![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজারে বড় একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা চলছে।
কর্পোরেট জব, ছুটিছাটা কম। তাই ঈদ ছাড়া বড় ট্যুর দেয়ার সুযোগ হয় না, সেজন্য যে কোনো ঈদকেই বেছে নিতে হয় ভ্রমনের সময় হিসেবে।
পরবর্তী ঈদ উল ফিতর আসছে জুলাইয়ের শেষের দিকে, শ্রাবণের মাঝামাঝি অর্থাৎ ভরা বর্ষা মৌসুমে।
কিন্তু খটকা লাগছে এই ভেবে যে ভরা বর্ষা মৌসুমে কক্সবাজার ভ্রমণ সুবিধাজনক আর আনন্দপূর্ণ হবে কিনা?
আরও একটা অপশন আছে - কোরবানি ঈদ। তখন অবশ্য শরতের শেষ সময় অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ।
আর ঈদের সময় কক্সবাজারে আবাসন, যানবাহন, বাড়তি মুল্য এসবের কোন সমস্যা হয় কিনা?
কেউ প্লিজ হেল্প করেন, কক্সবাজার ভ্রমনের জন্য কোন ঈদটা ভালো হবে? ভরা বর্ষার মৌসুমে ঈদ উল ফিতরের ছুটিতে নাকি শরতের শেষে ঈদ উল আযহার ছুটিতে?
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
জংলী বিড়াল বলেছেন: প্রীত হলাম, আপনার কথায় আশ্বাস পেলাম, রোজার ঈদটাই বাইরে যাবার জন্য ভালো সময়, কোরবানি ঈদে ঝামেলা অনেক বেশি থাকে।
আমিতো আবার জলে একটু বেশিই থাকতে পছন্দ করি, সেদিক দিয়ে সৈকতের পরিবেশ বর্ষাকালে উপযুক্ত আর নিরাপদ কিনা?
২| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪
রাজীব বলেছেন: নিরাপত্তার সাথে আবহাওয়ার কোন সম্পর্ক নেই। কারন আমাদের দেশে নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে ছিনতাইকারীরা। আর ঝড়?
সুনামী ছাড়া সাধারন ঝড়ে তেমন কোন ক্ষতি হবার আশংকা নেই। বড়জোর রাস্তার পাশের বড় বিলবোর্ড ভেংগে পড়ে আহত হতে পারেন।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৬
জংলী বিড়াল বলেছেন: ভালো লাগলো, আপনার পজেটিভ দিক নির্দেশনার জন্য।
ছিনতাইকারীর দিক দিয়ে অবশ্য একটা সুবিধা আমার আছে, আমাকে দেখে আজ পর্যন্ত কোন ছিনতাইকারী পছন্দই করে নাই!
ঝড় ঝাপটায় নিজের ভয় পাওয়ার কারন অবশ্য তেমন একটা নেই, চিন্তা শুধু আমার নিরীহ বউটাকে নিয়ে। দেখা যাবে খারাপ আবহাওয়ার জন্য হোটেল থেকেই বের হওয়া হচ্ছে না!
আর কক্সবাজারের বিল বোর্ড গুলো মনে হয় ঢাকার মত অত বেয়ারা টাইপের নয়।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫
মাসুদ রশিদ বলেছেন: বর্ষায় সমুদ্র খারাপ না। খুব বেশি বৃষ্টি না হলে খুব একটা সমস্যা হবে না।