নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

করোনাকালীন সময়ে কিছু মুসলমানের আত্মবিশ্বাসে ভাটা পড়ল কেন?

০১ লা জুলাই, ২০২০ সকাল ১০:৩১



১. মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য ও ভবিষ্যৎবাণী হল মানুষ মারা যাবে। মৃত্যু নিয়ে সবচেয়ে বেশী সতর্ক থাকতে বলা হয়েছে ইসলামে। মুসলমানদের সবচেয়ে সহজ, সরল বিশ্বাস হল - সবই আল্লাহর ইচ্ছা। হায়াত, মউত, রিজিক সব আল্লাহর হাতে। আরেকটা কথা অনেকেই বলে, "আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না" - তবে এই কথাটা ভুল বলেছেন অনেক আলেম। thanks to youtube.

২. বাংলাদেশে শাটডাউনের(আমি কখনোই এইটারে লকডাউন বলি না) সময় সৌদি আরবের দেখাদেখি মুসুল্লী ৫জন রেখে জামাতে ফাঁক রেখে নামাজ পড়া শুরু হল। যাক, হাদীসের লঙ্ঘন হলেও ভাইরাসের ভয়ে সবাই তা মেনে নিল। যদিও এভাবে ফাঁক রেখে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়াই সঠিক বলে আমার মনে হয়। যাই হোক, তখন একটা গ্রুপ বলল, আমাদের যা হওয়ার হবে আমরা মসজিদে নামাজ পড়ব। সরকার যেন মসজিদে সবাইকে যাওয়ার অনুমতি দেয়। তখন কেউ কেউ উষ্মা প্রকাশ করল। অনেকে কটাক্ষ করল - এতদিন মসজিদে লোক হত না, এখন আসছে তেনারা মসজিদে নামাজ পড়তে! খেয়াল কইরা...

৩. ব্রাহ্মণবাড়িয়ার জানাজার পরও কেউ কেউ অনেক গোসসা হয়ে গেল। ওরা বলদ, ওরা ভাইরাস ছড়াবে বলে মাতম করল। শাটডাউনের প্রথম থেকেই বাজার, ব্যাংক চালু ছিল জনস্বার্থ বিবেচনায়! অর্থনীতির স্বার্থে গার্মেন্টস, অফিসও চালু করে দিতে হয় কিছুদিন পর। তখন আবার মসজিদ সবার জন্য খুলে দেয়ার দাবী জানানো হয় সাধারণ মুসলমানদের পক্ষ থেকে। তেনাদের যুক্তি ছিল - বাজার, ব্যাংক, গার্মেন্টস খোলা রাখলে মসজিদও ১০/১৫ মিনিটের জন্য খোলা রাখা যেতে পারে। কাতারে নাহয় ফাঁকই সই। তখনও ওনাদের কেউ কেউ রাগ দেখালেন। গাজীপুরের মেয়র মসজিদ খুলে দেয়াতে তেনাকে নিয়েও সমালোচনা হল। এক আলেম তো বলেই বসলেন, মসজিদকে কেন বাজারের সাথে তুলনা করা হয়েছে! হাইস্যকর...

৪. তেনাদের সর্বশেষ অভিমান কোরবানীর হাট নিয়ে। কীভাবে দূরত্ব ঠিক থাকবে, কীভাবে স্যানিটাইজ করা হবে বাজার এসব নিয়ে তেনাদের চিন্তার শেষ নেই। বলি, আপনাদের হল টা কী? কোথায় আপনারা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে, সেখানে আপনারাই বেশী ভয় পাচ্ছেন কেন! ইসলামে সতর্কতা ও বিশ্বাস দুইটাই ঠিক রাখতে হবে। এস আলমের ভাই আমার আপনার থেকে আরও বেশী সতর্ক ছিল। আরো অনেক ভিআইপিও ঘর থেকে বের হয়নি। কিন্তু তেনাদেরও সময় হওয়াতে চলে যেতে হয়েছে...

(আমার কিছু ফেসবুক ফ্রেন্ড যারা নিয়মিত কোরআন, হাদীসের বাণী পোস্ট করত। তারা মসজিদ খোলার বিপক্ষে, কোরবানীর হাটের বিপক্ষে। তাদের পোস্টে সমালোচনা করতে পারি না বন্ধুত্বের স্বার্থে। তাই এইখানে পোস্ট হিসেবে মতামত প্রসব করলাম)

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২০ সকাল ১০:৫৬

ফেরদাউস আল আমিন বলেছেন: "ইসলামপন্থী" র সংজ্ঞা কি(আপনার মতে), তা বোধ করি প্রথমে বলে দিলে ভাল হোত। রাষ্ট্রীয় কোন সংজ্ঞা বিদ্যমান থাকলেও উল্লেখ করতে পারেন

০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা বাস্তব জীবনে অন্যদের চেয়ে বেশী ইসলামী পন্থা অনুসরণ করেন আর কী! যাই হোক, শিরোনাম ও লেখাতে বদলে দিয়েছি...

