নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তোমারই নামের দিয়া - -

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫

কেমন আছো?

- কি করে ভাবো? ভালো থাকব তোমায় ছেড়ে!
নিদ্রাহীন রাত বাড়ায় ক্লান্তি, অবিরাম- জ্বলে দু-চোখ
ব্যাথার নিম্নচাপে গুমোট মেঘলা আকাশ-ঝড় হলেই -
এসপার ওসপার ভেঙ্গে চূড়ে-পরম শুন্যতায় ভাবনাহীন।


জীবনে মানে তো থেমে যাওয়া নয়?

থেমে থাকা যায়না বলেই চলা! গতি জড়তায়
শুধু মনচোখ শুধু নয়-নিত্য ধুলো অজুহাতে হাতে রুমাল !
বৃষ্টিতে মিশে যাই স্মৃতিতে, অশ্রুতে, নোনা জলে
বোকা তুমি না আমিই, দেখো-আজো তেমনই বুদ্ধু।


ভাল থেকো!

বাহ বেশতো পারো, কেড়ে নিয়ে হাসি জানাও শুভকামনা বড়ো;
জানোনা তুমি ছাড়া ভুবন বিরান- চারণ ভুমি স্মশান সম-
না বুঝলে বলো কে বোঝায়? নিজেতে চেয়ে দেখি অস্তিত্বই তুমি
তোমার নামেই জ্বলবে দিয়া হৃদয় মন্দিরে-দৃশ্য-অদৃশ্যে নিত্য।

মন্তব্য ৭২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

আখেনাটেন বলেছেন: জীবনে মানে তো থেমে যাওয়া নয়? -- তবে যে বলে যানজটে জীবন থেকে থাকে ঢাকায়! :D

চমৎকার লেখনি।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা যা বলেছেন!

ধন্যবাদ এবং শুভেচ্ছা অফুরান

২| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ইনসোমনিয়ার স্বাদ সবাই পায় না ; ভাগ্যগুনে আসে ! :P দারুণ একটা জিনিষ ! মাঝে মাঝে ভীষণ উপভোগ করি ! :(



কবিতা সুন্দর লিখেছেন +


২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
মাঝে মাঝে তা উপভোগ্য বটে!!! সব সময় নয় ;)


অনেক ধণ্যবাদ এবং শুভেচ্ছা অগণন

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর শুভেচ্ছা জানবেন কবি।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনকে ধন্যবাদ শুভ্র বিকেল :)

শুভেচ্ছা শুভকামনা অফুরান

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগলো পাঠে

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালা লাগা অনুপ্রেরণা হয়ে বাঁচিয়ে রাখে :)

কৃতজ্ঞতা অশেষ

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩

আখেনাটেন বলেছেন: *থেমে

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বোঝার অপারগতা ক্ষমা করবেন। * দিয়ে কি বোঝাতে চেয়েছেন ধরতে পারিনি ....

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমাণিক দা :)

শুভেচ্ছা অন্তহীন

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: :|
জীবন মানে চলা,
কখনো থেমে যাওয়ার নাম জীবন নয়।

খুব ভাল লেগেছে মীম ভাই শুভেচ্ছা রইল।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রবি ভাই;)

মীম ভাইকে আপনার শুভেচ্ছা পৌছে দেব ;) হা হা হা

শুভেচ্ছা অনেক অনেক

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১

লেখোয়াড়. বলেছেন: খবর কি বিদ্রোহী।

ভং ধরেছেন?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভং ছাড়া আছে কে?
লেখৌয়ারের আড়ালে সে
কে জানে সে আসলে কি
উপরেতে সবই মেকি...

মেকি জনা সবে ভাবে
সবই বুঝি মেকি
সৎ জনা ভাবে ভবে
সবই বুঝি সৎই ;)

সময়ের প্রয়োজন আর সময়ের প্রমাণ দুটোই বলতে পারেন!
অনুভবে আর দৃষ্টি ভঙ্গির ব্যবধান :)

শুভেচ্ছা

৯| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব লিখনশৈলীর ক্যাম্পাসটিতে দারুণ একেঁছেন।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভ্রাতা :)

মন্তব্যে আপ্লুত করল। শুভেচ্ছা অফুরান :)

১০| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম। সুন্দর কবিতা উপহার দিয়েছেন কবি ভাই।
শুভকামনা রইর

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা টুকু হৃদয়ে জমা রইল :)

অনেক ধণ্যবাদ কবি

শুভেচ্ছা জানবেন।

১১| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮

মোঃ তানজিল আলম বলেছেন: বেশ চমৎকার.।। বিদ্রোহীর কবির অদ্রোহী কবিতা :`> =p~

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দ্রোহ শুধু অস্ত্রে আর হত্যায় নয়!
কখনো নফসের সাথে দ্রোহ, কষ্টের সাথে দ্রোহ আর স্বপ্ন ভঙ্গের বেদনাকে সইবার চেতনাও কম দ্রোহের নয় ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা ভ্রাতা

১২| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: এটা কি চিঠি?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলতেও পারেন। আবার নয়ও।

তার তিনটি বেসিক প্রশ্নের কাব্যিক উত্তর!

তা হতে পারে তিন সময়ের, ত্রি-কালের, ত্রি মাত্রার। অনুভব আর গ্রহণের দৃষ্টিভঙ্গির ভিন্নতায় ভিন্ন ভিন্ন রুপের।

আপাত: আমার সেই প্রিয়জনার জানার জন্যেই ধরে নিন :)

ধন্যবদ ভ্রাতা । শুভেচ্ছা অফুরান।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না বুঝলে বলো কে বোঝায়?


চার লাইন নিয়ে আমি এখন বিপাকে পড়েছি :(

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা কি যে বলেন কবি!

পরিপাকে ঢেলে দিন অনুভবের হজমি ড্রিংকস! হজম হয়ে যাবে।

যে বুঝতে চায় সেই বোঝে, যে চায়না তাকে বোঝানে যায়না। এইতো পরম সত্য । নয়?
তবে আর কি?

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

করুণাধারা বলেছেন: একেকবার একেক স্বাদের কবিতা! নিরীক্ষা চলছে?

এই ধরনটাও অন্যগুলোর মত ভাল।++

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার গভীর পর্যবেক্ষন আপ্লুত করলো!

আসলে জীভনে যেমন বহু মাত্রা, বহু রকম অনুভব ভাবনা, কবিতাতো জীভনের বাইরে নয়!
তাই কেবলই প্রেম, কেবলই ধ্যান, কেবলই কাম, কেবলই ত্যাগ, ভোগ বা কোন একক মাত্রায় আটকে থাকা নয়!
যেমন করে অনুভবে আসে তেমনি করে তুলে ধরার সামান্য চেষ্টা করি।

আপনাদের নিত্য ভাললাগা আর প্লাসে :) প্রাণবান হই নিত্য :)

অনেক অণেক ধণ্যবাদ শুভেচ্ছা অফুরান

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবন নিয়ে পর্যাবেক্ষণমূলক লেখা। ভাল লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ ভ্রাতা :) ভাল লাগা অনুপ্রাণ হয়ে রইল।

শুভেচ্ছা অন্তহীন

১৬| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

বিজন রয় বলেছেন: প্রতিউত্তরে গভীর ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দাদা মনে হয় খূব ব্যাস্ত!

বেশ কম কম দর্শন ভাই :)

ভাল থাকুন।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


সুগভীর প্রেমানুভূতি...

