নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত সিয়ামকে অনুধাবন, পালন ও প্রতিষ্ঠাই হোক এ রমজানের শপথ

২৭ শে মে, ২০১৭ সকাল ১০:৫৮

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।



‘হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা মুত্তাকি হতে পার।” ( সূরা বাকারা, আয়াত ১৮৩)

রমজান মাস, এতে নাযিল করা হয়েছে আল-কুরআন, যা মানুষের দিশারী এবং ষ্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। ( সূরা বাকারা, আয়াত ১৮৫)

রমযান (আরবি ভাষায়: رمضان‎ রমদ্বান, হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ ইসলামিক উপবাস সাওম পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ত্রিশ দিনে হয়ে ।

'সওম'-এর শাব্দিক অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে পানাহার ও সহবাস থেকে বিরত থাকার নাম 'সওম'। সওম-এর বহুবচন হচ্ছে সিয়াম, যাকে আমরা রোযা বলে থাকি। এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাওম পালন ফরয, কিন্তু অসুস্থ, গর্ভবতী, রোগী, ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হল সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পঞ্চইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ এবং (স্বামী-স্ত্রীর ক্ষেত্রে) যৌনসংগম থেকে বিরত থাকা।

আবার কোরআনের ভাষায় চুপ থাকা, নিরবতা পালন, সংযম অবলম্বন, নিস্তব্ধতাকেও সিয়াম বলা হয়েছে ।

“ (সন্তান ভূমিষ্ঠ করার পর ) যদি তুমি কাউকে (কোন প্রশ্ন বা কৈফিয়ত করতে ) দেখ, তবে তুমি বল, ' আমি দয়াময়
আল্লাহ্র জন্য (কথা বলা থেকে ) ""বিরত " থাকার নজর মেনেছি । সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না ।
(সূরা মারইয়াম / 26 )
এখানে ''সওম" এর অর্থ হচ্ছে কথা বলা থেকে বিরত থাকা ।

পবিত্র রমজানে সকল বিশ্বাসী, মুসলিম, মুমিন, মুত্তাকী সকলেই যার যার মুক্তি ও কল্যানের জন্য সামর্থ অনুযাীয় আমল করার চেষ্টা করে থাকেন।
কিন্তু দু:খজনক সত্য হলো কিছু ভুল, কিছু প্রক্ষেপন, কিছু ধারনায় আমরা মূল সত্য থেকে অনেক দূরে সরে গেছি। আত্মিক এবং বাহ্যিক উভয় মিলেই যেখানে পূর্ণতা সেখানে আমরা কেবলই বাহ্যিক আচার অনুষ্ঠানেই আটকে আছি। তা যেমন সালাম বা নামাজে, ফিতরা বা দানে, তেমনি সিয়াম বা রোজায়!
যে সংযম, যে বিরত থাকার, যে নিয়ন্ত্রনের জন্য মাসব্যাপী সাধনার হুকুম- তাই ব্যার্থতায় পরিণত হয় সেই সব ভুলে।

মৌ-লোভী মোল্লারা ছোটকালে শুনেছি বলেছে- রোজার মাসে যত খাও কোন হিসাব নেই!!!!!!!!!!!!
কি বৈপ্যরীত্তের আহবান!!! ভাবা যায়! এখন হুজুর বলেছে এবং নিজেদের্ও খাবারের প্রতি দুর্বলতা সব মিলে সমাজে ক্যান্সারের চেয়ে ভয়াবহ ভাবে ছড়িয়ে গেছে রমজানের ভোগ! অথচ মাসটাই ত্যাগের! সংযমের। আর তাই দেখা যায় সারাদিন উপোসের ভাব ধরে রেখে সন্ধ্যা না হলেই ঝাপিয়ে পড়ি -খাবারের উপর!!!!!! এই অধিক ভোগ মানসিকতায়ই বাজার মূল্য বেড়ে যাচ্ছে লাগামহীন! দরিদ্ররা পড়ছে আরো বেশি কষ্টে!

অথচ উল্টোটা হয়েছে আগে। নবী সা: ্এর সময়, খেলাফতের সময়, ইসলামের মূল শিক্ষার সময়। রমজান এলে সকল দ্রব্যের মূল্য কমে যেত। মানুষের চাহিদা কমে যেত! সংযমের মানসিকতায় খাদ্য অন্য মাসের চেয়ে কম লাগত। ফলে বাজারে তার প্রভাব পড়ত। আর দরিদ্র মানুষেরা তাতে উপকার ভোগী হতো।

যে সংযম আবশ্যিক করা হয়েছে, আসুন তা যথাযথ পালন করি। ইফতারে সেহরীতে বাহুল্য বর্জন করি। স্বাভাবিক পানাহারের মাঝে কেবল এক বেলা বর্জন । মহান আল্লাহর হুকুম এবং সিয়ামের প্রকৃত অর্থ বাস্তবায়ন করতে, নিজেদের উপোসী না করে সিয়ামকারী হিসিবে প্রতিষ্ঠিত করতে- বদলে ফেলুন নিজেদের ভুল গুলো। ভোগের যে প্রচলিত বিলাস ব্যসন তা বর্জ ন করুন। কাড়ি কাড়ি ইফতারী নয়, সেহরীতে মাছ, মাংস দুধ, দই উন্নতমানের সব বাড়তি আইটেম নয়- স্বাভাবিক পানাহারের থেকেও কম গ্রহণই কিন্তু আল্লাহর আদেশ। সর্ব প্রকার ত্যাগেরই কিন্তু আদেশ দেয়া আছে।

ভাবুন আল্লাহর আদেশ মানবেন না প্রচলিত ধারনা!????

