নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. কিছু কথা আছে কেন যে পয়দা করেছে জ্ঞানপাপীরা, তা বুঝি না। যেমন - চরিত্রের প্রয়োজনে যে কোন দৃশ্যে অভিনয় করতে রাজি অমুক। আরে ভাই, 'চরিত্রের প্রয়োজন' আবার কী রকম? সামান্য কাপড় খোলা আর রোমান্টিক দৃশ্য কীভাবে চরিত্রের প্রয়োজনে হয়? কিংবা এই দৃশ্য দিলেই আমরা বুঝব, নাহলে বুঝতাম না এসব কিছু(!) - এরকম নাকি ব্যপারটা? অন্তরঙ্গ মুহূর্তে তো আরো অনেক কিছুই হয়, কই সেগুলো তো ঐভাবে (!) চিত্রায়ণ হয় না? তাহলে কি এই ‘চরিত্রের প্রয়োজনে’ কথাটা একটা ডাহা মিথ্যা নয়?
২. আবার ধরেন, ক্রিকেটে 'মানকাড আউট' নিয়ে একটা কথা বেশী হয় (বিডি সাংঘাতিক রা বেশী সিরিয়াস এই ব্যপারে) - 'ক্রিকেটীয় চেতনা'। আরে ভাই, আউট তো আউটই, চেতনা আবার কী রকম? কেউ ঐভাবে আউট করলে তাকে এমন ভাবে পোট্রেট করা হয় যেন সে বিশাল এক অপরাধ করে ফেলেছে। কিছুদিন আগে, যেমন সাকিব নিয়মের মধ্যে থেকে একটা আউট আবেদন করে সফল হল, তাতে সবাই পক্ষ বিপক্ষ হয়ে গেল। এতই সমস্যা হলে এই আউটের নিয়ম রাখল কেন আইসিসি? তাহলে কি এই ‘ক্রিকেটীয় চেতনা’ কথাটা একটা ডাহা মিথ্যা নয়?
৩. প্রতি ভোটের সময়, শেখ হাসিনা (যেহেতু তিনি ১৫ বছর ধরেই আছেন) ও তেনার নেতারা ভাষণ দেন, উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে নৌকায় ভোট দিতে হবে। আরে ভাই, ’উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে’ আবার কী রকম কথা? কোন দেশে কি উন্নয়ন কখনো বন্ধ হয়? এটা তো কেয়ামত পর্যন্ত চলবে। একটা দল নির্বাচিত হয়ে পরের নির্বাচনে এই কথা বলতেই পারে। কিন্তু পরপর ৩ বার ক্ষমতায় থেকেও ৪র্থ বারেও একই ডায়ালগ দিলে কেমন লাগে? তাহলে কি ৫ম বারে আরে ভোট দিতে হবে না তাদের? কোন দল কি বলবে যে, আমরা অনেকদিন ছিলাম, এবার আমাদের ভোট দিয়েন না! BAL, BNP কেউই বলবে না এরকম কথা। তাহলে কি এই ‘উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে’ কথাটা একটা ডাহা মিথ্যা নয়?
২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই স্বাভাবিক। কিন্তু প্রতিবার ভাত খাওয়া পাবলিককে একই কথা শোনায় কেন?
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩
বিজন রয় বলেছেন: চরিত্রের প্রয়োজনে
মানকড
উন্নয়ের ধারা।
তিনটি বিষয় নিয়ে আমার মনের কথাই বলেছেন।
বিশেষ করে এক নম্বর নিয়ে আমার অনেক দিনের রাগ।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ নম্বর নিয়ে আমার সাবালক বুঝ হওয়ার পর থেকেই রাগ ছিল...
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
আফসোস।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২১
কামাল১৮ বলেছেন: বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী সরকারের কিছু জনকল্যানমূখী প্রকল্প বন্ধ করে দেয়।এটা তারা অতীতে করছে।রাজনৈতীক দিক থেকে এটা ঠিক আছে।সেই প্রকল্প সফল হলে তাদের কোন লাভ নাই।কিন্ত জনগনের ক্ষতি।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো হিংসা থেকে দুই দলই করে...
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৯
Rahat islam juwel বলেছেন: BAL না থাকলে নাকি উন্নয়নের ধারা বন্ধ থাকে। দেশে মানুষ না খেয়ে থাকে, সবকিছুর দাম উর্ধমুখী হয়।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মোবাইল, ইন্টারনেট কে দিয়েছে?
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: বিম্পি ক্ষমতায় এলেই উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। আওয়ামী লীগ কে আজীবন ক্ষমতায় দেখতে চাই...
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই উন্নয়ন মাঝে মাঝে বাঁধাগ্রস্ত হয় যদি বিএনপি জামাত জড়িত থাকে।
২০০১ এর কথাই ধরুন। আওয়ামী লীগের অনুমোদন করা বিদ্যুৎ কেন্দ্রগুলো মাঝপথে বন্ধ করে দেওয়া হল, চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্র তৈরীর এই শুরুটা সময় তৈরির আমি ছিলাম বরাদ্দ থাকার পরও কাজটা করতে দেয়নি। পরে শুনেছি আরও ৮-১০ টি বিদ্যুৎ কেন্দ্র তৈরীর অনুমোদন বন্ধ করে দেওয়া হয়েছিল
সবচেয়ে জঘন্য কাজ করেছিল সম্পূর্ণ নতুন কেনা সর্বাধুনিক একটি যুদ্ধজাহাজকে ডি কমিশনড করে ভাঙ্গারি ইয়ার্ডে ফেলে রেখেছিল
২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম উদাহরণ আওয়ামী লীগ এর বেলাতেও দেয়া যাবে। বিএনপি যদি কখনো (!) ক্ষমতায় আসে...
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ সব কিছুই করে চরিত্রের প্রয়োজনে।
এটা একটা অজুহাত।
অহেতুক ব্যাখ্যা।
এর কোন মানে নেই।
বলাই বাহুল্য।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১২
কথামৃত বলেছেন: ভাল
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গান তো গানই। আধুনিক কী আর ক্ল্যাসিক কী; এমনটা ভাবেন কখনও?
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ, সেটা তো ভাবার অবকাশ আছে। সময়ের ব্যপার। কিন্তু তুলনাটা মনে হয় যথাযথ হচ্ছে না...
১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: উন্নয়ন তো আমি দেখি না।
আমি দেখি রাস্তায় ভিক্ষুক, অসহায় ও দরিদ্র মানুষ। বেকার। জ্যাম। দূর্নীতি। অমানবিকতা।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি স্বাধীনতার চেতনা বিরোধী...
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: বছর বছর প্রতিশ্রুতি দেয়ার নামই রাজনীতি