![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের একটি ওয়েবসাইট থাকুক, কে না চায়?
তাই দেরি না করে চলুন এখনি একটি ওয়েবসাইট বানিয়ে ফেলি নিজের জন্য।
কী কী করতে হবে?
""""""""""""""""""
১. একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে।
২. হোস্টিং স্পেস রেজিস্ট্রেশন করতে হবে।
৩. সেটাপ করতে হবে।
ব্যাস, হয়ে গেলো আপনার ওয়েবসাইট।
এবার আসুন সংক্ষিপ্ত বর্ণনায় যাই :
১. ডোমেইন রেজিস্ট্রেশন
''''''''''''''''''''''''''''''''''''''''
প্রথমেই একটি ডোমেইন চয়েজ করতে হবে। কী নামে আপনি আপনার ওয়েবসাইট করতে চান, সেটি।
এটা হতে পারে আপনার নিজের নামে, কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে অথবা আপনার কোনো প্রিয় মানুষের নামে।
তবে ডোমেইন চয়েজ করার সময় যে দিকটা মনে রাখবেন সবচে' বেশি সেটা হলো, এমন কোনো নাম পছন্দ করুন যেটা সবার খুব সহজেই মনে থাকে, এবং মুখে বললেই অন্যজন বুঝতে পারে।
ডোমেইন নাম বাছাই করার পর, আপনাকে এখন দেখতে হবে, সেই ডোমেইনটি খালি আছে কিনা।
তাহলে আর দেরি নয়। ডোমেইন নেম নির্বাচন এবং রেস্ট্রিশন করতে চলে যান কো.সিসিতে।
এখানে ক্লিক করুন
প্রথমেই এখানে একটা একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট খুলতে কোনো ফি দিতে হয় না। সম্পূর্ণই ফ্রি।
একাউন্ট খোলার পর লগ-ইন করার পর যে পৃষ্ঠাটি সেখান থেকে Getting A New Domain বাটনে ক্লিক করুন।
খালি বক্সে আপনার চয়েজবল নামটি দিয়ে চেক এভেইলেবিটি বাটনে ক্লিক করুন।
ধরি আপনার পছন্দের নামটি হচ্ছে mywebsiteblog ।
এই সাইটির নাম খালি আছে তাই এটি রেজিস্ট্রেশন করা যাবে। এতে কোনো ফি লাগবে না।
Continue to registration বাটনে ক্লিক করুন।
এবার একটি বার্তা দেখতে পাবেন_ Your new domain has been successfully registered.
ব্যাস, ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলো। আপাতত এখানের কাজ শেষ। এই উইন্ডোটি বন্ধ করবেন না। এটি এভাবেই রেখেদিন।
২. হোস্টিং রেজিস্ট্রেশন
'''''''''''''''''''''''''''''''''''''
ডোমেইন তো ফ্রিতে পাওয়া গেলো। এবার প্রয়োজন হোস্টিং স্পেস। হোস্টিং হলো যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো থাকে। কম্পিউটারে যেমন হার্ডডিস্ক, তেমনি অনলাইনের হার্ডডিস্ক হলো হোস্ট স্পেস।
হোস্ট স্পেস ফ্রি পাওয়া এরকম অনেক আছে। তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে ফ্রিহোস্টিয়া।
তাদের সিপ্যানেল খুবই সহজ সরল। লগ-ইন করলে আপনার কাছে সহ ক্লিয়ার হয়ে যাবে।
কথা আর না বাড়িয়ে চলুন, ফ্রি হোস্টিয়াতে যাই।
--------------------------------- ফ্রিহোস্টিয়া -----------------------------
ফ্রিহোস্টিয়ার চকোলেট প্যাকেজটি ফ্রি। অন্যদুটির জন্য আপনাকে পয়সা দিতে হেব। সুতরাং চকোলেট-ই এখন আমাদের টার্গেট।
চলুন চকোলেট রেজিস্ট্রেশনের ধাপগুলো দেখি।
১. Take a Bite বাটনে ক্লিক করুন।
২. এবার যে পেজটি আসবে, এটি সাইনআপ ফরম। একটু কেয়ার নিয়ে পূরণ করতে হবে।
এখানে আপনার ডোমেইন নেমটি লিখতে হবে। দেখুন লাল চিহ্নিত স্থানগুলো।
৩. ফরম পূরণ শেষ হলে নিচে একটি ওয়ার্ড ভেরিফিকেশন ইমেজ আছে। ইমেজের ঘরে থাকা নম্বর ও অক্ষরগুলো লিখে Continue বাটনে ক্লিক করুন।
৪. লগিন কন্ট্রোল প্যানেল বাটনে দেখতে পাবেন। কিন্তু লগিন করার কোনো দরকার নেই। উইন্ডো ক্লোজ করে দিন।
