নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার কোম্পানীতে এক বেলচাওয়ালা শ্রমিক(বিষয়ের মর্ম বোঝাতে এই শব্দ ব্যবহার করলাম) আছে যে দেশে ২০ হাজার টাকার মত পাঠাতে পারে। তার মেয়ে বিবাহযোগ্যা। শুনলাম একটা ছেলের সাথে বিয়ের কথাবার্তা চলছে। ছেলে ঢাকাতে ওয়ার্কশপ-এ কাজ করে বা ওয়ার্কশপ আছে। কয়েকদিন আগে তাকে মোবাইলে বলতে শুনলাম কাউকে(সম্ভবত স্ত্রী) সে বলছে, বিয়ে ক্যানসেল করে দিতে। কারণ, ছেলেরা ২ ভাই গ্রামে এক বাড়িতে থাকে। আর কোন বাড়ি নেই। এত গরীবের কাছে বিয়ে দিতে চায় না সে ব্লা ব্লা ব্লা...
২.আমার এক আপনজনের বিয়ে হচ্ছিল না অনেকদিন। তার পিতা না থাকাতে মামা, খালু ভালো পাত্রের আশায় বার বার বিভিন্ন সম্বন্ধ ফিরিয়ে দিচ্ছিল। কখনো ছেলের চাকুরি, কখনো উপার্জন, কখনো দেনমোহর নিয়ে তাদের সাথে মিলছিল না। তার মামা একদিন বলে বসল, মেয়ে দিয়ে দিচ্ছি সারা জীবনের জন্য, ব্যবসা তো করতেই হবে!!
৩. আমাদের দেশে মেয়ের পিতা মনে করেন, তার কন্যার সাথে যার বিয়ে হবে সে তার মেয়েকে যদি ডিভোর্স দেয়, অথবা দিতে চায় তাহলে মেয়ের বিয়ে টিকিয়ে রাখতে হলে বড় অংকের 'দেনমোহর' ধার্য্য করতে হবে। অর্থাৎ সব যাচাই, বাছাই করে পাত্র ঠিক করার পরও মনের ভেতর সন্দেহ থাকে ঐ ছেলেকে নিয়ে। অথচ যে কোন ভাল সম্পর্কই যে কোন কারণে ভাঙতে পারে। তখন দেনমোহর-ও বিচ্ছেদ ঠেকাতে পারে না...
৪. বর্তমানে ঘরে ঘরে জাতীয় সমস্যা হল বউ শাশুড়ি সমস্যা। বিশেষ করে ২/৩ ভাই এক সাথে থাকলে তাদের স্ত্রীদের মধ্যে ঝামেলা, আর সেখানে পক্ষাবলম্বন নিয়ে শাশুড়ির সাথে দ্বন্দ্ব শুরু হয়। বিয়ের পর হয় বউ না হয় শাশুড়ি একে অপরকে অপছন্দ করে কোন এক অজানা কারণে। কেউ ছাড় দিতে রাজি নয়। ফলাফল, পারিবারিক অশান্তি। বেশীর ভাগ ক্ষেত্রে ছেলেকে যে কোন এক পক্ষকে বেছে নিতে হয়...
৫. তাহলে দেখা যাচ্ছে, ছেলেদের অনেক ঠেকা! বাড়িও থাকতে হয়, ভাল উপার্জনও থাকতে হয়, বড় অংকের দেনমোহর-ও লিখতে হয়, আবার পরিস্থিতির কারণে মা, ভাইকেও ছাড়তে হয়! এভাবে প্রতিটা বিয়ের আগে পরে যদি এসব ঘটনা প্রভাব বিস্তার করে অদূর ভবিষ্যতে বিয়ে নামক সিস্টেমের উপর সবার আস্থা উঠে যাবে। তাই সব পরিবারকেই ছাড় দেয়ার মানসিকতা নিয়ে সম্পর্ক করতে হবে। আর সমস্যা যেহেতু ছেলেদের বিয়ের পরই শুরু হয়, তাই মেয়েদেরকেই কঠিন দায়িত্ব পালন করতে হবে...
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৌদি আরবে শুনেছি বড় অংকের দেনমোহর-এর অংকের কারণে ছেলে মেয়ের বেশী বয়সে বিয়ে হচ্ছে আর অনাচারও বেড়ে চলেছে...
