নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমি সবসময় ভাবি দুর্নীতিবাজ, ঘুষখোর যারা মিডিয়ায় আসার আগ পর্যন্ত পরিবারের কাছে সৎ ব্যক্তি হিসেবে থাকে, কিন্তু যখন সবার কাছে জানাজানি হয়ে যায় তখন তারা কীভাবে তাদের স্ত্রী, সন্তানদের মুখোমুখি হয়। এর আগেও আমি এ ব্যপারে একটা পোস্ট লিখেছিলাম বিখ্যাত ‘বাইসাইকেল থিফ’ ছবির গল্প নিয়ে যেখানে পিতা চোর সাব্যস্ত হওয়ার পর তার পুত্রের দিকে লজ্জায় তাকাতে পারছিল না। বেনজীর বা এ প্রজাতির দুর্নীতিবাজরা হয়তো একটা কমন ডায়ালগ দেয়, "এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র"...
২. হুমায়ুন আহমেদ লিখেছিলেন, পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই। বেনজীর আহমেদও নিশ্চয়ই তারা কন্যাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জানিনা, এখন তাদের অনুভূতি কী? বেনজীরের স্ত্রী কিংবা কন্যারা কি তেনাকে তেনার সম্পদ নিয়ে প্রশ্ন করেছেন? করলে তিনি কী জবাব দিয়েছেন সেটার একটা ফ্যান্টাসি করতে আমার এই পোস্ট প্রসব। সোনাগাজীর ভাষায় অপ্রয়োজনীয় একটা পোস্ট হতে পারে...
৩. আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বেনজীর তার কন্যাদের বলেছে, সরকারকে যত অপকর্মে তিনি সাহায্য করেছেন, শাপলা চত্বর, বিরোধী দলকে দমন, গুম সহ একটা অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখতে হলে পুলিশ, আর্মি, আইন বিভাগের যে সহায়তা লাগে তার মধ্যে তার বাহিনীর ভূমিকা ছিল বেশী। সেসব কারণে, তিনি অনেক সুবিধা পেয়েছেন যা দিয়ে এত এত সম্পদ কিনেছেন। এমন কি সরকারের উপর মহল থেকেই তাকে এসব করতে সাহায্য করেছে। তিনি তো শুধু সুযোগের সদ্ব্যবহার করেছেন যেটা না করলে তার টিকে থাকা হত না, হয়তো বা এস কে সিনহার মত মিথ্যা মামলায় ফাঁসানো হত...
৪. আমি আমার মত টিপিক্যাল মধ্যবিত্ত পিতার মত ভেবেছি যে সন্তানের সামনে নিজের অপকর্মের ব্যাখ্যা হয়তো এভাবেই দিবেন। দুর্নীতিবাজদের সন্তানরা কীভাবে বড় হয়, কী মানসিকতার হয় আমার জানা নেই। তবে এটাই ভাবি, এত এত সমালোচনা কী তাদের চোখে পড়ে না? কীভাবে বন্ধু, আত্মীয়স্বজনকে মোকাবেলা করছে? কীভাবে এত রিপোর্ট হজম করছে প্রতিনিয়ত?
আপনাদের ভাবনা লিখে যান, বেনজীর তার স্ত্রী কন্যাদের কী কী ব্যাখ্যা দিতে পারে...
১৪ ই জুন, ২০২৪ বিকাল ৩:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকমটা হওয়ার কথা। কারণ, কখনো দেখিনি দুর্নীতিবাজ, ঘুষখোরের কোন স্ত্রী, সন্তান ঘর থেকে বেরিয়ে এসেছে। এমনকি বসুন্ধরার আনভীরের ঘরও এখনও টিকে আছে (যদিও এখানে অপ্রাসঙ্গিক)। মন্তব্যর জন্য ধন্যবাদ...
২| ১৪ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫১
নতুন বলেছেন: এমনকি বসুন্ধরার আনভীরের ঘরও এখনও টিকে আছে (যদিও এখানে অপ্রাসঙ্গিক)। মন্তব্যর জন্য ধন্যবাদ..
খুবই প্রাসঙ্গিক বিষয়।
আমার পরিচিত একজনের স্বামী পরনারীতে আসক্ত।
কিন্তু স্ত্রি ঢাকায় বাড়ী আছে, ২/৩ জন কাজের মানুষ আছে, গাড়ী আছে, মাসে লক্ষটাকা বাসা ভাড়া দিচ্ছে।
এখন যদি স্বামীকে ছেড়ে আসে তবে বাবার বাড়ীতে কি এই লাইফস্টাইল পাবে?