৫. আপনার ইমেইল ওপেন করুন। ফ্রিহোস্টিয়া থেকে একটি মেইল চলে এসেছে আপনার ইনবক্সে। এই ইমেইলে আছে, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এফটিপি লগিন বিস্তারিত, ডিএনএস ইত্যাদি। বিস্তারিত না বুঝলে সমস্যা নেই।
৬. আপনি আবারও ফ্রিহোস্টিয়া তে চলে যান। ইমেইলে পাওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৭. লগিন হতে থাক, এই ফাঁকে ডোমেইন কো.সিসি-তে চলুন, যেখানে রেখে গিয়েছিলাম- সেখানে।
৮. সেটাপ বাটনে ক্লিক করুন।
৯. Manage Domain এর সেটাপ অপশনে ক্লিক করুন।
১০. এক নাম্বারে আছে দেখুন Name Server । Name Server-এর রেডিও বাটনে ক্লিক করলে দুটি বক্স আসবে। সেখানে আপনি ইমেইলে পেয়েছিলেন দুটি ডিএনএস ঠিকানা।
dns1.freehostia.com
dns2.freehostia.com
এই ডিএনএস ঠিকানা দুটি ছবির মতো করে লিখে দিয়ে সেটআপ বাটনে ক্লিক করুন
১১. তারপর যে পেজটি আসবে, সেখানে ওকে করে দিন। ব্যাস এখানে আর কোনো কাজ নেই আপনার। এখান থেকে লগ-আউট হয়ে বের হয়ে আসতে পারেন।
এবার চলুন, ফ্রিহোস্টিয়াতে যাই।
১২. ফ্রিহোস্টিয়াতে লগিন করার সাথে সাথে আমার হোস্ট কন্ট্রোল প্যানেলে চলে আসবো আমি। এখানের Site Manager ড্রপডাউন বাটন থেকে Hosted Domains-এ ক্লিক করুন।
১৩. নিচের ছবির মতো করে এখানে আপনার ডোমেইন নামটি লিখে দিন। তারপর Add Domain বাটনে ক্লিক করুন।
১৪. মূলত আপনার কাজ শতকরা ৯০ ভাগ শেষ হয়ে গেছে। বাকী দশ ভাগ কাজ হচ্ছে, আপনার সাইটে আপনি এখন কী রাখবেন, তা ঠিক করা।
১৫. আমি আগে জুমলা ব্যবহার করতাম। জুমলা শিখতে চাইলে সামহোয়্যারইনব্লগার গৌতম রায় দার ব্লগ দেখতে পারেন। তিনি খুব সুন্দর করে জুমলার টিউটোরিয়াল দিয়েছেন।
বর্তমানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস খুব ভালো লাগে, এটা সহজ এবং কনটেন্ট ব্যবহার করা যায় অতি সহজে।
ফ্রিহোস্টিয়া দিয়ে জুমলা, দ্রুপল কিংবা ওয়ার্ডপ্রেস খুব সহজেই ইনস্টল করে কাজ করা যায়।
ফ্রিহোস্টিয়ার কন্ট্রোল প্যানেলের ওয়েব টুলস ব্যবহার করে মাত্র এক ক্লিকে এসব সিএমস ইনস্টল করা যায়। এজন্য আপনাকে কোনো প্রোগ্রামিং ভাষা জানতে হবে না।
যেকোনো সমস্যায় আমাকে মেইল করতে পারেন। কিংবা জানাতে পারেন সমস্যার কথা।
এই টিউটোরিয়ালটি বুঝতে সমস্যা হলে, দয়া করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। আমি চেষ্টা করেছি আরও সংক্ষিপ্তাকারে লেখার। কিন্তু পারিনি। আশা করি আপনাদের কাজে লাগবে।
আমার ভুল-ভ্রান্তি হওয়া স্বাভাবিক। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে দয়া করে জানিয়ে কৃতার্থ করবেন।
--------------------------------------------------
পরের পর্ব দেখতে এখানে ক্লিক করুন ।
২| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪০
সাইপ মাহমুদ বলেছেন: হোস্টিং 000webhost এ করা যায়।
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
পান্থ বিহোস বলেছেন: ফ্রিহোস্টিয়াই আমার কাছে বেস্ট মনে হয়।
৩| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪২
লেখাজোকা শামীম বলেছেন: প্রিয়তে গেল আপাতত।
৪| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৩
সাইপ মাহমুদ বলেছেন: FREE HOSTIA দেখতে হবে...
ধন্যবাদ।
সুন্দর পোস্ট
৫| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন: খুব ভাল..
৬| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬
সেতূ বলেছেন: প্রিয়তে গেল আপাতত।+++
৭| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৫
সাইপ মাহমুদ বলেছেন: ভাই FREE HOSTIA তো মেইল পাঠায় না......
