নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

গণজোয়ার কিংবা পুঁটি মাছের মত ভোট...

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১



১. আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক গণ এক ধরনের ট্রমার মধ্যে আছে। তারা ভাবতেই পারেনি(এমনকি বিএনপি সমর্থকরাও না) শেখ হাসিনার অধীনে নির্বাচন করার জন্য বিএনপি-র নেতারা ১৩ কোটি টাকা দিয়ে নমিনেশন ফরম কিনবে! এর আগে সবার ধারণা ছিল বিএনপি ভেঙে ক্ষুদ্রাংশ নিয়ে নির্বাচনে অংশ করিয়ে এই নির্বাচনকে বৈধ করবে আওয়ামী লীগ। কিন্তু পূর্ণশক্তির বিএনপি নির্বাচনের মাঠে থাকায় তেনাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে...

২. আওয়ামী লীগ ভেবেছিল, নির্দলীয় সরকার না হলে এবারও বিএনপি নির্বাচনে না গিয়ে আন্দোলনে যাবে। আর আন্দোলন কীভাবে দমন করতে হয় সেটা তো শেখের বেটীর ভালই জানা আছে। সংবিধান অনুযায়ী আবারও বিএনপি বিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকার অভিলাষ ছিল তেনাদের। অবাক করা ব্যপার হল, এখন পর্যন্ত এত গ্রেফতার, মামলা, হয়রানির পরও বিএনপি নেতৃবৃন্দ মুখে 'নির্বাচনে যাব না', 'বয়কট করব' - টাইপ কথা বলছে না। বরং দিনের পর দিন বিএনপি জনগণকে সম্পৃক্ত করে ভোট কারচুপির পথকে রুদ্ধ করার শপথ নিচ্ছে...

৩. আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলেও মাঠে নামবে আগামী সপ্তাহে। কয়টা পুলিশ আওয়ামী লীগের গোলামী করবে? কয়টা ডিসি? কয়টা আর্মি? কয়টা নির্বাচনী অফিসার? কয়টা কেন্দ্রে ছাত্রলীগ হামলা করবে? উহাদের বিপরীতে বিএনপি'র কেউ নিশ্চয়ই আঙ্গুল চুষবে না। মিডিয়া, জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় সবাই সজাগ আছে। খালি মাঠে ১২ বছর খেলেছিল। ৩০ ডিসেম্বর সবাই সমান হবে। খেলা হবে...

৪. হিন্দী ছবি 'লোফার'-এ একটা নির্বাচন করার দৃশ্য ছিল। যেখানে, স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও তার চেলারা সবাইকে ভয় ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে মানা করে। ভোটের দিন তাদের ভয়ে কেউ ভোটকেন্দ্রে যায় না। এক বৃদ্ধ লোক লাঠি হাতে নিয়ে ভোট দিতে গেল। চেলারা তাকে বাধা দিলেও পরে যেতে দিল। ভাবল, এক বৃদ্ধ লোক একটা ভোট দিলেই বা কী হবে। ঐ লোক ভোট দিয়ে এসে এলাকাবাসীকে বলল, পুরুষেরা মহিলাদের আঁচলের নিচ থেকে বের হও, আর অনিল কাপুর(নায়ক)-কে ভোট দাও। তখন একজন একজন করে পুরো এলাকাবাসী এক সাথে গেল ভোটকেন্দ্রে। গুটিকয়েক চেলা বিশাল সংখ্যক জনগণকে ঠেকাতে পারেনি...

৫. এটাকেই বলে গণজোয়ার, এটাকেই বলে 'পুঁটি মাছের মত ভোট'(কপিরাইট - চাঁদগাজী)। এখনও কিছু ব্লগার, ফেসবুকাররা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কী এমন মধু বিএনপি'র আছে যে এত উন্নয়নের পরও আওয়ামী লীগকে ভুলে মানুষ বিএনপি-কে ভোট দিবে? সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর। সেটা জানার জন্য প্রশাসনকে সৎ হতে হবে ৩০ ডিসেম্বর। কারণ, নিরপেক্ষ ভোট নিয়ে চুদুর বুদুর চইলত ন...

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে হচ্ছে আপনি সব জানেন !
আপনার মন যা বলে তা বাস্তব নয়,
........................................................
আশা করি উত্তরটা ৩০ ডিসেম্বর মিলায়ে দেখবেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুষ্ঠু ভোটে যে দলই আসুক ফলাফল মেনে নিব...

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

সৈয়দ ইসলাম বলেছেন:
একটা সমস্যায় পড়লাম!
আজ বাংলাদেশ প্রতিদিনের ওয়েবে প্রবেশ করে সম্পাদকীয় পাতায় দেখলাম পীর...এর লেখা। শুধু আওয়ামীলীগের প্রশংসা। এর ফাঁকে ফাঁকে বিএনপিকে নাকুনিঝাকুনি দিচ্ছেন, এখানে এসে দেখি আপনার মত একজন সচেতন ব্লগার রাজাকার সমর্থিত দলের পক্ষে সাফাই গাওয়ার কৌশলগত প্রচেষ্টা চালাচ্ছেন!

বলুন দেখি, আমরা সাধারণ মানুষ কোথায় গেলে নিজেদের দুঃখের কথা শুনতে পাব?
দুঃখ মুছার পথ আমরা চাচ্ছি না, কারণ প্রতিবারের ন্যায় দুঃখ মুছতে গিয়ে আপনারা আমাদের দুঃখ কষ্ট বাড়িয়ে দেয়া ছাড়া কিছুই করতে পারেন না!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনি মনে হয় জানেন না, চেতনা, রাজাকার - এসবের এখন আর মার্কেট ভ্যালু নেই। সামনে কামাল হোসেনরে রেখেও যদি রাজাকার সমর্থক শুনতে হয়, তাহলে আর কিছু বলার নেই। সুষ্ঠু ভোটে যদি খাম্বা দুর্নীতি, এতিমের টাকা লুটপাটকারী, রাজাকারদের দল ক্ষমতায় আসে আপনার আমার কীইবা করার আছে...

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

অক্পটে বলেছেন: সুষ্ঠু ভোটে আ.লীগের জেতার কোন সম্ভাবনাই নেই। এটা সব আওয়ামী রাজকাররাই জানে। আজ দেখলাম এক নেতা বক্তৃতায় বলছেন ভোট কেন্দ্রে বিএনপি দেখলেই চোখ তুনে নেবে। কয়েকদিন আগে আরো এক জঙ্গীলীগের বক্তৃতা শুনলাম তিনি বলছেন ভোট কেন্দ্রে বিএনপি দেখলেই গুলি করে দিবা আর এর জন্য মামলা মোকদ্দমার ভার আমি নিলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কক্সবাজারের বদি, বিএনপি কর্মীদের তালিকা চেয়েছেন। জনতা খেপলে এরা যে কোথায় পালাবে...

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: টুপি পরি ইনা কিডা? চিনা চিনা লাগে তবু ওচিনা ? -
আওয়ামী লীগ - লগি বৈঠা - ভুলি নাই
বিএনপি - পেট্রল বোমা - ভুইলতাম নু


আওয়ামীলীগ বিএনপি জামাত তিনটি মিলে একটি পূর্ণাঙ্গ দলের নাম - ৯০ এ তার প্রমাণ

১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও বেছে নিতে হবে। আর কাউকেই ভাল না লাগলে ভোট নষ্ট করে আসাও দায়িত্ব। তবুও যেন জোর করে কেউ ক্ষমতায় না থাকে...

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫১

বলেছেন: দাদা কি যে কন অনিল আর ছিনেমা আর বঙ্গ দেশে এর পোডাকশন হয়।

কত লাশ ঝরে পড়ে গেল কেউ হবর নিলে না এই নির্বাচন কলতে গিয়ে। হোক বাল আর হোক বিম্পি ছব একি আর কোন লাভ অইবো না মনে লইতাচে -- সবাইকে হানদাইা দিবো ---


আমি বলি----

ভোট আর জোট
জনগণের কপালে চোট।

ভোট দিবি ভোট
বন্দুকের নিচে হুট।



১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ অবস্থা থেকে বেরিয়ে আসতেই হবে। এই অপরাজনীতি একদিন ইনশাআল্লাহ বন্ধ হবে...

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার সবকিছুর শেষ হচ্ছে, "প্রশাসনকে সৎ হতে হবে"; "সততা" কাকে বলে, ৪৮ বছরের প্রশাসন সেটা এখনো শিখেনি

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আচর‌ণেই বোঝা যা‌বে সৎ না‌কি অসৎ...

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

নজসু বলেছেন:




লন্ডনভিত্তিক ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে’র (ইআইইউ)
বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে,
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে
আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব রি‌পোর্ট আওয়ামী লী‌গের জন্য ক্ষ‌তির কারণ হ‌বে। কারণ, বি এন পি দোষ চাপা‌তে পার‌বে...

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: সাধারন মানুষ নির্বাচন নিয়ে খুব চিন্তায় আছে।
সবাই চায় নির্বাচন টা সুষ্ঠু হোক।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়া‌তে সাধারণ মানুষ চি‌ন্তিত...