মহান আল্লাহ পাক আমাদের প্রকৃত সিয়ামকে অনুধাবন, পালন ও প্রতিষ্ঠা করার জ্ঞান, সক্ষমতা এবং মন মানসিকতা দান করুন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:১৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আপনাকেও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা শুভেচ্ছা।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

সিয়ামের চেতনা বাস্তবায়িত হোক আমাদের কর্মে।

২| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:২০

মানবী বলেছেন: সুন্দর পোস্ট!

তীব্র ঘৃণা জানিয়ে একটি পোস্ট লিখেছি, এই লেখা পড়ে পোস্ট করা থেকে সংযত হলাম.... অন্তঃত রমজান মাসে নয়।
অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু!

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে আপ্লুত হলাম।

সিয়ামের প্রথম সাধনায় উত্তীর্ন হয়েছেন জেনে। :)

ধন্যবাদ আপনাকেও ।

সিয়ামের, রোজার প্রকৃত বাস্তবায়ন হোক আমাদের খাদ্যে, আচরণে, কথায়, দানে পূর্ণ চেতনায়।

শুভেচ্ছা

৩| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৩১

আলগা কপাল বলেছেন: ঠিকই বলেছেন। ব্যবসায়ীরা মুখিয়ে থাকে রমজানের জন্য। না,রোজা রাখার জন্য নয়।ব্যবসা করার জন্য। আর ইফতারে খাওয়ার বহর দেখে মনে হয় কয়েক যুগের অনাহারী।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক সত্য!

ত্যাগের মাহাত্ব ম্লান হয়ে যায় - উদরপূর্তি ইফতারিতে! সেহরীর অতিভোজনে!!!!

হায়! আল্লাহ চাইলেন কি? আর আমরা করছি কি???

আল্লাহ সবাইকে সহিহ জ্ঞান দান করুন।


৪| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৪৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এইটা ভালো বলেছেন যে,রমজানের দ্রব্যমুল্য নিয়ে সত্যিই ভাবার ব্যাপার।
ব্যবসায়ীরও দোষ পুরোপুরো দেয়া চলে নাহ।আমরাই বেশি খাই খাই করি যার ফলে চাহিদা বেড়ে যায় দ্রব্যের। /:)

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ত্যাগের মাসকে ভোগের মাস বানিয়ে ফেলেছি যে!!!!!!!!!!!!!!!!

আজো বহু মোল্লা খুঁজে পাবেন- ফতোয়া দেবে- রোজার মাসে খাবারের কোন হিসাব নাই!!!
অফুরন্ত খাও আর তিনাদের খাওয়াও!!!!!!!

ভুল বিশ্বাস এবং জ্ঞান থেকে আল্লাহ সবাইকে মুক্ত রাখুন।

৫| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭

সত্যের ছায়া বলেছেন: মাহে রমজান নিয়ে পরবর্তী আরেকটি পোষ্টের অপেক্ষায় রইলাম।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আল্লাহ চাহেনতো :)

৬| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

ওমেরা বলেছেন: মহান আল্লাহ পাক আমাদের প্রকৃত সিয়ামকে অনুধাবন, পালন ও প্রতিষ্ঠা করার জ্ঞান, সক্ষমতা এবং মন মানসিকতা দান করুন । আমীন ।
জাজাকাল্লাহ খায়ের ।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন। সুম্মা আমিন।

সিয়ামের চেতনায় বদলে যাক দারিদ্র। সাম্য মৈত্রী আর সুন্দর সমাজ গঠনের এক দারুন ভিত্তি সিয়াম।

৭| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



মাহে রমজান নিয়ে পোস্ট দেয়ায় অসংখ্য মোবারকবাদ।

দাদা, খুব ভাল সময় কাটছে নিশ্চয়ই।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আল্লাহর সময় সবসময়ই ভাল!

আমাদের কর্মই কখনো কখনো তা আমাদের নিকট অন্য রুপে হাজির করে ;)

আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় কৃতজ্ঞতা মহান রবের প্রতি।

ভাল থাকুন। রমজানের শুভেচ্ছা।

৮| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৭

অপ্‌সরা বলেছেন: রমজানের শুভেচ্ছা ভাইয়া।

অনেক ভালো থেকো ! :)

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তোমাকেও আপু :)

মাহে রমজান বদলে দিক আমাদের প্রচলিত ভুল চেতনা, বিশ্বাস!

