![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী আমায় কথা দিয়েছিলো
শিশির ভেজা সকালে মেঘমুক্ত
পূর্ণিমার প্রত্যুষে তখনও কাকপক্ষী
জেগে ওঠেনি, কোলাহল নেই,
অলস নীলাভ রাঙা সূর্য উকি দেয়নি তখনও
শুধু বাসন্তী আর আমি।
জেগে জেগে রাত কাটানো আমার
বড় বেশি পছন্দ, বড়বেশি ভালোবাসি তাকে
কখনও সখনও আমাকে ছেড়ে
জেতে চায় না সে, যেমন পারিনি আমি।
কালের বিবর্তন, ব্যাস্ততম নগরী
চারিদিকে কেবলই কোলাহল, আমার
নির্লজ্জ চিৎকার প্রতিধবনিত হয়ে
ফিরে আসে, কবে কখন
সেই দিনের কথা মনে পড়ে না,
শুধু মনে আছে লাগামহীন
অশ্বারোহীর মত একদা স্বাধীনভাবে
মুক্ত বাসন্তী আমায় কথা দিয়েছিলো
কথা দিয়েছিলো।
©somewhere in net ltd.