২| ০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

তারেক ফাহিম বলেছেন: আপনার বন্ধু মহলের কেউ ব্লগিং করে কিংবা ব্লগ দেখে?

যদি দেখে তাহলে ক্ষেপে যাবে কিন্তু :D

০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বন্ধু, পরিবার কেউ জানে না আমি এই আই ডিতে ব্লগিং করি...

৩| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:১০

মুজিব রহমান বলেছেন: হায়াত মউত আল্লার হাতে-

এটা কিছুক্ষণ মানছেন আবার পরক্ষণেই মানছেন না তারা। তাই কিছুক্ষণ মাস্ক পড়ছেন আবার কিচুক্ষণ খুলে রাখছেন। কিছুক্ষণ দূরে থাকছেন আবার কাছে চলে আসেন। তবে তাদের বিশ্বাসে ফাটল ধরেছে কিছুটা হলেও।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই ব্যক্তি ব্যাংকে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, কিন্তু মসজিদের বেলায় পিছপা হচ্ছেন...

৪| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৪৭

জাহিদ হাসান বলেছেন: :| :|

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: :D :D :D

৫| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ভাই সহজ সরল সত্য হলো- সবাই ধর্মের কথা বলে। কিন্তু কেউ ধর্ম মানে না। একজন মানুষও ধর্ম মেনে চলে না। এটা দুঃখজনক।
মানূষ হয়তো বুঝে গেছে ধর্ম তাকে ভাত দিবে না। ইহজগতে কিছুই দিবে না। পরকালে দিবে। তাহলে মানূষ অহজগতে কিভাবে বাচবে?

কাজেই দিন দিন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকটাই সত্য...

৬| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: আমি বিচার মানি তালগাছ আপনার। বিচার মানি না তালগাছ আপনার ।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম...

৭| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:২০

জাদিদ বলেছেন: বলেন ত মহামারী সম্পর্কে হাদীসে কি বলা হৈছে?

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যখন কোনো এলাকায় মহামারি ছড়িয়ে পড়ে তখন যদি তোমরা সেখানে থাকো তাহলে সেখান থেকে বের হবে না। আর যদি তোমরা বাইরে থাকো তাহলে তোমরা সেই আক্রান্ত এলাকায় যাবে না।’ (বুখারি - ৫৭২৮)

৮| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৫১

জাহিদ হাসান বলেছেন: হাইসেন না। আপনার পোস্ট পইড়া তব্দ খায়া আছি ! /:)

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই ব্যক্তি ব্যাংকে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, কিন্তু মসজিদের বেলায় পিছপা হচ্ছেন...

৯| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

১০| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


অনেক মুসলমান আল্লাহের উপর ভরসা রেখে গরুর হাঁটে যাবে না, তারা তাদের কাজের লোকদের পাঠাবে; কারণ, মানুষ জানে, করোনা সংক্রামক রোগ, ইহার সংক্রমণে আল্লাহের হাত নেই।

০২ রা জুলাই, ২০২০ ভোর ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি হায়াত শেষ হয়, গরুর বাজারে না গিয়ে কেউ মৃত্যু ঠেকাতে পারবে না। সব‌ই আল্লাহর ইচ্ছা...

১১| ০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার মৃত্যু যেখানে যে সময়ে নির্ধারত করা আছে
তার বিন্দুমাত্র হেরফের হবেনা।
তাই ১৩ ঘণ্টা পানির নিচে থেকেও বেঁচে থাকবে মানুষ
আবার বদ্ধ ঘরে্কে এসির মধ্যে থেকেও মানুষ হবে লাশ

সুতরাং সবর করতে হবে আর আল্লাহর উপর ভরশা রাখতে হবে

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। দুই লাইনেই সব বলে দিয়েছেন...

১২| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:১২

নীল আকাশ বলেছেন: সবাই এই সময়ে করোনা নিয়ে কনফিউজড!

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিডিয়ার বাড়াবাড়িও একটা কারণ। যেন আর কোন বিষয় নেই...

১৩| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবচেয়ে বড় কথা যার মৃত্যু যে ভাবে নির্ধারণ করা হয়েছে সেভাবেই মারা যাবে। তবুও সচেতন থাকা ভালো। আর আল্লহর উপর ভরশা রাখতে হবে।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মূল বক্তব্য এটাই। তেনারা মানে যারা বেশী ইসলামিক চিন্তা সম্পন্ন, তেনারা কেন সতর্কতা নিয়ে মসজিদে বা কোরবানীর হাটে যেতে ভয় পাচ্ছেন?

১৪| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

রানার ব্লগ বলেছেন: আপনার এই প্রবন্দের এক্টাই উত্তর সেটা আপনার আইডি

বিচার মানেন তবে তাল গাছ আপনার

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.