নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

গ্যাস লাইন কাটতে গেলে আমরা যা বলি তিতাস কর্মকর্তাদের...

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৬



১. আমার সাবেক ফ্যাক্টরী (টেক্সটাইল) মালিক সারা মাস ব্যবসা করত, কিন্তু গ্যাস বিল আর শ্রমিকের বেতন দিতে গেলে তেনার কাছে টাকা থাকত না। যদিও শেষ মুহূর্তে দুইটাই দিয়ে দিত। তো, এভাবে গ্যাসের বিল না দেয়ায়, কয়েক মাস বকেয়া হয়ে যায়। স্বাভাবিকভাবে তিতাস গ্যাসের কর্মকর্তারা লাইন কাটতে আসে। আর তখন আমরা তথাকথিত উচ্চপদস্থ কর্মকর্তারা তেনাদের বলি -
* স্যার, গ্যাস লাইন কেটে দিলে উৎপাদন বন্ধ হয়ে যাবে, ব্যবসা আর হবে না...
* স্যার, বিশ্বের অর্থনীতিও ভাল না, ব্যবসায় একটু মন্দা চলছে...
* স্যার, এতগুলো শ্রমিকের সংসার চলে, তাদের কী হবে...
* স্যার, দেশে হাগার হাগার কোটি টাকা পাচার হচ্ছে, আর এটা তো সামান্য, আর কিছুদিন সময় দিন...
* স্যার, আমরা ছোট কোম্পানী, কত বড় বড় কোম্পানী কত অন্যায় করছে তাদের তো কিছু হয় না...

২. এভাবে আমরা কুযুক্তি দিয়ে আমাদের অপরাধ ঢাকার চেষ্টা করতাম। যদিও আমরা জানতাম, পটেনশিয়াল ঘুষখোর জাতির অংশ হিসেবে তিতাসের লোকেরা মঙ্গল গ্রহের নন। তাই খামে ভরে টাকা দিলেই গাড়ি ঘুরিয়ে চলে যেতেন তেনারা...

৩. আর এভাবেই লোভী সরকারী কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালন না করে, লোভী মালিকদের ব্যবসা করার সুযোগ করে দেন। নানা অনিয়ম থাকলেও চেপে যান, যার ফলে মাঝে মাঝে দুর্ঘটনা হয়, প্রাণহানি হয়...

৪. যতদিন লোভী সরকারী কর্মকর্তাদের বিচার হবে না, ততদিন একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকবে...

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১২

আরইউ বলেছেন:




এই বিচার আমিও শতভাগ মানি। এক্ষেত্রে তালগাছ শুধু আপনার একার না আমারও।

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য... =p~

২| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, এটাই লুটপাটতন্ত্র! আল্লাহ পাকের জাহান্নামের জন্য পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা হচ্ছে!

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা যদি এনারা বুঝত...

৩| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৮

ধুলো মেঘ বলেছেন: এই পুরান কিচ্ছা ২০২৪ সালে এসে শুনান কেন আমি তো বুঝলাম না। তেনারা ব্যাংকের টাকা মেরে দিয়ে বিঘার পর বিঘা জমি কিনে ফেলে রাখে, পাঁচবার লোন রিশিডিউল করানোর পর সেই জমিই অন্য ব্যাঙ্কে মর্টগেজ গিয়ে ১০০ কোটি টাকার স্যাংকশন এনে ১০ কোটি ডাউন পেমেন্টে আগের লোন ষষ্ঠবার রিশিডিউল করে, তারপরেও ব্যাংকের কর্মকর্তাকে ১০ লাখ টাকা দিয়ে ঐ লোন কিভাবে রিস্ট্রাকচার করে বাংলাদেশ ব্যাংকের চোখে ময়দা দেয়া যায় - সেই বুদ্ধি করে। এইগুলির কাছে এই তিতাস ফিতাস তো কিছুই না।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিচ্ছা শুনানোর কারণ আছে। আমরা একটা খারাপ কাজরে 'ইমোশনাল কার্ড' ব্যবহার করে বৈধ করতে চাই আর তাতেই যত ঝামেলার সৃষ্টি হয়। এখন এক রেস্টুরেন্টের কারণে যখন অন্য রেস্টুরেন্টগুলো(অবশ্যই কারণ বিবেচনা করে) বন্ধ করে দিচ্ছে, তখন কেউ কেউ এই 'ইমোশনাল কার্ড" ব্যবহার করে বলতে শুরু করেছে, ওখানে অনেকের ইনভেস্টম্যান্ট আছে, ওখানে অনেকের চাকুরি আছে ইত্যাদি যেন রেস্টুরেন্টগুলো বন্ধ না করা হয়...

