নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সভ্য হওয়া নয়কো সোজা...

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭



১. কয়েকদিন আগে মেট্রোরেলের এসকেলেটরে দুই পথশিশুর দুষ্টামি কেউ একজন ফেসবুকে পোস্ট করলেন। সেখানে অনেক মন্তব্য দেখলাম এই শিশুদের পক্ষে, আর পোস্টদাতার বিপক্ষে। কয়েকটি মন্তব্য এরকম -
* ওদের বিনোদনের জায়গা নেই। ওরা কী করবে?
* ওদের জন্য সরকার কিছু করলে ওরা এখানে দুষ্টামি করত না।
* আপনি ভিউ পাওয়ার জন্য ভিডিও করেছেন।
ইত্যাদি...
২. আমি মাঝে মাঝে ফেসবুকে রিল পোস্ট করি। কিছুদিন আগে একটা রিল ছিল এরকম - একজন মা(গরীব নয় বোঝাই যায় স্কুল ইউনিফর্ম আর বেশভূষা দেখে) লেগুনাতে বসেছে তার ৯/১০ বছর বয়সী মেয়েকে কোলে নিয়ে, যাতে ১০ টাকা ভাড়া দিতে না হয়। যেখানে আশে পাশের যাত্রীদের একটু সমস্যা হচ্ছিল। সচতেন হিসেবে আমি তাদের কারো মুখ ভিডিওতে রাখিনি। ঐ ভিডিওতে অনেক নেগেটিভ মন্তব্য ছিল। বেশীরভাগই তুই তোকারি করে মন্তব্য। যেমন -
* তুই তো জমিদার, তোর কাছে ১০ টাকা কিছু না, অনেকের জন্য এটাও অনেক।
* তুই দিতে পারলি না ১০ টাকা ভাড়া?
* তোর মায়েরে ..। এখানে আমার মা কেন এল বুঝলাম না। আরো অনেক বিশ্রী ভাষার মন্তব্য। চাইলেই কিন্তু অন্যভাবে সমালোচনা করা যেত। তাই বলে, গালাগালি?
৩. তারও কিছুদিন আগে ঢাকাতে জনৈক বিদেশী পর্যটককে কালু নামের একজন বিরক্ত করাতে পুলিশ এরেস্ট করল। সেখানে অনেকের মন্তব্য ছিল এরকম -
* কত বড় বড় দুর্নীতিবাজ ঘুরতেছে, তাদের না ধরে কালুকে ধরে পুলিশ মহা বীরত্বের কাজ করল।
* কালু তো গরীব। সে তো এমন করবেই! তাই বলে গ্রেফতার?
* দেশে আরও কত অন্যায় হচ্ছে। সেদিকে কারো নজর নে্ই। আর গরীব লোকের শাস্তি হচ্ছে।
৪. কয়েকদিন আগে এক অভিনেত্রীর সাক্ষাৎকার নেয়ার সময় জনৈক সাংঘাতিক, তার বুকে মাউথপিস ঠিক করতে যাচ্ছিল অভিনেত্রীর অনুমতি না নিয়ে। ঐ অভিনেত্রী রাগ করে সাক্ষাৎকার না দিয়ে চলে গেল। সেখানে কয়েকজনের মন্তব্য এরকম -
* সব সময় খোলামেলা চলে, আর হাত দিলেই সমস্যা!
* কত জনের সাথে চামড়া বিক্রি করে, আর এখন সাধু হয়েছে।
* যে সবসময় শরীর দেখিয়ে বেড়ায়, তার আবার কীসের ইজ্জত?
৫. তো, এই হল আমাদের ফেসবুক প্রজন্ম। ফেসবুক বিপ্লবী। এরা আমার আপনার আশে পাশেই আছে। এরাই পরবর্তী প্রজন্ম। এদের হাতে আমার দেশ কখনো সভ্য হবে না বলেই মনে করি। এরা সবসময় 'গরীবি কার্ড', 'ইমোশনাল কার্ড' খেলে। এরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে না। একটা অপরাধকে, আরেকটা অপরাধ দিয়ে জাস্টিফাই করে। এরকম দূষিত মানসিকতার প্রজন্ম থাকলে এই দেশ কখনোই সভ্য হতে পারবে না...

