নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ফেনীর ত্রাস ছিলেন জয়নাল হাজারী। ২০০১ সালের আগে সাংবাদিক টিপু সুলতানকে নির্মম ভাবে অত্যাচার করে আহত করে হাজারীর স্টিয়ারিং কমিটি'র সদস্যরা। তারপর থেকে ক্রমাগত ভাবে হাজারীর বিরুদ্ধে রিপোর্ট করেছিল প্রথম আলো। ১৯৯৬-২০০১ টার্মের আওয়ামী লীগের জন্য যেসব ব্যক্তি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তাদের নিয়ে ক্রমাগত প্রথম আলো রিপোর্ট করত। যেমন -
* কলাবাগানে আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি দখল করার খবর
* ব্যবসায়ী শিপু হত্যার জন্য কামাল হোসেন মজুমদার বিরোধী খবর
* মোহাম্মদপুরের মকবুল হোসেন
* পুরান ঢাকার হাজী সেলিম
* জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিকের সেঞ্চুরী
* লক্ষ্মীপুরের আবু তাহের
* নারায়ণগঞ্জের শামীম উসমান, আলতাফ হোসেন গোলন্দাজ
ইত্যাদি
২. এদের নিয়ে কিছুদিন পর পরই প্রথম আলো খবর ছাপত। ফলোয়াপও ছাপত। ঐ সময় আওয়ামী লীগ বিরোধী জনমত গঠনে পরোক্ষ ভাবে ভূমিকা রেখেছিল প্রথম আলো। সর্বাধিক পঠিত পত্রিকা হিসেবে জনগণও আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করে। যার ফলে ২০০১ সালে বিএনপি জোট ল্যান্ড স্লাইড ভিক্টোরি অর্জন করে...
৩. ২০০১-২০০৬ টার্মের বিএনপি'র সময় প্রথম আলো আবার তার নীতি পরিবর্তন করে। এবারও তারা সরকারী দলের(বিএনপি) এমপি/মন্ত্রীদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ ছাপতে শুরু করে। কার্টুন, সমালোচনা ছাপতে থাকে। যেমন -
* আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে
* বাংলা ভাই, জেএমবি নিয়ে খবর। অথচ এদের গ্রেফতার ও বিচার বিএনপি-ই করেছিল( ফাঁসি কার্যকর হয়েছিল ১/১১'র সরকারের সময়)
* হাওয়া ভবন
* কানসাট
* ১০ ট্রাক অস্ত্র
* লুৎফুজ্জামান বাবর
* নাজমুল হুদা
* ২১ আগস্ট গ্রেনেড হামলা
ইত্যাদি
৪. স্বাভাবিক ভাবেই তখন আবার বিএনপি বিরোধী মনোভাব বৃদ্ধি পায়। পরে স্বাভাবিক নির্বাচন আর হয়নি ২ বছর। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সব সময় সব সরকারের সঠিক সমালোচনা করে বলেই প্রথম আলো সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। যদিও যত নিরপেক্ষই হোক না কেন, তারা যে বিএনপি পন্থী নয় এটাও সবাই জানে...
৫. ১/১১'র পেছনেও এই দুই সম্পাদকের ভূমিকা ছিল বলে অনেকে মনে করে থাকেন। এবার ভোটের কয়েকদিন আগে মেজর মান্নানকে পচানো, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে খবর, ব্যাংকিং খাতের লুটপাট নিয়ে খবর, সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশংকা নিয়ে নিয়মিত কলাম ইত্যাদি মনে হয় অন্য কোন ইঙ্গিত বহন করছে। প্রথম আলো বরাবরই কামাল হোসেনের মত প্রগতিশীলদের মতবাদ ধারণ করে থাকে। ডান পন্থীও না, বামপন্থী হলেও আওয়ামী লীগ না। তাই, কামাল হোসেন গং-দের ঐক্যফ্রন্টে যাওয়ার কারণে প্রগতিশীলদের একটা ব্লক এবারে অন্ধ ভাবে আওয়ামী লীগের পক্ষে নেই...
৬. শেখ হাসিনা কিছু আঁচ করতে পারছেন কিনা জানি না। ৩ আসনে দাঁড়ানোর সুযোগ থাকলেও মনোনয়নি জমা দিয়েছেন ২ আসনে। পরে ১ আসন ছেড়ে দিয়ে প্রথমবারের মত মাত্র ১ টি আসনে নির্বাচন করছেন। জোট হওয়ার পরও জাতীয় পার্টি ১৩২ আসনে আওয়ামী লীগের সাথেই ভোটে থাকছে! কাজেই, সব কিছু ঠিক ঠাক থাকলে ৩০ ডিসেম্বর মনে হচ্ছে খেলা হবে...
