নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ভালয় ভালয় পহেলা বৈশাখ পার হল...

১৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৮


১. পহেলা বৈশাখ কাছাকাছি আসলেই একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় আমার ফেসবুকে। কোন বন্ধু স্ট্যাটাস দিচ্ছে মঙ্গল শোভাযাত্রা ইসলাম বিরোধী (অনেক কিছু সনাতন ধর্মের ক্রিয়ার সাথে মিলে যায়), আবার কোন বন্ধু দিচ্ছে এটা ধর্ম বিষয়ক কিছু নয়, শুধুই একটা উৎসব যা চারুকলার ছাত্র ছাত্রীদের দেখাদেখি সারা দেশে শুরু হয়েছে। আবার কেউ জানাচ্ছে, শোভাযাত্রা পর্যন্ত ঠিক আছে, তবে মূর্তি, মুখোশ, মঙ্গল কামনা, অশুভ দূর করা – এসব বিষয়ে আপত্তি (আমি ব্যক্তিগতভাবে এই দলে)...
২. আমি কারো পোস্টেই রিয়্যাক্ট বা মন্তব্য করি না। কাউকে কষ্ট দিতে চাই না বা বিরাগভাজন হতে চাই না। যাক, পহেলা বৈশাখ পার হল। এবার ফেসবুকে দেখলাম শোভাযাত্রার পক্ষের বন্ধুদের ছবি সহ বিভিন্ন স্ট্যাটাস। মনে হল, হাজার বছরের সংস্কৃতি পালন টাই মূখ্য নয়, মঙ্গল শোভাযাত্রা হয়েছেই- অনেকটা দেখিয়ে দেয়ার মত ব্যপার স্যপার...
৩. আমার ফ্রেন্ডলিস্টের মুসলিম কোন বন্ধুর বৈশাখে অংশগ্রহণ নিয়ে স্ট্যাটাস, ছবি চোখে পড়ল না। সম্ভবত রোজার কারণে। রোজা রেখে এই গরমে শোভাযাত্রায় যাওয়া অনেকটাই কষ্টের। তার উপর রোজাতে ঈদের বাজার করা ছাড়া বাইরে ঘোরাঘুরি অনেকেই পছন্দ করে না...
৪. এক বন্ধুর (সনাতন ধর্মাবলম্বী) স্ট্যাটাস টা ছিল এরকম –

সেখানে মন্তব্যকারী ৬ জনই ছিল সনাতন ধর্মের। আর রিয়্যাক্ট কারী ৪১ জনের মধ্যে ৫ জন মুসলিম ও ৩৬ জন সনাতন ধর্মের ছিল। একজনের মন্তব্য ছিল এরকম –

Thats all, your honour...

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৯

ঢাবিয়ান বলেছেন: আপনার শেয়ার করা ছবিতে পহেলা বৈশাখে এত দারুন একটা প্রতিবাদ সভা কোথায় হল? লিংক দিতে পারবেন কি ?

১৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লিংক ঠিক পাইনি। আমার এক বন্ধুর (বিএনপি নেতা) স্ট্যাটাসে পেলাম। আরো দিলাম -

২| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১২

নাহল তরকারি বলেছেন: শুধু মুসলিম ধর্ম নিয়ে বলছি না। যে কোন ধর্মের লোকের কথা বলছি। যে সকল ধর্মীয় রীতিনীতি যদি সামাজিক রীতিনীতির সাথে সাংঘষিক হয় তাহলে সেই সামাজিক রীতি বর্জন করা উচিৎ। ধর্ম দিয়ে আমাদের সমজা সাজাতে হবে। আর নববর্ষ পালন করলে করুক। না করলে না করুক। আমি কোন পক্ষকে বেশী আশ্রয় বা কোন পক্ষ কে বেশী অবহেলা করা এগুলো আমি করি না।

১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই ঠিক ছিল। কিন্তু একটু বেশী মশলা দিতে গিয়ে এটাকে বিতর্কিত করা হয়েছে...

৩| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা বুঝালো এটা তাদের নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট...

৪| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


এসব ইদপর্যন্ত থাকবে,তারপর আবার আগামী বার জেগে উঠবে।

১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাহ! এখন আর বৈশাখ পাত্তা পাবে না। এখন তো ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে...

৫| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: লোকজন একটা বিশেষ দিনকে সামনে রেখে আনন্দ করছে, এটা দেখতে ভালো লাগে।

১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আনন্দ করুক। যেন অবাস্তব, আজগুবি কিছু যোগ না করা হয়...

৬| ১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২০

ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রামে তো বৈশাখের প্রোগ্রাম এমনিতেই কম হয়। ডিসি হিল কিংবা সিআরবি'তে প্রোগ্রাম হয়। আবার বিভিন্ন এলাকায় মেলা হয়।
রমজান আর অর্থনৈতিক কারণে মানুষজন এবার কম পালন করেছে। আগামী বছর থেকে হয়তো আবার জমজমাট হবে।

১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিনোদনের অভাব। তাই এসব দিন এলে মানুষ বাহানা খোঁজে বাইরে যাওয়ার...

৭| ১৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

সনাতন ধর্মাবলম্বী একজনের ফ্রেন্ড লিস্টে সনাতন ধর্মাবলম্বী লোক বেশি হওয়াটা স্বাভাবিক। সেদিক থেকে উনার পোস্টে মন্তব্য-রিয়েক্টগুলোতে সনাতন ধর্মাবলম্বী সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক। সেটাকে আপনি যে একটা গণরিসার্চে রূপ দিবেন এমনটা তো আশা ছিল না। অন্তত আপনার থেকে না।

তবে আপনার ২য় স্টেপের সাথে আমি একমত। রিসার্চটা বাদ দেন =p~

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়াতে একজন নন মুসলিমের বন্ধুদের মধ্যে মুসলিম থাকাই স্বাভাবিক। অন্য পোস্ট গুলোতে সচরাচর লাইক কমেন্ট মুসলিম বন্ধুদেরই করতে দেখা যায়। তবে গতকালের পোস্ট ব্যাতিক্রম। এটা ফ্যাক্ট, রিসার্চ নয়...

৮| ১৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: রিচার্স খারাপ হয় নি।

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব সত্য বেরিয়ে আসবে, যতই লুকোছাপা করা হোক...

৯| ১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৮

বিটপি বলেছেন: এর আগে কখনও নববর্ষ উদযাপন নিয়ে এত প্রশ্ন ওঠেনি। এখন কেন উঠছে? বাংলাদেশ কি আফগানিস্তান হবার পথে এক ধাপ এগিয়েছে?

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতি বছরই কথা উঠছে। তাইতো এখন ক্রেজ আগের চেয়ে অনেক কমে গিয়েছে। গুটিকয়েক লোক আনন্দ করে মজা পাচ্ছে, বাকীরা দূরে আছে। বিশেষ সোশাল মিডিয়ার প্রভাবে অনেকে ভুল বুঝতে পারছে...

১০| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.