নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

শুধু দিবসে, স্মরণে নয়... প্রতিদিন নজরুল জাগ্রত চেতনায়

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

জাতীয় কবির শুভ জন্মক্ষনে তাঁরে স্মরণ করছি অপিরসীম শ্রদ্ধায়, ভালবাসায়।


আমরা অনেকেই করি। যে যেমন অনুভব করি তেমনি ভালবাসায় কবির জন্য স্মরণের বরণের ডালি সাজাই। দিবস যায় আমরাও ভুলে যাই। আমাকেই বলুন- জাতীয় কবির বিদ্রোহী, লিচুচোর, নারী, মানুষ এই জাতীয় কয়েকটি কবিতা ছাড়া ক'টি ভালভাবে জানা আছে?
আমি অধোবদনে মাথা নত করে থাকব! অনেকেরই মনে হয় একি হাল হবে!

তাই শুধু নেট হাতড়ে/ঘেটে একদিনের স্মরণে নয়- আসুন হৃদয়ের গহনে বসত গড়ি, ভালবাসার, প্রেমের, মানবতার । জাতীয় কবির চেতনাকে ধারন করে জাতীয় জীবনে দারুন সৃষ্টিসূখের উল্লাসে ঝাপিয়ে পড়ি ভালবাসার, প্রেমের, মানবতার এক সমাজ গঠনে।
কবির জন্মদিনের আজকের এই শুভক্ষনে নজরুল প্রেমি, ভক্ত, আগ্রহী, সকলে চলুন এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হই- প্রতিদিন অন্তত নজরুলের একটা গান/কবিতা পাঠ করব, শুনব।

যদি প্রকৃতই জাতীয় কবিকে ভালবাসেন-এটা খুবই সহজ এবং প্রয়োজনীয়ও বটে। শুধু একদিনের স্মরণে জাতীয় কবি চির অধরাই রয়ে যাবে আমাদের কাছে! আসুন নিজের জন্যে, দেশের জন্যে, জাতীয় কবির জাতীয় চেতনাকে অনুভব করতে প্রত্যেকই নিজের কাছেই নিজে প্রতিশ্রুতি বদ্ধ হই!

আজকে আমার পাঠ- আপনাদের জন্যেওতো বটেই :)



আমার কৈফিয়ৎ – কাজী নজরুল ইসলাম

বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!
কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে!
বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে’।
পড়ে না ক’ বই, ব’য়ে গেছে ওটা।
কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা।
কেহ বলে, মাটি হ’ল হয়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে!
কেহ বলে, তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে!

গুরু ক’ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা!
প্রতি শনিবারী চিঠিতে প্রেয়সী গালি দেন, ‘তুমি হাঁড়িচাঁচা!’
আমি বলি, ‘প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি!’
অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক’ন, আড়ি চাচা!’
যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা!

মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্‌-লা’রা ক’ন হাত নেড়ে’,
‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!
ফতোয়া দিলাম- কাফের কাজী ও,
যদিও শহীদ হইতে রাজী ও!
‘আমপারা’-পড়া হাম-বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে!
হিন্দুরা ভাবে,‘ পার্শী-শব্দে কবিতা লেখে, ও পা’ত-নেড়ে!’

আনকোরা যত নন্‌ভায়োলেন্ট নন্‌-কো’র দলও নন্‌ খুশী।
‘ভায়োরেন্সের ভায়োলিন্‌’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি!
‘এটা অহিংস’, বিপ্লবী ভাবে,
‘নয় চর্‌কার গান কেন গা’বে?’
গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্‌ফুসি!
স্বরাজীরা ভাবে নারাজী, নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি!

নর ভাবে, আমি বড় নারী-ঘেঁষা! নারী ভাবে, নারী-বিদ্বেষী!
‘বিলেত ফেরনি?’ প্রবাসী-বন্ধু ক’ন, ‘ এই তব বিদ্যে, ছি!’
ভক্তরা বলে, ‘নবযুগ-রবি!’-
যুগের না হই, হজুগের কবি
বটি ত রে দাদা, আমি মনে ভাবি, আর ক’ষে কষি হৃদ্‌-পেশী,
দু’কানে চশ্‌মা আঁটিয়া ঘুমানু, দিব্যি হ’তেছে নিদ্‌ বেশী!

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হ’ল না ত ভাই, তাই লিখি ক’রে ঘাড় নীচু!
বন্ধু! তোমরা দিলে না ক’ দাম,
রাজ-সরকার রেখেছেন মান!
যাহা কিছু লিখি অমূল্য ব’লে অ-মূল্যে নেন! আর কিছু
শুনেছ কি, হুঁ হুঁ, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু?

