নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

\'করোনা\' ভাইরাস নিয়ে হাসান কালবৈশাখীর নতুন ব্যাখ্যা/ব্লগ আশা করছি...

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০





১. যখন 'করোনা' ধীরে ধীরে চীনে বিস্তার লাভ করছিল এবং সবে মাত্র ২/১ জন সিঙ্গাপুর, ফিলিপাইনে ধরা পড়ছিল তখন হাসান ভাই তেনার ব্লগে দিয়েছিলেন করোনা ভাইরাস নিয়ে পর পর দুটো পোস্ট। সত্যি কথা বলতে কি, আমি খুব আশাবাদী হয়েছিলাম তেনার লেখাগুলো পড়ে। তিনি লিখেছিলেন - এই ভাইরাস এয়ারবোর্ন না, এটা পুরো বিশ্বে ছড়াবে না, ভাইরাস ধরলেও কয়েক দিনের মধ্যেই চলে যাবে, উষ্ণ প্রধান দেশে ছড়াবে না ইত্যাদি...

২. তার কিছুদিন পর চাঁদগাজী ভাই'র আরেক পোস্টে বসন্তকে দ্রুত আসার আহবান জানানোর পর আমার আশা আরো বেড়ে যায়। তেনার বক্তব্য ছিল, গরম চলে আসলে 'করোনা ভাইরাস' সুবিধা করতে পারবে না...

৩. কিন্তু না! সবাইকে অবাক করে দিয়ে 'করোনা' এখন ইউরোপ, আমেরিকায় গিয়ে ঠেকেছে। প্রতিবেশী ভারতেও পাওয়া গিয়েছে এই ভাইরাস। সৌদি আরব তাদের অন্যতম প্রধান অর্থ উপার্জন কারী খাত 'ওমরাহ' ভিসা বন্ধ করে দিয়েছে। ইরানের প্রভাবশালী মন্ত্রী মারা গিয়েছে...

৪. আশংকা হচ্ছে(সত্য না হলেই খুশী হব) অচিরেই বাংলাদেশেও প্রবেশ করবে এই ভাইরাস। এখনও কোন প্রতিষেধক বের হয়নি। ওদিকে মুজিব বর্ষে অনেক অতিথিই না আসার সম্ভাবনা আছে এই ভাইরাস আতংকে। প্রধান আকর্ষণ মোদি-ও না আসার কথা ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে কীএক্টাবস্থা...

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: করোনা ভাইরাসের সাহস আছে? এই দেশে ঢুকার!! কি যে কন!

জয় বাংলার ভয় নাই পরাণে ;) কাইল যখন জোরে বাতাস ছাড়ল বৃষ্টি সহ
যেতে যেতে দেখি- মানব বন্ধনের হগগলতে চিক্কুর পাইরা জয় বাংলা কইতাছে!
ঝড় বৃষ।টিতো থামে না।
পাশ এক মুরুব্বী কয়- ইগার যে কিতা হইব? মরার সুময়ও কলেমা না পইড়া এইয়াই কইব!!!!!

আমি স্পিকটি নট!!!!

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'করোনা' সনাক্তকরণ মেশিন নষ্ট থাকলেও 'চেতনা' মেশিন খুব ভালভাবেই কাজ করছে ;) ...

২| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৪

জুন বলেছেন: করোনা বা কোবিড ১৯ ভাইরাস সনাক্তের যন্ত্রপাতির ও নাকি অভাব আমাদের দেশে। মীরজাদি সেব্রিনার হাসপাতালই নাকি সনাক্তকরণের এক মাত্র হাসপাতাল। চিন্তার বিষয়। আল্লাহর রহমত ছাড়া আমাদের দেশের মানুষের আর কোন উপায় নাই মনে হয়।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নত দেশই যেখানে হিমসিম খাচ্ছে এটা সামাল দিতে সেখানে আমাদের তো আল্লাহর রহমত ছাড়া আর কোন গতি নেই...

৩| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ইহা বাংলাদেশে প্রবেশ করলে, ইহা সবচেয়ে বেশী ছড়াবে বাংলাদেশে। বসন্ত ও গরম এলে, ভাইরাসে আক্রান্ত হলেও "নিমোনিয়া" কম হবে, এই আশাটি আমি প্রকাশ করেছি।

আজকে বিকেলে "তেহরাণে তাপমাত্রা ১৬ ডিগ্রি সে:", "বাংলাদেশের তাপমাত্রা: ২৭ ডিগ্রি সে:"; করোনা উঁচু তাপামাত্রায় কম ছড়াবে ও মৃত্যুর হার কম হবে বলে আমার ধারণা।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারতে সংক্রমণের উপর অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের...

