নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

\'করোনা\' ভীতি : পক্ষ - বিপক্ষ

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮



১. 'করোনা'/কোভিড-১৯ নিয়ে দুই পক্ষ সমান তালে যুক্তি, পাল্টা যুক্তি, ট্রল, সচেতনতামূলক স্ট্যাটাস, ফানি ভিডিও ইত্যাদি প্রসব করে চলেছে। আমার ব্যক্তিগত মতামত ট্রেন্ডিং-এ এগিয়ে আছে 'ইনশাআল্লাহ কিছু হবে না' গ্রুপ। আশার কথা হল - প্র্যাকটিসিং মুসলিম না হলেও এ ক্ষেত্রে শিক্ষিত/অশিক্ষিত/জুমা/শর্টকাট মুসলিমদের বড় অংশ এখন এই গ্রুপ aka ' হায়াত মউত আল্লাহর হাতে'। এই গ্রুপের যুক্তিগুলো হল -
* 'বিশেষ দিন'-এর কারণে 'করোনা' নিয়ে বিমানবন্দর তথা প্রশাসনে অনেক ঢিলেমী ছিল। তো, প্রশাসন টাইট দেয়ার আগেই কয়েক লাখ প্রবাসী/চীন ফেরত(প্রথম দিকে শুধুই চীনে ছিল এই ভাইরাস) এ দেশে প্রবেশ করে। তাহলে ঐ সময়ে প্রবেশ করাদের গোনায় ধরলে আক্রান্তের সংখ্যা এত কম কেন? এত জনবহুল থাকার পরও মৃত্যু হার এত কম কেন? আল্লাহ মাফ করুক আমিও চাই আর আক্রান্ত না হোক - কিন্তু যুক্তির খাতিরেই বলা!...

* সম্পূর্ণ লক ডাউন না করে কোন কিছু হবে না। কারণ, গণপরিবহন, বাজার, হাসপাতাল, বাতাস যে কোন ভাবেই এই ভাইরাস আসতে পারে। শুধু স্কুল/কলেজ/জনসমাগম বন্ধ করলেই হবে না। অর্থাৎ ভাগ্য খারাপ হলে এত কিছুর পরও ভাইরাস ধরতে পারে! এখানেও আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না...

* এর চেয়ে বেশী মৃত্যু প্রতিদিন সড়কে হয়। মৃত্যু যে কোন সময় হতে পারে। তাই 'করোনা'কে নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই...

২. অন্যদিকে অপর পক্ষের যুক্তিগুলো হল -

* আমাদের চেয়ে অনেক উন্নত দেশ যেখানে এটা সামাল দিতে হিমসিম খাচ্ছে, সেখানে আমরা কেন এত উদাসীন হব?

* ইরান মুসলিম দেশ হলেও সেখানেও মৃত্যুর সংখ্যা অনেক বেশী। সৌদি আরবে সম্ভবত হাজার বছরে এই প্রথম কাবা শরীফে তাওয়াফ বন্ধ হয়েছে। তাহলে আমরা কেন মসজিদে নামাজ বন্ধ করব না?

* 'ইনশাআল্লাহ কিছু হবে না' বললেও আল্লাহ তো বিবেক দিয়েছেন। সব যদি আল্লাহই করে দিবেন তাহলে নবীজি(সাঃ) এত কষ্ট করে কেন ইসলাম প্রতিষ্ঠা করলেন? উনাকে তো আল্লাহ সহজেই জিতিয়ে দিতে পারতেন সব খানে। অন্য নবী রাও কেন এত কষ্ট করেছেন? আল্লাহ রিজিক দিবেন বলে কেই তো ঘরে বসে থাকেনা। কাজেই আমাদের সতর্ক-ও হতে হবে বিশ্বাস-ও রাখতে হবে...

৩. ব্লগে চাঁদগাজী ভাই 'করোনা' নিয়ে চিন্তায় থাকলেও, হাসান কালবৈশাখী ভাই আগের মতই কম চিন্তিত। আমার মতামত হল - আমাদের যেন মনের বাঘে না খায়। আমার মনে হয়, বাংলাদেশীরা ডেঙ্গু, ঘূর্ণিঝড়, বন্যা, সড়ক দুর্ঘটনার পরও যেভাবে এগিয়ে যায় - সেভাবেই 'করোনা' মোকাবেলা/চ্যাপ্টার ক্লোজ করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৩

ভুয়া মফিজ বলেছেন: এসব কথা বাদ। আমাদের মন্ত্রীরা বলেছেন, যেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দেশে করোনাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি আপাততঃ এর উপরেই ভরসা করছি। ;)

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দেশের মন্ত্রীরা অবসরে 'মোটিভেশনাল স্পিকার' হতে পারবেন। বিটিভি-ও ফেইল তেনাদের কাছে...

২| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫

ঢাবিয়ান বলেছেন: কি হবে কেউ জানে না। তবে সরকারী হিসেবেও ৩৩ জন আক্রান্ত ও তিনজন মৃত। সুতরাং বেসরকারী হিসাবটা আরো বেশীই হবে। সুতরাং সর্বোচ্চ সতর্ক করার জন্য এই দেশে কার্ফুর বিকল্প নাই। মসজিদ , মন্দির, চার্চ সব বন্ধ করে দেয়া দরকার।বাইরের দেশে এই সব জায়গা থেকেই করোনা বড় আকারে ছড়িয়েছে। মালয়েশিয়ার অবস্থা দেখেও যদি শিক্ষা না হয় তবে কিছু বলার নাই।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত অনিয়ম হয়েছে এই দেশে - এখন নিয়মের মধ্যে যেতেও ভয় পাচ্ছে। সরকারের তথ্যকে কেউ বিশ্বাস করতে পারছে না। ব্যক্তিগত ভাবে সতর্কতা প্রায় সবাই অবলম্বন করছে। বাকীটা আল্লাহর উপর...

৩| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ফেসবুক এবং ব্লগে বহু লেখা আসছে করোনা নিয়ে। প্রতিটা লেখাই আতংকে ভরপুর।
এমন কেউ কি কিছু লিখবেন যে লেখা পড়লে আশা জাগবে।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকে নয়ন চ্যাটার্জীর স্ট্যটাসগুলো পড়বেন। অনেক আশা পাবেন...

৪| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

ফয়সাল রকি বলেছেন: ইনশাআল্লাহ কিছু হবে না।

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনশাআল্লাহ এর মধ্যে ওষুধ-ও বের হয়ে যাবে...

৫| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ
আল্লাহ ভরসা

আমরা আল্লাহর ভরসাতেই তার কাছে পূর্বে কৃত গুনাহের জন্য ক্ষমা চাইবো

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই...

৬| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪১

নেওয়াজ আলি বলেছেন:


রাজশাহীর কাঁকনহাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল মজিদ। ভারত ফেরত মজিদ বিয়ে, জনসভা ও ঢাকায় নেতাদের তেল দেওয়া। এবং দলবল নিয়ে মাস্ক বিতরণ সবই করছেন । সরকারী নির্দেশ কে মানবে বলুন।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিলেটের সাবেক মেয়র কামরান যুক্তরাজ্য থেকে এসে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন। এদের কে বোঝাবে...

৭| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


দেশে যারা ইউরোপ থেকে ফিরেছেন, তাদের মাঝে ৩/৪ লাখের "লিগ্যাল কাগজপত্র নেই"; ওরা কি আবার আগের মতো ফিরে যেতে পারবেন? যেতে হলে আবারও আফ্রিকা গিয়ে "নৌকায় ভুমধ্যসাগর পার হতে হবে"; গেলে কি আগের ইতালী থাকবে, আগের মতো সহজে রাস্তায় "বিনা পারমিশনে দোকান" খুলতে পারবেন? এবার যাবার টাকা কোথায় পাবেন? তাদেরকে শেখ হাসিনা বা দেশ কি ১৫ লাখ করে টাকা দিয়ে, "চুরি করে ইতালী" যেতে সাহায্য করবে? অথবা ইউরোপ না গেলে, সরকার কি ওদেরকে দেশে চাকুরী দেবে? ওদের চাকুরী নিয়ে কি শেখ হাসিনা চিন্টিত?

হাসান কালবৈশাখী এসব বুঝে বলে আমার মনে হয় না।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ব্যপারটা দেশে যারা আছেন তাদের নিয়েও হবে। ১৫ দিন লকডাউনের পরই যে ইউরোপ আমেরিকার বাজার আবার উন্মুক্ত হয়ে যাবে, আন্তর্জাতিক ফ্লাইট আবার শুরু হবে - তাও নয়। সেক্ষেত্রে চাকুরিজীবিদের জন্য অনেক দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.