![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মানব জাতি। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে. যখন পিতা পু্ত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ্ সম্পকে প্পতারক শয়তানও যেন তোমাদেরকে প্পতারিত না করে । আল-কুআন
আল্লাহ পাকের জাত ও ছিফাতের যে কোন একটির সহিত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শরীক মনে করা, তুলনা করা সমক মনে করাকে শেরেকী গুনাহ বলা হয়, আর যে ইহা করিবে তাহাকে মুশরিক বলা হয়। মুশরিকদিগকে আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করিবেন না, ইহা কুফরীর ন্যায় অমার্জনীয় জঘন্য অপরাধ; ইহা ক্ষমার অযোগ্য। আল্লাহ পাকে মুশরিকদের সম্পর্কে কোরআন মজীদের সূরা নিসা এর ৪৮ তম আয়াতে ঘোষনা করেন- “নিশ্চয়ই আল্লাহ তায়ালা শেরেকী গুনাহ ক্ষমা করিবেন না; ইহা ব্যতীত অন্য সমস্ত গুনাহ যাহাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক করিল, সেই ব্যক্তি অতি কঠিন গুনাহে লিপ্ত হইল”।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
মরণের আগে বলেছেন: আলহামদুলিল্লাহ ,এই ব্যপারে কোণ সন্দেহর অবকাশ নাই ,
সুন্দর পোস্ট ।