![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ দেখি
আমার দোড়ে
দাড়িয়ে এক ভদ্দ লোক,
অবাক হলাম
দেইখা তারে
জাগল বুকে হদ্দ শোক ।
এইতো দেখি
বড় সাহেব
আমার দোরে দাঁড়িয়ে কেন্ ,
ব্যস্ত হয়ে
বল্লাম আমি
কপাল আমার, স্যার বসেন ।
হাতটি নেড়ে
বললেন তিনি
বসার এখন সময় নাই,
তোমার কাছে
একটি জিনিস
চাইতে আমি আইছি ভাই ।
ভাবনা হলো
সপ্ন নাতো ?
ডাকল সাহেব- ভাই,
ফের বললাম
গরিবেরে
ঠাট্টা করন নাই ।
কিযে বলো
মনে রাইখো
গরিবরাই ঠিক মানুষ,
ভাবলাম আমি
কয়কি সা'বে
কেমনে তেনার হইল হুস ?
বলেন তিনি
কইরো দোয়ে
ইলেকশনে দাঁড়াইছি,
তোমাগ দোয়ায়
গতবারে ও
আর সবারে হারাইছি ।
-আমার দোয়ায়
কি আর হবে
করবে দোয়া বুজুর্গান,
ইলেকশনে
পাশ করিতে
তাদের কাছেই দোয়া চান ।
-আরে বোকা
দোয়ার সাথে
ভোটখানিও আমার চাই,
টাকা কিছু
লাগলে দেব
সেসব বেশী ভাবতে নাই ।
বুঝলাম এবার
কোন্ জিনিসের
আশায় মোরে পাম দিলেন,
কিসের টানে
বড় সাহেব
আমার কাছে আজ এলেন ।
২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৫
বিচিত্র জিসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: