![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।“ এই পৃথিবী নবজাতক শিশুর জন্য নতুন। নবজাতক যখন পৃথিবীতে আসে, তার কান্নার মাধ্যমে জানিয়ে দেয় আগমনের বার্তা এবং ধীরে ধীরে সে বেড়ে ওঠে জাতির কর্ণধার হিসেবে। ঠিক দুই বছর আগে অনেক অনলাইন রেডিও এর ভিড়ের মাঝে আত্মপ্রকাশ হয়েছিল “রেডিও ভয়েস২৪.কম“ এর। রেডিও ভয়েস২৪.কম তার আগমনি বার্তায় ব্যাপক সাড়া ফেলেছিল মানুষের মনে। তারপর গুটি গুটি পায়ে হাঁটা, অক্লান্ত পরিশ্রম এবং অগণিত শ্রোতাদের ভালোবাসা নিয়ে রেডিও ভয়েস আজ তৃতীয় বর্ষে পা রাখলো।
রেডিও ভয়েস এর বর্ষপূর্তিতে রেডিও ভয়েস এর সিইও বিশ্বজিৎ দত্ত (নীল) এবং সকল কলাকৌশলী ও আরজে বৃন্দ রেডিও ভয়েস এর সকল শ্রোতাদের আšতরিক ভালোবাসা জ্ঞাপন করছে এবং আশির্বাদ কামনা করছে।
রেডিও ভয়েস এর বর্ষপূর্তীতে সারাদিনব্যাপী আয়োজন করা হয়েছে নানান ধরনের মজার অনুষ্ঠান। অনুষ্ঠানগুলোর সময়সূচী নিম্নরূপ:-
পান্তা ইলিশ ( সকাল ১০.০০ - দুপুর ১২.০০) আরজে রিয়া ও সিফাত
রঙ্গীন বৈশাখ ( দুপুর ১২.০০ – বিকাল ২.০০) আরজে জেসি ও অপূর্ব
বৈশাখী মেলা (বিকাল ২.০০ – সন্ধ্যা ৪.০০) আরজে সানজি ও সান্তা
বৈশাখী ঢামাকা (বিকাল ৪.০০ – সন্ধ্যা ৬.০০) আরজে দীপিকা
ও সাদাফ
রকিং বৈশাখ ( সন্ধ্যা ৬.০০ – রাত ৮.০০) আরজে প্রভা খালেদ
বৈশাখী ঝড় ( রাত ৮.০০ – ১০.০০) আরজে মৃদুলা ও সোহেল
ওয়েবঃ www.radiovoice24.com
ফেসবুক: fb.com/radiovoice24
©somewhere in net ltd.