নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী।

বিদ্রোহী কবি নজরুল

আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী।

বিদ্রোহী কবি নজরুল › বিস্তারিত পোস্টঃ

জাতের নামে বজ্জাতি

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২০

জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ
খেলছ জুয়া,
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের
হাতের নয়তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাবলি
এতেই জাতির জান,
তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে
একশ’-খান।
এখন দেখিস ভারত জোড়া পঁচে আছিস বাসি
মড়া,
মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের
হুক্কাহুয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ
খেলছ জুয়া।

জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল,
তাকে কি ভাই ভাঙ্তে পারে ছোঁয়া ছুঁয়ির
ছোট্ট ঢিল!
যে জাত-ধর্ম ঠুনকো এত, আজ নয় কা’ল
ভাঙবে সে ত,
যাক্ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ,
নাই পরোয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ
খেলছ জুয়া।

বলতে পারিস, বিশ্ব-পিতা ভগবানের কোন
সে জাত?
কোন্ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন
জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই তোদের কেন
জাতের বালাই?
ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের
ধোঁয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ
খেলছ জুয়া।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭

পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: ভালো হয়েছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.