তাই মুখে যতই বলুক স্বামীকে কিন্তু ছেড়ে আসা তার জন্য অতটা সহজ না।
১৪ ই জুন, ২০২৪ বিকাল ৫:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাম বললে চাকুরি থাকবে না। আমার ৬০+ বসেরও একজন তরুণীর সাথে সম্পর্ক আছে। তেনার স্ত্রীও সব জানে, কিন্তু কিছু বলে না। কারণ, আপনি যা বললেন, তাই...
৩| ১৪ ই জুন, ২০২৪ বিকাল ৫:১১
নতুন বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে যারা দূনিতি করে, পরকিয়া করে এরা কিছুটা মানুষিক ভাবে অন্য রকম।
যেমন সাইকোপ্যাথেরা মানুষের কস্ট অনুভব করতে পারেনা, তাদের ব্রেন অন্য রকমের ভাবে চিন্তা করে।।
এদের আবেগ কম কাজ করে।
কারন যদি আপনার আবেগ ঠিক মতন কাজ করে, তখন বিবেগ জাগ্রত হয়। তখন আপনি অন্যায় করতে পারবেনা না। আপনি স্ত্রিকে ভালোবাসতে পারবেন।
যখন আপনার বিবেক কাজ করে তখন বুঝতে পারবেন যে কোটি টাকা আয় করে সে কবরে নিয়ে যেতে পারবেনা।
যখন মাথা ঠিক মতন কাজ করে তখন আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে তার সাথেই সুখী জীবন জাপন করতে পারবেন।
তাই এরা কিছুটা বিবেগ বা প্রজ্ঞা প্রতিবন্ধী বলেই আমার মনে হয়।
১৪ ই জুন, ২০২৪ বিকাল ৫:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো বললাম, আমরা ভাবি আমাদের মত করে। কেউ একজন টাকা পেলে তার সামনে মুখ দেখাতে পারি না। অথচ অনেকে কত অবলীলায় মানুষের টাকা, ব্যাংকের টাকা না দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিবেক তাদের নাড়া দিচ্ছে না। আবার দেখুন, আমরা রক্ষণশীলরা আমাদের সন্তানদের মিডিয়াতে পাঠাতে চাই না খারাপ হয়ে যাবে ভেবে, ধর্মীয় বাধা তো আছেই। তাহলে মিডিয়ার লোকদের সন্তানরা কীভাবে বড় হয়? তারা তাদের পিতা বা মাতার পর্দার রোমান্সকে কী হিসেবে নেয়? তাদের জগৎটাই আলাদা। তারাও বিবেক প্রতিবন্ধী...
৪| ১৪ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
ভুয়া মফিজ বলেছেন: বেনজীর তার মেয়েদের চোখে কীভাবে চোখ রাখে? সমস্যাটা আসলে বেনজীরের চাইতে তার মেয়েদের বেশী। আপনি বরং প্রশ্ন করতে পারেন, বেনজীরের মেয়েরা তাদের বন্ধু-বান্ধব বা পরিচিতদের চোখে কিভাবে চোখ রাখে?
একটা মানুষ (যেমন, বেনজীর) যখন বছরের পর বছর অন্যায় করে, সে আসলে একজন সাইকোপ্যাথে পরিনত হয় যার কাছে ন্যায়-অন্যায় বোধই অপ্রাসঙ্গিক। তার কাছে অন্যায়টাই ন্যায় হয়ে যায়। তার আশেপাশের লোকজনও এর প্রতিবাদ করে না, উল্টা তাকে পুরস্কৃত করে; তখন সে ভাবে যে, সে কোন অন্যায়ই করছে না।
অপরদিকে তার মেয়েরা যখন হঠাৎ করে জানতে পারে যে, তাদের দেবতাতুল্য পিতৃদেব একজন ক্রিমিনাল, তখন তাদের ঝটকা লাগাটাই স্বাভাবিক। বাপ তাদেরকে অং বং বোঝায়, তারাও বোঝার ভান করে (এছাড়া কোন উপায়ও নাই)। কিন্তু বাইরের সমাজে চলতে গিয়ে তাদের সমস্যা হয়। তবে আস্তে আস্তে তারাও এসবে অভ্যস্ত হয়ে যায়, এবং এক সময়ে মেনে নেয়।
এভাবেই এরা একটা মেকি চেহারা নিয়ে সমাজে ঘুরে বেড়ায়, তবে কোনদিনই মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না।
১৪ ই জুন, ২০২৪ রাত ৮:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ...
