নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. একজন ছাত্র মাসে কত টাকা খরচ করে বাস ভাড়ায়, আর কত টাকা খরচ হয় তার বেতন, জীবনযাপন, কোচিং বা শিক্ষা কার্যক্রমের জন্য কেউ কি এটা ভেবে দেখেছেন? তার অন্য সব আনুষাঙ্গিক খরচ চলতে থাকবে আগের মতই, কিন্তু বাস ভাড়ার ক্ষেত্রে সে দিতে চায় হাফ ভাড়া...
২. একজন ছাত্র ঢাকা শহরে বাসা থেকে সর্বোচ্চ কত কিলোমিটার দূরত্বের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে? সময় ও দূরত্বের কারণে অনেকেই বাসা পরিবর্তন করে অথবা একা থাকলে কাছাকাছি মেসে বা বাসায় থাকে। সেই দূরত্বের ভাড়া কত? ২০/৩০/৪০? তার হাফ ভাড়া কত? ১০/১৫/২০। ২৬ দিনে (যদিও এই প্রতিবাদী প্রজন্ম বন্ধের দিনও হাফ ভাড়া দিতে ছোটলোকের মত আচরণ করে) কত টাকা বাঁচবে? এই টাকা এখন থেকে তারা দিবে না। এটা সরকারের টাকা না, তাদের পিতার মতই অন্য কারো পিতার টাকা তারা দিচ্ছে না। অনেক সফল আন্দোলন!...
৩. আমার চৌদ্দ গুষ্টির মধ্যে কেউ পরিবহন ব্যবসায় নেই। যদিও আইনের শাসন আর উন্নত দেশের মত নিয়ম কানুন থাকলে আমি নিজেই পরিবহন ব্যবসায় আসতাম। সে ভিন্ন কথা। আমার কথা হচ্ছে, আমার দাবি আমি সরকারের কাছে না চেয়ে বেসরকারী মালিকদের কাছে কেন চাইব? সরকার কি বেসরকারী বাস মালিকদের ভর্তুকি দিবে?
৪. বড়ই এক অদ্ভূত টিকটক প্রজন্ম তৈরি হয়েছে এ দেশে। ফেসবুক, টিকটক ছাড়া যে প্রজন্মের(বেশীরভাগ) দিন শুরু ও রাত শেষ হয় না, সে প্রজন্ম কিছুদিন পর পরই নানা কারণে রাস্তা দখল করে রাখে তথাকথিত নষ্ট রাজনৈতিক কর্মীদের মত। তাতে আবার তাল দেয় মরহুম বিএনপি বা অন্য ৩ নম্বর দল গুলো। এ প্রজন্মের রাতের ভোট, গণতন্ত্র নিয়ে মাথা ব্যথা নেই, কারণ এ প্রজন্ম পলিটিক্স হেইট করে। এ প্রজন্মের দুর্নীতি, ঘুষ নিয়ে কোন মাথাব্যথা নেই, কারণ এই প্রজন্ম নিজেরাই(বেশীরভাগ) বিসিএসের পেছনে ছুটছে ঘুষ খাওয়ার জন্য! এ প্রজন্ম বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়লে আন্দোলন করে, অথচ উচ্চ শিক্ষা এখন সব দেশেই একটা পণ্য। এটা চ্যারিটি নয়...
৫. দেশ চলবে আইন অনুসারে। সড়কে দুঃখজনক ভাবে ছাত্র মারা গেল। আর আন্দোলন হল হাফ ভাড়া নিয়ে। যে দেশের দুই জন মেয়র মাত্র গুটিকয়েক বাস সিন্ডিকেট ভাঙতে পারে না, যে দেশের রাজধানী ঘন্টার পর ঘন্টা জ্যামে অচল থাকে, যে দেশে ঘুষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সহ সরকারী কোন কাজই হয় না, সে দেশে খামাখা এসব আন্দোলন দিয়ে সমাজও পরিবর্তন করা যাবে না, রাষ্ট্রের চরিত্রও ঠিক করা যাবে না। মাঝখানে কিছু ছাত্র নুরা পাগলার মত মাইর খাবে...
৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতির বড় অংশই ইডিয়ট, সীমিত মগজ - আপনার কথাগুলো বাস্তব সত্য...
২| ৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও বুঝতে পারি না বাস মালিকরা কেন হাফ পাস দেবে? তাদের লাভ কী?
৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ দেশ চলছে আবেগ আর হুজুগে। এ দেশের মানুষকে ডাইভার্ট করার সহজ পথ হল, ক্রিকেটে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো আর ছাত্রদের রাস্তায় নামানো...
৩| ৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কেমন মনমানসিকতা নিয়ে আমার প্রজন্ম বড় হচ্ছে। এই টাকা বাঁচাইয়া নির্ঘাত বিড়ি টানবে। আমি সাক্ষী, ইন্টারে মাত্র ভর্তি, দাঁড়ি মোছও সামান্য। যুগান্তরের গলিতে দেখতাম এই নটরডেমের ছেলেরা একসাথে হয়ে এক হাতে সিগারেট অন্য হাতে চা নিয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। দেখে কী যে খারাপ লাগে, ভাবি আহারে বাবা মায়ের কাছ থেকে টাকা এনে বিড়ি চা খায় অথচ তারা জানেনই না।
একদিন বলেছিলাম বাবারে এই কেন সিগারেট খাও। সাথে সাথে ফেলে দিয়ে বলেছিল আন্টি এই ওয়াদা করলাম আরি খাবো না। জানি না সে খায় কিনা।
আরেকদিন মোবাইলে ফটো তুলছি তখন দেখে ফেলেছে, এসে আমার পায়ে ধরে হাতে ধরে আন্টি প্লিজ ছবিটা ডিলেট করে দেন। আমি বলল্লাম এখানে দাঁড়াইয়া সিগারেট খাইবা আর। কানে ধরে বলেছিল কছম আর খাবো না। কারণ নটরডেমের অধিকাংশ ছাত্র জসীম উদ্দীন রোডে থাকে অনেকের মায়ের সাথেই পরিচয় আছে। সেদিন ছটি ডিলেট দিয়েছি।
বড় কষ্ট হয় আমার ছেলেটাও আজ কলেজে। আল্লাহ তাকে হেফাজত করুন।
৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বাচ্চাটাও বড় হচ্ছে। এদের সাথেই মিশবে...
৪| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৬
স্প্যানকড বলেছেন: এ প্রজন্ম গোল্লায় যাচ্ছে। যত বেশী গোল্লায় যাবে তত মাথামোটা রাজনীতিবিদ দের জন্য সুবিধা।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক দল তাল দিচ্ছে, আরেক দল মাইর দিচ্ছে, কেউ ছাত্রদের আসল কাজটা ধরিয়ে দিচ্ছে না...
৫| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বাস ভাড়া যদি "হাফ" দিতে হয়, সেটা সরকার দেবে, বাস মালিক কেন দেবে? একজন নাগরিক (বাসের মালিক ) অন্য নাগরিককে ( ছাত্রকে ) কেন আর্থিক সাহায্য করতে বাধ্য থাকিবে? চাদ্গাজীর সাথে একমত।
শিক্ষা এখন পন্য এটা স্বীকৃত। তাহলে সব শিক্ষা প্রতিষ্ঠানের কেন নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকবে না?
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সমস্যা হল, আমরা ১০ টাকা দিয়ে ভার্সিটির পাতলা ডালের সমালোচনা করব, কিন্তু ২০ টাকা বাড়ালে আন্দোলন করব। শিক্ষার্থীদের কাছ থেকে বেশী বেতন না পেলে বাস সার্ভিস কীভাবে দিবে প্রতিষ্ঠান?
৬| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৪০ সীটের একটা বাসে যদি ৫ সিট হাফ ভাড়া হয় তবে মোট ১০০ টাকা কম ভাড়া উঠে। মানবিক দিক বিবেচনা করলে কি ১০০ টাকা কি খুব বেশি?
যদিও আমি কোনদিন হাফ ভাড়া দেইনি। প্রতিদিন যখন ভাড়া আমাদের থেকে বেশি রাখা হয় এই নিয়ে কতজন প্রতিবাদ করেছেন ? নিউমার্কেট থেকে উত্তরা আসি ৪৫ টাকা দিয়ে। ৪০ জনের জায়গায় ৭০ জন উঠে। জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী নেয়া হয়। যাত্রীদের সময় নষ্ট করা হয় , সেই মূল্যের হিসাব করেছেন কখনো। ছাত্ররা ওই টাকা দিয়ে কি খাবে আমরা সেই হিসাব করছি।
আমি মনে করি ছাত্রদের পক্ষে আইন হওয়া উচিত।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইন হতেই পারে। সেটা সরকারের বিষয়। কিন্তু সিটি বাসে চলাচলকারী সবাই দেখে এটার মিস ইউজ কীভাবে হয়? একটা বাস মাত্র ২০ মিনিটের দূরত্বে যেতে ২ ঘন্টা সময় নষ্ট হয়। তাদের ট্রিপ কম হওয়াতে লাভও কম হয়। তাছাড়া ছাত্ররা আর সব খরচ করতে পারবে এই ২০ টাকা কেন খরচ করবে না?