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভ্রমরের ডানা :)

অনেক দিন পর পেলাম :)

ভাল থাকুন শুভেচ্ছা অনন্ত

১৮| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ইমরান আল হাদী বলেছেন: গতিই জীবন আর গতিময় জীবনের জিয়নকাঠি কাঠি প্রেম,প্রনয়।
শুদ্ধ প্রেম ব্যক্তি জীবন করে অর্থবহ। ++ +

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভ্রাতা :)

হুম ঠিক তাই শুদ্ধ প্রেম ব্যক্তি জীবন করে অর্থবহ :)

শুভেচ্ছা অফুরান

১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সোহানী বলেছেন: ছবিময় লিখা ....... অসাধারন।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কি করব? লেখা পেষ্ট করলেই সামু মনে করিয়ে দেয় ছবি দিলে পোষ্ট আকর্ষনীয় হপে ;) হা হা হা

ছবি বেখাপ্পা লাগেনিতো? বিষয়ের সাথে যত বেশি সম্ভব মিল রেখে দেয়ার চেষ্টা করি :)

শুভেচ্ছা অনেক অনেক

২০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: জীবনে মানে তো থেমে যাওয়া নয়?
কিন্তু একদিনতো জীবন থেমেই যাবে
তখন রেখে যাবেটা কি ?
সুন্দর লিখেছেন অনেক প্রশ্নের উত্তর রয়েছে এতে ।

শুভেচ্ছা রইল ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট্ট মন্তব্যে গভির অনুভবের প্রকাশে মুগ্ধ :)

অনেক অনেক ধণ্যবাদ প্রিয় ডঃ এম এ আলী :)

শুভেচ্ছা শুভকমানা সতত:

২১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: তোমার নামেই জ্বলবে দিয়া হৃদয় মন্দিরে-দৃশ্য-অদৃশ্যে নিত্য। সুন্দর +

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই :)

এক কথায় সব কথাটুকু তুলে ধরেছেন :)

শুভেচ্ছা অন্তহীন

২২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

কানিজ রিনা বলেছেন: বিজন রয়, বলেছেন এটা কি চিঠি?
তাইত উত্তরে শুভ কামনা।
দম ফুরাইলে শুরু আত্ব্যা অবিন্যাশী
শক্তির বিন্যাশ নাই, তৃতীয় নয়ন
মন আত্বায় এটাইত পাই জীবন
আসলেও কি থামে? পরজনম
কাকে বলে? খুব ভাললাগা রইল।
ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজনমের শেষে যে আরেক জনম তাই পরজনম ;)

সাতারে পরজনমের চিত্রকল্প
আরেকজনম পাই মাতৃগর্ভে
তার মরণে চলতি জীবন...
চক্রাবর্তনের শেষ কই?

ভাললাগায় কৃতজ্ঞতা। শুভেচ্ছা অশেষ।

২৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

জুন বলেছেন: বাহ বেশতো পারো, কেড়ে নিয়ে হাসি জানাও শুভকামনা বড়ো;
জানোনা তুমি ছাড়া ভুবন বিরান- চারণ ভুমি স্মশান সম-

তবে না বুঝলে বলো কে বোঝায়? এটাই হলো আসল কথা বিদ্রোহী ভৃগু । জেগে আছে যে তার ঘুম ভাংগায় কে !
অনেক ভালোলাগা রইলো সহজবোধ্য কবিতায় :)
+

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশতো :)

সত্যি মুগ্ধ হলাম সহজবোধ্যতার সনদে :)
সেটাই কথা- জেগে আছে যে তার ঘুম ভাংগায় কে ! তা হোক প্রেমে, হোক সমাজ বদলে, হোক আত্মদর্শনে :)

অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা আর শুভকামনা :)

২৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া। প্রতিটি লাইন আপ প্রতিটি প্যারাই দারুন।
কবিতায় ভালোলাগা রইল।
ভালো থাকবেন।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ মৌমুমু:)

ভাললাগা টুকু অনুপ্রাণ হয়ে রইল

শুভেচ্ছা অফুরান

২৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

জেন রসি বলেছেন: কে? কে সে? ;)

কবিতা ভালো লেগেছে। :)

অ.টঃ আপনার কি কোন প্রকাশিত কাব্যগ্রন্থ আছে?

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তাইতো কে? কে সে?

কোন ষোড়শি! কোন উর্বশী! সেই পরম শূন্যতা! হৃদয়ের গহনে অচেনা আকাঙ্খা! প্রতিবেশী! পরবাসী!

