নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ছাত্র রাজনীতি বন্ধের জোরালো দাবী(পড়ুন উপলক্ষ), কিন্তু মিঁও মিঁও গ্রুপ সক্রিয়...

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১



১. ব্লগে চাঁদগাজীর সাথে যদি ১ টি বিষয়ে আমার একমত হয়, সেটা হল ছাত্র রাজনীতি বন্ধের ব্যপারে। চাঁদগাজীর ভাষায় - পড়ালেখা না করা মধুর ক্যান্টিনের প্রোডাক্ট মেনন, মতিয়া রা দেশের কোন উপকার করেনি। দুই পরিবার বিরোধী এবং ছাত্র রাজনীতি বন্ধের ব্যপারে গত ৬ বছর ধরে লিখছি। চর্বিত চর্বনের মতই হয়ে যায় ব্যপারটা। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছাত্র রাজনীতি বন্ধের কথা বললেও খুবই ছোট একটা 'মিঁও মিঁও গ্রুপ' এটা বন্ধ করতে নারাজ...

২. এই মিঁও মিঁও গ্রুপে আছে ব্লগার, রাজনীতিবিদ, শিক্ষিত(!) পেশাজীবি, বুদ্ধিজীবি(!), চুশীল সহ অনেকে। এঁনাদের কু-যুক্তি গুলো হল (চর্বিত চর্বন) -
* ছাত্র রাজনীতির অতীত ইতিহাস আছে। ৫২, ৬৯, '৯০ ব্লা ব্লা ব্লা
* মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়
* ছাত্র রাজনীতি বন্ধ করলে ভবিষ্যৎ নেতা(বেশীরভাগই অসৎ, লোভী) তৈরি হবে না
* পৃথিবীর অনেক দেশে স্টুডেন্ট কাউন্সিল আছে, তাই বাংলাদেশেও ছাত্র রাজনীতি থাকতে পারে (বেকুবি যুক্তি)
* ছাত্র রাজনীতি লেজুড়বৃত্তি পরিহার করে রাখা যেতে পারে, তারা শুধু ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে (বাখওয়াজ যুক্তি)

৩. গোপলঞ্জের ভিসি-কে ছাত্র রাজনীতিবিদরা পদত্যাগ করায় নি, সাধারণ ছাত্র ছাত্রীরাই বাধ্য করেছে তেনাকে পদত্যাগ করতে। নিরাপদ সড়ক আন্দোলন কোন ছাত্র সংঘটন করেনি, সাধারণ ছাত্র ছাত্রীরাই করেছে। কোটা সংস্কার আন্দোলন কোন ছাত্র সংগঠন করেনি, সাধারণ ছাত্র ছাত্রীরাই করেছে। তাই, লেজুড়বৃত্তি থাকুক আর না থাকুক, ২০০ বছর গোলামী করা জাতিতে কেউ 'নেতা' হয়ে গেলে ধরা কে সরা জ্ঞান করে। হাতে অস্ত্র আর পকেটে টাকা থাকলে যে কেউ 'দুষ্টুমী' করবেই...

৪. গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বুয়েটের শিক্ষার্থীদেরও তাদের দাবীতে অটল থাকতে হবে। অন্তত তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে তোমরা ছাত্র রাজনীতি খেদাও। এখন বুয়েট ছাত্রলীগের যে অবস্থা আর তোমাদের যে দৃঢ়তা, তাতে কেউ আর তোমাদের ব্যানার ছিঁড়তে আসবে না, কেউ তোমাদের হেলমেট দিয়ে মারতে আসবে না, কেউ রাতের বেলা হল ছেড়ে যেতে বলবে না...

৫. বিচিবিহীন ভিসি সহ সবাইকে বুঝতে হবে, 'মিঁও মিঁও গ্রুপ'-এর কারো সন্তান ছাত্র রাজনীতি করে না। ওঁরা প্রথম সুযোগেই বাইরে পড়ালেখা করতে চলে যায় বা পাঠিয়ে দেয়া হয়। যেসব টকমারানী ছাত্র রাজনীতি রাখার পক্ষে, তাদের ছেলে মেয়েরা কোনদিন ছাত্রাবস্থায় রাজনীতি করে না। দেশ চালায় সরকার। কোন ২২/২৩ বছরের বেয়াদব না...

