। তাহলে কেন বিএনপি মনে করছে নির্বাচন সুষ্ঠ হবে?

২. ঐক্য ফ্রন্টের ১ টা দাবী না মানলেও তেনাদের দাবী 'আন্দোলনের অংশ' হিসেবে তেনারা নির্বাচনে অংশ নিবেন। কারো কারো মতে, এবার নির্বাচনে না এলে বিএনপি আরো পেছনে পড়ে যাবে। আর যেহেতু, আন্দোলনের মুরোদ নেই, প্রধান নেতা ও দ্বিতীয় প্রধান নেতা দলের নেতৃত্বে নেই - এরকম একটা অবস্থায় 'হারাবার কিছু নেই' মনে করে নির্বাচনে যাচ্ছে বিএনপি...

৩. আমার মনে হয়, এই নির্বাচনে অংশ নেয়ার দুইটা দিক থাকতে পারে। এক - যদি ঐক্যফ্রন্ট জিতে যায়, তাহলে খালেদা ও তারেকের প্রত্যাবর্তন সহজ হবে। ফ্রন্ট লাইনে কামাল হোসেন থাকাতে আওয়ামী লীগ বিদেশীদের ভয়ে নিরপেক্ষ থাকবে! দুই - যদি ঐক্যফ্রন্ট হেরে যায়, তাহলে নির্বাচনে কারচুপির অভিযোগ করা যাবে বরাবরের মতই! একই ভাবে বিদেশীদের কাছে নালিশও দেয়া যাবে। জানি না, শেখ হাসিনা এসবের সুযোগ করে দিবেন কিনা। মানে, সন্দেহ করার মত কার্যক্রম তার সরকার ও ইসি করবে কিনা...

৪. কামাল হোসেন-ফখরুল কি এমন কোন পরিকল্পনা করেছেন যে, হেরে গেলেই দেশ অচল করার মত কর্মসূচি দিয়ে দিবেন? তেনারা ডাক দিলেই কী হাজার হাজার নেতা কর্মী রাজপথে নেমে আসবে? নাকি তেনারা শেখ হাসিনাকে বৈধতা দেয়ার জন্যই এ নির্বাচনে যাচ্ছেন? খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে তেনাদের পদক্ষেপ কী হতে পারে? যদিও খালেদা নিজেই বলেছেন, ঐক্য এগিয়ে নিয়ে নির্বাচনে যেতে...

৫. খালেদা জিয়া মনে হয় রাজনীতি থেকে অবসরে চলে যাবেন এবারের পর। ঐক্য ফ্রন্ট হেরে গেলে তারেকের আসা আরো দীর্ঘায়িত হবে। তাই তার স্ত্রী জোবায়দাকে নিয়ে কিছু একটা প্ল্যান করছে বিএনপি। তবে তা ফলপ্রসূ হবে না এখনই। এবারে হেরে গেলে বিএনপি-কে জিয়া পরিবার ছাড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে দল চালাতে হবে মনে হচ্ছে...

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যুক্তিযুক্তই মনে হয়-তবে সরকারের হাতে আমজনতা যেন ভাল থাকে এটাই কাম্য।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তো সবারই কাম্য। জগনণ শান্তি চায়...

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২

আরমান শুভ বলেছেন: নিরবাচন এ না গেলে দলে ভাংগন ধরার আশংকা ছিলো। নিরবাচনে নেতারা টাকা খরচ করবেন জয়ের আশায় কারচুপি হলে টাকা জলে যাওয়ার শোকে বা নিজেদের প্রতারিত মনে করে জোরদার আন্দোলন শুরু করতে পারে বিএনপির নেতা কর্মীরা।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার এমনও হতে পারে। কামাল হোসেনদের আশ্বাস দেয়া হয়েছে নিরপেক্ষ নির্বাচন দিয়ে শেখ হাসিনা বিদায় নিবেন...

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি শক্তিশালী বিরোধী দল আশা করি ।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর ও নিরপেক্ষ ভোট হোক। সব কিছু ঠিক থাকবে...

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ভোটে না গেলে রেজিষ্ট্রেশন হারাবে, তাই উপায়হীন; নির্বাচনের পর, তারেককে বাদ দিয়ে বিএনপি পুনর্গঠন করা হবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার ধারণা সত্য হওয়ার সম্ভাবনা বেশী...

