নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ‘করোনা’ আসার পর বিশ্ব এক রকম থমকেই গিয়েছিল কয়েক মাসের জন্য। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে এক দেশ থেকে আরেক দেশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যা ছিল আধুনিক যুগের এক নজিরবিহীন ঘটনা...
২. তবে আমি আশাবাদী ছিলাম সমাধান হবেই। এই সংকট পৃথিবী বাসী কাটিয়ে উঠবেই। গুজব ব্যবসায়ী, আতংক ব্যবসায়ী, লাশের স্তুপ, ১৪ দিন - সব ছাপিয়ে পৃথিবী আবার স্বাভাবিক হবেই...
৩. বলা যায়, সব দেশই স্বাভাবিক অবস্থায় ফেরত এসেছে। ‘করোনা’ কে এখন আর কেউ ভয় পাচ্ছে না তেমন। মানে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা ‘করোনা’র ১ম ও তথাকথিত ২য় পর্ব অতিবাহিত করেছি, তাদের আর নতুন করে অমিক্রন, টমিক্রন বলে ভয় দেখানো যাবে না...
৪. মৃত্যু যে কোন সময়ই হতে পারে। করোনা ছাড়াও মৃত্যু হতে পারে। টীকা নিলেও মৃত্যু হতে পারে। এক অর্থে বিশ্বাসী, অবিশ্বাসী কেউই বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারবে না।
৫. বাংলাদেশের মিডিয়াগুলো এখনও প্রতিদিন ‘করোনা’র খবর দিয়ে যাচ্ছে। ক্রিকেটের স্কোরের মত এখনও মৃত্যু সংখ্যা যোগ হচ্ছে। যখন ’করোনা’ শুরু হয়েছে তখনও দৈনিক ‘করোনা’র চাইতে বেশী মানুষ মারা যেত। এখনও মারা যাচ্ছে। তাহলে আলাদা করে কেন এই মৃত্যু সংখ্যা প্রচার করে যেতে হবে? আর কোন রোগে কী কেউ মারা যাচ্ছে না দেশে? এরা কী জানেনা যে, দেশে আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে? এরা কী জানে না যে, ৫০ টাকার মাস্ক এখন ২ টাকা?
২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি সাধারণত ব্লগে সাংবাদিকদের 'সাংঘাতিক' লিখে থাকি। এরা তুচ্ছ বিষয় নিয়ে এত পানি ঘোলা করতে জানে...
২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
করোনায় মৃত্যুর হার ২% মাত্র; কিন্তু ইহা বার বার হলে, মানুষের স্বাস্হ্য ভেংগে পড়ার সম্ভাবনা আছে; তাই, জাতিকে করোনামুক্ত করার দরকার আছে।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীর ভাগ মানুষ টীকার আওতায় চলে এসেছে, আসছে। সচেতনতা বেড়েছে। বাংলাদেশের মানুষ প্রাকৃতিক গত ভাবে এন্টিবডি পেয়েছে...
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
সোবুজ বলেছেন: কত মানুষ করনায় মারা যায় এটার নিখুঁত হিসাব দেয়া আমাদের মতো দেশের পক্ষে সম্ভব না।পত্রিকায় যেটা আসে এটাকেই নিখুঁত ধরতে হবে।সরকারী হিসাবটাই চুড়ান্ত।পত্রিকার কাজই হলো খবর দেয়া।এটাও একটা খবর।সঠিক হিসাব আছে আল্লাহ পাকের কাছে।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিখুঁত হিসাব কেউ চাইছে না। গত ২ বছর ধরে এই হিসাব প্রতিদিন দিয়ে যাচ্ছে মিডিয়াগুলো। এগুলো বন্ধ হওয়া দরকার। দেশের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে...
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে যেদিন থেকে লকডাউন কড়াকড়ি শিথিল হয়েছে, তার পরদিন থেকে করোনা সংক্রমন করোনা মৃত্যু কমা শুরু।
সবাই কাজে যোগ দেয়া যানবাহন চালু বিমান চলাচল শুরু হওয়ার পর করোনা মৃত্যুর হার উল্লেযযোগ্য ভাবে কমেছে।
যেখানে আমেরিকা প্রতিদিন হাজারের উপর মরছে, ইউরোপ লকডাউন দিয়েও হিমসিম খাচ্ছে।
তবে আমেরিকা বলে দিয়েছে আর লকডাউন দেয়া হবে না।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাইরাস টা যেহেতু মরেনি, যে কোন রোগে টেস্ট করলেই এটা পাওয়া যেতে পারে। তাই বলে, এই মৃত্যু আপডেট প্রতিদিন পড়তে আর ভাল লাগে না...
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৩
রাজীব নুর বলেছেন: সরকার থেকে করোনার যে আপডেট দেয় সেটা সঠিক হবার চান্স কম।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছু স্বাভাবিক। এসব আপডেটের আর কোন মূল্য নেই সাধারণ জনগণের কাছে...
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩
জ্যাকেল বলেছেন: আমাদের দেশে মেইনস্ট্রিম মিডিয়া পরিচয়ে যেইসকল পত্রিকা চলতেছে এইগুলা হইতেছে ছাগলের তিন নাম্বার বাচ্চা। ক্ষমতা/অর্থ/বিত্তের ছায়ার নিচে বসবাসকারী এইগুলা জনগণের জন্য সাংবাদিকতা করে না, করে বুর্জোয়া শক্তির স্বার্থ সংরক্ষণ করতে। ১/১১ এর পর থেকে দেখে আসতেছি। আপনি কিভাবে এদের কাছ থেকে কোয়ালিটি আশা করেন?