৭| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৮
অধীতি বলেছেন: সবই ভালো বল্লেন। পরিবহন শ্রমিকরা যে দেশ বর্তমানে নিয়ন্ত্রণকরে সেটা বল্লেন না। সরকার থেকে ছাত্রদের হাফ ভাড়া দেয়া ছিল। যখন অনার্স প্রথম বর্ষে তখন সদরঘাট থেকে গুলিস্তান ভাড়া ছিল পাঁচ টাকা। হাফ ভাড়া হিসেবে দুই টাকা দিতাম। এখন দেই পাঁচটাকা তাও নিতে চায়না, ৬ বছরের ব্যবধানে ১০ টাকা ভাড়া বেশি বেড়ে গেলো। ঢাকার ৯০% এরমত গাড়ি গ্যাসে চলে। তেলের দাম বেড়ে যাওয়াতে ঢাকাতে এখন ৯০% হয়ে গেল তেলের গাড়ি। সদরঘাট থেকে যাত্রাবাড়ী কোন বাস সার্ভিস নেই। লেগুনা রাজনীতির ফসল। লেগুনায় ১৫ টাকা নিত কিছুদিন আগে অথচ প্রথম ৫ টাকা দিয়ে আসছি তারপরে ৮ টাকা এখন ১৫+। তো কথা হলো প্রজন্ম নিয়ে সবাই হতাশ। এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি, সৎভাবে বলেন প্রজন্মের জন্য হতাশা ছাড়া আর কোন কিছু করছেন কিনা। আপনি চাকরিজীবী যখন ভাড়া বাড়ায় তখন কিছু করতে পারেন না রেপুটেশন এর ভয়ে। স্কুল, কলেজ, ভার্সিটির সময়টা আর চাকরিজীবনের সময়টা অনেক তফাৎ তাই সমাজ পরিবর্তনের জন্য ওই ভার্সিটিই একমাত্র খোলা প্রান্তর যেখানে বুক ফুলিয়ে প্রতিবাদ করা যায়। ভার্সিটি থেকে বেরুলেই শেষ তখন চাকরি ম্যানেজের জন্য প্রতিবাদী ছেলেগুলোও তৈলমর্দন শুরু করে। এই টিকটক প্রজন্ম বলে যাদের গালি দিচ্ছেন, আপনারা এই প্রজন্মের কারিগর। কারন প্রজন্ম তৈরি হয় অগ্রজদের হাত ধরে। আপনারা অগ্রজরা চাকরি বাঁচাতে মুখে কুলুপ এঁটে দেবার রাস্তা থেকে সরে আসুন।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের মস্তিস্কে ঢুকিয়ে দেয়া হয়েছে, ৫২, ৬৯, ৭১-এ ছাত্ররা অগ্রনী ভূমিকা নিয়েছিল। তাই তো এক জঘন্য 'ছাত্র রাজনীতি'ই দূর হচ্ছে না দেশ থেকে। তাও আমাদের বয়সী বা আমাদের অগ্রজ রাজনীতিবিদদের কারণেই। একই দেশের মানুষ ভিন দেশে গেলে রাতারাতি ভাল হয়ে যায়, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়। তাহলে বোঝা গেল, মানসিকতায় নয় , আইনের কারণেই মানুষ ঠিক হতে বাধ্য। একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ছাত্র কখনোই নিজেকে পরিবহন শ্রমিকের সাথে এক রকম চিন্তাশীল ভাবতে পারে না। তাই তার সাজে না সেই শ্রমিকের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের সম্মান হারানো। ছোট একটা দেশ। বিশাল জনসংখ্যা। তার উপর দুই পরিবারের রাজনীতি। ছাত্ররা পড়ালেখা করুক। প্রতিবাদ, রাজনীতি এসব করতে গিয়ে কোন পিতা মাতার বুক খালি করার মানে হয় না। তাও আবার ২০ টাকার জন্য...