৪| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগার হাসান কাল বৈশাখীর ধারণা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভয়ে ভাইরাস বাংলাদেশে প্রবেশ করবে না।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি বলেছিলেন, এখন আর সেই দিন নাই। সার্স, ইবোলার মত ভয়াবহ হবে না...

৫| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

অচেনা আগন্তুক বলেছেন: চাঁদগাজী বলেছেন:

ব্লগার হাসান কাল বৈশাখীর ধারণা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভয়ে ভাইরাস বাংলাদেশে প্রবেশ করবে না

=p~ =p~ =p~

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার মন্তব্য বরাবরই তীক্ষ্ণ রসবোধের পরিচায়ক...

৬| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩০

একাল-সেকাল বলেছেন:
৩৪° সে+ তাপমাত্রায় যদিও করোনা কার্যহীন হয়ে পড়ে, সেক্ষেত্রে মৌসুমি তাপমাত্রা যথেষ্ট নয় বলে জানিয়েছেন (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেখানে উন্নত দেশগুলোই এখন দিশেহারা, সেখানে আমাদের তো অনেক চিন্তার বিষয়...

৭| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: ব্লগার হাসান কাল বৈশাখীর ধারণা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভয়ে ভাইরাস বাংলাদেশে প্রবেশ করবে না। -- হা হা হা; সেন্স অব হিউমারের গুরু ঝেড়ে দিয়েছেন।

ভারতে বেশ কয়েকজনের শনাক্ত হওয়ায় ইতোমধ্যে প্যানিক শুরু হয়ে গেছে।

বাংলাদেশে ঢাকায় কয়েকটা ধরা পড়লে মানুষের প্রতিক্রিয়া কি হবে ভাবতেই গা শিউরে উঠে। অথচ কর্তৃপক্ষের নানারকম অবহেলার কথা শুনা যাচ্ছে।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। ডেঙ্গু নিয়েই যে অচলাবস্থা ছিল তা মাথায় রেখে 'করোনা' নিয়ে চিন্তা করতেই হচ্ছে...

৮| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: করোনাতে বাংলাদেশের বিরাট ক্ষতি হবে।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষতি তো হবেই। কার যে কী হবে ভাবলেই শিউরে উঠি! যাই হোক - বন্যা, ঘূর্নিঝড়, টর্নেডো, ডেঙ্গু অভিজ্ঞতা সম্পন্ন জাতি আমরা। আশা করি কাটিয়ে উঠে আবার সামনে এগিয়ে যাব...

৯| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


স্বাস্হ্যমন্ত্রীর বউ ও ছেলেমেয়েরা হয়তো মালয়েশিয়া চলে গেছে ইতিমধ্যে

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা নিজেদের ব্যবস্থা আগেই ঠিক করে রাখেন...

১০| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নেওয়াজ আলি বলেছেন:
মুখোশ পরে ফেলছি। আর করোনা পায় কই।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম হলে আমারও একটা দরকার...

১১| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০৯

জাহিদ হাসান বলেছেন: উন্নয়নের দেশে করোনা আসবে কোত্থেকে?

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেও উন্নয়নের জোয়ারে ভেসে যাবে...

১২| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২১

সাইন বোর্ড বলেছেন: বাংলাদেশে করোনা ভাইরাস আসলে ধরে নিতে হবে নিশ্চয় বিএনপির উস্কানি আছে ।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসান মাহমুদ আর ওকা সেটাই বলতে পারে...

১৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৪০

খোলা মনের কথা বলেছেন: একটি নিউজে দেখলাম শুধুমাত্র চীনাদের বিমান বন্দরে চেকআপ করা হচ্ছে। এবং বাংলাদেশে যথেষ্ট চেকআপ বা ট্রিটমেন্টর সরঞ্জম নেই তার জন্য এমন করা হচ্ছে। আমাদের প্রতিবেশি ভারত নেপালে করোনা আক্রান্ত নিউজ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কেউ আক্রান্ত হয়েছে কিনা বুঝার উপায় নেই। অনেকে বলছে মুজিব বর্ষ পালনের জন্য তথ্য গোপন করা ও হতে পারে। সত্য মিথ্যার উপর দাড়িয়ে আছে কথাটি। এমনটা হলে অবাক হওয়ার কিছু নেই। তবে করোনা আক্রান্ত হলে বাংলাদেশে মহামারিতে রুপান্তরিত হতে পারে.... সতর্ক আর দোয়া করা ছাড়া কিছু করার নেই

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেশিন নষ্টের কারণে এর মধ্যে ঢুকে গেল কিনা...