৫| ১৪ ই জুন, ২০২৪ রাত ৮:১৪
কামাল১৮ বলেছেন: বেনজির এক রাতে এসব করে নাই।সাংবাদিকরা কেন চোখ বুঝে ছিলো।কেনো অনুসন্ধানী রিপোর্ট হলো না।
১৪ ই জুন, ২০২৪ রাত ৮:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাহফুজ আনাম স্বীকার করেছেন, তেনারা নাকি জানতেন, কিন্তু 'উনার' (বেনজীর না) ভয়ে লিখতে সাহস পাননি...
৬| ১৪ ই জুন, ২০২৪ রাত ৮:২৭
ঢাবিয়ান বলেছেন: কামাল১৮ বলেছেন: বেনজির এক রাতে এসব করে নাই।সাংবাদিকরা কেন চোখ বুঝে ছিলো।কেনো অনুসন্ধানী রিপোর্ট হলো না।
এইটাই হল আসল কথা। বেনজির এক রাতে কিছু করে নাই। আর এইসব অপকর্ম বেনজির একা করে নাই। আমাদের চারপাশে প্রচুর মানুষ সমানে অপকর্ম করে যাচ্ছে। ধরা না পড়া পর্যন্ত সবাই ফেরেশতা। আমি পরিচিত প্রচুর মানুষকে চিনি যারা চুরি দারী, দুর্নীতিসহ আরো বহু অপকর্মের সাথে জড়িত। কিন্ত সমাজে তাদের বিড়াট কদর। সবাই জানে তারা কেমন। কিন্ত তাদের সাথে ওঠাবসা করছে , তাদের ফেসবুক পোস্টে লাইকের বন্যা বয়ে যাচ্ছে , তাদের সাথে পার্টিতে গিয়ে মৌজ মাস্তি করছে। এরা আবার ধর্ম কর্মও করছে, ফেসবুকে ধর্মীয় পোস্ট অবাধে শেয়ার করছে। ছবিতে দেখেন বেনজিরের ওয়াইফ হিজাব পড়া। তার মেয়েদের দেখে কি মনে হচ্ছে তারা অসুখে আছে? ব্যপার হচ্ছে দুর্নীতিবাজদের দুর্নীতি তাদের পরিবারের সবাই জানে। কিন্তু তাদের ও চারপাশের পরিচিত মানুষদের তাতে সায় আছে। পত্রিকা কয়েকদিন পর বেনজিরকে যখন ভুলে যাবে তখন আবার সে ফেরেশতা বনে যাবে, এ ব্যপারে শিওর থাকতে পারেন।
১৪ ই জুন, ২০২৪ রাত ৮:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব সত্য...
৭| ১৪ ই জুন, ২০২৪ রাত ৮:৫৪
শায়মা বলেছেন: আমার মনে হয় মেয়েদের কাছে বাবারা কখনই ক্রিমিনাল হয়ে যায় না। বাবারা সব সময় শ্রেষ্ঠ থাকে তারা বিশ্বাসই করে না তাদের বাবা কোনো অন্যায় করতে পারে।
আমার ধারনা এই মেয়েগুলাও ভাবছে সব মিথ্যা তাদের বাবাই সত্য!
১৪ ই জুন, ২০২৪ রাত ৯:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে তো আর বেনজিরের কষ্ট করে ভুং ভাং বোঝানো লাগলোনা...
৮| ১৪ ই জুন, ২০২৪ রাত ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় বেনজির কে নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে।
আমার এও মনে হয় সরকার কোন একটা জিনিস আড়াল করার জন্য বেনাজির প্রসঙ্গ মার্কেটে ছেড়ে দিয়েছে।
বেনোজিরের অপরাধ কতটুকু?
ঢাকায় চারটা অ্যাপার্টমেন্ট আর গোপালগঞ্জে ও পার্বত্য চট্টগ্রামে বিপুল জমি কিনে রাখা। পত্রপত্রিকা দেখে এতোটুকুই জানা যায়। হয়তো আরো কিছু আছে। যাই থাকুক। বেনজির অবশ্য একটি ভিডিও বার্তায় এত বেশি জমি কিনেছে এটা স্বীকার করেনি তবে এপার্টমেন্টের কথা স্বীকার করেছে।
চারটা ফ্ল্যাট বাড়ি এমন কি বেশি?
