নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. নতুন করে বলতে হবে না যে, যারা দেশের বাইরে থাকে তারা বাই ডিফল্ট একটু বেশী দেশপ্রেমিক হয়ে যায়। ভিনদেশীদের কাছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হবে, নিজের দেশকে ছোট করা যাবে না - এ ধরনের একটা ফিলিংস সভ্য ও শিক্ষিত প্রবাসীদের মধ্যে দেখা যায়। আমি নিজেও এর বাইরে নই। দুই দফায় ১০ বছরের প্রবাস জীবনে আমাকে অনেকবারই ভিনদেশী (বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানী) দের সাথে নিজের দেশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে পজিটিভ আলোচনা করতে হয়েছে। বাংলাদেশ নিয়ে মধ্যপ্রাচ্যের ভারতীয় ও পাকিস্তানীদের জানার গন্ডি এত নিম্নমানের যে তাদের সাথে তর্কই বেধে যায় অনেক সময়। একবার তো একজনের সাথে কথাই বন্ধ করে দিয়েছিলাম। শেষদিন বিদায় নেয়ার আগে বলেছিলাম, নেভার আন্ডারইস্টিমেট বাংলাদেশী। বেশীর ভাগের ধারণা উচ্চ পর্যায়ে প্রবাসী বাংলাদেশীরা নেই। তখন গুগল, ইউটিব সার্চ করে লিংক পাঠাতে হয়। তাদের বার বার বলি, মধ্যপ্রাচ্যের বাংলাদেশী প্রবাসী আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বাংলাদেশী প্রবাসী এক নয়। প্রবাস হিসেবে আমাদের মেধাবীদের প্রথম পছন্দ আমেরিকা, অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্য নয়। আমাদের ছেলেরাও মাইক্রোসফট, গুগল, নাসাতে আছে। আর চোর, চাট্টা, শিক্ষিত, জঙ্গি, ঘুষ, দুর্নীতি সব দেশেই আছে...
২. তাদের ধারণা পাল্টানোর জন্য মাঝে মাঝে প্যান্ট, টি শার্টের ট্যাগ দিয়ে দেখাতে হয় 'মেইড ইন বাংলাদেশ'। বাংলাদেশের তৈরি করা শার্টকে ট্রাম্পের বলা 'বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড' ক্লিপ দেখাতে হয়। দোকানে গিয়ে যে, চানাচুর, চিপস, মসলা কিনে আনে তার গায়ে 'মেইড ইন বাংলাদেশ' লেখা দেখাতে হয়। ওষুধ, গার্মেন্টস, চামড়া, মৎস্য, ধান নিয়ে সাফল্য জানাতে হয়। প্রায় সময় সেরা বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশী বংশোদ্ভূতদের নাম দেখাতে হয়। শুরুটা হয় এফ আর খানকে দিয়ে...
৩. আমি আমাকে 'বাঙালী' বলে ডাকা পছন্দ করি না। কারণ, যখন আমরা অবিভক্ত ভারতের নাগরিক ছিলাম তখন এই ডাক ন্যায্য ছিল। যখন পাকিদের সাথে ছিলাম তখনও এই ডাক টা ন্যায্য ছিল। কিন্তু এখন স্বাধীন দেশ হয়েছে। দেশের একটা নাম হয়েছে। ২/১ জন ভারতীয় আমাকে জিজ্ঞেস করেছে, সবাই তো বাঙালী ডাকে। তুমি রাগ কর কেন? আমি বলেছি, আমি তো তোমাদের কাউকে হিন্দী, মালয়ালাম ডাকি না, পাকিদের উর্দু বা এরাবিয়ানদের আরাবী বলে ডাক দেই না। তাহলে আমাকে কেন বাঙালী ডাকা হবে? আর এই ডাকটা ছিল ভারতীয় আর পাকিস্তানীদের দাদাগিরির মত। এখন এটার দরকার নেই...
[এই বিতর্ক এখন করার ইচ্ছে নেই। চেতনায় আঘাত পেলে দুঃখিত]
৪. আমাকে এক বিহারের ইঞ্জিনিয়ার 'বন্ধু' বলে ডাকত। কিছু পাকিস্তানীরাও এই সম্বোধন করে বাংলাদেশীদের ডাক দেয়। 'বন্ধু', 'বন্ধু ভাই'। আমি বিহারের লোককে মানা করেছিলাম 'বন্ধু' ডাকতে। যা নিয়ে পরে আমার তামিল বস আমাকে জিজ্ঞেস করে কারণ কী। আমি তেনাকে বললাম, 'আমি একবার টিভিতে একজনের সাক্ষাৎকার দেখছিলাম। যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিদের দ্বারা মুক্তিযোদ্ধা হত্যা প্রত্যক্ষ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের এক জায়গায় দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হয়েছিল। তখন ঐদিক দিয়ে যাচ্ছিল সেই ব্যক্তি(তখন শিশু)। এক পাকি শিশুটিকে বলেছিল, 'বন্ধু' তুমি এদিকে আস(ওদিকে যেতে দেয়নি)। তারপর অন্য পাকি রা মুক্তিযোদ্ধাদের হত্যা করে। সেই থেকে ভারতীয়, পাকিস্তানীদের মুখে 'বন্ধু' ডাকটাও আমার ভাল লাগে না...
