নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমি বাস, ট্রেনে চেষ্টা করি মানুষকে পর্যবেক্ষণ করতে। কত বিচিত্র রকমের মানুষ এই সমাজে বাস করে। আমি নিজেও কোন না কোন প্রকারেরই মানুষ অন্যদের চোখে। কিছু যাত্রী আছে, কন্ডাক্টর ভাড়া চাইলেই বলে, পরে দিব, ঘুরে আস। আমার মাথায় আসে না, এটা কেন করেন তেনারা। এমন না যে, তেনারা ভাড়া না দেয়ার চিন্তা করছেন। কিন্তু তেনারা সবার শেষে দিবেন। ব্লগাররা উত্তর দেয়ার আগেই আমি দিয়ে দেই, এর কারণ হিসেবে অনেকে মনে করে যে, ভাড়া আগে দিয়ে দিলে বাস যদি কোন জায়গায় গিয়ে বন্ধ হয়ে যায় তাহলে আর ভাড়া ফেরত নাও পেতে পারে, তাই তেনারা ভাড়া দেন সবার শেষে…
২. ট্রেনে সাধারণত টিকেট কেটেই সবাই বসে। তবে কমিউটিার ট্রেনে টিকেট ছাড়াও ট্রেনে বসা যায়। কারণ, ট্রেনে টিকেট কাটার লোক থাকে। তো, যখন ট্রেনে কেউ টিকেট চেকারকে বলে, পরে দিব, ঘুরে আস – তখন আমি তাদের দিকে নজর রাখি। কারণ, আমি জানি এটার উদ্দেশ্য হল ভাড়া না দেয়া (কম দূরত্বের হলে নিম্নবিত্তরা এরকম করে কেউ কেউ) অথবা ভাড়া কম দেয়া (টিকেট না কেটে টিকেট চেকারকে কিছু দিয়ে দেয়া)…
৩. আমি এয়ারপোর্ট পর্যন্ত যাই, তাই প্রায় সময় এটা আমার চোখে পড়ে ভদ্রবেশী অফিসগামী যাত্রী মাত্র ১০ টাকা (ভাড়া ২০ টাকা) বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে। আবার টিকেট চেকারও এই টাকা পাওয়ার জন্য টিকেট না কাটলেও কিছু বলে না যাত্রীকে। কারণ, পরে ভদ্র যাত্রী নামার সময় হাতের মুঠোয় ১০ টাকা গুঁজে দেয়…
৪. এনারা বিবেকের কাছে কীভাবে পরিস্কার থাকে? নাকি কোন বিবেক নেই এনাদের? এক পরিচিত এরকম করার পর (এই ট্রিকস অবশ্য আমার প্রথমবার জানা হয়েছিল তেনার মাধ্যমেই) আমাকে বলেছিল, ১০ টাকা দিলে ওরা (টিকেট চেকার) খুশী হয়! অথচ নিজে যে, ছোটলোকের মত একটা কাজ করল, সেটাতে তেনার কোন ভ্রুক্ষেপ হল না…
৫. আমাদের মত সুবিধাবাদী জাতি আর আছে কিনা জানা নেই। আমরা শুক্রবারেও হাফ ভাড়া দিতে চাই (স্টুডেন্ট), আমরা ট্রেনে ভাড়া না দিয়ে নেমে যেতে চাই (কমলাপুর থেকে তেজগাঁও নামলে কাউকে ভাড়া দিতে দেখিনি), কমলাপুর টু উত্তরা (টঙ্গী পর্যন্ত) মাত্র ২০ টাকার ভাড়া ১০ টাকা দিয়ে অনেক সেভ করি। আফসোস, এনারা আমাদের আশে পাশেই আছে…
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫
সোনাগাজী বলেছেন:
ঢাকার লোকজনের বড় অংশ সৎ নন।
চট্টগ্রামে উল্টা, অশিক্ষিত গরীব নারীদের থেকে ভাড়া বেশী নিয়ে নেয় বাসের কন্ডাকটরেরা।
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরো জাতিরই বড় অংশ যেখানে অসৎ সেখানে কন্ডাক্টরের আর দোষ কী?
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮
নয়ন বড়ুয়া বলেছেন: ঠিক বলেছেন...
২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: যখন মোহাম্মদপুর থাকতাম, তখন আমার ক্লাসমেট আমাকে শিখিয়েছিলো কি করে এক টিকিটে দুইবার যাওয়া যায়! সাধারণত টিকিট চেক শুরু হতো ধানমন্ডি ১৫ নম্বরে। আমরা যেহেতু ৪ নম্বরে যেতাম, তাই সে টুপ করে ১৫ নম্বরে নেমে পড়তো। তাতে করে টিকিট ছেড়া হতো না অনেক সময়। আর সেই টিকিটেই সে ৪ নম্বর থেকে মোহাম্মদপুর যেতো।
বেঁচে যাওয়া টাকায় সে একটা অতিরিক্ত বিড়ি খেতো!
২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ছেলেবেলার দুষ্টুমি। কিন্তু ম্যাচিউরড পার্সন এরকম করলে কেমন লাগে?
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
এম ডি মুসা বলেছেন: বহুদিন পর আপনার পোস্ট পড়েছি
২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়, মানসিকতা সব সময় এক রকম থাকে না...
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
শেরজা তপন বলেছেন: তারাই দেখবেন আবার দুর্নীতির বিরুদ্ধে আগুন ঝরা সব ডায়লগ দিচ্ছে
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: exactly...
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:২২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দেখা যায়, আমি পাঠাও বাইকে করে নিয়মিত চলাচলে বাইক চালক আমাকে ট্রাফিক পুলিশ দুর্নীতিবাজ সে বক্তব্য দেয়। তাদের গাড়ি আটকায় টাকা খাওয়ার জন্য।।
ট্রাফিক পুলিশ অবশ্যই দুর্নীতি করতেছে, কিন্তু যে বাইকের কাগজ পত্র ঠিক নাই, তারে যে ধইরা কম টাকায় ছাইড়া দিতেছে, কেস না দিয়ে, এতে তো লাভবান দুইজনই হইতেছে৷ কিন্তু দোষ দিবে খালি দুর্নীতিবাজ ট্রাফিক পুলিশকে।
সেদিন এক বাইকওয়ালারে এই কথা বলাতে, মন খারাপ করছে। বাইক থেকে নেমে আমার কাছে ২০ টাকা বেশি ভাড়া দাবি করছে, রাস্তায় জ্যাম ছিলো সেই অজুহাতে।
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই বাংলাদেশের মানুষ। নিজের দোষটা দেখে না...
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: বাসের কণ্টারকটররা সুযোগ পেলেই যাত্রীদের ঠকায়। অযথা বেশি ভাড়া নেয়। এজন্য আমি বাসওলাদের ঠকাই। ভাড়া না দিয়েই নেমে পড়ি।
২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিবেকের কাছে পরিস্কার থাকেন এভাবে? একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে জাস্টিফাই করা যাবে না...
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৩১
নূর আলম হিরণ বলেছেন: গণপরিবহনে চলাচল করলে এসব জিনিস প্রায় চোখে পড়ে।
২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১০| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
এম ডি মুসা বলেছেন: আমি কখনো ট্রেনে চড়িনাই
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন এক সময় চড়ে যাবেন আশা করি...
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: ভাড়া নিয়ে আপনার পর্যবেক্ষণ যথার্থই।
তবে শেষে এস যেটা বলেছেন, সেটাই ঠিক, আমাদের মতো সুবিধাবাদী জাতি আর কোথাও নেই।