নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী।

বিদ্রোহী কবি নজরুল

আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী।

সকল পোস্টঃ

জাতের নামে বজ্জাতি

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২০

জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ
খেলছ জুয়া,
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের
হাতের নয়তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাবলি
এতেই জাতির জান,
তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে
একশ’-খান।
এখন দেখিস ভারত জোড়া পঁচে...

মন্তব্য১ টি রেটিং+০

আমার সকল ক্ষুদ্রতা হতে

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৫

আমার সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভূ উদার
হে প্রভু, শেখাও- নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ- যুগান্ত নরকেও ঝাঁপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাই নীচত...

ক্ষুদ্র করো না...

মন্তব্য৩ টি রেটিং+২

কান্ডারী হুশিয়ার

১১ ই জুন, ২০১৬ দুপুর ১:১৫

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী,...

মন্তব্য০ টি রেটিং+০

বিদ্রোহী

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম...

মন্তব্য০ টি রেটিং+০

রাজবন্দীর জবানবন্দী

০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৪


আমার উপর অভিযোগ, আমি
রাজবিদ্রোহী। তাই আমি আজ
রাজকারাগারে বন্দী এবং
রাজদ্বারে অভিযুক্ত। এক ধারে
রাজার মুকুট; আর ধারে ধূমকেতুর
শিখা। একজন রাজা, হাতে
রাজদণ্ড; আর জন সত্য, হাতে
ন্যায়দণ্ড। রাজার পক্ষে_ নিযুক্ত
রাজবেতনভোগী রাজকর্মচারী।
আমার পক্ষে_ সকল রাজার...

মন্তব্য১ টি রেটিং+০

আনোয়ার

০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:২৯

[চারিদিকে নিস্তব্ধ নির্বাক। সেই মৌনা নিশীথিনীকে ব্যথা দিতেছিল শুধু কাফ্রি-সাস্ত্রীর পায়চারির বিশ্রী খট্‌খট্ শব্দ। ঐ জিন্দানখানায় মহাবাহু আনোয়ারের জাতীয়-সৈন্যদলের সহকারী এক তরুণ সেনানী বন্দী। তাহার কুঞ্চিত দীর্ঘ কেশ, ডাগর চোখ,...

মন্তব্য০ টি রেটিং+০

উম্মত আমি গুনাহগার

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

উম্মত আমি গুনাহগার
(সুন্ধু ভৈরবী- কার্ফা)

উম্মত আমি গুনাহগার
তবু ভয় নাহি রে আমার
আহমদ আমার নবী
যিনি খোদ হাবিব খোদার।।

যাঁহার উম্মত হতে চাহে সকল নবী,
তাহারি দামন ধরি\' পুলসিরাত হব পার।।

কাঁদিবে রোজ হাশরে সবে
যবে নাফসি...

মন্তব্য৪ টি রেটিং+১

কামাল পাশা

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

[তখন শরৎ-সন্ধ্যা। আস্‌মানের আঙিনা তখন কার্‌বালা ময়দানের মতো খুনখারাবির রঙে রঙিন। সেদিনকার মহা-আহবে গ্রীক-সৈন্য সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইহা গিয়াছে। তাহাদের অধিকাংশ সৈন্যই রণস্থলে হত অবস্থায় পড়িয়া রহিয়াছে। বাকি সব প্রাণপণে পৃষ্ঠ...

মন্তব্য০ টি রেটিং+০

তোরা সব জয়ধ্বনি কর

০৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৪১

তোরা সব জয়ধ্বনি কর
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর

আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল
সিন্ধুপারের সিংহদ্বারে ধমক ভেনে ভাঙলো আগল
মৃত্যুগহন অন্ধকুপে মহাকালের চন্ডরূপে ধূম্রধূপে
বজ্রশিখার মশাল জ্বেলে আসছে...

মন্তব্য০ টি রেটিং+১

উমর ফারুক

০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

তিমির রাত্রি - \'এশা\'র আযান শুনি দূর মসজিদে।
প্রিয়-হারা কার কান্নার মতো এ-বুকে আসিয়ে বিঁধে!

আমির-উল-মুমেনিন,
তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন।
তকবির শুনি, শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি,
বাতায়নে চাই-উঠিয়াছে কি-রে গগনে...

মন্তব্য৪ টি রেটিং+২

নারী

০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৭

সাম্যের গান গাই -
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড...

মন্তব্য১ টি রেটিং+০

শিকল পরার গান

০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৬

এই শিকল- পরা ছল মোদের এ শিকল- পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন- ভয়
এই...

মন্তব্য২ টি রেটিং+১

আমি যদি আরব হতাম

০৭ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৫

আমি যদি আরব হতাম মদিনারই পথ
এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত।

পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম...

মন্তব্য২ টি রেটিং+১

মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৬

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর - আজাব থেকে এ গুনাহগার...

মন্তব্য১ টি রেটিং+০

মানুষ

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

.
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
\'পূজারী, দুয়ার খোলো,
ক্ষুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ\'ল!\'
স্বপন দেখিয়া...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.