![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কালো গোলাপ তোমায় দেবো বলে
চৌদ্দ স্বামীর ঘর করা রমনীর মত,
চোখ রেখে তোমার অধরে,
অনেকগুলো রাত পিছু ফেলে এলাম।
অনেকগুলো শ্রাবণের মিষ্টি আঁধারে
মেঘরঙা কালো চুলের ঘ্রান নেব বলে,
দু'পায়ে সামনে হাঁটু গেড়ে বসেছিলাম।
এ দুতি চোখ আমার সবই তার জানে
পার্কে পড়ে থাকা চানাচুরের খালি প্যাকেট,
বাদামের খোসার মত, নুপুরের সব্দ আকাশে
শুনাবো বলে, ঘাসের বুকে কান পেতে রেখেছিলাম।
চোখের জমিনে ভীড়ার তরী ক্লান্ত ঘুমেরা,
জেনো নোঙর করা সাম্পান শান্ত নদিতে,
তোমার দু'পায়ে হেঁটে জাওা শব্দ, ঢেউয়ের বুকে
শুয়ে থাকা বাসাতে তানপুরা শুনেছিলাম
©somewhere in net ltd.