নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

মোঃ শেখ সাদী

হে মানব জাতি। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে. যখন পিতা পু্ত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ্‌ সম্পকে প্পতারক শয়তানও যেন তোমাদেরকে প্পতারিত না করে । আল-কুআন

মোঃ শেখ সাদী › বিস্তারিত পোস্টঃ

সত্য কথা হচ্ছে আমরাই (মুসলিম) ফসল। ( আর এই ফসলে ক্ষতিকারক পোকা হচ্ছে মোনাফেক এবং মোনাফেকদের সাথী হচ্ছে যারা ধর্মকে ভাগ করেছে, এখানে শেষে নয়, নামাজ, দাড়ি টুপি -পাগড়ী, জিহাদ, যিকির, মসজিদ, মাদ্রাসা, ইসলামকে পেছনে রেখে ব্যক্তিগত দল,)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

তোমরা জেনে রাখো, এ পার্থিব জীবন খেলাধুলা, হাসি-তামাশা জাঁকজমক (প্রদর্শন), পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ ও সন্তান সন্তষ্টি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয়; (সমগ্র বিষয়টা) যেন আকাশ থেকে বর্ষিত (এক পশলা) বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশীতে ভরে দেয়, অতপর একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দখেতে পাও, তা হলুদ রং ধারণ করতে শুরু করছে, তারপর তা অথহীন খড়কুটায় পরণিত হয়ে যায়, (কাফরেদরে জন্যে র্পাথবি জীবনরে চষ্টো সাধনা এমনি এক অথহীন কাজ ছাড়া আর কছি্ই নয়); আর পরকালরে জীবনে তাদরে জন্যে থাকবে কঠোর আযাব এবং ঈমানদারদরে জন্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে (তাঁর) ক্ষমা ও সন্তষ্টি (সত্যি কথা হচ্ছে) দুনিয়ার এ জীবন কতপিয় ধোকা প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়।



অতএব, এ সব অথহীন প্রতিযোগিতা বাদ দিয়ে তোমারা তোমাদরে মালকিরে পক্ষ থেকে সেই (প্রতিশ্রুতত ) ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্যে এগিয়ে যাও, এমন জান্নাত যার আয়তন আসমান যমীনরে সমান প্রশস্ত, তা প্রস্তুত করে রাখা হয়েছে সে সব মানুষদরে জন্যে যারা আল্লাহ তায়ালা ও তাঁর পাঠানো রাসূলরে ওপর ঈমান এনেছে মূলত এ হচ্ছে আল্লাহ তায়ালার এক অনুগ্রহ, তিনি যাকে চান তাকেই তিনি এ অনুগ্রহ প্রদান করবেন; আর আল্লাহ তায়ালা হচ্ছনে মহা অনুগ্রহশীল। (আল-কোরআন, সূরা আল হাদীদ,২০-২১)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.