নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

(অর্থের বিনিময়ে) দেশসেবা কারী (!) শিল্পীদের সঞ্চয়ের অভ্যাস করা উচিত...

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮



১. আমার ইচ্ছে করে এ্যাড ফার্মে চাকুরি করতে। সেই কিশোর বেলা থেকেই নানা বিজ্ঞাপনের আইডিয়া আমার মাথায় ঘুরে আবার হারিয়ে যায়। এই মুহূর্তে অন্য এক পোস্টে মন্তব্য করতে গিয়ে আমার মাথায় একটা বিজ্ঞাপনের আইডিয়া এল। সেটাই প্রসব করতে যাচ্ছি। বিজ্ঞাপনটা হতে পারে এরকম - "এক সময়ের দেশ সেরা গায়ক/নায়ক আজ অসহায়, চিকিৎসার খরচ মেটাতে পারছেন না। কারণ, তিনি শুধু খরচই করেছেন, কোন বিনিয়োগ করেননি। তাই আজই আপনি বিনিয়োগ করুন বসুন্ধরাতে। কারণ, বসুন্ধরার জমির বড় গুণ, ১০ বছরে দাম বেড়েছে ১০ গুণ!"...

২. শিল্পীরা তাদের পেশার উপার্জনকে ঠিকমত সঞ্চয় না করে খরচ করবেন আর হাত পাতবেন শেষ বয়সে - এটা কোন যুক্তি হতে পারে না। রাজ্জাক ফুটপাথে থেকেও বুদ্ধি খাটিয়ে আজ রাজলক্ষ্মী কমপ্লেক্সের মালিক। এভাবে শিল্পীদেরও তাদের সঞ্চয় দিয়ে আলাদা বিনিয়োগ করা উচিত। সেটা জমি কিনে হোক, ব্যাংকে ডিপিএস-এ হোক। তেনারা বিনা পয়সায় দেশের সেবা করেননি, আমাদের বিনোদিত করেননি। আমরা ক্যাসেট কিনেছি কিনা, আমরা টিকেট কেটে সিনেমা দেখেছি কিনা - এসব ফালতু কথা...

৩. আর সমালোচনা যাদের নিয়ে হচ্ছে তাদের নিয়ে কখনোই কোন সাংবাদিক দুঃস্থ বলে কোন সংবাদ প্রচার করেনি। যেমনটা এক সময় রানী সরকার সহ অনেক সত্যিকারের দুঃস্থ শিল্পীদের নিয়ে খবর আসত। তাই এটার অপব্যবহার হচ্ছে কিনা সেটাও দেখা উচিত...

৪. ফেসবুকে পড়লাম, এন্ড্রু কিশোরের সন্তান নর্থ সাউথে পড়ে। কিছুদিন আগেও তিনি অস্ট্রেলিয়াতে শো করে এসেছেন। আহমেদ শরীফ কী রোগে আক্রান্ত সাংবাদিকরাও জানে না। তিনি দিব্যি সুস্থ ভাবে বিয়ে শাদীতে অংশ নিচ্ছেন। এক সময়ের গডফাদার জয়নাল হাজারীও সহায়তা পেয়েছেন...

৫. একমাত্র হুমায়ুন আহমেদ এ ধরনের ফকিরনি আচরণ করেন নি। তিনি নিজে পত্রিকায় লিখেছিলেন, কোন সাহায্য চান না কারো কাছে(যদিও পরে প্রধানমন্ত্রী জোর করে দিয়েছেন)। কারণ, তেনারও নিজের বিনিয়োগ ছিল অন্য খাতে...

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


এখন শিল্পিদের আয় আছে, উনারা নিজেদের জন্য সন্চয় করেন না কেন? শেখ হাসিনা দেশের টাকা দিয়ে কতদিন উনাদের সাহায্য করবেন?

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোথাও একটা গ্যাপ আছে। প্রতিষ্ঠিত সম্পদশালী শিল্পীদেরও প্রধানমন্ত্রীর নিকট হতে অনুদান নিতে দেখা দিচ্ছে যা চরম সমালোচনার জন্ম দিচ্ছে যদিও 'উনি' এগুলো নিয়ে মাথা ঘামান না...

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ৫। হুমায়ূন আহমেদকে প্রধানমন্ত্রী টাকা দিলেও, উনি তা সম্মানের সাথে ফেরত দিয়ে দিয়েছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেরত দেয়ার কথা আমি শুনিনি। দিলেও স্যালুট, না দিলেও স্যালুট...