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: টেবিল থাবড়ায়ে ভেঙ্গে ফেলা উচিত। খুবই যুক্তিযুক্ত পোষ্ট।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মুহূর্তে যে স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি বুয়েটিয়ানদের মাঝে তাতে কোন শক্তি তাদের দমাতে পারার কথা নয়...

২| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: টেবিল থাবড়ায়ে ভেঙ্গে ফেলা উচিত। খুবই যুক্তিযুক্ত পোষ্ট B-)

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনই সময়...

৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার অভিজ্ঞতায় বলতে হয় এ ধরনের হাজার আন্দোলোন বাংলাদেশে হয়েছে হঠাৎ জোয়ার আবার ঠিক তেমনি হঠাৎ করে ভাটার টানে সব ভেনিস। এরা কি শাহবাগে বসতে পারবে মাসের পর মাস (রাজাকারের ফাঁসী চাইয়ের মতো)।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা যে আমার মাথায়ও নেই তা না। তবে প্রতিটা ঘটনার পর আমরা আশাবাদী হয়ে উঠি আর কি!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: খুনীদের স্পেশাল টাক্সফোর্স গঠন করে দ্রুত আইনে বিচার না হলে - আগামী ৫ বছরেও বিচার হবে না। (হয়তোবা ৫০ বছরেও হবে না)

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব মামলা থেকে রেহাই পাওয়া কস্ট হবে। কারণ এগুলো জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু বিচার দীর্ঘায়িত হবে সেটাও সত্য...

৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সুযোগ ছিল আওয়ামী লীগকে সংস্কারের মাধ্যমে অপ-উপদলগুলোকে( ছাত্রলীগ, যুবলীগ, মওলানা লীগ) মুল দলে নিয়ে আসা, এরপর ছাত্র রাজনীতি বন্ধ করা।

উনার ভয় থেকে যাচ্ছে, জামাত-শিবির, ছাত্রদের মাঝে বিষ ছড়াবেই ছড়াবে; সেটাকে থামানোর পথ উনি বের করতে পারেননি। আরেকটা ভয় উনার মাঝে কাজ করছে, বাংগালীরা দেশের জন্য আধুনিক রাজনীতির দিকে না গিয়ে মদীনা সনদ ও শরীয়াহ নিয়ে সহজে মেতে উঠেছে বার বার, এরা জাতির সংবিধানকে কখনো মনের থেকে মানে না।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারেন, তাহলে ক্যাসিনো বন্ধের চেয়েও বেশী জনপ্রিয়তা পাবেন...

৬| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একাধারে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও, শিক্ষিতদের মুল্যায়ন হয়নি: যারা ভালো পড়ালেখা করেছে, তারা উনার দলে স্হান পায়নি, বিদেশে চলে গেছে, সামান্য বেতনে চাকুরী করেছে, বেকার রয়ে গেছে; এর ফলে, উনার দলে অদক্ষদের সংখ্যা বেড়েছে, ওরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, তাই দেশের এই অবস্হা।

উনি ইউনিভার্সিটিতে গিয়ে কোনদিন পড়ালেখার মান নিয়ে ছাত্রছাত্রীদের সাথে বসেননি, ১ কাপ চা খাননি ওদের সাথে।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৭| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


এককভাবে ১টা শিক্ষা প্রতিষ্ঠান কিছুই করতে পারবে না। ছাত্রলীগ অন্যদলের ছাত্রদের সাথে মারামারি করে, মরে, মারে; কিন্তু ২০১৩ সালে, ছাত্র-শিবির পুরো বাংলাদেশে গেরিলা আক্রমণ চালিয়েছিলো, ওরা ঢাকা স্টেশনে ট্রেন পোড়ায়েছে, ইলেকট্রিক সাব-ষ্টেশন উড়ায়ে দিয়েছে, ট্রাক যোগাযোগ বন্ধ করে রপ্তানি বনদ্ধ করে দিয়েছিলো; এগুলো নিয়ে ভাবলে, পুরো ছাত্র রাজনীতি বন্ধ করা ব্যতিত অন্য কোন পথ নেই।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্পূর্ণ সহমত। ক্যাম্পাসের ভেতর বা বাহির সর্বক্ষেত্রে ছাত্র রাজনীতি বন্ধ/নিষিদ্ধ করতে হবে...