১৪| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
করনা জীবাণু দিয়া বাংগালী মারা কঠিন।
সিংগাপুরে ৫ বাংগালী করনা আক্রান্ত হয়েছিল, ১ জনের অবস্থা ছিল প্রায় মৃত্যুমুখি,ভদ্রমহিলা প্রেগন্যান্টও ছিল।
যে কোন ভাইরাস রোগী ৭-৮ দিন টিকে যেতে পারলে তার ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়, সে হিসেবে ভদ্রমহিলা সহ ৫ বাংগালী ভাল হয়ে অলরেডি হাসপাতাল ত্যাগ করেছে। সেই প্রেগন্যান্ট ভদ্রমহিলাও বাংলাদেশে ফিরে এসেছে।
সিংগাপুর উন্নত দেশের মত সভ্য দেশ। ৫ বাংলাদেশির নাম প্রকাশ করে নি।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক...

১৫| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৩২

আমি সাজিদ বলেছেন: বিষয়টা হচ্ছে যে যেই বিষয়ে প্রফেশনাল লেভেলের বুঝ রাখেন না সে সেই বিষয়ে বিদ্যান সাজলে বিপদ হয়। আজকাল গুগলের যুগে স্যালো নলেজ নিয়ে সবাই ভাইরোলজিস্ট, ফার্মাসিস্ট সবাই বিবিসি আর সিএনএন।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো কেউ কেউ বলছে ৬ কোটি লোক মারা যাবে...

১৬| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আগামী একমাসের মধ্যে করোনা ভাইরাস নির্মুল হয়ে যাবে।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হলে তো ভালই হয়...

১৭| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৮

শের শায়রী বলেছেন: পেপারে দেখছি ৭০ ডিগ্রীর ওপর তাপ মাত্রা গেলে করোনা ভাইরাস কার্যকারিতা হারায়, সে যায়গায় বসন্ত, শীত বা ইউরোপ আমেরিকা বাংলাদেশ কোন ঘটনাই না। চারদিকে খবর পাওয়া গেছে করোনা আসছে আমাদের দ্যাশে এখনো ক্যা আসে নাই এইটাই চিন্তার বিষয়। :) আর ইউরোপ আমেরিকায় একজন মরলেই যেভাবে চিক্কুর মিক্কুর দিয়া বিশ্ব উল্টাইয়া ফালায় আমাগো দ্যাশ অত অল্পে চিক্কুর দ্যায় না। এক/ দেড় হাজার তো ডেঙ্গুতেই মরল কি অইছে! সেইবার কোন এক মন্ত্রী না কে যেন কইছিলো দ্যাশ উন্নত অইছে দেইখাই ডেঙ্গু আইছে। এইবারো কয়টা জান নিয়া যাইব যদি করোনা ভুত আসেই। আর এই দ্যাশে জান খুব একটা বড় ব্যাপার না :P কেউ কেউ কোন না কোন কোন বিবৃতি টিবৃতি দেব। ভাইবেন না ভাই। :D

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি আল্লাহর রহমতে না আসে তাহলে সেটাকে নিজেদের কৃতিত্ব দাবি করবেন তেনারা...

১৮| ০৬ ই মার্চ, ২০২০ ভোর ৬:০৪

কালো যাদুকর বলেছেন: খবর পেলাম, আমাদের শহরেও করোনা প্রবেশ করেছে। এখন দোকানগুলোতে বোতল পানি, স্যানিটাইজার, টিস্যু পেপার, ইত্যাদি দরকারি জিনিস পাওয়া যাচ্ছে না। আমেরিকানরা সবকিছুতেই বাড়াবাড়ি করে, কথাও একটুকরো শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে লোকজন বাইরে গাড়ি পার্ক করতে চায় না। আর এটা তো জীবন মরণের ব্যাপার। এদিকে নাক বোচা দের দেখলেই লোকজন দূরে দূরে বসে। অফিসে সব নন ইমার্জেন্সী ট্রাভেল ক্যান্সেল। চৌনিক সহকারী অফিস কর্মীদের সাথে লোকজন এখন আর হ্যান্ডসেক করছে না। কি মুশকিল। করোনা সবাইকে রেসিস্ট করে ফেলেছে।
চাঁদগাজী সাহেবকে একটু বেশি সাবধানে থাকতে হবে। শুনলাম সিনিওর নাগরিকগণ এইরোগে বেশি ভনারাবল।

সবাইকে সাবধানে থাকার আহবান করছি। ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সন্তান যেখানে মা থেকে আলাদা হয়ে গিয়েছে সেখানে সবাই তো রেসিস্ট হবেই...

