নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডফগডগ

বিচিত্র জিসান

জিবনের সন্ধানে এসে আমি মৃত্যুর কাছাকাছি এসেছি

বিচিত্র জিসান › বিস্তারিত পোস্টঃ

মেমরি কার্ডের যত্ন এবং ব্যবহার

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

১। মাসে অন্তত একবার আপনার মেমরি কার্ডটি গ্লাস ক্লিননার দিয়ে সংযোগ স্থানটি ভালভাবে পরিষ্কার করতে হবে। অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমরি কার্ড নষ্ট হতে পারে।

২। কখনো মেমরি কার্ড পিসিতে দুই-তিন বারের বেশি ফরমেট করবেন না কারন এতে মেমরি কার্ড নষ্ট হবার ঝুকি থাকে।

৩। প্রয়োজনে মোবাইল দিয়ে মেমরি কার্ড ফরমেট করুন।

৪। মোবাইলে বেশিক্ষন (এক-দুই ঘন্টার বেশী) ভিডিও গান বা ভিডিও চিত্র না দেখাই ভাল কারন এতে ব্যাটারি এবং মেমরি কার্ডের উপর চাপ পড়ে।

৫। মেমরি কার্ড কে পেনড্রইভ হিসাবে ব্যবহার না করাই ভাল আর যদি পেনড্রইভ হিসাবে ব্যবহার করতে চান তাহলে কার্ড রিডার ব্যবহার না করে মোবাইলের ডাটা কেবল ব্যবহার করুন।

৬। 1 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB, 2 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB / 1 GB, 4 GB সাপোর্ড মোবাইলের জন্য 2 GB / 4 GB মেমরি কার্ড ব্যবহার করা ভাল। এতে মোবাইল ফোন সহজে হ্যাং হয়না এবং ধীর গতীর হয় না।ঐ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধইন্না

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

বিচিত্র জিসান বলেছেন: আপনাকেও ধইন্না :D

২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

রাখালছেলে বলেছেন: নতুন কিছু বলেন ...নতুন কিছু করেন ।

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

বিচিত্র জিসান বলেছেন: নতুন কিছু করারই চেষ্টায় আছি, যারা এখনও সেখানেই পরে আছে যেখান থেকে আমরা অনেক আগেই বেরিয়ে এসেছি এগুলো তাদের জন্য :) :) :)

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬

বিচিত্র জিসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.