![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলির রং মুছে মুছে পশ্চিম আকাশের বারান্দা হতে
আশেপাশে চারিধারে সুগভির নীরবতা
নেমে আসে সন্ধ্যা, কি ব্যাথায়
জেগে উঠে পিছু ফেলা কিছু কথা।
একঝাঁক বুনোপাখির পতপত শব্দে পথ চলার স্নিগ্ধ সঞ্চয়।।
আকস্মাৎ কি ভেবে হেসে ওঠে
তারায় তারায় আকাশের সীমায়
এত কাছে তবু তারে ধরা নাহি যায়।।
যারে ভেবে জেগে জেগে
জীবনের শেষ ঘাটে
মালা গেঁথে ঝরা ফুলের দোলায়
পারাপারের ঢেউ আছড়ে পড়ে পিছু ফেলা খেয়া ঘাটে
প্রেরণা যোগায় অসময়ে, অবহেলায়।
ভাতিয়ালি গান, বাঁশরি থেমে যায়
রক্তকবরী ফোটে গোলাপ বকুলেরা জোছনায়
চিরচেনা সেই বাটে পিছু ফেলা খেয়া ঘাটে।
©somewhere in net ltd.