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

নতুন বলেছেন: ফেসবুকের বিভিন্ন পেজে কমেন্ট পড়লেই বুঝতে পারি কমেন্টকারী কে...

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখের বিষয় এদের সংখ্যা বেশী...

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আফসোস।
এরাই আগামী প্রজন্মের নেতা হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নত দেশের কাতারে আর যাওয়া হবে না...

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

সোনাগাজী বলেছেন:



ফেইসবুক আসাতে জাতির মানসিকতা জানা যাচ্ছে সহজেই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই হতাশাজনক চিত্র...

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ফেসবুক আর মাছের বাজার একই জিনিস।
ফেসবুকে ভণ্ডদের সংখ্যা বেশি। সেই তুলনায় ব্লগে ভণ্ড লোকের সংখ্যা কম। ব্লগে ভন্ড লোকজন সুবিধা করতে পারে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগেও যে অনেক ভন্ড ভদ্রতার মুখোশ পরে বসে আছে, সেটা তো বোঝা যাবে না...

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ফেসবুক একটা ভালো জিনিস।
ফেসবুক আছে বলেই দেশের শিক্ষিত মানুষজনদের মন মানসিকতা, তাদের চিন্তাধারা, তাদের আচার আচরণ সম্পর্কে আমরা অনেকটা জানতে পারছি।
ফেসবুক না থাকলে এটা জানা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যেত।
আফসোস।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বড় কথা নতুন প্রজন্ম কে বোঝা যায় ফেসবুক দিয়ে...

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেশে ময়লা-আবর্জনা বেড়ে যাচ্ছে। এজন্যে, দেশের মানুষের মানসিকতা দায়ী।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা দেশ কোন দিকে যাচ্ছে, তা বোঝা যাবে তাদের জনগণের মানসিকতা দেখে...

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

নতুন বলেছেন: আমাদের দেশে সোসাল মিডিয়াতে কাউকে অপমান করলে কোন জবাবদিহিতা করতে হয় না।

সোসাল মিডিয়াতে অপমান বা মানহানী করলে, গালাগালী করলে বড় অঙ্কের জরিমানার ব্যবস্থা করলে সবই সোজা হয়ে যাবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তথ্য প্রযুক্তি আইন আছে। তবে সেটা রাজনৈতিকভাবেই ব্যবহৃত হয়...

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

Sumiya Barkatullah বলেছেন: আগামী প্রজন্ম হুট করে উড়ে চলে আসেনি। ভবিষ্যৎ কেমন হবে, সেটা যেমন বর্তমান দেখে আঁচ করা যায়, তেমনি পরের প্রজন্ম কেমন হবে, সেটা বর্তমান প্রজন্মের দায়িত্বশীলতার মাত্রা দেখেও আঁচ করা যায়। তাই পরের প্রজন্ম দুনিয়া ধ্বংস করে ফেলবে কিনা, সেসব নিয়ে নিজের ঘুম না উড়িয়ে দিয়ে, আমি নিজে কেমন মানুষ হলাম—সেদিকে প্রচণ্ডরকম নজর দিলেই সিংহভাগ সমস্যা কমে যাবে বলে আমি মনে করি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই চেষ্টা করে যাচ্ছি আমরা গুটিকয়েক ব্লগার...

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




ফেইসবুক দেখা হয়না বলে অনেক কিছুই জানিনা।
পোষ্টে উল্লেখিত বিভিন্ন বিষয়ের মন্তব্যগুলো পড়লাম।
অবাক হলাম!!! এতো বাজে অবিবেচকের মতো মন্তব্য!!!
সত্যি শকিং :(


২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের দ্বারা ভরপুর ফেসবুক...