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৮
পান্থ বিহোস বলেছেন: না পাওয়ার তো কথা না। হয়তো এতোক্ষণে পেয়ে গেছেন। না পেয়ে থাকলে মেইল লগ-আউট করে আবার লগিন করুন। আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন।
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪০
পান্থ বিহোস বলেছেন: তারপরও যদি না পান তাহলে রিসেন্ড অথবা ফরগট পাসওয়ার্ড অপশন আছে। তবে আপাতত এটা না করাই শ্রেয়। অপেক্ষা করলে পেয়ে যাবার কথা।
৮| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯
মনজুরুল হক বলেছেন: প্রিয়তে।
৯| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯
আবদুল ওয়াহিদ বলেছেন: ++
১০| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৮
এক্স ফাইলস্ বলেছেন: আমি যতদূর জানি, একবছর মেয়াদ এটার, এরপরে টাকা চায়। তখন তো একটা ঝামেলা।
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮
পান্থ বিহোস বলেছেন: না, এটা ঠিক নয়। সিসি.কো পারসোনাল ডোমেইন-এ কখনোই ফি চায় না। তেমনি রিনিউ করার সময়ও কোনো ফি লাগে না। আপনি ওদের হোম পেজেই এটা দেখতে পারেন।
একটি ইমেইল এড্রেস দিয়ে আপনি ৪টি ডোমেইন ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন। তবে তাদের তহবিলে যদি আপনি কখনো ডোনেট করেন তাহলে ১০০-এর উপরে ডোমেইন ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন।
ছবি দেখুন।
আর হোস্ট যদি পরবর্তী বছর টাকা চায় তাহলে সমস্যা কোথায়? আপনি খুব সহজেই হোস্টিং স্পেস ট্রান্সফার করতে পারেন। আর আমি যতদূর জানি, ফ্রিহোস্টিয়ার চকোলেট প্যাকেজ সম্পূর্ণ ফ্রি।
১১| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৯
লড়াকু বলেছেন: 21 bloggers added this post to their favourite post.
১২| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭
আকাশ_পাগলা বলেছেন: প্রিয়তে।
ফ্রিহোস্টিয়া কয়দিনের জন্য ফ্রী ???
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫
পান্থ বিহোস বলেছেন:
প্রথম রেজিস্ট্রেশনের সময় এক বছর ফ্রি। পরবর্তীতে আপনি রিনিউ করতে পারেন। তাও ফ্রি।
১৩| ০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২
যুগান্তকারী বলেছেন: প্লাসাইলাম
১৪| ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
সাজ্জাদ আহাদ বলেছেন: বানাইছি। http://www.juliosaz.co.cc বাকি কাজ পরে করব। চিন্তা করছি জুমলা টা ওর্য়াডপ্রেস ব্যবহার করব।
১৫| ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
মিলটনরহমান বলেছেন: ভাই চেষ্টা করছি কিছু করা যায় কিনা।
১৬| ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৩
ট্যান্টালাস বলেছেন: ওয়েবটুল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস কীভাবে সেটাপ করবো একটু বলেন।
১৭| ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৭
পান্থ বিহোস বলেছেন: খুব সহজেই পারেন। জাস্ট ওয়েবটুল-এ ক্লিক করে পেজটি দেখুন। যেখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে ওখানে ক্লিক করলেই সেটাপ হয়ে যাবে। সেটাপ দেয়ার আগে ঐ পেজেই ডাটাবেজ তৈরি করার একটি অপশন আছে। ওখানে ক্লিক করে ডাটাবেজ নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটা ডাটাবেজ তৈরি করে নিতে হয়। তারপর রিফ্রেশ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল বাটন ক্লিক করলেই সেটাপ হয়ে যাবে, আর কিছু করতে হবে না।
যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অপেক্ষা করুন, ডাটাবেজ তৈরি, জুমলা, ওয়ার্ডপ্রেস ইনস্টল নিয়ে শিগগিরই পোস্ট দিচ্ছি।
১৮| ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
রিমঝিম বৃষ্টি বলেছেন: এক সেকেন্ডে ওয়েভ (সরি ওয়েব) সাইট বানাইতাম চাই।
১৯| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে।
২০| ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৫২
ইসানুর বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে।
২১| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:০১
জাকি ফারহান বলেছেন: freehostia থেকে এখন ও মেইল আসে নাই :-(
২২| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৪
জাকি ফারহান বলেছেন: registration এর সময় দুইবার বিশাআআআআআল error দেখাইসিলো,
এক ঘন্টা ধরে
Please wait a minute, currently processing your order.....
