![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না রেখে আমার ঠিকানা
ভালই করেছ তুমি,
না আসার কারণ, বানানো কাহিনী শুনানো
কথার অবসান করেছো তুমি।
যা কিছু বেদনা মুছে দিয়েছ
যখন ছিলনা দিশা,
কুয়াশার অন্ধকারে তুমি এলে
জ্বেলেছি প্রদীপ বারে বারে,
বুকে বুনেছি ভালবাসার জাল
আমার ভুবনে তোমার পদচারোণায়।
এঁকেছি আল্পনা, সাজানো সান্ত্বনা
বানানো কাহিনী শুনে
গেঁথেছি মালা ঝরাফুলের বেদনায় ।।
©somewhere in net ltd.