![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত বুকে কত কথা
প্রতিদিন প্রতি ঘরে
মোমের আলোয় কুয়াশা হারিয়েছে
বুলেটের অন্তিম আঘাতে। রক্তের চেতনায়
সাজান হৃদয়ে দর্পণে মুখ দেখে,
প্রতিশ্রুতি রেখে বিদাই বাঁশি বাজিয়েছে, বিজয়ী যুবক
অনিশ্চিত জোনাকির আলোয়, পথ দেখে দেখে
শিশিরের বুকে দু'পায়ের ছাপ রেখে
যে গেলো সে আসবে কি ফিরে কোন কালে কোন যুগে?
শিশুহারা মায়ের বুকে, ভেজা শাড়ির আঁচলের বুকে
কে শুনবে কান পেতে অপেক্ষার নিঃশ্বাস
নিস্তব্দ রাত্রির বাসরে, প্রদিপের আলোয়,
কে দেখবে মায়ের রাতজাগা মুখ
কে মুছবে নরম আঙুলে মায়ের অধরে পরা আঁখিজল
কে বলবে কেঁদোনা মা আবার আসব ফিরে কোন এক ভোরে
সোনালি সকালের হাত ধরে
©somewhere in net ltd.