কেউতো হবেই :) কোন এক জনা ;)

না ভ্রাতা। গ্রন্হিত হইনি এখনো। জীবনের গ্রন্থ, মানব গ্রন্থ পাঠের চেষ্ঠায় আছি মাত্র। :)

অন্তহীন শুভকামনা।

২৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

সনেট কবি বলেছেন: ভালো লাগল।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি:)

শুভেচ্ছা অনন্ত

২৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৪

আলো_ছায়া বলেছেন: দারুন ভালো লাগলো ভাই।
+++++

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ আলো_ছায়া :)

ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা ও শুভকামনা অনেক অনেক

২৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: এবার, মোটামুটি লাগল !

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ধন্যবাদ অকপট ভালবাসায় :)

শুভেচ্ছা শুভকমানা সবসময়

২৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

উদাস মাঝি বলেছেন:
বাহ বেশতো পারো, কেড়ে নিয়ে হাসি জানাও শুভকামনা বড়ো;
জানোনা তুমি ছাড়া ভুবন বিরান- চারণ ভুমি স্মশান সম


আচ্ছা তুমিটা কে ? আমার ভাবি ?নাকি আপনার শালি ?? ;)

ভিসন ভাল লাগছে :)

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সীমার বাঁধন ছাড়ুন! নইলে অসীম ধরা দেবে কেনু ;)
২৫ নং মন্তব্যে জেন রসির ভাইয়ের উত্তরে তুমির পরিচয়, দেখুনতো মেলে কিনা? ;)

অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা :)

৩০| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ.. প্রিয় ভাইজান! ভাল আছেন তো?

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা

৩১| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

আপনাদের ভাললাগাতে্ পথ চলার আনন্দ...

শুভেচ্ছা অফুরান

৩২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: প্রতিটা শব্দই মনকে স্পর্শ করে ।

বাহ বেশতো পারো, কেড়ে নিয়ে হাসি জানাও শুভকামনা বড়ো;
জানোনা তুমি ছাড়া ভুবন বিরান- চারণ ভুমি স্মশান সম-
না বুঝলে বলো কে বোঝায়? নিজেতে চেয়ে দেখি অস্তিত্বই তুমি
তোমার নামেই জ্বলবে দিয়া হৃদয় মন্দিরে-দৃশ্য-অদৃশ্যে নিত্য।


আর এই লাইন গুলো তো নাড়িয়ে দিল অন্তর আত্মাকে । +++++++++++++++++++++

শুভকামনা ।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ নীলপরি:)

আত্মায় নড়েছে জেনে ভাল লাগল :) এত্তগুলান প্লাসে কৃতজ্ঞতা :)

শুভেচ্ছা অফুরান

৩৩| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০

নাগরিক কবি বলেছেন: ভাল থাকে, ভাল থাকা যায়। জীবন চলে জীবনের গতিতে। শুধু মাঝপথে হয়ত একটু জিরিয়ে নিতে হয়।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
জিরিয়ে নিতে গিয়েই মনে পড়ে কত কথার কথকতা :)

অনেক অণেক ধণ্যবাদ কবি, শুভেচ্ছা অফুরান

৩৪| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

ধ্রুবক আলো বলেছেন: বৃষ্টিতে মিশে যাই স্মৃতিতে, অশ্রুতে, নোনা জলে
বোকা তুমি না আমিই, দেখো-আজো তেমনই বুদ্ধু।


সুন্দর, বেশ ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক দাদা :)

অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা অন্তহীন

৩৫| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কে? গরিবের বাড়ী হাতির পা ;)

অনেক অনেক ধন্যবাদ কাফাছ. ;)

শুভেচ্ছা আর শুভকামনা অশেষ....

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

আনু মোল্লাহ বলেছেন: অনেকগুলা প্লাস।
++++++++++++

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক গুলা ধন্যবাদ প্রিয় আনু মোল্লাহ :)

শুভেচ্ছা অফুরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.