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

জ্যাক স্মিথ বলেছেন: ফেসবুকে ইতর শ্রেণীর লোক বসবাস করে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকের অপকারিতা এটাই...

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

জ্যাক স্মিথ বলেছেন: ছাগল পালনের জন্য আমার একটা ফেসবুক আইডি আছে, মাসে দুই একবার লগইন করি, ওই আইডিতে লগইন করলেই আমার গা ঘিন ঘিন করে!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকে শ্রেণী বিভাজন দরকার...

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

শেরজা তপন বলেছেন: সবাই যেখানে অবাধে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে সেখানে এমনটা হয়!
ও পথে খুব ছেঁটে-কেটে এঁটে-এঁটে চলতে হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু যখন দেখি ওদের সংখ্যা বেশি তখন হতাশা চেপে বসে...

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

নূর আলম হিরণ বলেছেন: বাঙালি সঠিক জায়গায় সঠিক সমালোচনা বেশিরভাগ সময়ই করতে পারে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার সঠিক সমালোচনা নিতেও পারে না...

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

কামাল১৮ বলেছেন: ফেসবুকে ভালো কিছুও আসে।নিয়ন্ত্রন করতে হয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানসিকতার দিক দিয়ে বাজে লোকে ভরে গিয়েছে ফেসবুক...

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে একটা জাতির আয়না স্বরুপ। বৃহত্তর জনগোষ্ঠী কেন এমন অসভ্য শ্রেনীর সেটা নিয়ে ভাবা প্রয়োজন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতির জন্য অশনি সংকেত...

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

Snowflake বলেছেন: আমরা নিজের দোষ নিজে কিছুই দেখতে পাই না। ফেসবুকে কিছু দেখলেই বিচারকের মতো judge করা শুরু করে দেই। যে
মানুষের মধ্যে positivity এর চেয়ে negativity বেশি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। নিজেই সঠিক - এটা ভাবলেই দাম্ভিকতা পেয়ে বসে...

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫

আরইউ বলেছেন:



“বিচার মানি তালগাছ আমার”,

চমৎকার লিখেছেন। ফেসবুক ব্যবহার করিনা কিন্তু ব্লগে বিভিন্ন সময়ে যা দেখেছি/দেখছি তাতে আপনার সাথে শতভাগ সহমত। উদাহরণ দিচ্ছিঃ

কপি-পেস্ট লেখা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে দেখেছি অনেক ব্লগার উষ্মা প্রকাশ করেছেন কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছি। প্রশ্ন করেছেন “কেন শুধু রাজীব নুরের লেখাচুরি নিয়ে কথা বলছেন”; “রাজীব নুর ব্লগে অনেক একটিভ, আপনি কয়টা পোস্ট লিখেছেন“... ইত্যাদি, ইত্যাদি। যাহোক, অনেক আলোচনা-সমালোচনার পর ব্লগে চোরাই লেখা, কপি-পেস্টের পরিমান কমেছে। রাজীব নুর আগে ১০টা পোস্ট লিখলে ৫টা পোস্ট অন্যের লেখা থেকে মেরে দিত। এখন হয়ত ১০০ পোস্টে ৫টা চোরাই লেখা থাকে। তবু, কিছুটা শুধরেছেতো!

এরকম আরো উদাহরণ আছে। অন্যের লেখায় বানান ভুল হলে কারো কারো চোখে কেউ কেউ হয়ে যায় লিলিপুট। অথচ নিজের ১০ শব্দের এক লাইনে থাকে ২টা বানান ভুল আর বিরামচিহ্নের ভুল ব্যবহার। বেচারা যে নিজে লিলিপুট সম্রাট ভুলেই বসে আছে!