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

নীল আকাশ বলেছেন: এরা শিল্পী হলেও মন মানসিকতায় ভিক্ষুক প্রবনতা ছাড়তে পারেন নি। কারও কাছে হাত পাতার জন্য নির্লজ্জ হতে হয়। এতটুকু বেহায়া আর নির্লজ্জ হুমায়ুন আহমেদ হতে পারেন নি দেখেই কার কাছে সাহায্য চান নি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভ জিনিসটা খুব মারাত্মক। দেখলেন না সেদিন এক এমপি, সারা বছর সরকারের বিরোধীতা করে শপথ নিয়েই জমি চেয়ে বসে আছে...

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

ঢাবিয়ান বলেছেন: একজনের বাপের দেশ, বাপের টাকা, যারে খুশী তারে দিবে। এইটাতো আর কোন গনতান্ত্রিক দেশ নয় যে,প্রতিটা খরচের জবাবদিহি করতে হয় সংসদে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা যা বলেছেন...

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

ডার্ক ম্যান বলেছেন: শিল্পীদের উপার্জন নেহায়েত কম নয়। যারা সত্যিকারের অসহায় তাদের সাহায্য করা উচিত ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই হওয়া উচিত। কিন্তু গত কয়েকটা ঘটনায় দেখা যাচ্ছে, প্রতিষ্ঠিত শিল্পীরাও এই সুযোগ হাতছাড়া করছে না। আর সরকারও দিয়েই চলেছে...

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

ঢাকার লোক বলেছেন: মানবতার খাতিরে একজন সত্যিকারের বিপদগ্রস্থ শিল্পীকে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা করতে দোষ নেই, তবে সেটা হওয়া উচিত প্রতিটি আবেদনের সুষ্ট বিবেচনার মাধ্যমে । এটিকে নিয়মে পরিণত করে যে কোনো শিল্পীকে, বিশেষত যাদের অবস্থা মোটেও দান গ্রহণ করার মতো খারাপ না, তাদেরকে দেয়ায় কোনো যুক্তি নেই । আপনি ঠিকই বলেছেন, শিল্পীদেরও উচিত সমাজে অন্য সবার মতো সময় থাকতে সঞ্চয় করা যাতে ভবিষ্যতে অন্যের দান গ্রহণের লজ্জা থেকে বাঁচতে পারেন ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১০

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ ঠিক তখনই অন্যের দ্বারে হাত পাতে যখন সে খুব অসহায় হয়ে পড়ে।এতে কাউকে হেয় করা সমীচীন নয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা যা দেখি, তা সত্য নাও হতে পারে...

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১০ লাখ টাকায় উনার কি কিছু হবে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আফজাল শরীফ, আহমেদ শরীফ, আমজাদ হোসেন থেকে এত কম কেন দেয়া হল তাও বোধগম্য নয়। আর ১০ লাখ টাকা তো কয়েকটা চ্যানেলে গান গাইলেই স্পন্সর থেকে পাওয়া যায়...

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:





সাবিনা ইয়সমিনের জন্য প্রথম আলো ফান্ড তৈরি করে দেশের মানুষের কাছ থেকে টাকা কালেকশান করেছে। দেশের প্রতিটি শিল্পীর একটি বিশেষ আব্দার হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে হাত পাতা। এই প্র্যাকটিস থেকে শিল্পীদের বেড়িয়ে আসা উচিত এটি কোনো ভালো কাজ নয়। বাচ্চা নোবেল (জাতীয় সঙ্গীত সমালোচনাকারী) পুরো দেশ নিয়ে যেভাবে মন্তব্য করে তুঙ্গে যেতে চেয়েছে কিছুদিন পর বাচ্চা নোবেলও মরণ রোগের জন্য ভিক্ষা করবে টাকা চাইবে প্রধাণমন্ত্রীর দপ্তরে!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা কোন দিন ভিক্ষা চাইবে না ভাবছি, তারাও এখন চাইছে। আমজাদ হোসেনের ছেলেরা প্রতিষ্ঠিত থাকার পরও প্রধানমন্ত্রী থেকে অনুদান নিয়েছিল। বিদেশের হাসপাতাল থেকে মৃতদেহ আনতে দেরি হচ্ছিল ঐ টাকা মাফ করাতে এম্বেসি দেরি করছিল বলে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.