৮| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০০
বিটপি বলেছেন: এই চান্সে আবার বাসওয়ালারা ভাড়া বাড়ানোর তালে থাকবে, যাতে হাফ ভাড়া নিয়াও তারা লাভে থাকে
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আলু, পেঁয়াজ, রসুন ওয়ালারা দাম বাড়াতে পারলে বাস ওয়ালারাও বাড়ানোর ফন্দি আঁটবে সেটাই স্বাভাবিক...
৯| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি কি কোন কিছু কিনতে গেলে দামাদামি করেন ? দোকানিকে বলেন , ভাই ১০ টাকা কম হয় না ? আপনি ২৫০ টাকা দিয়ে কিনতে পারলে আর ২০ টাকা দিতে পারবেন না ?
হাফ পাস ছাত্রদের অধিকার। আরো অধিকার আছে ধীরে ধীরে সব পূরণ হবে।
এই প্রতিবাদী প্রজন্ম লইয়া আমরা কী করিব...
প্রজন্ম আকাশ থেকে পরে না। একাএকাই তৈরী হয় না। তাই দায়ভার আপনিও এড়াতে পারেন না।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার তুলনাটা যথোপযুক্ত হল না। মন্তব্যর জন্য ধন্যবাদ। হাফ পাস কখনোই ছাত্রদের অধিকার হতে পারে না, এটা আবদার...
১০| ৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
মেহেদি_হাসান. বলেছেন: হাফ পাস ছাত্রদের অধিকার এটা তাদের দিতে হবে তবে ছাত্ররা যেটা ভুল করেছে তা হলো অধিকার আদায় সরকারের থেকে না করে বাস মালিকদের কাছ থেকে করছে। ছাত্ররা হাফভাড়া দিয়ে কি খাচ্ছে এটা কি আপনার আমার দেখার বিষয়?
৩০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন আইনে এটা ছাত্রদের অধিকার একটু পরিস্কার করেন। কারণ, আর বাকী কোন কিছুতে তো ছাত্রদের হাফ কোন সুবিধা নিতে দেখি না...
১১| ৩০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
মৌরি হক দোলা বলেছেন: মাসিক বেতনপ্রাপ্ত পুলিশ কেন “পুলিশ পাশ”এ বাসে চড়ে আমি শুধু এই হিসাব খুঁজে বেড়াই।
৩০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শওকত উসমানের 'আমি কেন বেতন পাই' গল্পটি পড়েছেন? অনেক আগে বিটিভি-তে নাটকও হয়েছিল। কারণ, সে চাকুরি করে। পুলিশ, আর্মি - এসব চাকুরি পরীক্ষা দিয়ে অনেকের মধ্য থেকে সিলেক্ট হয়। এটা চাকুরির সুবিধা। এটার সাথে ছাত্রদের হাফ পাস মেলালে ভুল হবে...
১২| ৩০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
মন্তব্যগুলো পড়লাম; দেখছি, কয়েকজন ব্লগারের ভাবনাশক্তি বেশ সীমিত।
৩০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভবত এই প্রথম আপনি আমার কোন পোস্টে লাইক দিয়েছেন। ধন্যবাদ...
১৩| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: যারা দেশ চালায় কিংবা চালাতে চায় তারা ভালো লোক হলে চিন্তার কোনো কারণ নাই।
০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো আমাদের দুর্ভাগ্য...
১৪| ৩০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: আপনার লেখার সাথে আমি সম্পূর্ন একমত।
০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...
১৫| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ভাড়া কত? ২০/৩০/৪০?
তার হাফ ভাড়া কত? ১০/১৫/২০
সেটাই। এরাই বিকেলে স্টার রেষ্টুরেন্টে বন্ধুদের নিয়ে ৪০০-৫০০ খরচ করে ফেলে।
এ প্রজন্ম পলিটিক্স হেইট করে। এ প্রজন্মের দুর্নীতি, ঘুষ নিয়ে কোন মাথাব্যথা নেই, কারণ এই প্রজন্ম নিজেরাই বিসিএসের পেছনে ছুটছে ঘুষ খাওয়ার জন্য!
আমিও একবার সেরকমটাই বলেছিলাম ভ্যাট আন্দোনলের সময়টাতে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আকাশ্চুম্বি লাখ লাখ টাকা সেশনফি, ডাক্তারি পড়তে ২০-২২ লাখ টাকা অবলিলায় দিয়ে দিতে পারে, সেখানে কর হিসেবে ২টা টাকা সরকার প্রাপ্য। উচ্চ বেতন সেশন ফি কমানোর কোন আন্দোলন নেই। কিন্তু রাষ্ট্রকে ২টাকা (২%) ভ্যাট দিতে পোড়ায়।
০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। সরকারী বিশ্ববিদ্যালয়ের ফি বাড়লেও ওঁরা আন্দোলন করে। অথচ একটা ছাত্রের পেছনে কত টাকা সরকার ব্যয় করে তারা কখনো ভেবেও দেখেনা...
