![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক টেরাবাইট পোর্টেবল হার্ডডিস্ক ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগালে নিচের মেসেজ আসে কিন্তু হার্ডড্রাইভ শো করে না--
"This device can perform faster if you connect it to a Hi-Speed USB 2.0 port"
আগে এই ল্যাপটপেই হার্ডডিস্ক ব্যবহার করেছি, কোন সমস্যা হয়নি। কিন্তু গত ৪/৫ দিন কোনভাবেই ল্যাপটপের সাথে হার্ডডিস্ক কানেক্ট করতে পারছি না। কোন উপায় থাকলে হেল্প করেন।
বি.দ্র. উইন্ডোজ সেভেন, ৩২ বিট ইউজ করি।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
বিদেশী গুপ্তচর বলেছেন: তাতে কি কাজ হবে?
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
রঙিনমানুষ বলেছেন: প্রথমেই নিশ্চিত হয়ে নিন সমস্যাটা আপনার হার্ডডিস্কের না কি ল্যাপটপের। এটা খুব সহজ কেবল অন্য ল্যাপটপের সাথে কানেক্ট করলেই ব্যাপারটা বোঝা যাবে। সমস্যা ল্যাপটপের হলে USB ড্রাইভার আপডেট করে নিন কিংবা মাদারবোর্ডের সব ড্রাইভার আপডেট করে নিতে পারেন। এতে কাজ হওয়ার কথা। না হলে windows setup করতে পারেন নতুন ভাবে। এতে ল্যাপটপের ড্রাইভার জনিত সমস্যা হলে তা ঠিক হয়ে যাবে।যদি হার্ডডিস্কের সমস্যা হয় তবে ওয়ারেন্টিতে পাঠানোই ভালো। না থাকলে সম্ভবত এটার sata to usb connector অংশটি সম্ভবত নষ্ট হয়ে গেছে। বাজারে আলাদা কেসিং পাওয়া যায়। সেটা লাগালেইআশা করি কাজ করবে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
বিদেশী গুপ্তচর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য...ট্রাই করব
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
িসরাজ উদদীন বলেছেন: নাতুন করে windows setup দিন......