৮| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

শায়মা বলেছেন: কোনো মিও মিওতে কাজ হবে না। রাজনীতির কারণে যদি এমন মেধাবী কিংবা অমেধাবী যে কোনো একটা ছেলে মেয়েকেও এই বয়সে এইভাবে মরতে হয় তাহলে সেই রাজনীতির দিয়ে লাভ কি?

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো সাধারণ জনগণের প্রশ্ন। তবুও এই গ্রুপ(স্বয়ং প্রধানমন্ত্রী) ছাত্র রাজনীতি বন্ধ করতে নারাজ...

৯| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রানীতি হলো মাফিয়া সৃষ্টির মেশিন; তরুণরা পড়ালেখা-বিমুখ হয়ে পড়েছে, ওদের জন্য বিনোদন।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবার জন্য না। কিছু বিপথগামী তরুণ, যাদের পারিবারিক শিক্ষার অভাব আছে, যাদের পিতা মাতা সন্তানকে ছাত্র রাজনীতিতে নিরুৎসাহী করতে পারেনি...

১০| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

নূর আলম হিরণ বলেছেন: ছাত্রদল-ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা খুব কঠিন কিছু হবেনা, তবে শিবিরের রাজনীতি বন্ধ করা বেশ কঠিন হবে।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গত ৬/৭ বছর বিএনপি/জামায়াত, হেফাজতের মত শক্তিশালী প্রতিপক্ষকে শেখ হাসিনা কোন পাত্তা দিচ্ছেন না। শিবির তো কোন ছাড়। আইন শক্ত হলে অবশ্যই শিবিরও বন্ধ হবে...

১১| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

ঢাবিয়ান বলেছেন: ক্ষমতা জোড়পুর্বক টিকিয়ে রাখতে হলে, বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রলীগের রাজত্ব কায়েম রাখতেই হবে।ছাত্রদের বিগত আন্দোলনগুলো কারা দমন করেছে সেটা কি দেখেন নাই?

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি একটানা থাকলে ছাত্রদলও এরকম হিংস্র হয়ে যেত। এভাবেই হল দখলে রাখত। শেখ হাসিনার হারাবার কিছু নেই। সাধারণ জনগণ ছাত্র রাজনীতি চায় না বুঝতে হবে...

১২| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: তবে আমি কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ হলে খুশিই হই, কিন্তু সেটা হবে না।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীর ভাগ মানুষই খুশী হবে স্বার্থবাদীরা ছাড়া...

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ছাত্র রাজনীতির আর বেইল নাই। হে হে---

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কে বলল বেইল নাই? যারা করে তারা জেনে শুনেই করে। অনেক টাকার ভাগ পাওয়া যায়। ক্যাম্পাসে রাজার মত চলা যায়। গণভবনে যাওয়া যায়...

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২০

তাওহিদ হিমু বলেছেন: আমার মতেও ছাত্ররাজনীতি বন্ধ করা জরুরি। কিন্তু অত সহজে তা কেউ করবে না। কারণ, সব দলই ক্ষমতার জন্য এসব ছাত্রদেরকে ভাড়াটে গুণ্ডা হিসেবে ব্যবহার করে। কেউই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহজে বন্ধ করতে চাইবে না বলেই তো জোরালো আন্দোলন করে দাবি আদায় করতে হবে...

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার,




দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছাত্র রাজনীতি বন্ধের কথা বললেও খুবই ছোট একটা 'মিঁও মিঁও গ্রুপ' এটা বন্ধ করতে নারাজ...


