![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অঞ্জলি চলো না পা রাখি ঘুরে আসি একবার
চলো যাই সেখানে যেখানে আমার মা
সোনালি সকালের পথ চেয়ে আছে ।
কতদিন দেখিনি মুক্ত আলোয় দেখিনি তারে
গায়ের সুনিল আকাশ শ্যামল দিগন্তে।।
ক্লান্তিতে ছেয়েছে কতবার, বয়ে গেছে কত দিন
উত্থাল তরঙ্গের বুকফাটা বেদনায়
প্রেরনা পাইনি তাই মুকুলেই ঝরে গেছে
উঁকি দিয়ে বারবার থিকানা খুঁজে
গলামির তালা ভেঙ্গে
চলনা একবার ঘুরে আসি, শিমুলের বনে
অথবা কাশবনের খেয়াঘাটে্।।
যেখানে শত কুমারীর সমাধি,
প্রলয়ের প্রহর গুনে গুনে রচনা করেছে
আর এক সমাধি, ভালোবাসার রক্তিম মেহদি
রঙ্গে আঁকা সোনালি সকাল
©somewhere in net ltd.