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

নীল আকাশ বলেছেন: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি নেতাকর্মীদের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী এ আসনের আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তার উপস্থিতিতে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় মঙ্গলবার এমন হুমকি দেন মোশাররফ। ওই অনুষ্ঠানে মোশাররফের দেয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন অনেকে। বক্তব্যের একপর্যায়ে মোশাররফ মিয়া ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘চোখ রাঙানি চলবে না। বিএনপির কোনো ধরনের কথা শোনা যাবে না। বিএনপিকে কোনো সেন্টারে তার আধিপত্য বিস্তার করতে দেয়া যাবে না। প্রত্যেকটি সেন্টার আমাদের দখলে থাকবে, ভোট যাতে বিএনপি না দিতে পারে।

তাই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সুতরাং যারা ছাত্রলীগ আছো, তোমাদের পড়ালেখা করেই এবারের নির্বাচন করতে হবে। তিনি বলেন, কোনো সেন্টার বিএনপিকে দেয়া যাবে না। এতে বিএনপির কোনো কর্মী, কোনো নেতা যদি চোখ রাঙ্গায় তার চোখ তুলে নেবে। আমাদের নির্বাচন হবে আওয়ামী লীগের পক্ষের নির্বাচন। আওয়ামী লীগের কোনো ছাত্র, একটি যুবক বা আওয়ামী লীগের একটি কর্মীকে কোনো কথা বললে তার চোখ তুলে নেয়া হবে। সুতরাং সব কটি সেন্টার আমাদের দখলে থাকবে।’ তার এ বক্তব্যের ভিডিওটি মঙ্গলবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার আইডি থেকে ভিডিওটি শেয়ার হতে দেখা গেছে।

মোশাররফ মিয়া দিরাইয়ের বহুল আলোচিত ত্রিপল মার্ডার মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রকাশ্যে সভা-সমাবেশ করে বেড়াচ্ছেন। বক্তব্য দিচ্ছেন। এমনকি আদালত অবমাননার অভিযোগেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মোশাররফের বিরুদ্ধে। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, শুনেছি ছাত্রলীগের সভায় মোশাররফ মিয়া হুমকি দিয়ে বক্তব্য দিয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। মোশাররফ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছে তারপরও তাকে গ্রেপ্তার করতে পারছেন না কেন, জানতে চাইলে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।

উল্লেখ্য, সুনামগঞ্জের এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তার প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী। তিনি এ আসনের সাবেক এমপি।

http://www.mzamin.com/article.php?mzamin=149513

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসি বিব্রত, ব্যথিত। তবে উপরের নির্দেশ ছাড়া কিছু করতে পারবেন না...

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

তারেক_মাহমুদ বলেছেন: বিম্পি আম্লিগ উভয়ের জনপ্রিয়তা ১৯-২০, এ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে তাতে দেখা গেছে প্রশাসন যাদের পক্ষে ছিল তারাই জয়ী হয়েছে, এবারো তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা অনেকে মানতে চায় না। যে দলই ক্ষমতায় যায় মনে করে বিপক্ষ দলের জনপ্রিয়তা তলানিতে...

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: আমার মনে হচ্ছে আওয়ামিলীগ নির্বাচন করবেনা, তার আগে দাঙ্গা হাঙ্গামা করে নির্বাচন বাতিল করবে, তারপর বলবে, সরকার যেটা আছে সেটা কন্টিনিও হবে। পরিবেশ ভাল নেই, তাই নির্বাচন হবেনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উল্টাও হতে পারে। আওয়ামী লীগ বেশী বাড়াবাড়ি করলে বিএনপি-ও নির্বাচন করবে না। জানিনা কোনটা হবে...

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সনেট কবি বলেছেন: কি হয় দেখার অপেক্ষায় থাকলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই অপেক্ষায় আছে। তবে ভাল কিছু যেন হয়। দেশের যেন ক্ষতি না হয়...

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: শেষ পর্যন্ত নির্বাচন ভালয় ভালয় শেষ হলে আওয়ামী লীগ এবং তার নিত্র দল বাহিনী ৩০০টি আসনে জয়ী হবে বলে আশা করি। তবে জনপ্রিয়তা তলানিতে থাকায় ভোট কেন্দ্র দখল ব্যতিরেকে কোনভাবে তা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না। আগের রাতে ব্যলট বাক্স ভরে রাখতে হবে। এইসবই আখেরে বিএনপির পক্ষে যাবে। বিএনপি সঠিক ভাবেই এগোচ্ছে। জোট গঠন করে জোটের অংশীদারদের বেশ কিছু আসন ছেড়ে দিয়েছে। এতে রাজনীতির মাঠে তাদের অবস্থান আরো পোক্ত হয়েছে। বাংলাদেশের সংসদ সেই ২০১৪ থেকেই একটা তামাশা আর সার্কাস।

একসময় গুজব শুনেছিলাম আওয়ামী লীগ নাকি ১০০ আসনে সু্ষঠু নির্বাচন করবে। না, অবস্থা দেখে মনে হচ্ছে সে অবস্থান থেকে তারা সরে গিয়েছে। কোন আসনেই তারা ঝুকি নেবে না।

