![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন আমি একাকী পথ হাঁটছি
সিঁড়ির পর সিঁড়ি পার হয়ে আমি শুধু পথ হাঁটছি ।
দিন যত যায়, যতবার সূর্য দেখা দিয়েছিল আমার সকালে
আমি শুধু তাকে বারবার শুধায়েছি
কবে কখন তোমার শেষ আসা হবে ?
কবরের পথে যতই চলেছি সে যেন ততই দূরে সরে যায়
সেকি আমায় ধরা দিবেনা ?
আমার জীবনের শেষ দিবসের ডাকে,
আমি শুধু একাকী পথ হাঁটছি, ডাকছি আমি, ধরা দাও,
আমিতো তোমার পথ চেয়ে একাকী বসে আছি
©somewhere in net ltd.