২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: বিয়ে একটা সামাজিক প্রথা। এই প্রথার নিয়ম ভাঙতে গেলে বড় সমস্যা তৈরি হবে।
সমাজে কিছু লোক নিয়ম মানতে চায় না/ আধুনিকতার দোহাই দেয়। আসার বানী হলো- প্রকিতি কাউকে ক্ষমা করে না।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবে দিন দিন বিয়েকে কঠিন করে তোলা হচ্ছে মেয়েদের পরিবারের পক্ষ থেকে সেভাবে ছেলেদের 'যোগ্যতা' তো বাড়ছে না...
৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
হাবিব বলেছেন: মেয়ের বাবাদের যে কন্ডিশনের ছেলে চাই, তেমন কন্ডিশন চাকরি প্রার্থীর জন্য চাওয়া হয় না।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মেয়ে আছে। আমি বেঁচে থাকলে যাতে ছেলের উপর 'জুলুম' না হয় সে ব্যপারে সচেতন থাকব ইনশাআল্লাহ। বিশেষ করে বেশী 'দেনমোহর' নিয়ে তো কোন চাপই দেব না...
৪| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬
ভুয়া মফিজ বলেছেন: আমাদের দেশ থেকে বিয়ে উঠে যাবে না, পশ্চিমা দেশগুলোর মতো কোন রকমে ঝুলে থাকবে শেষ পর্যন্ত। তাছাড়া ধর্মীয় ব্যাপার-স্যাপারও আছে।
আর যেসব সমস্যার কথা বলেছেন, এগুলো আগেও ছিল......শুধুমাত্র মাত্রাটা ভিন্নরকমের ছিল; এই আর কি!!!
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কথায় বলে না?... - যায় দিন ভাল, আসে দিন খারাপ...
৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাংলাদেশের মেয়েরা বিয়ে করার সময় খোজে প্রিন্স হ্যারি।যদিও নিজে কিন্তু সকিনা বা আকলিমা।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের কে পরিবারের অন্য সদস্যরা বিভ্রান্ত করে...
৬| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
দেশে সামজিক অনিশ্চয়তা ক্রমাগতভাবে বাড়ছে, এতে মানুষের ব্যক্তিত্ব কমছে
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবিশ্বাসও বেড়ে চলেছে, কেউ কারো ভাল চাইছে না...
৭| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬
শের শায়রী বলেছেন: একটা বাস্তব ভিত্তিক সমস্যা তুলে ধরছেন। অর্থনৈতিক সমস্যার জন্য নিজের নিরাপত্তা অন্যের ওপর চাপিয়ে দেবার প্রবনতা বাড়ছে।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধনী-গরীব-মধ্যবিত্ত বৈষম্য অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে...
৮| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এটা একটা সমস্যা। এ ছাড়াও বিবাহবিচ্ছেদও প্রকট রূপ ধারণ করেছে। বিয়ে হলেও তো শান্তি নেই।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছু মিলিয়েই এই সিস্টেম টাতে এখন অশান্তি বিরাজ করছে...
৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০১
নীল আকাশ বলেছেন: বিয়ে দেয়ার সময় এরা একবারও আয়নায় নিজের চেহারা দেখে না। কিছুদিন আগে রিসেন্ট একটা বিয়েতে ছেলেক বিয়ে তে কী কী দিতে হয় তার লিস্ট দেখে মাথা ঘুরে গেছে। এতকিছু দিয়ে এতবড় মোহরানা দিয়ে এত টাকা খরচ করে বিয়ে করে অনেকসময় টেকে মাত্র ৬ মাস। হায় রে বিয়ে! মানুষ মানুষের প্রতি পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধাবোধ নেই বললেই চলে। যেই বিয়ের অনুষ্ঠান শুরুই হয় অশ্লীলতা, বেপর্দা, নিকৃষ্ট হারাম কর্মকান্ড আর গান বাজনা দিয়ে সেখানে আল্লাহ পাকের কাছ থেকে রহমত আসবে কীভাবে? কেন ফেরেস্তারা আসবে দোয়া করতে?