গোপলঞ্জের ভিসি-কে ছাত্র রাজনীতিবিদরা পদত্যাগ করায় নি, সাধারণ ছাত্র ছাত্রীরাই বাধ্য করেছে তেনাকে পদত্যাগ করতে। নিরাপদ সড়ক আন্দোলন কোন ছাত্র সংঘটন করেনি, সাধারণ ছাত্র ছাত্রীরাই করেছে। কোটা সংস্কার আন্দোলন কোন ছাত্র সংগঠন করেনি, সাধারণ ছাত্র ছাত্রীরাই করেছে।

গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বুয়েটের শিক্ষার্থীদেরও তাদের দাবীতে অটল থাকতে হবে।

যেসব টকমারানী ছাত্র রাজনীতি রাখার পক্ষে, তাদের ছেলে মেয়েরা কোনদিন ছাত্রাবস্থায় রাজনীতি করে না।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আচ্ছা কোটা পদ্ধতি কি বাতিল?

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রধানমন্ত্রী পুরোই বাতিল করে দিয়েছিলেন মৌখিক ভাবে। তবে অফিসিয়ালি এখনও আগের কোটাই বহাল আছে। একের পর এক ইস্যু চলে আসাতে এসব চাপা পড়ে যায়...

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ পড়ালেখা না করা মধুর ক্যান্টিনের প্রোডাক্ট মেনন, মতিয়া রা দেশের কোন উপকার করেনি।

এটা বাজেখাই কথা। ৭১এ তাদের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না। তবে হ্যাঁ এখন তারা এক্সপায়ার্ড, ইউজলেস, দেশের তেমন উপকারে আসছে না।


৭১এর পর ক্যাম্পাস রাজনীতি বন্ধকরে দেয়া দরকার ছিল। কিন্তু সরকার সেটা করেনি, হয়তো করতে চাইবেও না। কারণ ।ক্ষমতায় থাকা আর বিরোধিমত দমনের লাঠিয়াল বাহিনী এরা

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও একমত। অন্তত ক্যাম্পাস থেকে হঠানো উচিত। একজন ছাত্র তার শিক্ষককে অপমান করবে, তার বন্ধুকে, ছোট ভাইকে মাইর দিবে, অস্ত্র নিয়ে হল দখল করবে - এর নাম ছাত্র রাজনীতি হতে পারে না...

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ঠাকুর মাহমুদ আর সাদামনের মানুষের সাথে আমিও একমত, টেবিল থাবরায়া ভাঙতে না পারলেও থ্যাতলা করা উচিৎ বলে মনে করি। খুবই যুক্তিযুক্ত।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মমতা'র মত স্লোগান তোলা উচিত - হয় এবার, নয় নেভার...

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: আমি ছাত্র রাজনীতির পক্ষে কখনও নেই।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগ মানুষই এই সন্ত্রাসী তৈরির পদ্ধতিকে পছন্দ করে না...

২০| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:২০

সুপারডুপার বলেছেন: চাঁদগাজী সাহেব বলেছেন: উনার (শেখ হাসিনার ) ভয় থেকে যাচ্ছে, জামাত-শিবির, ছাত্রদের মাঝে বিষ ছড়াবেই ছড়াবে; সেটাকে থামানোর পথ উনি বের করতে পারেননি।

এই ভয় যুক্তিপূর্ন। কারণ ছাত্র অবস্থায় আমি দেখেছি , শিবির ছাত্রদের কে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করে ' আমরা কোনো রাজনৈতিক দল না , জামাতের সাথে সম্পর্ক রাখতে না চাইলে নাও রাখতে পারি। ইসলাম একটি পরিপূর্ন জীবন ব্যবস্থা। এই পরিপূর্ন জীবন ব্যবস্থার আলোকেয় আমরা ছাত্রদের জীবন গড়তে চাই। তারপরে অনেক হাদিস বলে, হিলফুল ফুজুলের কথা বলে কেন সংগঠনে থাকা উচিত, শিবির পুস্তিকা দেয় (এই শিবির পুস্তিকাতে একজন স্টুডেন্ট দিনে কি কি কাজ কতক্ষন করলেন তা ইনপুট দিতে হয়)। ছাত্র রাজনীতি বন্ধ হলেও , এইসব সহজেই ছাত্রদের ব্রেইন ওয়াশ করবে।