বলে বসে আছে :-l
২৩| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১০
আশাবাদী মানুষ বলেছেন: ফেভারিটে রাখলাম, চেস্টা করে দেখব। +
২৪| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮
সৌম্য বলেছেন: ফ্রি হোস্টিয়া মেইল দেয় না। ফরগেট পাসওয়ার্ড অপশন ট্রাই করছি। ই-মেইলের পাশা পাশি ইউজার নেম চায়।
২৫| ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪১
মিঠুন ভাই বলেছেন: http://www.nishongo.co.cc
তার পর কি করব? বললে ভাল হয়।
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২০
পান্থ বিহোস বলেছেন:
এটা দেখুন_ Click This Link
২৬| ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৭
শওকত বলেছেন: @সৌম্য--- yahoo mail ইউজ করলে spam folder চেক করুন।
২৭| ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৮
শওকত বলেছেন: @জাকি ফারহান -- মজিলা দিয়ে ট্রাই করেন।
২৮| ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৮
সৌম্য বলেছেন: @ শওকত ভাই, স্প্যাম গার্ড অন রাখি। স্প্যাম ফোল্ডারে কিচ্ছু নাই। ফ্রি হোস্টিয়াতে আবার ট্রাই করলাম। আগের ডোমেইন দিলে কয় আমাদের ডাটা বেজ এ এই ডোমেইনের এগেইন্সটে একটা আইডি খুলা হইছে। কিন্তুক আমি কোন ই-মেইল পাই নাই।
ফরগেট পাসওয়ার্ড অপশনে ট্রাই মারলাম। ওরা ইউজার নেম আর ই-মেইল এড্রেস চায়। ই-মেইল এড্রেস দিলাম কিন্তু ইউজার নেম কই পাই?
২৯| ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৯
পান্থ বিহোস বলেছেন:
@সৌম্য, প্লিজ এটা দেখুন_ Click This Link
৩০| ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৪
সাংবাদিক বলেছেন: ভালো পোস্ট..... গৌতম দার লিংকটা কি একটু দিবেন কি???
৩১| ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১০
পান্থ বিহোস বলেছেন:
গৌতমদার ব্লগ> http://www.somewhereinblog.net/blog/goutamblog
৩২| ২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
রূম্মান বলেছেন: http://www.rumman-biit09.co.cc এটা দিয়া এন্টার করলে এইটা আসে
http://www.rumman-biit09.co.cc
Please set up the domain in 48 hours. If not, we will cancel the registration
এখন কি করব?
৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
নৌশীন বলেছেন: ভেরী নাইচ পোষ্ট!
৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
জেমস্ বন্ড বলেছেন: সুন্দর
৩৫| ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
রুমমা বলেছেন: আমি কি আরেকটা খুলবো নাকি?
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:০০
পান্থ বিহোস বলেছেন: কী?
৩৬| ১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
মশিউর রহমান মেহেদী বলেছেন: amar khub valo leges.many many thanks.
৩৭| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৩
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: http://www.addressbook.co.cc is available +
http://www.addressbook.cc.cc : WebStore
• One year domain registration for $6
• Full DNS control and domain management
আমার কাছে টাকা চাচ্ছে ।
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৮
পান্থ বিহোস বলেছেন: এগুলো তাদের প্রিমিয়াম ডোমেইন। এগুলো কিনতে পয়সা গুণতে হবে। আপনি এটি বাদ দিয়ে অন্য কিছু নিন।
৩৮| ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪২
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কিভাবে অন্য কিছু নিব । আমি তো আপনার গাইড লাইন ফলো করলাম।
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩
পান্থ বিহোস বলেছেন: একটা ব্যাপার বুঝতে হবে ভাই, ডট কো ডট সিসি আপনাকে ফ্রি ডোমেইন দিচ্ছে। তাই ওরা আপনার পছন্দের চেয়ে ওদের পছন্দটাকেই বেশি গুরুত্ব দেবে।
কিছু কিছু ডোমেইন আছে যেগুলো এখনো রেজিস্ট্রেশন হয়নি কিন্তু ওগুলো তারা কাউকে ফ্রি দেয় না। কারণ ওগুলোকে তারা প্রিমিয়াম ডোমেইন হিসেবে বিবেচনা করে বিক্রি করে।
যেমন গোড্যাডিতে একটি সাধারণ ডট কম ডোমেইনের দাম ১০.৬৯ ডলার। কিন্তু ওদের একটা প্রিমিয়াম ডোমেইনের দাম ২০০০-১৫০০০ হাজার ডলার বা তারও বেশি।
আমি এমন কিছু ডোমেইন নাম ডট কো ডট সিসিতে খোঁজে পেয়েছি যেগুলোর দাম ৫০-৭০ ডলার পর্যন্ত।
আপনি যে ডোমেইনটা চয়েজ করেছেন সেটা সিরি প্রিমিয়াম ডোমেইন। আপনি যদি এই ডোমেইনটাই নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে। অন্যথায় আপনাকে অন্য ডোমেইন চয়েজ করতে হবে।
আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। প্রয়োজনে আবারও লিখবেন। মেইল পাঠিয়েছি। আশা করি পেয়ে গেছেন।
৩৯| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১০
আকাশ_পাগলা বলেছেন: আমি সবই ঠিকমত করছি।
এখন আমার কিছু প্রশ্ন ছিল।
আমার সাইট আপলোড করব কীভাবে? আমার কাছে যেসব পিএইচপি পেইজ আছে আর এডমিন ফোল্ডারেও কিছু পি এইচপি পেইজ আছে, এসব একবারে কী করে আপলোড করব??
