![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইব্রেরীতে যান না তিনি
সেথায় অলস যত,
চায়ের ষ্টলে আড্ডা মারেন
ঘন্টা শত শত ।
জ্ঞানের কথা যবর বিরস
নেইকো মজা টেষ্ট,
বইতো কেবল তারাই পড়ে
যাদের শুধুই রেষ্ট ।
কাজের লোকের ফাঁকটা কোথায়
পড়বে যখন বই,
বই পড়ুয়ার দলটাকে তাই
আলসে অবোধ কই ।
মশাই বেজায় কাজের কাজি
সময় যে তার নাই,
যখন তখন পথের মোড়ের
চায়ের ষ্টলে পাই ।
©somewhere in net ltd.