বাংলাদেশে শিবির বন্ধ করা একটু কঠিন-ই। কারণ শিবিরের সাথে ইসলামের গন্ধ আছে।

ছাত্র রাজনীতি বন্ধের পরে , ইউরোপ যে ভাবে ইসলামের বিরুদ্ধে না গিয়েও ইসলামকে মাথায় তোলে নি, কিছুটা এই রকম সিস্টেমে শিবির বন্ধ হতে পারে । কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো এই প্রসেস মানতে চাইবে না।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও স্কুলে এভাবে মসজিদে দাওয়াত পেয়েছি। তারা দাবি করে জামায়াতের সাথে তাদের লিংক নেই। তারা স্বতন্ত্র। আসলে সব বাখওয়াজ। ক্যাম্পাসের বাইরে চলে গেলে এদের আর প্রভাব থাকবে না। তখন, মূল দলের মতই কার্য্যক্রম চালাতে হবে। চাঁদাবাজি, বোমাবাজি, হল দখল, টেন্ডারবাজি কেউই করতে পারবে না যখন ক্যাম্পাসে তাদের বেইল থাকবে না...

২১| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছাত্র ও শিক্ষক রাজনীতি দুটোই বন্ধ করতে হবে। এই দুই টই অমানুষ তৈরী করছে।
দেশের শিক্ষা ব্যবস্থার সামান্য উন্নতি চাইলে এই দুটো কাজ করা এখন সময়ের দাবী।
ছাত্ররাজনীতির নামে নষ্ট মানুষ তৈরীর কারখানা বন্ধ করা দরকার।
আদর্শ শিক্ষক চাইলে শিক্ষক রাজনীতিও বন্ধ করতে হবে।
নইলে বুয়েট, ঢাবি, গোপালগঞ্জ বি এর মতো বিচি ছাড়া ভিসি পাবে এই জাতি।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। শিক্ষক রাজনীতিও বন্ধ করতে হবে। এসব সাদা, নীল, গোলাপী বন্ধ করতে হবে। তবে তেনারা সংবিধান অনুযায়ী মূল দল করতে পারেন। তবে সেটা হবে প্রতিষ্ঠানের বাইরে...

২২| ১০ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৬

কালো যাদুকর বলেছেন: আমি ছাত্র বাজনীতি বন্ধের পক্ষে। বেশীর ভাগ মানুষ যদি ছাত্র বাজনীতি বন্ধের পক্ষে থাকে, তাহলে বন্ধ করলে অসুবিধা কি? আসলে বেশীরভাগ মানুষ কি চায়, সেটা কোন ব্যাপার না। ক্ষমতাসীনরা কি চায় সেটাই ব্যপার।

এখানকার কমেন্ট পড়ে মনে হচ্ছে, লীগ ছাড়া অন্য কোন দল করা যাবে না। যদি ছাত্ররা অন্য কোন দলে না যেতে পারে, তার জন্য ক্যাম্পাসে লীগ থাকতে হবে, তাহলে তো এটা ডেমোক্রেটিক হল না। আরে মানুষের উপর ছেড়ে দেন না ভাই। দেখেন কি হয়। ভালই হবে।

নুন্যতম পরমত সহিষ্নুতা থাকলে আজ এরকাম অবস্থা হত না। হয়রে অভাগা জনগন।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টানা ১০ বছর বিএনপি থাকলে ছাত্রদলও এমন হিংস্র হয়ে যেত। কথা হচ্ছে, ছাত্ররা কেন রাজনীতি করবে? তারা কী নূন্যতম ভূমিকা রাখতে পারে সরকারী কাজে? ছাত্ররা শুধু পড়ালেখা করবে। মন চাইলে মূল দলের রাজনীতিও করতে পারে। কিন্তু হল দখল করে জুনিয়রদের হুমকি দিয়ে, শিক্ষকদের ধমক দিয়ে কেন রাজনীতি করবে?

২৩| ১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯

সাাজ্জাাদ বলেছেন: ছাত্ররাজনীতির উৎপত্তি কিন্তু ছাত্রদের লাভের জন্য।
ছাত্ররাজনীতি থাকা উচিত তবে তা রাজনীতির কলুষতা মুক্ত।

বর্তমান সময়ে ছাত্র রাজনীতি বন্ধ হলে লাভ কিন্তু সরকারেরই। অফিসিয়ালি হয়তো বন্ধ হবে কিন্তু রাজনীতি দল গুলোর চ্যালা থেকে যাবে আজীবন।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্যাসিনো বন্ধ করে যতটা না জনপ্রিয়তা, তার চেয়ে বেশী জনপ্রিয়তা পাবে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়। এই ছাত্র রাজনীতির জন্য অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী সবাই আতংকে থাকে...

২৪| ১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: ছাত্রলীগের রাজনীতি ছাত্ররাজনীতি বন্ধের যৌক্তিকতা জুড়ালো করছে দিনকে দিন। এটা ছাত্রলীগের কর্মফল। যদি তারা মিনিমাম ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারতো তাহলে ছাত্ররাজনীতির এত বাজে অবস্থা হতো। ছাত্রদলও এমনটাই করতো? হয়তো হা নয়তো না। করে নাই তো। ছাত্ররাজনীতি এখন আর গর্বের কিছু নয়!! এ থেকে উত্তোরণ ছাত্রলীগের দ্বারা হবে না এটা পরিস্কার। শুধু ছাত্ররা নন ক্ষমতাসীন দলের পাতি উপ বড় কয়জন নেতা আছেন যারা দেশকে অগ্রগতির শিখরে নিয়ে যাচে্ছ। নিজে উদর পূজা ছাড়া আর কিছু কী তারা পেরেছে ন। তাদের কাছ থেকে আজকের ছাত্ররা এসব নৃশংসতা দূর্নীতি বিষয়ে দীক্ষা নিয়েই বিশ্ববিদ্যালয় গুলো তার প্রয়োগ করেছে মাত্র বা কিঞ্চিত করেছে। যারা নীতি নির্ধারক তারা আড়ালে হয়তো হাসেছে ন। কারণ তাদের কাছে এটা তুচ্ছ ঘটনা । গোটা দেশের এটা একটা খন্ড চিত্র। কারণ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের উশৃঙ্খলতা এ পর্যায়ে গেলে বাকিদের কী অবস্থা। আমার বাসা রং করা শ্রমিকের সন্তান বাংলা কলেজে ভর্তি হলে ভর্তি ফি বাদে আরও অতিরিক্ত ৭ হাজার টাকা নাকি দেয়া লেগেছে ছাত্রনেতাদের ।তারপর তাদের সঙ্গে রাজনীতি না করলে নাকি পড়তে পার বেনা। এমন পরিস্থিতির জবাবে তিনি লেখাপড়া বন্ধ করে বাসায় ফিরে আসেন কারন তিনি রাজনীতি করবেন না। রূপ কথার মত মনে হয়। যদি এই হয় বাস্তবতা। ভাবুনতো কী অবস্থা ।

১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই হচ্ছে যেসব প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন আছে...

২৫| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

আখেনাটেন বলেছেন: একমাত্র সুবিধাভোগী কিংবা স্বার্থবাদি বাদে ধ্বংসাত্বক এই ছাত্র-শিক্ষক রাজনীতির পক্ষে কেউ থাকবে না, থাকতে পারে না। সভ্য পৃথিবীর কোনো দেশেই এটি নেই। কোনো অজুহাতই এর জন্য খাটে না।

দেশের যারা সত্যিকারের ভালো চায় তারা কখনই এর পক্ষে কথা বলতে পারে না।

১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারপরও আমি দেখলাম অনলাইনে কিছু দলীয় সেলিব্রিটি এটা রাখার পক্ষে সেই চিরাচরিত অজুহাত দিয়েই যাচ্ছে। যেটা নিজেদের সন্তানদের জন্য প্রযোজ্য নয়, সেটা কেন অন্যদের উপর চাপাতে চায় তারা?

২৬| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

বলেছেন: চাঁদগাজী অনেক বিযয়েই জেনে বুঝে মতামত দেন .

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাতো অবশ্যই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.