আর, আমার ডাটাবেজও আছে। সেটা কী করে আপলোড করব?
৪০| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৫
পান্থ বিহোস বলেছেন: @আকাশ_পাগলা, আপাতত আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের সাইটটি ডেভেলপ করতে পারেন।
এক ক্লিকে ওয়ার্ডপ্রেস সেটাপ করতে এখানে ক্লিক করুন ।
৪১| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৭
আকাশ_পাগলা বলেছেন: ফাইল ম্যানেজারে যেয়ে আপলোড করলেই কী হবে?
ডাটাবেইজ নামে ওখানে আলদা অপশন্স দেখলাম, সেখানে কী করব?
৪২| ১৩ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২২
আকাশ_পাগলা বলেছেন: নিজে নিজে সেটাপ করে ফেলেছি। আর বোধহয় লাগবে না। প্রথমে বুঝতেছিলাম না।
অনেক ধন্যবাদ। পোস্টটা কাজে লাগল।
৪৩| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাই আমার সাইটা আপলোড/ হোষ্টিং করা দরকার। যেকোন ডোমেইন হলেই হবে।
৪৪| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
পান্থ বিহোস বলেছেন: @বাংলাদেশ-ফয়সল, তাহলে আপনি ঐ ডোমেইনটি বাদ নিয়ে নতুন কোনো ডোমেইন নিবন্ধন করুন।
৪৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৩
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কিভাবে নতুন কোনো ডোমেইন নিবন্ধন করবো?? একটু পরিস্কার করে দিলে ভালো হয়।
৪৬| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭
পান্থ বিহোস বলেছেন: @বাংলাদেশ-ফয়সাল, এই পোস্টটি লেখা শুরু-ই হয়েছে কিভাবে আপনি একটি নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করবেন তা দিয়ে। এই পোস্টটি আপনি আবার পড়ুন। দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে আমাকে লিখুন পাতায় গিয়ে আমাকে জানিয়ে দিন আপনার সমস্যার কথা। আমি চেষ্টা করবো সলভ করে দিতে। ধন্যবাদ।
৪৭| ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
রাসেল আরেফিন বলেছেন: দারুন
৪৮| ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
আকাশ_পাগলা বলেছেন: সিও ডট সিসি তে ঢুকতেই পারতেছি না গত তিন দিন ধরে। এখন কী করি !!!
আমার আরো একটা ফ্রী ডোমেইন খুবই তাড়াতাড়ি দরকার। একটা ত বানিয়েছি, আরও একটা লাগবে, কিন্তু এই সাইটটাতে ঢুকতে গেলে বলছে কানেকশন রিফিউজড। এক দোস্তর পিসি তে ট্রাই করলাম, সেইম প্রবলেম।
গুগলে সার্চ দিয়ে অন্যান্য ডোমেইন দেখলাম। পছন্দ হচ্ছে না। সহজ সরল নাম নাই, সব ব্যাকাত্যাড়া।
আপনি কী কিছু প্রিফার করবেন??
৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
পারাবত বলেছেন: বহোত খায়েশ ছিল!!
শুকরিয়া।
এখন বাকি কাজ কেমনে করব বলেন?
৫০| ২৯ শে মার্চ, ২০১০ রাত ২:২৬
মেহেদি২৪ বলেছেন: খুব ভাল..
৫১| ৩১ শে মার্চ, ২০১০ ভোর ৫:০৩
হামিদ পায়োনিয়ার বলেছেন: ইনশআল্লাহ। আপনার পোষ্ট অনুসরন করে মজা লাগছে। জীবনের স্বপ্ন আজ সত্যি হবেই।
Thank You পান্থ বিহোস ভাইয়া।
৫২| ০৯ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩৩
ছন্দ্বহীন বলেছেন: comment by: লেখাজোকা শামীম বলেছেন: প্রিয়তে গেল আপাতত।
৫৩| ২৮ শে মে, ২০১০ রাত ৩:০৩
বাংলাকে ভালবাসি বলেছেন:
I've finished 90% bro!
I'm a beginner so now pls tell us how to finish rest 10% percent!
৫৪| ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:২৮
ব্ল্যাকমেটাল বলেছেন: মামা, এফটিপী ফাইল আপ্লোডের আইডিয়া চাই
৫৫| ০৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৯
মেঘবন্ধু বলেছেন: যে হালায় মাইনাস দিসে অরে কুত্তা দিয়া.........।
৫৬| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪২
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ভাই,
ফ্রীহোস্টিয়াতে DNS configuration ভুল দেখায়।
আমাকে দয়া করে আপনার ইয়াহুতে এড করা যায়???
[email protected]
৫৭| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৬
ডেমিয়েন থর্ন বলেছেন: ভাইয়া, আমি তো নামধাম লেখার পর এই পেজ আসলো। এখানে তো টাকা চায়, এইটা কিভাবে স্কিপ করব?
৫৮| ২০ শে জুলাই, ২০১০ রাত ১২:২২
আব্দুল গণি বলেছেন: সরাসরি প্রিয়তে পাঠাইলাম আর আপনাকে অনেক অনেক একটা প্লাস দিলাম। আরো দিতে মনচায় কিন্তু সিস্টেম বইল্যা একটা ভুত আছে যে....
৫৯| ২২ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫৬
সদরুল আলম অপু বলেছেন: সামহোয়্যারইনব্লগার গৌতম রায় দার ব্লগ url address টা দরকার
৬০| ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:৩২
খন্দ.লিমন বলেছেন: Getting A New Domain বাটনে click করার পর নাম লিখে যখন check করি তখন সাদা page চলে আসে কি করব ??????
৬১| ৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৬
বাকি বিল্লাহ বলেছেন: ভাই আপনি বলছেন ডোমেইন ফ্রি বাট সেটা ফ্রি না ৯ ইউএস ডলার লেখা আসে এটা কিভাবে ফ্রি হবে?
৬২| ২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯
মুভি পাগল বলেছেন: ধনীয়া পাতা
৬৩| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৯
অআবি এম খোরশেদ বলেছেন: ভাই জান অাপনার নিদ্দেশনা মতো সব করেছি কিন্তু ১১ নাম্বারের পর থেকে ফ্রি হোষ্টটি ঠিক মতো দেখাচ্ছে না। কি করবো বলেন তো।
৬৪| ১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
প্রিন্স অফ ডার্ক বলেছেন: ১৩ নং step এ যেয়ে যখন ডোমেইন এর নাম লিখে অ্যাড ডোমেইন এ ক্লিক করলাম তখন এরর দেখাচ্ছে যে
This domain name has already been added in your account! Please add a different one
কি করবো?
আর আমার ডোমেইন নাম নিচে ঠিক এ দেখাচ্ছে কিন্তু পাশে লেখা incorrect ns setting
৬৫| ১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০২
কিংশুক০০৭ বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে।
৬৬| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪০
শাওন চৌধুরী বলেছেন: ভালু ......
৬৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩২
শাহাদাত রুয়েট বলেছেন: ধন্যযোগ
৬৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
কাউসার রুশো বলেছেন: প্লাসসহ শোকেশে
৬৯| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:৪১
মোঃমিজানুর রহমান বলেছেন: ধন্যবাদ
৭০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০১
সজিব আহমেদ বলেছেন: Freehostia is not accepting co.cc domain name anymore. They blacklisted it
Any solution?
৭১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩১
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: ১৪. মূলত আপনার কাজ শতকরা ৯০ ভাগ শেষ হয়ে গেছে। বাকী দশ ভাগ কাজ হচ্ছে, আপনার সাইটে আপনি এখন কী রাখবেন, তা ঠিক করা।
এতটুকুও করার পরও ত আমি আমার সাইটটা ব্রাউজ করতে পারছি না। এখন আমি কি করতে পারি।
৭২| ১০ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৬
নূরননবী বলেছেন: অনেক ধন্যবাদ।
৭৩| ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১:০০
সুরজিৎ সাহা বলেছেন: Freehostia আর .co.cc সাপোর্ট করছে না !! following received from them :
Hello,
Please note that we have received many abuse reports regarding .co.cc sites which hosted malicious content on our servers. Therefore our supervisors and administrators have decided to restrict these domains in our system and they cannot be hosted on our servers anymore. Note that all of the .co.cc domains which are already hosted on our service will work without any problems and this restriction take an affect only for a new domains.
In this situation I would advise you to register a new domain name for your hosting account with us or to transfer a domain with other TLD to our system. This can be done via Control Panel > Register / Transfer menu which is placed in the left sidebar.
If you have any other questions or problems, please let us know.
Best Regards,
Max
[email protected]
Freehostia.com
On 03/10/2011 01:04 PM, [email protected] wrote:
Name: Surojit Kumar Saha
Email:
IP: 119.15.152.20
Dear Sir/Madam
I am trying to host my domain name surojit.co.cc without success.
