নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. দেশ ও পরিবারের টানে বিদেশ থেকে ভাল চাকুরি ছেড়ে দেশে এসে তথাকথিক এক 'ফ্যাক্টরী'তে আছি। দুনিয়ার অনিয়ম এখানে। বেতন অনিয়মিত। দেনার পরিমাণ অসীম, কর ফাঁকি, পরিবেশ আইনের পরিপন্থী কারখানা ইত্যাদি...
২. কিন্তু এত কিছুর পরও মালিক খুব নির্ভার। কারণ, বেতন অনিয়মিত হলেও ব্লাডি পুওর’ শ্রমিকরা কাজ ছেড়ে যায় না। আমার মত ভদ্র স্টাফেরা বয়স ও সার্টিফিকেট ও লিংকের অভাবে অন্য কোথাও কাজ পায় না। আর সবচেয়ে বড় কথা দেশের বিশাল এক লোভী দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তাদের বিচরণ আছে সমাজে...
৩. পরিবেশ দূষণ হচ্ছে। টাকা দিয়ে দাও। বয়লার বিপজ্জনক? সেফটি নেই? টাকা দিয়ে দাও। সার্টিফিকেট দিয়ে দিবে। ভ্যাট চালান ঠিক মত কাটা হয় না? সমস্যা কি? এ আর ও-কে ৫০০০ আর আর ও-কে ৩০০০ দিলেই ওরা খুশি। গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন কাটতে এসেছে? ওদের ঠান্ডা খাইয়ে খামে কিছু দিয়ে দাও। লাইন না কেটেই চলে যাবে...
৪. আমি আমার মালিকের দোষ দেই না। আমি খালি ঐ তরুণ, স্মার্ট মুখগুলোর দিকে তাকিয়ে থাকি। যে মুখগুলো স্কুল, কলেজে সৎ হওয়ার শিক্ষা নিয়ে, পিতা-মাতা, বংশের সম্মান রক্ষার্থে কত পরিশ্রম করে প্রতিযোগীতা করে এই চাকুরি টা পেয়েছে। আর আজ এই মুখোশের আড়ালে জনপ্রতি মাত্র ৫/৭ হাজার টাকার কাছে বিক্রি হয়ে যায়। অবশ্য বেশী টাকা পেলেই যে অসৎ হতে হবে তাও নয়। আবার আমার ফ্যাক্টরীর মত এরকম ২০ টা ফ্যাক্টরী হলেই মাসে ১ লাখ টাকা সহজেই চলে আসে তাও সত্য!
৫. আমি এই ঘুষখোরদের সাইকোলজি বোঝার চেষ্টা করি। কিন্তু কোন ঘুষখোরকে তো আর জিজ্ঞেস করতে পারি না, তাই বুঝতেও পারি না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আসলে তেনারা এটাকে ঘুষ মনে করছেন না। এক অফিসারের বক্তব্য হল, "আমি যদি একশান নেই, আপনার কোম্পানী ক্ষতিগ্রস্থ হবে, শ্রমিকেরা ক্ষতিগ্রস্থ হবে কিন্তু সরকারের কোন লাভ হবে না! আমি আপনাকে টিকে থাকতে সাহায্য করছি!" খেয়াল কইরা!
৬. আর সেই গতানুগতিক লজিক তো আছেই। মন্ত্রী পর্যন্ত এই টাকার ভাগ যাবে। ১ জন সৎ থাকলেও বাকী ৯ জন তাকে সৎ থাকতে দিবে না ব্লা ব্লা ব্লা...
২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার আমার বন্ধু, আত্মীয়রাই এসব চাকুরি করছে, তাহলে দূর হচ্ছে না কেন?
২| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৬
গফুর মিয়া১৯১ বলেছেন: যে দেশে ঘুষ নেয়া সামাজিকভাবে স্বীকৃত , সেখানে সুযোগ পেলে না নেয়া তা হলো বোকামির পরিচয়
২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকের সাইকোলজি এরকম হতেই পারে...
৩| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার বন্ধু সরকারী একটা প্রতিষ্ঠানের অভিযোগ সেকশনে বসে। সে গত ৪বছর চাকরী করে জায়গা কিনেছে, বাড়ি করেছে। শুনলাম আগামী মাসে নাকি সে গাড়ি কিনবে। গাড়ি কেনার বিষয়ে মতামত নিতে (আদতে আমাকে জানাতে যে সে গাড়ি কিনছে) আমাকে ফোন দিয়েছিলো।
সে ঘুষটুষ খায় না। অভিযোগের সিরিয়াল লেখার সময় সে মাঝে মধ্যে ভুলে খাতায় একটা দুইটা লাইন ফাঁকা রেখে দেয়। মানুষ তো, ভুল হতেই পারে। পরে ঐ ফাঁকাতো পূরণ করতেই হবে, তাই নতুন অভিযোগককে ঐ ফাঁকা লাইনের ভিতরে ঢুকিয়ে দেয়। শুনেছি বিনিময়ে অভিযোগ দাতাও নাকি তার প্যান্টের পকেটের ফাঁকে কিছু টাকা ঢুকিয়ে দেয়।
২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাত হলে কি একবারের জন্যও বিবেক নাড়া দেয় না?
৪| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: আপনাকে দুটা উদাহরন দেই-
১। ট্রেড লাইসেন্স করতে গেলে ঘুষ দিতে হয়।
২। পাসপোর্ট এঁর ভেরিফিকেসন এঁর জন্য ঘুষ দিতে হয়।
অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২/১ টা বাদে সব সরকারি কাজেই ঘুষ দিতে হয়...
৫| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫২
সোনাগাজী বলেছেন:
কোম্পানী কি উৎপন্ন করে?
২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাপড়...
৬| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪
মোস্তফা সোহেল বলেছেন: ঘুষ বলেন কেন ভাই্। বলেন এক্সট্রা ইনকাম।
২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'স্পিড মানি' বললে ব্যাপারটা আরো ভাল্লাগে...
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যত অনিয়মের আখড়া হলো সরকারী অসাধু কর্মকর্তারা। যদি এই কর্মকর্তারা সৎ হতো তাহলে অনিয়ম দূর করতে একমাস লাগবেনা।