নিজেকে চিনে, স্রষ্টাকে চিনে আমাদের জন্মকে সার্থক করি- তবেই জন্ম সফল :)

রমজানের রহমত বর্ষিত হোক তোমর উপর।

৯| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: মহান আল্লাহ পাক আমাদের প্রকৃত সিয়ামকে অনুধাবন, পালন ও প্রতিষ্ঠা করার জ্ঞান, সক্ষমতা এবং মন মানসিকতা দান করুন।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই।

রমজানের শুভেচ্ছা

১০| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৪২

আখেনাটেন বলেছেন: রমজানের অাসল শানে নুযুল যদি আমরা বুঝতাম ও মানতে পারতাম আমাদের প্রাত্যহিক জীবনে। অথচ এই মাসেই সবচেয়ে বেশি ভণ্ডামি ও বাটপারি হয়। কী অদ্ভুত অমিল!

আমার জীবনে খুব কম চিকন-চাকন হুজুর দেখেছি ;)। সবাই মাশাল্লা গায়ে গতরে দশাসই। কেন? :P

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ঐ যে ফতোয়া রোজার মাসে খাইলে কুন হিসাব নাই!!!!!!!!!!!!!!

হায়! অথচ সিয়াম অর্থ বিরত থাকা তারাই বয়ান করেতেছে!!!
তাদের হিপোক্রেসি আর আমাদের মূর্খতা, অন্ধত্ব, লোভ মিলেমিশে একাকার ;) উনারা সবাই স্বাস্থ্যবতি থুরি গতরে দশাসই :P

আসুন নিজেরা জাগি- অন্যকে জাগাই! :)

১১| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:০১

বিদ্রোহী সিপাহী বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই, আসলেই সর্বপ্রকার বাতিল উপাস্য ত্যাগের নির্দেশই সমগ্র কুরআনের মূল আহ্বান। আর এই বাতিল উপাস্যগুলোকে ত্যাগ করার মেজাজী আচরণগুলোর মধ্যে অন্যতম সাওম।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী সিপাহী।

'লা ইলাহা ' অনুভবেই আসে নাই! বাতিল উপাস্য চিনব কি করে? যারা চেনানোর তারা অন্ধত্বের গহন আঁধারে!!

জিগিষাকে মেরে ফেলে ভয় দেখিয়ে! ফলে তাদের চাপিয়ে দেয়া তত্ত্ব আর তথ্যেই চলছে নাবিক ছাড়া জাহাজ!!!

মেজাজী সাওম তার আপনা মেজাজে জাগ্রত হোক এ রমজানে- জনে জনে :)

১২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এই রমজানে আমাদের সবাইকে আল্লাহ মানুষকে কটাক্ষ করা থেকে বাঁচিয়ে রাখেন এই কামনা করি।

মৌ-লোভী কটাক্ষবাচক কোন শব্দ নয়। আধ্যাতিকতার জগতে মৌ কথাটার বিশেষ অর্থ আছে। সেই অর্থে মৌ-এর লোভ করা কোন খারাপ কাজ নয়।

রমজানের শুভেচ্ছা আপনাকে।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাল বলেছেন।

যার জিভ থেকে (এ সময়ে হতে পারে কী-বোর্ড থেকে) :P অন্য মুসলমান (ব্লগার) ;) নিরাপদ নন, সে প্রকৃত মুমিন নয়!
মূলত অনন্তকরণে সৎ, সত্য, সুন্দর অনুভবকে, চেতনাকে, কল্যানকামীতাকে, শুভ বোধকে চিরজাগ্রত রাখাই ইসলামের মৌলিক চাওয়া।

রমজানের শুভেচ্ছা ।

১৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: রমাদান মোবারক

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোবারক হো মাহে রমজান

১৪| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: রমজান নিয়ে সুন্দর একটি পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

সামান্য দায় মোচনের চেষ্টা মাত্র। আল্লাহ কবুল করেনতো!

শুভেচ্ছা অন্তহীন

১৫| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট।

পবিত্র রমজানের শুভেচ্ছা।

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

রমজানের শুভেচ্ছা আপনার জন্যেও

রহমত ও কল্যান বয়ে আনুক মােহ রমজান।

১৬| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পবিত্র মাহে রমজানের শুভেচ্চা

২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা -

মোবারক হো মাহে রমজান :)

১৭| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:

"ভাবুন আল্লাহর আদেশ মানবেন না প্রচলিত ধারনা!???? "

- আপনার বাক্য বলছে যে, প্রচলিত ধারণা স্বয়ং আল্লাহের আদেশের সাথে সমান সমান হয়ে চলছে?

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের ভুল অনুভবে বিশ্বাসে তা সমান সমান শুধু নয় কখনো উপরেও চলে যায়! যেমন ইব্রাহিম আ: একত্ববাদরে শিক্ষা দেবার মাত্র ৫০০ বছরের ব্যবধানে ক্বাবায় ৩৬০টি মূর্তি প্রতিস্থাপিত হয়েছিল।

যুগে যুগে কালে কালে এই ভোয়োলেশন হয়েছে বলেই মানুষকে স্মরণ করিয়ে দিতে লক্ষ লক্ষ নবী রাসূল সা: কে পৃথিবীতে আসতে হয়েছে।

রমজানের শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.