১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত-আমেরিকার ব্যপারটাকে আমার 'জুজু' বলে মনে হয়। সুন্দর ভাবে যদি সরকার, ইসি, পুলিশ, আর্মি, প্রশাসন নিজেদের দায়িত্ব পালন করে তাহলে জনগণের আকাঙ্খা পূরণ হবে...
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ১ আসনে যাচ্ছেন, মানে তিনি অন্য যেকোন বারের চেয়ে বেশী কনফিডেন্ট।
১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু আসনে হাসিনা, খালেদা, এরশাদ জীবনেও হারবেন না...
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
হাবিব বলেছেন: খেলা হবে...... কিন্তো আমরা শুধু দর্শক। খেলা দেখবো
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কীইবা আর করার আছে...
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১
রাজীব নুর বলেছেন: রাজনীতি নিয়ে কথা বলতে আমার কখনও ইচ্ছা করে না।
কারন রাজনীতি করেন দুষ্টলোকেরা। দুষ্টলোকদের নিয়ে কথা বলতে ইচ্ছা করে না।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একদিক দিয়ে ভাল। আমিও ভাবছি কমিয়ে দিব...
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
ল বলেছেন: খেলা হলে রেফারি কি আছে?
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই হবে অগোচরে জানবে না কেহ...
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
সাইন বোর্ড বলেছেন: মোট কথা কিছু জায়গায় মানুষ ভোট দিতে পারলেও তা বাস্তবে কতখানি কার্যকরী হবে - সেটাই দেখার বিষয় ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোটের দিন দুপুরের আগ পর্যন্ত কিছুই বলা যাবে না। এখনও সবার জন্য সমান ক্ষেত্র তৈরিই হয়নি...
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
ডার্ক ম্যান বলেছেন: প্রথম আলো মার্কিন পারপাস সার্ভ করে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা...
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: বাংলার বাঘ ভোটের আগে শামীম ওসমান এতো স্লিম হইলো কিভাবে, এখন আমার মাথা এটাই ঘুরপাক খাচ্ছে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজব তো! এটা আমারও চোখে পড়েছিল!...
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আওমীলিগ দুষ্টের লালন আর শিষ্টের দমন নীতি পরিহার করে - এই নির্বাচনে দলের একনিষ্ট কর্মী/রাজনীতিবিদ যাদের ইমেজ ক্লিন আছে তাদের নমিনেশন উপহার দিতে পারতো! ফলে নিবেদিত কর্মীরাও উৎসাহ পেত! পুরানো কার্লপ্রিটরা সুযোগ সন্ধানী; গনেশ উল্টালে -দুষ্টুরাই আগে ভিনগ্রহে বসবাস শুরু করবে্।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কাজটা দুই দলের কেউই করে না। ঘুরে ফিরে বিতর্কিতদেরই তারা নমিনেশন দেয়। কবে যে এগুলোর শেষ হবে। নওকা, নওকা, নওকা, নওকা...
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আগামী তে যারা আসবে তারা সম্ভাব্য কি কি লুট/দুর্নীতি করবে তার একটা আগাম জরিপ করা দরকার!
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা তেনারাই মনে মনে ঠিক করে রাখছেন...
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
নজসু বলেছেন:
এই লোকটার মুখ খারাপ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুখ দিয়েই তো টিকে আছে...
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা একদিক দিয়ে ভাল। আমিও ভাবছি কমিয়ে দিব...
না না। আপনাকে বলতে হবে। সাধারন মানুষের কথা গুলো বলতে হবে।
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা! ধন্যবাদ...
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আসো খেলা হবে !!!!!
ডায়লগ দিসে এক খান !!!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরম...
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের জনগণের নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন মনে হয় এবারো স্বপ্নই থাকবে ! দক্ষিণ এশিয়া দেশগুলোতে প্রভাব বিস্তারে চীন ও ভারত সরাসরি প্রতিদ্বন্ধিতায় লিপ্ত | অধিকাংশ দেশগুলোই ভারতের বলয় থেকে বেরিয়ে আসায় ভারত তার শেষ খুঁটি বাংলাদেশকে হাতছাড়া করবে বলে মনে হয় না | সুতরাং ভারত যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে |