নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র :এপার-ওপার

০৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

নির্লজ্জ স্তাবক চাটারের দল
স্তুতি গায় স্বৈরাচারিতার
ভোরের সূর্যোদয়ের স্বাভাবিকতায়
ভোট, গণতন্ত্র আর উন্নয়নের সবক দেয় এসে।।

রাতের আঁধারে লুট হয়ে যায়
অধিকার, কি বিস্ময়কর বেহায়াপনা
স্পিকটি নট হয়ে রয়, অপরাধের মাত্র বাড়ে
গুম, খুন-ত্রাসের রাজত্বে: সূখের পিশাচ হাসি হাসে।।

সাদাকে সাদা কালোকে কালো
বলার নৈতিকতার বুলি বুলি হয়েই রয়ে যায়,
মুক্তিযুদ্ধের চেতনা ধুঁকে মরে! সংবিধান, স্বাধীনতা,
সার্বভৌমত্ব কাজীর গাই -কিতাবে আছে গোয়ালে নাই!!

আমজনতা ইতিউতি চায়
ভরসার স্থান- খোঁজে খড়কুটো অথৈই জলে,
সুবোধ পালিয়ে বেড়ায়; দলান্ধতার গহন অন্ধকারে
বিচার, প্রশাসন, সাংবাদিকতা: হলুদ থেকে লাল হয়ে যায়!!

সাত সাগরের ওপারে দেখো
রাষ্ট্রপতির মিথ্যাচার, মিডিয়া নিজ ক্ষমতায়
বন্ধ করে সম্প্রচার নির্ভয়, মিথ্যাচারীতার দায়ে
ব্যাক্তি চে’ দল বড় দলের চে’ দেশ;-অনুগত স্ব-দেশ চেতনায়।।

ক্লীব, ক্রীতদাস, দলকানা
আমাদেরও আছে লাখে লাখ দেশসেবক
কতিপয়ের দাসানুদাস; উপেক্ষা করে কোটি জনতার স্বার্থ
অত:পর তবু্ও তারাই দেশপ্রেমিক বটে!খায় লেহ্য, চোষ্য চেটেপুটে!

উদাসীনতার উল্টো পিঠে পরাধীনতা
ছাই থেকে উঠো জেগে ফিনিক্স চেতনায়
আত্মমর্যাদা, স্বাধীনতা আর সার্বভৌমত্বের দায়ে
অনাগত প্রজন্মের জন্য একটা বাসযোগ্য দেশ রেখে যেতে।।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: ভালোই লিখেছেন।

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া

২| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: সাহসী কবিতা।

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া

৩| ০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



কবিতা পড়ার পর, পল্টনে যাবার ইচ্ছা হচ্ছে আমার!

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক।

ছাই থেকে তবে জেগেছে এক মহত প্রাণ
নিরাশায় আশার প্রদীপ তবে জ্বলবে এখন।। :)

ধন্যবাদ ভায়া

৪| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: ওপারের মিডিয়াও রাহুগ্রস্ত মিডিয়া, ওপারের শাসকেরাও নিকৃষ্ট শাসক হতে পারে, তার প্রমাণ তো এবারের আমেরিকার নির্বাচনে পেলাম। কিন্তু তবুও গণতন্ত্র সেখানে টিকে যায় গরিষ্ঠের বলিষ্ঠ ভূমিকায়। আমাদের দুর্বলতাটা ঠিক সেখানটিতেই।
সুন্দর, তেজস্বী কবিতা লিখেছেন। + +

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুব বেশিতো চাইনি
নূন্যতম টুকুই ছিল কাম্য
অথচ তুমি এত কিপটে
কল্পনাকে হার মানিয়েছো ;)

বারটা বছর প্রভু বারটা বছর পেরিয়ে গেল
তুমি মূখ তুলে চাইলেনা
কষে গাল দিতে ইচ্ছে করে
নিশপিশ করে জিভ
শালা, তুই্ও কি দলকানা?
বলতে পারিনা
পরকালের ভয়ে চুপসে থাকি
আগুনের ভয় দেখিয়েছো যে বড়!

অনুপ্রানীত হলাম প্রিয় সিনিয়র! প্লাসে কৃতজ্ঞতা

৫| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: এমন বলিষ্ঠ কবিতা ব্লগে বহুদিন পড়েনি। ++ প্রকৃতই বিদ্রোহী ভৃগু নিকের স্বার্থক নামকরণ। শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারের মন্তব্যটি সুন্দর হয়েছে।
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।


০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা
আপনার পরামর্শ মাথা পেনে নিনু :) আশা করি প্রীত বোধ করছেন।
আমজনতার অবচেতন ক্ষোভ যদি দেখতে পেতেন, ভিসুভিয়াসও শীতল মনে হতো!
উদগীরনের নিস্ক্রিয়তায় ক্ষোভ ঝড়ে কাব্যে অনেকটা নীচের মতোন -

বারোটা বছর প্রভু বারোটা বছর পেরিয়ে গেল
তুমি মূখ তুলে চাইলেনা, কষে গাল দিতে ইচ্ছে করে
নিশপিশ করে জিভ, শালা, তুই্ও কি দলকানা? বলতে পারিনা;
পরকালের ভয়ে চুপসে থাকি, আগুনের ভয় দেখিয়েছো যে বড়!
;)

শুভেচ্ছা জানবেন

৬| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতায় বিদ্রোহের সুর।নূরলদীনের সেই অহ্বান,কোনঠে বাহে

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নূলদীন নাই, সুবোধ পালিয়ে গেছে
আমজনতার দীর্ঘশ্বাসে জমে গভীর নিম্নচাপ!
ঘূর্নি উঠবে যখন; সিডর, হ্যারিক্যানের সকল মাত্রা পিছে ফেলে
আছড়ে পড়বে তীরে - সব লন্ডভন্ড করে দিন বদলের দিনে!

টুটি চাপা স্বরে আজো ডাকছে নূরলদীন
জাগো বাহে- কুনঠে সবাই.......

৭| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




মানুষের প্রতি মানুষের ভালোবাসা নেই। দেশের প্রতি মাটির প্রতি কিভাবে ভালোবাসা থাকবে। বিদ্রোহী ভৃগু ভাই, আপনি যেমন তেমন একজন মানুষকে জিগ্যাসা করবেন “দেশের সজ্ঞা কি? - উত্তর দিতে পারবে না। আর গণতন্ত্র সরকার এসব অনেক দুর দুরান্ত ব্যাপার।

কবিতায় ভালোবাসা রইলো।

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
দু:খ জনক সত্যি।
আর তারচে বড় সত্যি - যাদের শেখানোর কথা তারাই সব চেপে গেছে নিজেদের দু:শাসন প্রলম্বিত করতে
মানুষেক তার অধিকার আর দায়িত্বের সীমানা চেনানো হয়নি!
এক কাপ চা, ফুস পানি আর দুটো টাকার বিনিময়ে তাদের অজ্ঞতার অন্ধকারেই রেখেছে ইচ্ছা করে।

অনেক অনেক ধন্যবাদ ভায়া।
শুভেচ্ছা রইলো।

৮| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। চমৎকার প্রতিমন্তব্যে প্রীত হলাম। সঙ্গে একটা শব্দের বদলে কবিতাটি নিঃসন্দেহে উচ্চমার্গে পৌঁছে গেল। ব্যক্তিগতভাবে আমার কাছে বিষয়টি মুগ্ধতার ষোলআনা পূর্ণ করল।++++
এমন কবিতায় একাধিক লাইক প্রদানের সুযোগ থাকলে সবগুলো লাইক দিতাম।
ভাল থাকুন সব সময়।

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিমন্তব্যে আবারো এসে মুগ্ধতার ষোলকলা পূর্ন করলেন বটে :)
অনেক অনেক ধন্যবাদ

হুম
আগের শব্দটায় রাগ, ক্ষোভ ঝড়েছিল কমেছিল, বটে, তবে নতুনটায় সার্বজনীনতা লাভ করেছে বলা যায় বোধকরি।

এত্ত প্লাস আর আরো প্লাস দেবার ইচ্ছেতে কৃতজ্ঞতা
আপনিও ভাল থাকুন। শুভেচ্ছা সতত

৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:৩৯

সোহানী বলেছেন: লাভ নাইরে বিগু.... লাভ নাই।

০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

লাভের আশাযতো চলে পূজিপতিরা
আমরা ভাবের দেশৈর মানুষ
ভাব নিয়েই ডুব - গুরু লালন সাইয়ের পথে . . . .

মহাকাল র'চে দেেব ইতিহাস অলখে
সকল লাভ শুন্য হলে এসো ফিরে আমার দ্বারে
ভালবাসায় ভরবে থালা
ফিরবে না কেউ খালি হাতে ;)

মনের জ্বালাতো কমে! এইবা কম কি? ;)

১০| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর লেখনি। ভালো থাকবেন ভাইয়া।

১১| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩

গেঁয়ো ভূত বলেছেন: সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচের লাইনগুলো্ ++
শুভকামনা।

"আমজনতা ইতিউতি চায়
ভরসার স্থান- খোঁজে খড়কুটো অথৈই জলে,
সুবোধ পালিয়ে বেড়ায়; দলান্ধতার গহন অন্ধকারে
বিচার, প্রশাসন, সাংবাদিকতা: হলুদ থেকে লাল হয়ে যায়!!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.