![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্তি, সাম্য এবং ভ্রাতৃত্বের অমর বাণী শোনাতে এক বছর পরে শারদ উৎসবে স্বর্গলোকহতে মর্তে আসছেন দুর্গতিনাশিনী মহামায়া ‘মা দুর্গা’। ভক্তদের ডাকে সাড়া দিয়ে দেবীমহামায়া আসছেন এই মর্তলোকে। ধর্মের গ্লানি আর অধর্ম রোধ, সাধুদের রক্ষা করতে,অসুরের বধ এবং ধর্ম - আরো-ও...
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৩
আমায় ডেকো না বলেছেন: আজকাল অনেক মুসলমানদেরকে দেখা যায় যে তারা হিন্দুদের দুর্গা পুজা সহ অন্যান্য সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করে। আবার এটাকে তারা অনেক আধুনিকতা মনে করে।কিন্তু আসলে কোন মুসলমানের জন্য জায়েজ নেই দুর্গা পুজা শ যে কোন মুর্তি পুজা সহ অন্য যে কোন ধর্মের অনুষ্ঠানে অংশ গ্রহন করা। যদি করে সে শিরকের গুনাহে গুনাহগার হবে এবং সে কাফির হয়ে যাবে। তাই প্রত্যক মুসলমানদের উচিত এ থেকে বেঁচে থাকা। আর একটা কথা হলো অনেকেই মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য দুর্গা পুজাকে সার্বজনীন শারদীয় উৎসব বলে অভিহিত করতে চায়। আসলে এটা একটা ধোকা। কারন তারা দুর্গা পুজাকে একটা উৎসব যা সার্বজনীন অর্থ্যাৎ সবার জন্য একথা প্রচার করে মুসলমানদের দিয়েও মুর্তি পুজা করাতে চায়। তাই মুসলমানদের এ ধরনের ষড়যন্ত্র থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। বিস্তারিত - Click This Link