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩১

ইয়োডা বলেছেন: রাজনীতি নামক ব্যধি থেকে বের হয়ে পোস্টে ভিন্নতা আনুক।পাঠক ভিন্ন স্বাদ পাবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চেষ্টা করব। কিন্তু এখনই তো রাজনীতির মাঠ সরগরম। তাছাড়া জাতীয়তাবাদীদের পক্ষে ব্লগ কম লেখা হয়। তাই ক্ষুদ্র চেষ্টা...

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

ইয়োডা বলেছেন: লিখুন আপনার বিশ্লেষণ ভাল হয়।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ...

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " চেষ্টা করব। কিন্তু এখনই তো রাজনীতির মাঠ সরগরম। তাছাড়া জাতীয়তাবাদীদের পক্ষে ব্লগ কম লেখা হয়। তাই ক্ষুদ্র চেষ্টা... "

-আপনি জা্তীয়তাবাদের ডেফিনেশন জানেন না; বাংগালীদের মাঝে যাঁরা স্বাধীনতা পক্ষের ছিলেন, তাঁরা জাতীয়তাবাদী; বিএনপি'র লোকেরা হলো "বৃহত্তর পাকস্তানে বিশ্বাসী", এরা পাকিস্তানের জাতীয়তাবাদে বিশ্বাসী।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এভাবে বললে বিএনপি'র প্রতি অন্যায় করা হবে। সবাই সুখী বাংলাদেশ চাই। ধন্যবাদ...

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

ইসমত বলেছেন: এখানে ফখরুদিন আসলো কোথা থেকে?

নিবন্ধন বাতিলের ঝুকি এড়ানো,
নেতা কর্মীদের চাঙ্গা করা,
দলে ঐক্য সুসংহত করা,
বিদেশীদের কাছে দলের ভাবমূতি উজ্জ্বল করা,
নেতৃত্বে মিসেস জোবায়দা রহমানকে বসানোর পথ পরিস্কার করা,
ড কামালের কারণে সরকারের কিছুটা নমনীয় থাকার সুযোগ গ্রহণ করা,
জামাতের জন্যে একটা সুযোগ নেয়া,
ইয়াং ভোটারদের আগ্রহ দলের দাবীর দিকে আনা,
সংসসকে অন্তত কথা বা দাবী আদায়ের দরকষাকষির স্থান বানানো,
সমর্থকদের ব্যবসা করে শান্তিতে ঘরে ঘুমানোর ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাইপো হয়ে গিয়েছে। ঠিক করে দিয়েছি। ধন্যবাদ...
বিএনপি পরাজয় ধরে নিয়েই আবার রাজনীতি শুরু করতে চাইছে নতুন করে...

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫১

জাতির বোঝা বলেছেন: তারা ধরেই নিয়েছে তারা হবে মাইনর বিরোধীদল। তারা পলাতক পার্টি।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাজকর্মে তাই মনে হচ্ছে...

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবা বন্ধ করতে হবে।
ওরা মানুষ না।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই তো আমি চাই হয় 'ওনারা' আসুক না হয় 'রাজতন্ত্র' চালু হোক...

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

তারেক_মাহমুদ বলেছেন: বিএনপি নিরুপায়, ইলেকশনে না গেলে নিবন্ধন হারানোর ঝুঁকি রয়েছে, আন্দোলন যেহেতু সম্ভব নয় তাই অন্তত বিরোধী দলে থাকলেও বিশ্বের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরা সহজ হবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই ভাবছে তারা...

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

জাযেদ বিন সোহান বলেছেন: একানব্বই এর প্রতিচ্ছবি দেখতে পাই আসন্ন নির্বাচনে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল ঐক্য ফ্রন্টের দিকে যাওয়ার কথা...

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

খাঁজা বাবা বলেছেন: বি এন পির কোন দাবী না মানলেও তারা নির্বাচনে যাচ্ছে, এমন অবস্থায় হয়ত তাদের ২০/২৫ টার বেশি আসন দেয়া হবে না। তার পর ও যাচ্ছে, হয়ত তারা আগামীতের আন্দলনের একটা প্রস্তুতি নিচ্ছে, কর্মীদের সংগঠিত করছে, এবং আন্দোলনের জন্য অন্ততপক্ষে বিরধীদল হয়ে একটা সরকারী প্লাটফর্ম চাচ্ছে। তাছাড়া নির্বাচনে না গেলে হয়ত তাদের নিবন্ধন ও বাতিল হয়ে যাবে। বি এন পির জন্য সবচেয়ে ভাল হত আন্দোলনের মাধ্যমে কোন অর্জন নিয়ে নির্বাচনে যাওয়া। তাতে তাদের নৈতিক জয় হত।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও সেটা ভেবেছিলাম। কারণ, এখন তো সব কিছু শেখ হাসিনার প্ল্যান মতই হচ্ছে। সবচেয়ে বড় কথা, দুর্বার আন্দোলন ছাড়া কখনোই এ ধরনের সরকারকে হঠানো যায় না...

