নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাস্ত মাথা!!

রহস্যের সন্ধানে .............

বিদ্রোহী অন্তর

সময়ের প্রতিবাদ

বিদ্রোহী অন্তর › বিস্তারিত পোস্টঃ

হাসি

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

হাসি একটি অমুল্য সম্পদ যা বিনা মুল্যেই অর্জন করা সম্ভব। কিন্তু এর কার্যকারিতা অনেক। এক কথায় হাসির গুরুত্ব অপরিসীম। অপরিসীম বললেই এর গুরুত্বের পরিমাণ ধারণা করা সম্ভব।

হাসির কোনো সংজ্ঞা আমার জানা নেই।

তারপরেও ,

যদি মুখটাকে একটা গোলাপের সাথে তুলনা করি, তাইলে হাসি বিহীন মুখটাকে গোলাপ কলি বলা যায়, আর হাসি মুখকে ফুটন্ত গোলাপ বলা চলে।


তার পরেও কিছু বলার থাকে। হাসি এক ধরনের অভিনয়ও বটে। তা না হলে একটি হাসিই কেন অনেক অর্থ বহন করবে??

একটু হাসি চিরতরে স্মৃতি হয়ে থাকতে পারে। তীর হয়ে বুকে বিধতে পারে। হতে পারে দুঃখের বহিঃপ্রকাশ।

এক চিলতে হাসি সম্মতি প্রকাশ করে, অসম্মতিতে ব্যবহৃত হয়। হাসি দিয়ে কেউ ভালবাসা জানায়, আর কেউ জানায় উপহাস, ঘৃণা। আবার হাসি মৌলিক, কৃত্রিমও হয়। ইহা আয়ু বাড়ায়। হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী। দুঃখ দুর করে। কষ্ট আড়ালে রাখে। প্রিয়জনকে খুশি করে। শত্রুর মনে আচর কাটে। এই হাসির রয়েছে গাঠনিক ক্ষমতা। কোনো কিছু আদায় করে নেওয়ার ক্ষমতা। নারীর হাসি ডেকে আনে পুরুষের সর্বনাশ।

পুরুষের হাসি ডেকে আনতে পারে নারীর মনে সন্দেহ।



ইহাওও মনের ভাব প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।



পাগলের হাসি মনে মনে!!

কিন্তু না!!

জ্ঞানীরাও মনে মনে হাসে।।


আসুন,

আমরা প্রান খুলে হাসি। স্হান, কাল, পাত্র ভেদে হাসির সঠিক ব্যাবহার করি।

এক চিলতে হাসি ধরে রাখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.