নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

দেশের বাড়ি কই?

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫



১. দুই দফায় ১০ বছরের প্রবাস জীবনে বাংলাদেশীদের সাথে প্রথম সাক্ষাতের শুরুতেই এই একটা জঘন্য ও বিব্রতকর প্রশ্নটি আমার কাছে করা হয়। কিছুদিন আগে নামাজের ওজু করছিলাম। ওজুর মাঝপথে পাশের জন এসে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? আজকে ক্যান্টিনে খাবার নেয়ার সময় ফুড সার্ভার জিজ্ঞেস করে, আপনার দেশের বাড়ি কই? ডিজগাস্টিং...

২. এক বাংলাদেশী আরেক বাংলাদেশীকে 'দেশী' বলে সম্বোধন করাটাও আমার কাছে বিরক্তিকর। জুনিয়র, সিনিয়র সব 'দেশী'। 'ভাই' বলে সম্বোধন করলেই তো হয়। তবে এই জঘন্য প্রশ্নটা(দেশের বাড়ি কই?) সাধারণত করা হয় কম শিক্ষিত শ্রমজীবিদের কাছ থেকে। এলিট বা হোয়াইট কলার জব যারা করে তারা এই প্রশ্নটা আরো পরে করে থাকে। যেনারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে আছেন, তেনারা একটু শেয়ার করবেন...

৩. অনেক দিন আগে এক্সচেঞ্জ হাউজ খুঁজে না পাওয়াতে রাস্তায় এক বাংলাদেশীকে জিজ্ঞেস করলাম, ভাই অমুক ব্যাংক টা কোথায়? তিনি জিজ্ঞেস করলেন, বাংলাদেশের কোথায় টাকা পাঠাবেন? রাবিশ...টোটালি রাবিশ...

৪. অপ্রিয় হলেও সত্য হয়ত ব্লগের কোন প্রবাসীও এই রোগে আক্রান্ত(মাফ করবেন)। পরিচয়ের ২/১ মিনিটের মধ্যেই জানার চেষ্টা করা গ্রামের বাড়ি কোথায়? এটার ব্যাখ্যা একবার মনে হয় সামু-তেই পেয়েছিলাম। এই প্রশ্ন করে প্রশ্নকর্তা প্রথমেই অঞ্চল বুঝে উত্তরদাতার সাইকোলজি/চরিত্র/সামাজিক অবস্থা বোঝার চেষ্টা করে। প্রশ্নকর্তার অপছন্দের অঞ্চল হলে খাতির কম করে থাকে...

৫. সবাইকে বলি, সবার আগে বাংলাদেশ। এটাই তো যথেষ্ট। আমরা ভারতের মত না যে, ভারতীয় হলেও পরিস্কার করতে হবে কেরালা, তামিল, ইউ পি নাকি পাঞ্জাবি। তাছাড়া আপনি কোথাকার কোন আত্মীয়তা করতে যাচ্ছেন যে, উনার জেলার নামও জানতে হবে আপনাকে? প্লিজ স্টপ ইট...

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: গত এক বছরেই বুঝে গেছি কেন বিদেশীরা বাংলাদেশীদের পছন্দ করে না। আমরা তো নিজেরাই নিজেদের সহ্য করতে পারি না; বিদেশীরা করবে কি করে? আমার মুখ থেকে আগে এই প্রশ্নটা আসতো না। এমনকি কেউ প্রশ্ন করলেও সুকৌশলে এড়ায় যেতে চেষ্টা করতাম। কিন্তু এই প্রশ্ন কাঁঠালের আঠাঁর মত। এটা না জেনে কেউ কথাই বলতে চায় না।

আফগানি রেষ্টুরেন্টে এক বাংলাদেশী আছেন। আমাকে মাসে ৪দিন এখান থেকে খাবার কিনতে হয়। কিন্তু উনার সাথে কথা বলতে হয় আরবীতে; কারণ উনি জিজ্ঞাসা করেছিলেন দেশের বাড়ি কই; উত্তর দেই নাই। এই রাগে উনি আমার সাথে বাংলায় কথা বলেন না।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো আগে একজন বড় ভাইকে দেশের বাড়ি জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন, বাংলাদেশ। পরে ঐ লোক(লেবার) রেগে গিয়েছিল...

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

হাবিব বলেছেন: এই প্রশ্ন সবাই করে...

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমেই এই প্রশ্ন করা উচিত নয়...

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিত ও কমশিক্ষিত মানুষের কালচারেল সমস্যা লেগেই আছে

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক তাই! এ জন্যই শিক্ষার দরকার আছে। শুধু চাকুরির জন্য না, মানসিকতার জন্যও...

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

কাতিআশা বলেছেন: কিন্তু বুঝলাম না, জিগগেস করলে সুবিধা কি?.।আমারতো উত্তর দিতে খারাপ লাগেনা! সেটা যে কেউই হোক (লেবার হলেও আপত্তি নেই)---সব কিছু সহজ করে দেখলেই হয়!

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমেই এত গভীরে যাওয়ার দরকার কী? দেশের বাড়ি জেনে কাজ কী?

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

কলাবাগান১ বলেছেন: এক আমেরিকান প্রফেসর এর ল্যাবে পাচ বছর কাজ করেছি....কোনদিন পাচ মিনিটের জন্য ও জিজ্ঞেস করে নাই আমি কোন দেশ থেকে এসেছি....মানুষ হিসাবে দেখতেন ছাত্র/ছাত্রীদের

আমাদে দেশে তো চিটাগাং এর লোক নোয়াখালীর লোক দের দেখতে পারে না..। অন্য ধর্ম হলে তো কথাই নাই

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চিটাগাং, নোয়াখালী, বরিশাল, সিলেট, কুমিল্লা - এক একটা ক্লাসিফিকেশান করে রেখেছে মানুষ...

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

ঢাকার লোক বলেছেন: একে ডিসগাস্টিং ভাবার বা এতে রাগ করার কি আছে? অশিক্ষিত শ্রমিক লোকজন সরল মনেই জিজ্ঞেস করে, সহজ ভাবে নিন, দেখবেন আপনার এলাকার বা জেলা বা থানার হলে এই সুদূর আপনজনহীন বিদেশে কতটা আপন লোকের মতো ব্যাবহার করে ! না ও যদি হয়, তো আপনার কোনো ক্ষতি নিশ্চয়ই করবে না !!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের প্রাথমিক আগ্রহ টাই হল নিজের অঞ্চলের লোক হলে খাতির জমানো। সেটা দোষের কিছু নয়। কিন্তু প্রথম পরিচয়েই কেন দেশের বাড়ি জিজ্ঞেস করতে হবে?

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৩

কাতিআশা বলেছেন: ঢাকার লোকের মন্তব্যর সাথে একমত!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওকে...

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৫

নতুন বলেছেন: যদি কেউ জিঙ্গাসা করে আপনার দেশের বাড়ী কোথায় তবে সমস্যা কি বুঝতে পারলাম না।

এটা ঠিক এই প্রশ্নটা সবাই করে থাকে... যদিও আমি জিঙ্গাসা করিনা...কারন তিনি বাংলাদেশী সেটাই আমার কাছে যথেস্ঠ।

আরেকটা জিনিস হলো যারা সাধারন কাজ করে তারা সাধারনত এই সব প্রশ্ন করে আলাপ শুরু করতে...আপনি তার জেলার হলে বা পরিচিত জেলার হলে তারা্ আলাপ চালিয়ে যেতে পারে...

আর সাধারন মানুষের সাথে সাধারনের মতনই কথা বললে তারা খুশি হয়... ভালোই লাগে...

আমি গাড়ীর পেছনে দেশের পতাকার স্টিকার লাগিয়েছি... তাই অনেক সময় গেরেজে বা পাকি`ংএ অনেক ক্লিনার,ম্যাকানিকরা এগিয়ে এসে কুশলাদি জিঙ্গাসা করে... তারা একজন বাংলাদেশী দেখে এগিয়ে আসে... কথা বাড়লে জিঙ্গাসা করে দেশের বাড়ী কোথায়... তাতে রাগ করার মতন কিছু তো নাই।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কথা বাড়ার আগেই কিছু মানুষ জিজ্ঞেস করে। এটাই বিরক্তির কারণ...

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

অগ্নিবেশ বলেছেন: তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও আচ্ছা...

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

ঢাবিয়ান বলেছেন: আমিও বাংলাদেশী কারো সাথে দেখা হলে এই প্রশ্নটা করি। :-0

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা!...

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: আমার দেশের বাড়ি বিক্রমপুর। মুন্সিগঞ্জ।
শ্রী নগর থানা।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানলাম...

১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ, ব্লগে আসতে পারিনি! লেখাটা অগুচরেই ছিল।


খুব সুন্দর লেখা এটা!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.