আমার মত অতি সাধারণ রাস্তার মানুষের যদি দুটি ফ্ল্যাট থাকে তাহলে বেনোজির এর মত ক্লাস ওয়ান অফিসারের চারটি ফ্ল্যাট থাকা কি অপরাধ। ঢাকা শহরে খোঁজ করলে দেখবেন আমলাদের তো আছেই যে কোন সেনা কর্মকর্তার ঢাকায় আস্ত ছয় তলা বিল্ডিং আছে। প্রথম আলো সম্পাদকের আস্ত ১০ তলা বিল্ডিং ৩০ টি অ্যাপার্টমেন্ট। ছয়তলা বাড়ি ছিল লালমাটিয়ায় সেটাতে প্রভাব খাটিয়ে ১০ তালা করেছে রাজুক থেকে পাকা রশিদ নিয়ে। আরো বিপুল জমি ফ্ল্যাট আছে এই সম্পাদকের। বেতন দিয়ে এসব কিভাবে সম্ভব? এভাবে খুঁজলে লোমম্বাস্তে কম্বল উজার হয়ে যাবে অনেকের আন্ডারওয়ারও হারাইতে পারে। তবে আমি কোন দুর্নীতিকে ছাড় দেওয়ার পক্ষপাতি নই। আমি চাই বেনজিরের কঠিনভাবে বিচার হোক।
বেনজীর দুর্নীতি করে নাই এটা কোন পাগলেও বিশ্বাস করবে না আমিও করি না। তবে বেনজির কে শাস্তি দেওয়া আইনের পক্ষে অনেক কঠিন হবে। কারণ সে সরাসরি দুর্নীতি করেনি। দুর্নীতি করেছে তাদের অধস্তন অফিসারা। তারা বিভিন্ন ঘুষের টাকা বড় অংশ বখরা দিয়ে গেছে চিফকে। এটাই অলিখিত নিয়ম। সেই ব্রিটিশ আমল থেকেই চলছে। ডাইরেক্ট দুর্নীতিতে জড়িত না হলে আদালতে প্রমাণ করা অসম্ভব রকমের কঠিন। সর্বোচ্চ যা হবে জমিগুলো সরকার বা আয়কর বিভাগ নিয়ে নিবে। ব্যাস এতোটুকুই।
বেনোজির হয়তো দুর্নীতি করেছে কিন্তু সে রাষ্ট্রীয় দায়িত্বে কোন অবহেলা করেনি। রাষ্ট্রকে সে সর্বোচ্চ দিয়েছে। জঙ্গি সন্ত্রাস জামাত শিবির হেফাজত এদের জঙ্গি তৎপরতা কোন বড় রক্তপাত ছাড়াই নির্মূল করতে পেরেছে। ব্লগার হত্যা বিদেশি হত্যা এবং হোলি আর্টেজান এর ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো জঙ্গিদের তাণ্ডব সম্পূর্ণ ভাবে নির্মূল করতে পেরেছে। এর জন্য অ্যাপ্রিশিয়েট সে প্রাপ্য।
তবে দুর্নীতির বিচার হোক।
১৫ ই জুন, ২০২৪ রাত ৩:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন মনে হচ্ছে বেনজিরের আগের আইজিপি গুলো অনেক সৎ। তেনাদের নিয়ে এত বিতর্ক নেই...
৯| ১৪ ই জুন, ২০২৪ রাত ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: এমন নির্লজ্জ দূর্নীতি বাজের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার। পুলিশ জাতির কলঙ্ক সে নির্মম পাপাচার। তা মেয়েরা যদি বিবেকবান হয়ে থাকে তবে তাদের ধরণী দ্বিধা হও অবস্থা হবে। তারা মুখ দেখাবে কিভাবে?
১৫ ই জুন, ২০২৪ রাত ৩:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের মত চিন্তা করলে প্রতিনিয়ত তাদের মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে...
১০| ১৪ ই জুন, ২০২৪ রাত ১১:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্নীতিবাজরা এবং তাদের ছেলেমেয়েরা এসবে অভ্যস্ত। এত সব করলেও তাদের ছেলেমেয়েদের কাছে তারা ভালো। গণহত্যাকারী-ধর্ষকরাও তাদের ছেলেমেয়ের কাছে ভালো।
১৫ ই জুন, ২০২৪ রাত ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশিরভাগেরই মানসিকতা এরকম...
১১| ১৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৯
নতুন বলেছেন: এভাবে খুঁজলে লোমম্বাস্তে কম্বল উজার হয়ে যাবে অনেকের আন্ডারওয়ারও হারাইতে পারে। তবে আমি কোন দুর্নীতিকে ছাড় দেওয়ার পক্ষপাতি নই। আমি চাই বেনজিরের কঠিনভাবে বিচার হোক।
বেনজিন তো গুটি মাত্র। তাকে দিয়ে কাজ করিয়েছে কে? তার নাম কি নেওয়া যাবে?
প্রধানমন্ত্রীর তো এই বেনজিরের দূনিতির কারনেই পদত্যাগ করা উচিত।
দুনিয়ার কোন সভ্য দেশের প্রধানমন্ত্রী তার বাহিনির প্রধানকে এই ভাবে ব্যবহার করলে মানুষের সামনে মুখ দেখাতো না।
বেনোজির হয়তো দুর্নীতি করেছে কিন্তু সে রাষ্ট্রীয় দায়িত্বে কোন অবহেলা করেনি। রাষ্ট্রকে সে সর্বোচ্চ দিয়েছে। জঙ্গি সন্ত্রাস জামাত শিবির হেফাজত এদের জঙ্গি তৎপরতা কোন বড় রক্তপাত ছাড়াই নির্মূল করতে পেরেছে। ব্লগার হত্যা বিদেশি হত্যা এবং হোলি আর্টেজান এর ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো জঙ্গিদের তাণ্ডব সম্পূর্ণ ভাবে নির্মূল করতে পেরেছে। এর জন্য অ্যাপ্রিশিয়েট সে প্রাপ্য।
এই জন্যই সামু লাভস ইউ
আপনি কিন্তু ঠিকই বলেছেন। সে রাস্টের কাজে কোন অবহেলা করেন নাই। তিনি যদদিন আয়ামীলীগের কথা শুনেছেন ততদিন উনির এই দূনিতি সমস্যা ছিলো না। এখন উনি বড় কোন মুরুব্বির সাথে বেয়াদবি করেছেন তার জন্য শেখ হাসিনা পযন্ত নাখোশ তাই তার এই বিপদ।
শেখ হাসিনাকে খুশি করতে পারলেই উনার সব বিপদ কেটে যাবে।
১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসান ভাই শিক্ষিত মানুষ। উনার নীতি হল, পাপকে ঘৃনা কর, পাপীকে নয়...
১২| ১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:১১
নতুন বলেছেন: লেখক বলেছেন: হাসান ভাই শিক্ষিত মানুষ। উনার নীতি হল, পাপকে ঘৃনা কর, পাপীকে নয়...
কিন্তু পাপিকে আরো ৫ বছর পাপ করতে সুযোগ করে দিতে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতে উনার আপত্তি নাই
১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাতে আপত্তি নাই। কারণ, তিনি সহ আরো অনেকে হলেন "বাংলাদেশ বিকল্প দেখান" লীগের সদস্য...
১৩| ১৫ ই জুন, ২০২৪ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন: আপনি আমাকে বলেন দেখি বাংলাদেশে কে দুর্নীতিবাজ নয়?
বাংলাদেশের সাধু পুরুষরা মূলত সুযোগ না পেয়ে সাধু । আর তারা এই সাধুরা দুর্নীতিবাজদের উপর নাখোশ কারণ ওরা সুযোগ পাচ্ছে সে পাচ্ছে না, ও টাকা আয় করছে সে পাচ্ছে না !
আর আমাদের ব্লগতো মাশাল্লা সাধুতে একেবারে ভরা ! মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের সব ভাল সাধুরা কেবল সামুতে আছে । আর সবাই দুর্নীতিবাজ !
১৫ ই জুন, ২০২৪ দুপুর ১:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেনজীর নিজে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, সততার জন্য পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার...
১৪| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:৫১
আরইউ বলেছেন:
হাসানের মন্তব্যে ১০ এ ১০! সাবাস, হাসান, চালিয়ে যান, থামবেনা!!
১৬ ই জুন, ২০২৪ ভোর ৫:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার নীতি হল পাপকে ঘৃণা কর, পাপীকে নয়...
১৫| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:৫১
আরইউ বলেছেন:
*থামবেননা
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২৪ বিকাল ৩:১৮
নতুন বলেছেন: স্ত্রী কন্যারা যখন উচ্চবিত্তের লাইফ স্টাইলে অভ্যস্থ হয়ে যায় তখন তারা তাদের স্বামী/বাবাকে দূনিতি থেকে বের হয়ে সুধুই বেতনে চলতে বলতে পারেনা।
এটা তারা অনেক পরে টের পায় তখন এই জীবনে তারা অভস্থ হয়ে যায়।