বন্ধু! তুমি ত দেখেছ আমায় আমার মনের মন্দিরে,
হাড় কালি হ’ল শাসাতে নারিনু তবু পোড়া মন-বন্দীরে!
যতবার বাঁধি ছেঁড়ে সে শিকল,
মেরে মেরে তা’রে করিনু বিকল,
তবু যদি কথা শোনে সে পাগল! মানিল না ররি-গান্ধীরে।
হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বন চিরে’!

আমি বলি, ওরে কথা শোন্‌ ক্ষ্যাপা, দিব্যি আছিস্‌ খোশ্‌-হালে!
প্রায় ‘হাফ’-নেতা হ’য়ে উঠেছিস্‌, এবার এ দাঁও ফস্‌কালে
‘ফুল’-নেতা আর হবিনে যে হায়!
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়
গুঁড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা! সেই তালে
নিস্‌ তোর ফুটো ঘরটাও ছেয়ে, নয় পস্তাবি শেষকালে।

বোঝে না ক’ যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে,
গান শুন সবে ভাবে, ভাবনা কি! দিন যাবে এবে পান খেয়ে!
রবে না ক’ ম্যালেরিয়া মহামারী,
স্বরাজ আসিছে চ’ড়ে জুড়ি-গাড়ী,
চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে-মেয়ে।
মাতা কয়, ওরে চুপ্‌ হতভাগা, স্বরাজ আসে যে, দেখ্‌ চেয়ে!

ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন,
বেলা ব’য়ে যায়, খায়নি ক’ বাছা, কচি পেটে তার জ্বলে আগুন।
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,
স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছে কি? কালি ও চুন
কেন ওঠে না ক’ তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?

আমরা ত জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস!
কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস
এল কোটি টাকা, এল না স্বরাজ!
টাকা দিতে নারে ভুখারি সমাজ।
মা’র বুক হ’তে ছেলে কেড়ে খায়, মোরা বলি, বাঘ, খাও হে ঘাস!
হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ!

বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!

পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মোস্তফা সোহেল বলেছেন: আমরা তো আজকাল শুধু দিবস ভিত্তিক হয়ে গেছি।বিশেষ দিন ছাড়া আমরা কিছুই বুঝিনা।
নজরুল আমার একজন প্রিয় মানুষ। কবির প্রতি শ্রদ্ধা সবসময়।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। অনেক ধন্যবাদ।

সেই প্রিয় মানুষটার প্রতি প্রিয়তার মাত্রা বাড়ানোর প্রতিশ্রুতি হয়ে যাক আজকেই :)

নজরুল মিশে থাকুক অনুভবের গহনে

শুভেচ্ছা আপনাকে

২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। অনেক দিন পরে কবিতাটি আবার পড়লাম। ধন্যবাদ

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর পেলাম আপনায়!

কেমন আছেন?

আমাদের প্রত্যাহিক চর্চার জায়গাগুলো কেমন কমে আসছে দিন দিন!
এই প্রজন্মের এভঅরেজ ১০জনকে ধরেন- ৯৮% সমূহ সম্ভাবনা থাকবে না পড়া বা না জানারই!
আমাদের চর্চার সুযোগটা বাড়াতে হবে একটু একটু করে। প্রথমে নিজেকে দিয়েই।

ধন্যবাদ ও শুভেচ্ছা

৩| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

এরশাদ বাদশা বলেছেন: নজরুল সব সময়েই শ্রদ্ধার আসনে আসীন থাকবেন। কায়-ক্লেশে, সংগ্রামে, সংকল্পে তিনি ভাস্বর থাকবেন সব সময়ই। পোস্টের জন্য ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অ-নে-ক দিন পর !

ভাল । আছেন নিশ্চয়ই?

কোন সন্দেহ নেই- নজরুল সব সময়েই শ্রদ্ধার আসনে আসীন থাকবেন।
কিন্তু আমাদের প্রজন্মের পর! এ প্রজন্মের পাঠাভ্যাসই কম! তাই ভয় টা বেশি।
নজরুলের চেতনাটুকু হৃদয়ে থাকা বড় বেশী প্রয়োজন একজন পূর্ন মানুষ হতে হলে।

আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা

৪| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিজন রয় বলেছেন: +++++

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মাঝখানে কই হারাইছিলেন????

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৫| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সালমান মাহফুজ বলেছেন: প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!

কী শক্তিশালী উচ্চারণ । অথচ এমন দুর্বার উচ্চারণ আর আমাদের চেতনায় আঘাত করে না, শুধু ঝমকালো দিবস উদযাপনে অনুপ্রেরণা দেয় ।

ভালো বলেছেন ।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে জন্যেই এই আহবান- প্রথমে নিজেকে এবং সবাইকে!