৪| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার এক বন্ধু তিতাসে চাকরী করে। লাইন কেটে দেবার পর যদি বিল দেয়, সেই লাইন কখন জোড়া দেওয়া হবে সেটার সিরিয়াল করে সে। সে কিন্তু খুবই ভালো। ঘুষটুষ খায় না। সে মাঝে মধ্যে সিরিয়ালের মধ্যে ভুলে দুই এক লাইন ফাঁকা রেখে দেয়। পরে যদি কেউ তাকে এসে বলে যে লাইনটা লাগিয় দিতে সিরিয়াল লেখান, আর এই রাখেন প্যাকেট, তখন সে ঐ ফাঁকা লাইন গুলি দেখতে পায় আর সে তখন তার ভুল সমাধা করে ঐ লোকের নাম ঐ ফাঁকা লাইনে লিখে!

বন্ধু আমার পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে তিনতলা করে ফেলেছে অলরেডি।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। একবার এক ভ্যাট অফিসার (যিনি আমাদের ভ্যাট অনিয়ম জেনেও ঘুষ খেতেন) আমার বসকে বললেন, আমি আপনাকে শিল্পায়নে সহযোগীতা করছি, আপনাকে জরিমানা করলে সরকারের তেমন লাভ নেই, আপনি ব্যবসা করেন...

৫| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সরকারী এবং বেসরকারী উভয় ক্ষেত্রেই এর দৌড়াত্ত্ব আছে। আমরা যেন অসহায় প্রজা--আর ক্ষতিগ্রস্থও আমরাই হই।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দেশের সিস্টেম ঠিক আছে। তবে আইনের প্রয়োগ নেই...

৬| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২০

শূন্য সারমর্ম বলেছেন:



বিপ্লব লাগবে।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিপ্লব ছাড়া পরিবর্তন হবে না...

৭| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৭

মোগল সম্রাট বলেছেন:



সুদ ঘুষ যাই খাইতে মুঞ্চায় খাইবার পারুম। শেষ বয়সে একবার হজে গিয়া সব ধুইয়া মুইছা ফালামু । :P কথায় কুনো ভেজাল আছে? :D

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না, একদম কিলিয়ার...

৮| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:





সরকার, সরকারী কর্মচারী ও দুষ্ট ব্যবসায়ীরা মিলে জাতিকে ধ্বংস করে দিয়েছে।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জাতি যে তলানিতে আছে, জানি না আদৌ উঠতে পারবে কিনা...

৯| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: আজ পর্যন্ত আমাদের বাসার গ্যাস লাইন কাটা হয় নাই। কারন আমরা সময় মতো বিল দেই।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার ৮৫০ টাকার উপর তাদের লোভ নেই, তাদের টার্গেট লাখ লাখ টাকা বিলওয়ালাদের...

১০| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে।

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ জাতি আর বের হতে পারবে বলে মনে হয় না...

১১| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: আপনার কথা শুনে আমার পরিচিত একজন তৈরী কাপড় মালিকের কথা মনে পরে গেলো । তিনি শ্রমিকের বেতন নানা অজুহাতে কেটে গ্রামের বাড়িতে মসজিদ বানাতেন ।

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে অনেক কারখানা মালিকই এরকম মানসিকতার হয়...

১২| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪০

কালো যাদুকর বলেছেন: মনে আছে ছোট বেলায় দেখেছি, গ্যাস লাইনে এরকম ছবির মত কাজ চলত। রাস্তা ঘাটে চলাচল করা যেত না।

০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকা না পেলে শেষ পর্যন্ত লাইন কেটে দেয়, তার আগ পর্যন্ত দেনদরবার চলতে থাকে...

১৩| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার ৮৫০ টাকার উপর তাদের লোভ নেই, তাদের টার্গেট লাখ লাখ টাকা বিলওয়ালাদের...

ভাই সাহেব ৮৫০ টাকা নয়।
বারো হাজার টাকার বেশি আমাদের গ্যাস বিল দিতে হয়। আমাদের বাসা ছয় তলা। দুই বার্নারের চুলা। অবশ্য সব চুলায় রান্না হয় না। রান্না হয় দোতলায়। তবু আমার মা প্রতিটা ফ্লাটের গ্যাস বিল দিয়ে যাচ্ছে বছরের পর বছর। আমাদের বাসায় কোনো ভাড়াটিয়া নেই।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও আচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.