![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন যাব দূরে,
থাকবে সেজন, চিলও যে জন আমার হৃদয় জুরে।
অভিমানি মন!
দুঃখ পেলেই খোঁজে তারে, সেই সে আপনজন।
সময় যাচ্ছে বয়ে-
নিত্য দিনের সচল চাকায় যায় যে হৃদয় ক্ষয়ে।
দূর দিগন্তে চাই,
কল্পনাতে যেথায় তোমায় রঙিন করে পাই।
মিস্তি জোছনার রাতে,
হৃদয় আমার বাতাস হয়ে যায় যে তোমার কাছে।
তুমি আমার কষ্ট!
তুমি বিনে তাইতো হল আমার জীবন নষ্ট।
সকালে আর সাঁঝে,
আমার বুকে কেবল তোমার পায়ের আওয়াজ বাজে।
©somewhere in net ltd.