নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জংলী বিড়াল

চির উন্নত মম শির

জংলী বিড়াল › বিস্তারিত পোস্টঃ

আমি নতুন মানুষ

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

আমার লেখার হাত একদম নেই। না মানে হাত আমার দুইটাই আছে কিন্তু লিখতে গেলে কাজ করে না। আঙ্গুল কয়টা ভবঘুরে মানুষের মত কীবোর্ডের উপর কিছুক্ষন ঘোরাঘুরি করে, হ য ব র ল টাইপের কিছু লেখা লেখি হয়, তারপর মুছে দিয়ে প্রস্থান। আসলে হাতের কি দোষ দেই বলেন? মাথায় কিছু আসলেই তো তারপর হাত লিখবে ! মাথায় যে কিছুই আসে না। এক পলতে পরিমাণও না।



একেবারেই যে কিছু আসে না তাও নয়, আসে অনেক কিছুই। ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে অনেক কিছুই মাথায় আসে। কোন একটা বিষয় নিয়ে সুন্দর প্লটও তৈরি হয়ে যায় মাথায়। লিখতে বসি। কিন্তু মাথায় সুশৃঙ্খল ভাবে তৈরি হওয়া এত সুন্দর প্লটটাকে মাত্র একফুট দূরের ঐ কীবোর্ডে নামাতে গেলেই তালগোল পেকে যায়। আর ঐ কীবোর্ডের কীগুলোও কেমন যেন এলোমেলো ? লিখতে চাই একটা, হয়ে যায় আরেকটা। রাজনীতি নিয়ে লেখা শুরু করি, লেখার মাঝ বরাবর গিয়ে বিষয় দাঁড়ায় অর্থনৈতিক। আর শেষ নামাতে গিয়ে দেখি বিষয়টা ব্যাক্তিগত বিষয়ে রুপ নিয়েছে। আর কোন বিষয়ে আসলে লিখতে বসেছিলাম, শেষ পর্যন্ত তাও বোঝার গতি থাকে না। তাই ভয়ে ভয়ে দূরে দূরে থাকি, হাজার হলেও একটা আত্মমর্যাদাবোধ তো আছে সবারই, আমারও আছে বৈ কি! না লিখলে তো আর কেউ লেখার নিন্দা করতে পারবে না !



লেখাটি আমার ব্লগেও পাবেন -

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.