![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি কি শুধুই ক্ষমতায় যাওয়ার জন্য? হরতাল-অবরোধ ডাকার পরে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি, যানবাহনে অগ্নিসংযোগ চালাচ্ছে তাতে কার ক্ষতি হচ্ছে? নিরীহ মানুষের এবং জাতীয় অর্থনীতির। কোন ভাবে ই এর অবসান হচ্ছে... তাহলে আমাদের মত সাধারন মানুষের কি দোষ ??? এই ভোগান্তির শেষ কোথায়?
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
হুতুম বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা দুজনের গুয়ারতিমিই দায়ী।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
ফাহিমুল ইসলাম বলেছেন: খেলাঘর বলেছেন:
রাজনীতি করা হয় ক্ষমতার জন্য।
সাধারণ মানুষের দোষ হচ্ছে, তারা ১৯৭১ সালের মানুষের মত নন।
ভোগান্তির শেষ হবে, যেদিন সাধারণ মানুষ হায়েনা তাড়াবে।
লাইক
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯
বিজন শররমা বলেছেন: লাঠি বইঠার সংগ্রাম দেখেছি, এর ফলে গনতন্ত্র এসেছিল । তারাই আবার ৫ই জানুয়ারী গনতন্ত্র কবর দিল। এবার সংগ্রাম শুরু হয়েছিল গনতন্ত্রের জন্য । পেট্রল বোমা তাকে অজনপ্রিয় করেছে । কিন্তু এই আন্দোলন ব্যর্থ হলে এদেশে গনতন্ত্রের চির কবর হবে, এক পরিবার দেশ শাসন করবে।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
নিলু বলেছেন: ভোটের লাইনে দাঁড়িয়েও যে , আমরা কাকে ভোট দিবো , তা বঝতে না পারাই এর কারন বলে মনে করি । অথচ ভোটের দাবী ?
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫
খেলাঘর বলেছেন:
রাজনীতি করা হয় ক্ষমতার জন্য।
সাধারণ মানুষের দোষ হচ্ছে, তারা ১৯৭১ সালের মানুষের মত নন।
ভোগান্তির শেষ হবে, যেদিন সাধারণ মানুষ হায়েনা তাড়াবে।