অনুভবের গহনে গিয়ে সেই বোধই যদি জাগ্রত না হল- বাহ্যিক আচারে কি লাভ?

একটা সুস্থ আত্মার, জাগ্রত চেতনার কি যে জ্বালা যন্ত্রনা! চলমানতায় মানা- না মানা, অপরাগতায় মনোদহনের কথাগুলো কি দারুন বলে গেছেন কবি-

বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!

আপনাকে ধন্যবাদ

৬| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

এরশাদ বাদশা বলেছেন: অনেকদিন পর তো অবশ্যই, তবে ছিলাম। মাঝে মাঝে এসে ঘুরে যেতাম। এখন আবার সময় দেয়ার চেষ্টা করছি। আশা করি আপনিও ভালো আছেন।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
এখন আবার সময় দেয়ার চেষ্টা করছেন -জেনে অনেক ভাল লাগল। :)

জ্বি। আল্লাহর রহমতে ভাল।

অনেক অনেক শুভকামনা।

৭| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রেখে গেলাম আপনার নজরুল প্রেমে। মুগ্ধতা প্রিয় কবি'র কৈফিয়ত পড়ে।
এমন পোষ্ট অনন্তকাল থাকুক প্রিয়তে।

শুভকামনা ভাই আপনার জন্য।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিকতাও কম নয়।

মুগ্ধতাকে নিয়মিত চর্চায় ধরে রাখুন- তবেই কবিকে প্রকৃত ভালবাসা হবে।

আপনার আবেগটুকু হৃদয়হরা। :)

শুভকামনা আপনার জন্যেও।

৮| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কানিজ রিনা বলেছেন: দারুন কতগুল তো পড়াই ছিলনা। আপনার
উপস্হাপনায় পড়া হোল। আসলে প্রতিদিন
কবি নজরুলের একটা কবিতা গান ব্লগে
দিলে অনেক ভাল হয়। বিদ্রোহী কবি কাজী
নজরুলের জম্ম জয়ন্তিতে অশেষ শ্রদ্ধা।
আপনাকে অনেক অনেক শুভকামনা।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

হুম। চর্চার বিকল্প নেই। হৃদয়ে মিশীয়ে না নিলে কোন চেতনাই কার্যকর হয় না।
তা কলেমা হোক বা স্বাধীনতা, মানবতার মুক্তি বা সার্বজনীন প্রেম... প্রকৃতির ভালবাসা
চাই গহন গভীর বোধের জাগৃতি।

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা

৯| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

ঢাকাবাসী বলেছেন: ফাঁসীর মন্চে .. আসি অলক্ষ্যে দাঁড়ায়োেছে তাঁরা দেবে কোন বলিদান? ভাল লাগল লেখাটি।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

নাচন ওঠ রক্তে কণায় কণায়!!! কি যাদু লেখনিতে!!

অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভচ্ছো অন্তহীন

১০| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


যারা পড়তে পারেন, তারা কবিকে বুঝেন, বাকীদের জন্য কবি একজন সুন্দর মানুষ

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভাল বলেছেন।

প্রাত্যাহিক জীবন যাপনে তাই এই পাঠ, অংশ হওয়া খুবই জরুরী!

অনেক অনেক শুভেচ্ছা

১১| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সিফটিপিন বলেছেন: হৃদয়ের গহনে বসত গড়ি, ভালবাসার, প্রেমের, মানবতার । ভাল বলেছেন।

জাতীয় কবির প্রতি শ্রদ্ধা সবসময়।

২৫ শে মে, ২০১৭ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সিফিটিপিন :)

জাতীয় কবির শ্রদ্ধা হৃদয়ে জাগরুক থাকুক অর্হনিশি

শুভেচ্ছা

১২| ২৫ শে মে, ২০১৭ রাত ১১:২১

নীলপরি বলেছেন: অসাধারণ হয়েছে পোষ্ট ।

বিদ্রোহী কবির প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো ।

আপনাকে শুভকামনা ।

২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

নজরুল জেগে থাকুক হৃদয়ে নিত্যতায়....


শুভেচ্ছা অন্তহীন

১৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নর ভাবে, আমি বড় নারী-ঘেঁষা! নারী ভাবে, নারী-বিদ্বেষী!
‘বিলেত ফেরনি?’ প্রবাসী-বন্ধু ক’ন, ‘ এই তব বিদ্যে, ছি!’ :)

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম। জীবনকে গভীর দৃষ্টিতে দেখা জাতীয় কবির প্রখর অনুভবের অকপট প্রকাশ :)

ধন্যবাদ ভ্রাতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.