Please let me know !!
Thanks
৭৪| ১৫ ই মার্চ, ২০১১ রাত ১০:২৭
মাহবুব সুমন বলেছেন: ভালো পোস্ট
সুমনের খেরোখাতা
৭৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১:৩২
সাকিল আল মামুন বলেছেন: Your website will be accessible here: http://amarblogbari.co.cc (Which is not accepted by our system. Register or add a whitelisted domain here: My Domains >> Domain Manager)
IMPORTANT!!!
েখন কি করি?
৭৬| ১৩ ই জুন, ২০১১ রাত ৩:৩৭
নয়া আমদানী বলেছেন: ভাই add domain দিলে "Error while adding the domain name! Please contact the technical support!" দেখাচ্ছে।এখন কি উপায়???
৭৭| ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১৭
মেঘনা মোহনা বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ।
৭৮| ১৪ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৬
এম. এ. এস মানিক বলেছেন: প্রিয়তে গেল আপাতত। আপনাকে অনেক অনেক একটা প্লাস দিলাম।
ট্রাই করে আপনাকে জানাব।
৭৯| ১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
আবুল হাসান মিলন বলেছেন: ভাইয়া সবশেষে add domain দিলে "Error while adding the domain name! Please contact the technical support!" দেখাচ্ছে। এখন কি উপায় ?
প্লিজ ভাই একটু বলবেন নতুন একটি সাইট তৈরি করার উত্তেজনায় ছটফট করছি। একটু শেষ তুলে দেন।
৮০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭
৮১| ৩১ শে মে, ২০১২ বিকাল ৫:০৮
বিড়ি বলেছেন: এই পোস্টে এই নিয়া কয়বার ধরা খাইলাম
৮২| ৩১ শে মে, ২০১২ রাত ১০:৫৭
আরজু পনি বলেছেন:
৮৩| ৩০ শে জুন, ২০১২ রাত ১২:০৫
মাহমুদ জীবন বলেছেন: ভাই আমি অ্যাকাউন্ট করতে পারলাম না।। টাকা চাই
৮৪| ২০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৮
ইয়ার শরীফ বলেছেন: The type of domain that you are trying to add is not allowed on our servers. You will not be able to host this domain in this hosting account
এইতা বলে
৮৫| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৩
tanbir10 বলেছেন: ডোমেইন হোষ্টিং সব হলো, কিন্তু হোষ্টেড ডোমেন এ সমস্যা হলো প্রথমত আপনার ছবির মতো এড ডোমেইন অপশস আসে না। দ্বিতীয়ত, ভাবলাম এড হোষ্ট ট্রাই মারি, :#> কিন্তু এই ইরর মেসেজ আসেinvalid domain উপায় কী?
৮৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮
উৎপল কুমার সরকার বলেছেন: http://www.com.nu এখান থেকে ডোমেইন ফ্রী পাওয়া যায়। এক্ষেত্রে আপনার সাইটের নাম হবে: http://www.yoursite.com.nu
তবে ফ্রী ডোমেইন আর হোস্টিং ব্যাবহার করে সাইট তৈরি করে সময় নষ্ট না করাই ভাল। সস্তায় ভাল মানের ডোমেইন ও হোস্টিং কিনতে পারেন http://www.hostearly.comথেকে। হোস্টিং প্ল্যান জানুন: http://www.hostearly.com/hosting.html
৮৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০
উৎপল কুমার সরকার বলেছেন: http://www.com.nu এখান থেকে ডোমেইন ফ্রী পাওয়া যায়। এক্ষেত্রে আপনার সাইটের নাম হবে: http://www.yoursite.com.nu
তবে ফ্রী ডোমেইন আর হোস্টিং ব্যাবহার করে সাইট তৈরি করে সময় নষ্ট না করাই ভাল। সস্তায় ভাল মানের ডোমেইন ও হোস্টিং কিনতে পারেন http://www.hostearly.com থেকে। হোস্টিং প্ল্যান জানুন: http://www.hostearly.com/hosting.html
৮৮| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৩১
রোহান খান বলেছেন: valo laglo vaiya./.
৮৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১
সিংহ পুরুষ বলেছেন: গুড
৯০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২
রিয়াজ পাটওয়ারী বলেছেন: ভাই এই ও্য়েব সাইট এ তো ঢুকতেই পারতেছিনা
৯১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
কিং হোস্ট বিডি বলেছেন: ১) কিংহোস্টবিডি একটি ডোমেইন রেজিষ্ট্রেশন এন্ড হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি যা বাংলাদেশ সহ পৃথিবীর সকল জায়গায় সাপোর্ট দিয়ে থাকে।
২) এখানে আপনি আপনার পার্সোনাল, অফিস, ব্যবসা, এনজিও, অনলাইন বিজনেস (eCommerce) ইত্যাদির ইন্টারন্যাশনাল (.com, .net, .org) এবং লোকাল (.edu.bd, .com.bd এবং .বাংলা) ডোমেইন নাম কিনতে পারবেন। ডোমেইন হল আপনার কোম্পানির অনলাইন একটা নাম। যেমন (facebook.com) এটাকে ডোমেইন নাম বলা হয়। আপনার কোম্পানির নাম xyz.com যেকোনো কিছু হতে পারে। আমরা আপনাকে সেই ডোমেইন নামটি ক্রয় করিয়া দিব।
৩) এবার আসেন ডোমেইন নেম গুগল সার্চে যেকোন একটা সাইট সার্চ দিয়ে ওপেন করলে কিছু তথ্য বা পন্যের ছবি ইত্যাদি দেখা যায়। এই তথ্যগুলি যেখানে রাখা হয় তার নাম হল হোস্টিং। এই হোস্টিং স্পেস আপনাকে কিনতে হবে। এখন হোস্টিং স্পেস যার যত তথ্য ততটুকু কিনলেই হবে। এ ব্যাপারে আমাদের মতামত নিলে আমরা আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারব যে, আপনার কতটুকু হোস্টিং দরকার।
( কিংহোস্টংবিডি উদ্বোধন উপলক্ষ্যে হোস্টিং কিনলে একটা ডোমেইন এক বছরের জন্য ফ্রি দিচ্ছে। আপনি এ অফারটি গ্রহন করতে পারেন সাথে SSL Certificate সারাজীবনের জন্য ফ্রি দিচ্ছে যা কিনতে আপনার প্রতিবছর ৮০০-৯০০ টাকা লেগে যাবে।)
৪) SSL Certificate টা আবার কি? সহজ কথায় SSL হল একটা নিরাপত্তা এবং বিশ্বস্ততা। আপনার ডোমেইন নামের আগে http:// থাকে এটাকে বলে প্রটোকল, এই প্রটোকলে যখন SSL Install করা হবে তখন https:// এবং গ্রীন কালার হয়ে যাবে। তখন কাস্টমারা অথবা ভিজিটররা বুঝবে যে এই সাইটটি সিকিউরিটি সম্পন্ন।
=< অন্যান্য সার্ভিস
১) ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টঃ আমরা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করি। পার্সোনাল, অফিস, ব্যবসা, এনজিও, অনলাইন বিজনেস (ইকমার্স), কর্পোরেট ওয়েবসাইট আমরা তৈরী করে থাকি।
২) ফেইসবুক বুস্ট অথবা ফেইসবুকে আপনার কোম্পানির ওয়েবসাইট বা আপনার কোম্পানির ফেইসবুক পেইজ এডভারটাইজম্যান্ট করা যাতে আপনার পেইজে লাইক বা পন্য দ্রুত বিক্রি করতে পারেন।
৩) PPC Management: পিপিসি হল pay per click এটা হল গুগল এডভারটাইজম্যান্ট আপনি ফেইসবুকের মত গুগলেও এ্যাড দিতে পারবেন যাতে গুগলে কেউ সাচ দিলে আপনার সাইটটি গুগলের প্রথমে এ্যাড হিসেবে চলে আসবে আর সবাই প্রথম ১-৫ এর মধ্যের লিংকগুলিতে কিল্ক করে।
৪) SMS : আমরা এসএমএস সার্ভিস দিয়ে থাকি। SMS দুই ধরনের হয় মাস্কিং এবং ননমাস্কিং। মাস্কিং হল আপনার কোম্পানির নামে এসএমএস যাবে। যেমন আপনি GP/Airtel/Agora ইত্যাদি নামে এসএমএস পেয়ে থাকেন যাকে বলা হয় মাস্কিং। আর যে এসএমএসগুলি নাম্বারে আসে সেগুলোকে বলা হয় ননমাস্কিং বা বাল্ক এসএমএস। আপনার দরকার হয়ে আমাদের সাথে যোগোযোগ করবেন।
৫) SEO: অনেক গুরুত্বপূর্ন একটা সার্ভিস যা আপনার ওয়েবসাইটটিকে গুগলে প্রথম পেইজে নিয়ে আসবে। যে সেবাটি আমরা .facebooke: https://kinghostbd.com
৯২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
ছদ্মবেশী ভূত বলেছেন: ভালো পোস্ট ফ্রী ডোমেইন এবং হোস্টিং পাওয়ার জন্য কার্যকরি। তবে আমি, গুগোল ব্লগারের হোস্টিং কে অন্য যেকোন ফ্রী হোস্টিং এর চেয়ে বেশী প্রাধান্য দেই।
৯৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৯
লড়াকু বলেছেন: ফেভারিট