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: বিএনপি গেলে তাও কিছুদিন টিকে থাকবে.................

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

বলেছেন: আওয়ামী লীগ একা লুটপাট করছে দেখে হিংসা হচ্ছে। নির্বাচন করলে আওয়ামী লীগ হয়তবা করুণা করে ১০/১২ সিট ভিক্ষা দেবে। কিন্তু নির্বাচন না করলে তো কিছুই পাবেনা।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুটপাট যেই করুক সে যেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে করে(!) সেটাই আমাদের আকাঙ্ক্ষা!...

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আজকের রাজনৈতিক প্রতিবেদনটি যথেষ্ট যুক্তিযুক্ত এবং নিরপেক্ষ মনে হল, যে কারণে পোস্টে প্লাস।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ...

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: নির্বাচনে অংশগ্রহণ বিম্পির ভালো সিদ্ধান্ত। নির্বাচনের বাইরে থাকলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ছিলো।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা এখন হয়তো ২০২৪ নিয়ে এগুবে। খালেদা ও তারেকের ফেরার আশা ক্ষীণ...

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি নিবন্ধন টিকাতে নির্বাচনে গেলে শুধু ১ আসনে প্রার্থী দিলেই হবে। আসলে তারেক জিয়া আর বেগম জিয়ার নেতৃত্ব খর্ব করতেই নির্বাচনে যাওয়া।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে কিন্তু তারেক, খালেদারও সায় আছে। তাই বোঝা যাচ্ছে না তাদের পদক্ষেপ কী হতে পারে হেরে গেলে...

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: রাজনীতি কম বুঝি :(

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নেই। সৎ দেশপ্রেমিক থাকলেই হল...

২০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ...

২১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: মনে হয়, সরকারের এবং সরকারী দলের মধ্যে বিএনপি'র অনেক শুভাকাংখী এবং উপদেষ্টা রয়েছেন। তারা নিরন্তর বিএনপি'র দুঃসময়ে তাদের দেখভাল নিয়ে চিন্তিত থাকেন, তাদের জন্য গোপনে ও প্রকাশ্যে উপদেশ বিতরণ করে থাকেন।
তবে, বাংলাদেশে বর্ণচোরা রাজিনীতিবিদদের কখনোই অভাব হয় না। তাদের ভোল পাল্টাতে কোন সময়ের প্রয়োজন হয় না।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বলেছেন। আসলে শেখ হাসিনা ও খালেদা জিয়া ছাড়া অন্যান্য নেতা কর্মীরা নিয়মিতই সুসম্পর্ক বজায় রাখে। অনেকের মধ্যেই আত্মীয়তাও আছে...

২২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

আবু তালেব শেখ বলেছেন: একক নির্বাচন চাই না আমরা

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো সুযোগ আছে সুন্দর নির্বাচন করার। সিইসি শুধু মেরুদন্ড সোজা করলেই হয়...

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: জটিল সব প্রশ্ন এবং জটিল সব সমীকরন । আমার যতটুকু মনে হয় , এক্যফ্রন্ট ক্ষমতায় আসতে পারবেনা ।আওয়ামী লীগ আসতে দিবেনা যেভাবেই হোক । বিএনপির ভবিষ্যৎ অন্ধকার ।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদিও আওয়ামী লীগের চরিত্র বলছে, তারা আসতে দিবে না অন্য কাউকে। এদিকে সিইসি ও নড়ে চড়ে বসেছে বিএনপি অফিসের আচরণ নিয়ে। আজকে একটা খামাখা ঝামেলা হল বিএনপি অফিসের সামনে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়...

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০০

জাতির বোঝা বলেছেন:
উত্তম পারিবারিক ফটো দিয়াছেন।


সুপ্রভাত!
আপনি কেমন আছেন, মহাশয়?
আপনার গেজেট পাঠ করিয়া আমি খুবই আমোদিত হই।
আপনি একজন উত্তম লেখক।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলহামদুলিল্লাহ! ভাল আছি। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.