৫. জনসংখ্যা সমস্যা ছাড়া প্রকৃতি, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দবোধ, এক ভাষার দেশ হিসেবে বাংলাদেশ এক ইউনিক দেশ। এই দেশ ভারত, পাকিস্তান থেকে আলাদা হওয়াতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। Proud to be a Bangladeshi...
(ছবি - ভারতীয় রুমমেটের কেনা প্রাণ লিচি জুস)
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা...
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০২
শরীফ আতরাফ বলেছেন: চাঁদগাজী সাহেবের পোস্টে অবিভক্ত ভারতের সাথে থাকা নিয়ে কিছু একটা লিখেছিলেন।ঠিক বুঝি নি ব্যাপারটা।
লেখাটা বেশ পছন্দ হয়েছে। আপনার লেখা অনেক আগে থেকেই ফলো করি কিন্তু কখনো মন্তব্য করা হয়নি।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত যদি এখনও পাকিস্তান ও বাংলাদেশ মিলে এক থাকত তাহলে শক্তিশালী থাকত বলে মনে হয়। তবে পাকিস্তানের সাথে এক থাকাটা ছিল দুর্ভাগ্য। যাই হোক, আপনি আড়াল থেকে বের হয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ...
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা...
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২
পদাতিক চৌধুরি বলেছেন: একে -গন্ডগোল
দুই এ - পাঠ ,
তিনে -আবার গন্ডগোল ,
চারে - হাট ,
পাঁচে- মুগ্ধতা ।
অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালবাসা...
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
আখ্যাত বলেছেন: “হুজুগে বাঙ্গালী” আছে, হুজুগে বাংলাদেশী নেই।
বাঙ্গালকে হাইকোর্ট দেখানো যেত (একটা বিল্ডিং দেখিয়ে হাইকোর্ট বলে চালিয়ে দেয়া যেত) , বাংলাদেশীর ক্ষেত্রে তা হয় না।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সু্ন্দর বলেছেন...
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
হাবিব বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা...
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: জয় বাংলা।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ...
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
ইসিয়াক বলেছেন: আপনাকে ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা...
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
গান মনে পরছে
"একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার"
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই আমার অহংকার...
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮
অনল চৌধুরী বলেছেন: ভারতের কারণেই প্রথমে পাকিস্তান অঅর পরে বাংলাদেশ হয়েছে।
তবে ইউরোপের মতো প্রতিটা জাতির জন্য আলাদা রাষ্ট্র হওয়া উচিত ছিলো,যে জন্য এখনো অান্দোলন করছে সাত বোন,পাঞ্জাব,কাশ্মীর,সিন্ধু,বেলুচিস্তান,সীমান্ত প্রদেশ।
কলকাতার সব জায়গায়,এমনকি বড় বড় সুপার শপে-এ প্রাণের পণ্য পাওয়া যায়।যেদেশ বাংলাদেশের প্রায় কোন পণ্যই ঢুকতে দিতে চায়না,শুধু এদেশে রপ্তানী করতে চায়,সেদেশে বাংলাদেশী কোন পণ্যের জন্য এটা বিরাট অর্জন।
বাংলাদেশ গরীব কোন দেশ না,লুটপাটের কাণে গরীব হয়ে আছে।
অাপনি কোন দেশে ছিলেন?
দুবাই না সৌদি অারব না মালয়শিয়া-তামিল বস ছিলো বললেন!
২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অদূর ভবিষ্যতে কাশ্মীর, বেলুচিস্তানের আলাদা হওয়ার সম্ভাবনা বেশী...
বাংলাদেশ কোন মতেই গরীব দেশ না। এটা নিয়ে আমি ৩ পর্বে লিখেছিলাম অনেক আগে...
আমি সৌদি আরব ছিলাম। কেরালা, তামিল বস - এরা ভূরি ভূরি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে...
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭
মাহের ইসলাম বলেছেন: আপনার যুক্তিগুলো পছন্দ হয়েছে।
শুভ কামনা রইল।