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব। এত ধূমধাম, হাসি খুশীর মধ্য দিয়ে বিয়ে হওয়ার কয়েকদিন পরই শোনা যায় অশান্তির কথা। অথচ একটু ছাড় দিলেই সংসার হয়ে উঠতে পারে সুখের। মাত্র গতকালই একজনের(পাত্রীর কাজিন) মন খারাপ হল - কম দেনমোহর(৩.৫ লক্ষ)-এ কেন রাজি হল মেয়ের বাবা!!!
১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যেভাবে দিন দিন বিয়েকে কঠিন করে তোলা হচ্ছে মেয়েদের পরিবারের পক্ষ থেকে সেভাবে ছেলেদের 'যোগ্যতা' তো বাড়ছে না...
মেয়েদের পরিবার ভাব নেয়। আসলে তারা মেয়ে বিদায় করতে পারলেই বাঁচে। ঢের জানা আছে এসব।
২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই তাই। একই পরিবারে ছেলে ও মেয়ে থাকলেও তাদের চিন্তাধারা ঠিক শাশুড়িদের মত(নিজের মেয়ে আর পরের মেয়ে) হয়ে যায়...
১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৫
রানার ব্লগ বলেছেন: বিয়ে ব্যাপার টা আর সহজ করে নেয়া উচিত। এক পরিচিতর কাছে শুনলাম বিয়ের অনুষ্ঠানে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ না করলে বিয়েতেই বসবে না। ভাবুন একবার !!!
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খরচের ব্যপারটা মেয়ের পরিবারের জন্য কঠিন, আবার স্বর্ন, দেনমোহর ছেলের পরিবারের জন্য কঠিন। সব মিলিয়ে কী একটা অবস্থা...
১২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
অপু তানভীর বলেছেন: ধর্মকে পুজি করে আরেক ব্যবসার নাম হচ্ছে এই মাত্রাতিরিক্ত দেনমোহন ! এটা এখন হয়ে উঠেছে আধুনিক যৌতুকের অন্য আরেক রূপ । দেনমহর হতে হবে ছেলের আয় রোজগারের সাথে সামঞ্জস্যপূর্ণ । কিন্তু এই কথাটা মেয়ের ফ্যামিলির মনেই থাকে না ।
ছেলের আয় ৩০ টাকা মাসে । বিয়ের সময় দেনমোহর দাবি করে ৩০ লাখ । আবার এটাকেই এরা নিজেদের অধিকার মনে করে । এরা কেবল পড়ালেখাই করেছে শিক্ষিত হতে পারে নি ।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। আমি নিজের বেলায় এত করে বললাম, কম করে ধরতে, যাতে আমি নগদে শোধ করতে পারি। তবুও তেনারা মানেনি। নিজের মেয়ের বেলায় অবশ্যই আমি এ ব্যপারে সচেতন থাকব যাতে ছেলের উপর প্রেশার না হয়...
আমার অবাক লাগে, বিয়ে হওয়ার আগেই কেন মনের ভেতর এই সন্দেহ আনতে হবে যে, ছেলে আরেক বিয়ে করবে বা তালাক দিবে!! একটা সম্পর্ক শুরুর আগেই সন্দেহ দিয়ে শুরু হয়। এটা নষ্ট সমাজের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে...
১৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিয়ের আগে বরকে স্বাবলম্বী হওয় এবং নিজের বাড়ি হওয়া জরুরি, যা আমি বইয়ে পড়েছি। বাস্তবে এমন হয় না। বাস্তবে খালি সমস্যা।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা ঠিক আছে। কিন্তু তার আর্থিক অবস্থা বিবেচনা না করে চাপ দিয়ে বেশী দেনমোহর বা সম্পর্ক ভেঙে দেয়া কাম্য হতে পারে না...
১৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব অন্যায়। যার এমন করে ওরা বাস্তবতা চিন্তা না করে করে। আমি লণ্ডন থাকি। এসব করে অনেক মেয়ে এখন মুখ লুকিয়ে হাঁটে। প্রথম বাড়াবাড়ি করেছিল পরে বিয়ে ভেঙেছে এখন আর বিয়ে হয় না। বিয়ে হল মানতবার পরাম্পরা জারি রাখার জন্য। ভাঙ্গার জন্য নয়।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পক্ষকেই 'ছাড়' দেয়ার মানসিকত্ নিয়ে সম্পর্ক করতে হবে। এটাই বিয়ে, এটাই সংসার...
১৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমরা মানুষ। আজীবনের জন্য সংসারী হই।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে...
১৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩
হাসান রাজু বলেছেন: অতি আহ্লাদী, অশিক্ষিত, খ্যাত টাইপের শাশুড়ি এরচেয়েও ভয়ানক । শাশুড়ি ছড়ি চালায় এমন সংসারে ছেলে/মেয়ে কাউকে বিয়ে দেয়ার আগে ১০১ বার চিন্তা করবেন। চার দেয়ালের ভিতরে থেকে পুরো দুনিয়ার খবর জানা মহিলা কি পরিমান ভয়ানক কাণ্ড করবে সেটা কল্পনার বাহিরে।
২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নো ডাউট। একটা কথা প্রচলিত আছে - যে মেয়ের মা যত বেশী ওভার স্মার্ট, তার ঘর ভাঙার চান্সও তত বেশী। একই রকম ছেলের মাও হতে পারে, যে বউকে 'বুয়া'র চেয়ে বেশী কিছু ভাবতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে, বিয়ের আগে শাশুড়িকে বোঝা যাবে কীভাবে?
১৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১
পবন সরকার বলেছেন: পোষ্ট এবং মন্তব্য পড়লাম, অনেক কিছু জানলাম এবং বুঝলাম।
তবে সত্য কথা হলো যতদিন বাড়িতে নতুন বউ আসে না ততদিন বাড়িতে শান্তি থাকে আর যেই তিন ভাইয়ের তিনটা বউ আসল আর শুরু হয়ে গেল ঝগড়া ফ্যাসাদ মন কালাকালি। ভাইয়ে ভাইয়ে ভ্যাজাল বাজে না ভ্যাজাল হয় বউগুলো আসার পর। ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকা যায় কিন্তু বউগুলোর জ্বালায় পরে আর টেকা যায় না। বউদের ঝগড়া শেষপর্যন্ত ভাইদের মাঝে লেগে যায়। এটা আমার মনগড়া কথা নয় বাস্তবতা থেকেই কথাগুলো বলছি।
২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০০% সহমত। ভাইয়ে ভাইয়ে কোন সমস্যা হয় না। বউ আসতে শুরু করলেই সমস্যা শুরু হয়ে যায়। তুলনামূলকভাবে এর জন্য দায়ী কিন্তু বউ-য়েরা...
১৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: বঊ শাশুড়ির দ্বন্দটা আমাদের দেশে চিরন্তন। এটা ঠেকানোর কোন ব্যবস্থা থাকাটা জরুরী। এই যায়গায় শশুর বা স্বামীরা অনেকটা অসহায় হয়ে পড়ে।
২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শশুর জীবিত থাকলে অনেক সময় শাশুড়িদের নিয়ন্ত্রণ করতে পারে। তবে স্বামীদের কষ্ট বেশী। এ সমস্যার সমাধান বউ শাশুড়িদেরই করতে হবে। তাদেরকে ছাড় দিতে হবে...
১৯| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: আমাদের আজকের সমাজের একটি বার্নিং ইস্যুর উপর আলোকপাত করেছেন, এজন্য ধন্যবাদ। ম্যারেজ যে একটা ইন্সটিটিউশন, অনেক ছাড় দিয়ে হলেও এটাকে টিকিয়ে রাখতে হয়, এ বিশ্বাসটুকুই আজ পশ্চিমাদের আদলে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে।
একটি বিয়ে দিতে গেলে আজকাল অনেকগুলো অনু অনুষ্ঠানের আয়োজন করতে হয়। এসব কুপ্রথার বিরুদ্ধেও সামাজিক আন্দোলন হওয়া উচিত।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন দিন পারিবারিক অশান্তি বেড়েই চলেছে। কেউ ছাড় না দিলে 'বিয়ে' এক সময় পশ্চিমাদের মত ডাল ভাত হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এসব কী শুরু হলো। হাজার হাজার বিবাহ উপযুক্ত ছেলেমেয়ে
আর পাত্র পাত্রি খোঁজার সময় পাওয়া যায় না। এসব সমস্যার কারণে
সুন্দর পোস্ট