১৯| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি কইতাম কওনের কিছু নাই । তাই শুধু দেইক্খা যাই আর হুইন্না যাই । যেদিন আসিবে আজরাইল সামনে সেদিন আর রক্ষে নাই ।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। 'করোনা' ছাড়াই আজকে ১৭ জন এক্সিডেন্ট-এ মারা গিয়েছে...

২০| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪২

নতুন বলেছেন: করোনা ভাইরাসে মৃত্যুর হার কম এবং এতো আতংকিত হবার কারন নাই।

Coronavirus Cases:
98,424
view by country
Deaths:
3,386
Recovered:
55,640

আক্রান্ত ৯৮ হাজার তার মাঝে ৫৫ হাজার বাড়ী ফিরে গেছে।

https://www.worldometers.info/coronavirus/coronavirus-age-sex-demographics/

AGE
DEATH RATE confirmed cases DEATH RATE all cases
80+ years old 21.9% 14.8%

70-79 years old 8.0%
60-69 years old 3.6%
50-59 years old 1.3%
40-49 years old 0.4%
30-39 years old 0.2%
20-29 years old 0.2%
10-19 years old 0.2%
0-9 years old no fatalities

০ থেকে ৯বছরের কোন শিশু মারা যাইনাই। ৫০ এর উপরে মারা গেছে বেশি, ১৪% মারা গেছে যারা ৭০ বছরের উপরে আক্রান্ত হয়েছে...

করোনা ভাইরাস অন্য আরেকটা ফ্লু ভাইরাসের মতনই। এটাতে আতংক ছড়িয়েছে সোসাল মিডিয়ার কারনে... এর চেয়ে বেশি মানুষ রাস্তায় একসিডেন্টে মারা যাচ্ছে প্রতাদিন।

০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইংলিশ প্রিমিয়ার লীগে হ্যান্ড শেক নিষিদ্ধ করা হয়েছে...

২১| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৫

নতুন বলেছেন: সারা বিশ্বেই আগামী ১ মাস পরে এই ভাইরাস থাকবেনা। গরম পড়ার সময়েই এর প্রকোপ কমে যাবে।

সোসাল মিডিয়ার গুজবের কারনে সারা বিশ্বে ব্যবসায়ীক মন্দা শুরু হয়েছে। অনেক মানুষ চাকুরী হারাবে, অনেকেই পথে বসবে। পন্যের দাম বাড়াবে সাধারন মানুষ কস্ট পাবে।

গুজব খুবই খারাপ জিনিস।

০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশী সমস্যা হতে পারে চীন থেকে যদি বৈশ্বিক ব্যবসাগুলো সরে যায়। বিশেষ করে আমাদের মত উন্নয়নশীল দেশগুলো চীনের উপর অনেকটা নির্ভরশীল...

২২| ০৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসঃ বিশ্বে মারা যাবে সাড়ে ছয় কোটি মানুষ

০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একটু বেশী বেশী...

২৩| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

নতুন বলেছেন: Expediency Council member Mohammad Mirmohammadi died at a Tehran hospital of the virus, state radio said. He was 71.

https://www.cdc.gov/flu/about/burden/2017-2018.htm

৬৫+ বছরের 50,903 মানুষ ফ্লুতে মারা গেছে ২০১৭-১৮ সালে... শুধু মাত্র আমেরিকাতেই। বেচারার তো বয়স ৭১ বছর।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বয়স্কদের জন্য এই ভাইরাস মারাত্মক হয়ে দাঁড়িয়েছে...

২৪| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১:৪৬

সুপারডুপার বলেছেন:



বাংলাদেশের একদল গবেষকতো করোনাভাইরাসের প্রতিষেধক ঔষধি গাছ ‘নিশিন্দা’ উদ্ভাবন করে ফেলছে। এছাড়াও ফেইসবুকে করোনাভাইরাসের প্রতিষেধক দোয়ার আদান প্রদান চলছে। কাজেই নো চিন্তা ডু ফুর্তি !!!

০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরেকজন তো স্বপ্নে পাওয়া ওষুধও পেয়ে গিয়েছেন...

২৫| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩০

অপু তানভীর বলেছেন: চেতনাপন্থী দল যেহেতু বাংলাদেশে ক্ষমতায় আছে সেহেতু করোনা কিংবা কারিনা কোন ভাইরাসই এদেশের কোন ক্ষতি করতে পারবে না । জাফর স্যার চেতনা যেই দেশে আছে সেই দেশ অন্য সকল ভাইরাস থেকে নিরাপদ ।
তবে অন্য দল ক্ষমতায় থাকলে অবশ্যই ভয়ের কারন ছিল !

সুতরাং চিন্তার কোন কারণ নাই ।

চিল ব্রো .... B-))

০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার উপর বিশেষ একটা বছর শুরু হতে চলল ;) ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.