১৬| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাফপাশ ছাত্রদের অধিকার। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বেআইনি। বাসমালিকরা বড় অঙ্কের টাকা চাঁদাবাজদের দিতে কুন্ঠিত না, ছাত্রদের হাফ ভাড়া নিতেই তাদের গা জ্বলে যায়। একটা বাসে গড়পরতা কয়জন ছাত্র চড়ে? আমরা ছাত্রদেরই দোষারোপে ব্যস্ত। আমাদের বুড় শালিকদের কখনো কি বোধোদয় হবে?
০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন আইনে হাফ পাস কে অধিকার দেয়া হয়েছে এটা জানান। আবেগ দিয়ে দেশ চলে না। আগে ছিল, এসব বলে লাভ নেই...
১৭| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১:২১
নূর আলম হিরণ বলেছেন: অনেকেই দেখছি বলছে হাফ পাস ছাত্রদের অধিকার! এটা কিভাবে বললো উনারা? হাফ পাস অধিকার না, দাবি হবে। অধিকার তখনই বলা যাবে যখন সেটা আইনে পরিণত হবে কিংবা নির্দিষ্ট করে প্রজ্ঞাপন থাকবে । ব্লগারদের এই সামান্য বিষয়টুকু না বুঝার কারন কি?
০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহব্লগার মন্তব্যে জানতে চেয়েছি কোন আইনে এটা অধিকার একটু জানান...
১৮| ০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হাফ বাস ভাড়া অথবা ছাত্রদের জন্য ভাড়ায় মূল্যছাড় কোনো অযৌক্তিক দাবি নয় - তবে সেটা সরকারের বহন করা বা সাবসিডাইজড করা উচিত - এটা অনেক পুঁজিবাদী দেশেও চালু আছে। আপনি টরন্টো ও নিউইয়র্কে ছাত্রদের জন্য সাধারণ ভাড়ার চাইতে কম দিতে দেখবেন। তবে ওই সকল শহরের পরিবহন ব্যবস্থা সরকারি বা সিটির হওয়ায় এই ছাড় দেয়ার ব্যবস্থা অতি সহজ। কিন্তু বাংলাদেশে এক কিম্ভূতকিমাকার মিশ্র অর্থনীতি চালু আছে যেটাকে জাতীয়বাদী, ধনতান্ত্রিক, সমাজনতন্ত্রী, গণতান্ত্রিক, ইসলামী ব্যবস্থা বলতে পারেন। এখানে কিছু সংখ্যক ব্যক্তি ও গোষ্ঠীর সুবিধার্থে অর্থনীতি, রাজনীতি সকল কিছুই কাস্টমাইজ করা হয়।
যেমন ধরুন, বাংলাদেশে শহর ও শহরতলীর যোগাযোগ ব্যবস্থা পৌরসভার পরিবর্তে শাহজাহান খানের মতো লুটেরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হয়েছে বেসরকারিকরণের নামে। এখানে বিআরটিসির মতো সংস্থাগুলো টিমটিমে কেরোসিন বাতির মতো ম্রিয়মান। আবার উন্নত দেশের প্রধান বিমান সংস্থাগুলো যেখানে বেসরকারি, আমাদের দেশে এই বিশাল বিনিয়োগের সংস্থাটিকে রাখা হয়েছে সরকারি বিনিয়োগে যা ব্যবহৃত হচ্ছে কিছু সংখ্যক কর্মকর্তা/কমর্চারীর লুটপাটের ভান্ডার হিসাবে। স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি হাসপাতালে লোক পোষা হচ্ছে যাতে তারা এর তকমা লাগিয়ে প্রাইভেট ক্লিনিকে দেদার রোজগার করতে পারেন - আর এর ফলাফল হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে সেবার ভয়াবহ নিম্নমান। শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণের নামে ব্যাঙের ছাতার মতো নিম্নমানহীন প্রতিষ্ঠানগুলোকে গজিয়ে উঠার সুযোগ দেয়া হচ্ছে লাগামহীনভাবে। বেসরকারি ব্যাংকের নামে জনগণের সম্পদ হজম করে দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে কিছুও সংখ্যক অসাধু ব্যাংক মালিকদের।
একটি দেশের সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে ফেললে এর থেকে কখনো কোনো ইতিবাচক পরিণতি আশা করা যায় না।
০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা তো আছেই সেটা অস্বীকার করবো না। তাই বলে এরকম একটা লেইম দাবি নিয়ে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি বাড়িয়ে আন্দোলন করা কোন মতেই কাম্য নয়। গতকাল দেখলাম, শর্ত সাপেক্ষে হাফ ভাড়াও মানবে না। ক্যাচাল চলবেই। কেউ শান্তি চায় না এই দেশে মনে হচ্ছে...
