![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে তুমি এলে
কোথায় ছিলে এতদিন?
হেমন্তের রাত জেগে জেগে কেবলই প্রহর গুনেছি অপেক্ষায়,
ক্লান্ত পথিকের বরফগলা পথে ।।
এখানে হেমন্তেরা জোছনায় স্নান করে সারারাত
অরা সাগর পারে রাত কাটায় বালুচরে ফুলশয্যা পাতে
হেমন্তকে বড় বেশি মনে পরছে আজ
সেই কবে বুকের পাটাতন থেকে নামিয়ে
নিস্তব্দ ঘাসের পালকে রেখে এসেছি
সেইদিনের সেই সোনাঝরা প্রত্যুষে ।।
সে কেবলি খোঁজে জোনাকির সাগর
তুষারের শৈবালে বিছান মসৃণ চাদর
জোছনায় বালুচরে জোনাকি সাগর পারে
শেষাবদি তুমি এলে?
ক্লান্ত পথিকের বরফগলা পথে ।
©somewhere in net ltd.