বইমেলা নিয়ে, বই পড়া নিয়ে একজন পোস্ট দিয়েছে। যে দিয়েছে সে নাকী খুব প্রভাবশালী, বইমেলা অনেকটা উহাদের বাপ-দাদার ব্যাবসাপাতি। বড় বড় নীতির কথা বলে বেড়ানো সে বইমেলায় সিগেরেট নিয়ে ঢোকে, বুক চিতিয়ে সিগেরেট ফোকে। বইমেলায় সিগেরেট নিয়ে ঢোকা নিষেধ, ধুমপান নিষেধ এটা মনে করিয়ে দিতেই তার সে কী গোস্বা!

ভালো থাকুন!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আবার ব্লগের অনেক কিছুই জানি না। অনেক ইভেন্ট আমার নজর এড়িয়ে যায়। আমাদের সবাই দ্রুত জাজমেন্টাল হয়ে যাই। এটা ঠিক নয়। ভাল থাকবেন...

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

রানার ব্লগ বলেছেন: আরইউ বলেছেন: বইমেলা নিয়ে, বই পড়া নিয়ে একজন পোস্ট দিয়েছে। যে দিয়েছে সে নাকী খুব প্রভাবশালী, বইমেলা অনেকটা উহাদের বাপ-দাদার ব্যাবসাপাতি। বড় বড় নীতির কথা বলে বেড়ানো সে বইমেলায় সিগেরেট নিয়ে ঢোকে, বুক চিতিয়ে সিগেরেট ফোকে। বইমেলায় সিগেরেট নিয়ে ঢোকা নিষেধ, ধুমপান নিষেধ এটা মনে করিয়ে দিতেই তার সে কী গোস্বা!

আরইউ@ সেই হ্যাডম ওয়ালা ভাই টা কে একটু চিনিয়ে দেবেন ।

যে দেশে সাক্ষরতাই মানে শিক্ষীত সেই দেশে আপনি আশা করে ?

বর্তমান এক জনগোষ্ঠী গড়ে উঠেছে এরা মনে করে গালি দিলেই কিছু করে ফেললাম । সত্য কথা বললে আমাকে আপনি গালি দিবেন । এই যে গালিবাজ জনগোষ্ঠি এদের বেশিরভাগের বাবা মা অশিক্ষিত মূর্খ ও ধান্দাবাজ । এরা সভ্যতা দেখে নাই , এরা মূটে মজুর খেটে সৌদি গিয়া কিছু টাকা কামিয়ে এখন তাদের বিষাক্ত ছানা পোনা রাস্তায় ছেড়ে দিয়েছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। যদু, মধু, রাম, সাম সবাই ফেসবুক ব্যবহার করে। তবে, অনেক ভাল পিতা মাতার সন্তানও এই গালির ট্রেন্ডে পড়ে গিয়েছে অসৎ সঙ্গের কারণে...

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



গালি দেয়াটা ঢাকা শহরে এখন পান্তাভাত যেন।
প্রাইভেট গাড়ীর চালক গালি দেয়া রিক্সাচালক আর সিএনজি চালককে।
অনেক ড্রাইভারের হাতে থাকে লাঠি।
তারা পেটায়ও।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গালি, হাতাহাতি, মারামারি নিত্য দিনের সঙ্গী। তবে ভুল জায়গায় গালি দিলে গ্যাং-এর হাতে পড়ে মাইর খাওয়ার আশংকা থাকে...

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

আরইউ বলেছেন:




@“বিচার মানি তালগাছ আমার”,
কোন সমস্যা নেই। ব্লগের সব ঘটনাপ্রবাহ আপনার নজরে আসবে এমন আশা করা বোকামী। যাহোক, আমি যাদের কথা বলেছি তাদের ক্ষেত্রে অনেকদিন পর্যবেক্ষন করেই জাজ করেছি।

@রানা, এই পোস্টের মন্তব্য-প্রতিমন্তব্য খেয়াল করলেই বুঝতে পারবেন কার কথা বলেছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুনঃবার মন্তব্যর জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.