১৯| ০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: কলেজগুলিতে বাস সার্ভিস চালু করে দিলেই তো হয়। সরকারের কাছে ভর্তুকি নিয়ে বাস কিনবে।
০১ লা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ লেভেলে যাওয়ার মত দেশ এখনো হয়ে উঠিনি আমরা...
২০| ০১ লা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
মোগল সম্রাট বলেছেন: ছাত্র-ছাত্রীদের কাছ থেকে গনপরিবহনে হাফ ভাড়ার নেয়ার আইন করলে পাশাপাশি পরিবহন শ্রমিকদের সন্তানদের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে হাফ টিউশান ফি বা বেতন নেয়ার আইন করে দেয়া হোক।
০১ লা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর প্রস্তাব...
২১| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আইন নেই বলেই আন্দোলন চলছে। আইন হবে একদিন অপেক্ষায় থাকেন।
আবেগ দিয়ে দেশ চলে না --- সুন্দর বলেছেন ! এই আবেগ না থাকলে এই দেশে অনেক কিছুই হতো না। ২১ ফেব্রুয়ারি , ভাষা আন্দোলন। ভাষার জন্য আবেগটাই কি বেশি ছিল না?
আন্দোলন যুক্তি দিয়ে হয় না।
শুধু এই প্রজন্ম হাফ পাস ভোগ করছে না। অনেক আগের প্রজন্ম এই সুবিধা নিয়েছে। প্রজম্ম যখন আন্দোলন করছে তখন আমাদের গায়ে বাঁধছে। আমরা তো আর ছাত্র না! ছাত্রদের আন্দোলনের ভোগান্তি আমরা কেন ভোগ করবো? আমরা সকালে অফিসে এসব , সন্ধ্যায় পরিবার কে কোয়ালিটি টাইম দেব। ছাত্ররা ২০ টাকার জন্য আবদার করে না। বরং ১০ টাকার অধিকার আদায় করে।
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন বদলায়। রুচি বদলায়। মন্তব্যর জন্য ধন্যবাদ...
২২| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১
জ্যাকেল বলেছেন: এই দেশের আমূল পরিবর্তন করা লাগবে। গণপরিবহন সেক্টর সরকারের আওতায় থাকার কথা কিন্তু ইহা মাফিয়াদের আন্ডারে। আর ছাত্ররা শিক্ষাগ্রহণ অধিকার এর বদলে আন্দোলন করছে হাফ পাসের। গড়বড়।
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা সামান্য ১০/২০ টাকার জন্য যে আন্দোলন করছে, তা যদি অন্য কোন দেশ দেখে তাহলে হাসবে। এই প্রজন্ম চেতনা'র অপব্যবহার করে গাড়ি ভাংচুর করে, রাস্তা আটকে সাধারণ জনগণকে কষ্ট দেয়...
২৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
সাজিদ! বলেছেন: বিচার মানি কিন্তু তালগাছের গোড়ায় নৌকা বাঁধা আছে। পোস্ট পড়ে মনে হলো একজন সাহেদ বাটপার যেমনভাবে কথা বলতো অবিকল তেমনভাবেই কেউ পোস্টটি লিখেছে। সময় নষ্ট করে ফেললাম। মাফ করবেন।
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়া ও মন্তব্যর জন্য ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
৩ নং:
-বাস ভাড়া যদি "হাফ" দিতে হয়, সেটা সরকার দেবে, বাস মালিক কেন দেবে? একজন নাগরিক (বাসের মালিক ) অন্য নাগরিককে ( ছাত্রকে ) কেন আর্থিক সাহায্য করতে বাধ্য থাকিবে? ইহা সরকার, প্রশাসন, দেশের মানুষের মগজে কেন নেই? জাতির বড় অংশই ইডিয়ট। ফেইসবুক হচ্ছে ছাত্রদের মুল সাবজেক্ট।