আপনার নির্বাচন দেখছেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে প্রশাসন পুলিশের উপরে ইসির আদৌ কোন নিয়ন্ত্রন রয়েছে? ইসির করনীয় কিছুই নেই। আমি ইসিকে ক্ষমা করে দিয়েছি। রিটানিং কর্মকর্তাদের বাতিল মনোনয়ন বৈধ করে ইসি অন্ততপক্ষে নিজেদের সদিচ্ছার প্রমান রেখেছে। বাংলাদেশে প্রশাসনের বৈরীতায় এর বেশী কিছু করা সম্ভব নয়।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিদিন বিএনপি প্রার্থীরা গ্রেফতার হচ্ছেন। তবুও জোয়ার থামছে না। জোয়ার ঠিক থাকলে ভোটে কারচুপি করতে ওদেরও ভয় লাগবে...

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: যত যাই হোক বিএনপি কর্মী সমর্থকদের উচিত ভোটকেন্দ্রে যাওয়া। এটা তাদের অস্তিত্বের জন্যই প্রয়োজন। যত বেশী তারা মাঠে থাকবে ততবেশী তাদের উপরে জনগনের আস্থা বাড়বে।

বিএনপি বিরোধী দলে থাকা অবস্থাতেও যে সমস্যাগ্রস্ত তার প্রমান মনোনয়ন প্রত্যাখ্যাতদের বিএনপি অফিসে হামলা। এটি বিএনপির জন্য অত্যন্ত লজ্জাজনক।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি'র এবারে হারানোর কিছু নেই। কারণ, খালেদা জিয়া ও তারেক রহমানকে হারতে হচ্ছে না। নিজেরা যদি ভোট কেন্দ্র পাহারা দিতে পারে তাহলে বিপক্ষ দলকে পুলিশ ও আর্মি সাইজ করলে সুষ্ঠু ভোট হবে বলেই আশা করি...

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


রাজনীতি বাংলাদেশের জন্য না । আমাদের দেশে কোন রাজনীতি নাই সব ই পেট নীতি ।

গনতন্ত্র আমাদের শিখতে আরো ২০০ বছর লাগবে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ধারা চললে তো লাগবেই। ১/১১'র পরও যে রাজনীতিবিদরা ঠিক হয়নি সে রাজনীতিবিদরা পেট নীতিই করবে...

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিনম্র শ্রদ্ধা...

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারীআসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ আমার মনের কথাগুলো বলার জন্য। আপনি সব মন্তব্য পড়েন কিনা জানি না। আলাদা করে পোস্ট দেইনি। কয়েকজনের পোস্টে করা মন্তব্যে আমি হিরো আলমের বিরোধীতা করেছি। ফেসবুক, ইউটিউবে ছদ্মনামে গালি দিয়েছি। আমি এই জঘন্য ছেলেটাকে দেখতে পারি না। আর যেসব সাংবাদিক এই অশ্লীল ছেলেটাকে নিয়ে মাতামাতি করছে তাদের বিরুদ্ধেও আমি বলেছি। কেউ কেউ তার উঠে আসার গল্পকে মহান করে দেখাতে চায়। কেউ কেউ তাকে নিয়ে ট্রল করার ব্যপারে সহানুভূতি দেখাতে চায়। আমি ওদেরও সমর্থন করি না...
নিচের পোস্টগুলোর লিংকে গিয়ে দেখুন আমার মন্তব্য -
view this link
view this link
view this link
এই পোস্টের শেষ মন্তব্য পড়ুন
view this link

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুমরে মতো নষ্ট মানুষই তাকে সমর্থন করতে পারে।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০১

নিউজপ্রিন্ট বলেছেন: নিজের স্থান যখন খুব লো ক্লাস হয় তখন লো ক্লাসের লোকজনকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। যারা হিরু আলুম নামক নোংরা অশালীন ভিডিও নির্মাাতাকে সমর্থন করছে তারা নিজেদের পরিচয় বহন করছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পূর্ণ সহমত...

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সহিংসতার যে আলামত দেখা যাচ্ছে, তাতে নির্বাচন হবে কিনা সন্দেহ | চর দখলের লড়াই হবে এবং তাতে বিরোধীদল ঠিকতে না পেরে শেষমেশ নির্বাচন বর্জন করবে |

ঠাকুরমাহমুদ বলেছেন: আওয়ামী লীগ - লগি বৈঠা - ভুলি নাই | বিএনপি - পেট্রল বোমা - ভুইলতাম নু.....আওয়ামীলীগ বিএনপি জামাত তিনটি মিলে একটি পূর্ণাঙ্গ দলের নাম - ৯০ এ তার প্রমাণ|
সহমত |

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতির জন্য দুর্ভাগ্যজনক এমন দল কানা সি ই সি পাওয়া...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.